কমলাপুর স্টেশনের এবং ট্রেন থেকে কিছু আলোকচিত্র।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


আজ রোজ রবিবার ১১ ই সেপ্টেম্বর ২০২২ খিস্টাব্দ।

২৭ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ এবং ১৪ ই সফর ১৪৪৪ হিজরি।


কেমন আছেন সবাই?আশা করি ভালো আছেন। আমি তেমন ভালো নেই আগের পোস্ট এ বলেছিলাম আমি খুব অসুস্থ। গত দুই দিন যাবৎ আমি আরো বেশি অসুস্থ হয়ে পরি। যার জন্য আমি ঠিকমতো কাজ করতে পারছি না। আসলে হাই ডোজের এন্টিবায়েটিক খাওয়াতে খুব দুর্বল হয়ে পরেছি। মাথা উঠাতে পারছি না ,যার করণে ডিসকোর্ড এবং স্টিম কোথায় এক্টিভিটিস নেই। গত দুই দিন পর আজকে একটু জ্বর কমাতে পোস্ট লিখতে বসেছি। সন্ধ্যায় ওষুধ খাওয়াতে জ্বর কিছুটা কমেছে। আসলে জ্বরটা কমছে বাড়ছে। আসলে জায়গা চেঞ্জ করলে আমার এমনটা হয়। আমি গত বৃহস্পতিবার ঢাকা থেকে রাজশাহী এসেছি।ট্রেনের টিকেটে উল্টা পথে সিট পরেছে যার কারণে রোদ বেশি লেগেছে ,বেশ গরম ও ছিল যার কারণে এই অবস্থা। রাজশাহী আসার পরের দিন থেকে এই অবস্থা। যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি খুব বেশি কিছু লিখবো না ,যাত্রা পথে কিছু ছবি তোলেছিলাম ,তাই আপনাদের সাথে আজ শেয়ার করবো।

304856132_756107878811160_7346147893001000303_n.jpg

captured by @rahimakhatun

Device- samsung SM-A13F

আপনারা হয়তো অনেকেই জানেন আমার ভাই রাজশাহীতে থাকার সুবিদার্থে আমাদের প্রায় রাজশাহী যাওয়া হয়। আসলে রাজশাহী শহর টা অনেক সুন্দর তাই বার বার যেতে ভালোই লাগে। আসলে সুযোগ পেলেই রাজশাহী যাওয়া হয়। বেশ কিছুদিন আগে আমার মা গিয়াছে ,তার ছেলের বাসায় বেড়াতে ,মুটামুটি অনেক দিন হওয়াতে ,বাবা যাবে আনতে। তো ভাইয়াও বললো আমি ও যেন এসে কিছুদিন বেরিয়ে যাই। আসলে আমার ছেলের ও অনেক পছন্দ রাজশাহী শহরটা। তাছাড়া আমার ভাইয়ের ছেলে ,মেয়েদের সাথে খেলতে পারে ,ওদের পেলে আর কিছু লাগে না। তাই ভাবলাম বাবার সাথে আমি ও কিছু দিন ঘুরে আছি। প্রতিবারেই অনলাইনে টিকেট কাটা হয় ,কিন্তু প্রায় সমস্যা হয় ,দেখা যায় এক সেট এ দুই জন যাত্রী থাকে ,তাই বাবা কমলাপুর স্টেশনে যেয়ে টিকেট কেটে নিয়ে আসে। আসলে ট্রেনে উঠার মজাই আলাদা।

302739354_785206792597800_6985559135301003330_n.jpg

তারিখ -৮ সেপ্টেম্বর ২০২২।
সময়-সকাল ১০.৩০মিনিট ।
স্থান -পশ্চিম টেংরা ,ডেমরা ঢাকা।

আসলে ৮ তারিখে অনেক যাত্রী ছিল ,আসলে বৃহস্পতিবার ছিল ,পরের দুই দিন অনেকের ছুটি তাই। অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছে।

302189692_1154756558411722_1683960175438788222_n.jpg

তারিখ -৮ সেপ্টেম্বর ২০২২।
সময়-সকাল ১১.৩০মিনিট ।
স্থান -কমলাপুর স্টেশন

304838022_474308521267277_1233953377002987364_n.jpg

তারিখ -৮ সেপ্টেম্বর ২০২২।
সময়-সকাল ১১.৩০মিনিট ।
স্থান -কমলাপুর স্টেশন

ট্রেন ছাড়ার সময়সূচি

304920799_5279131528861454_3864583748887946755_n.jpg
তারিখ -৮ সেপ্টেম্বর ২০২২।
সময়-সকাল ১১.৩০মিনিট ।
স্থান -কমলাপুর স্টেশন

যাত্রীরা অপেক্ষা করছে ট্রেনের জন্য। আসলে অনেক আগ থেকেই যাত্রীরা বসে আছে।

305789073_619761823120113_5931495447924001305_n.jpg
তারিখ -৮ সেপ্টেম্বর ২০২২।
সময়-সকাল ১১.৩০মিনিট ।
স্থান -কমলাপুর স্টেশন

305789073_619761823120113_5931495447924001305_n (1).jpg
ট্রেন বেশ আগ থেকেই চলে এসেছে। বেশ গরম তাই আমরা বাহিরে অপেক্ষা করছি।

304839362_1244456223005020_7216261686985374383_n.jpg

তারিখ -৮ সেপ্টেম্বর ২০২২।
সময়-সকাল ২.০০মিনিট ।

লোকেশন কোথায় আমি জানি না ,চলন্ত ট্রেন থেকে তোলা ছবি।

304020974_1121435658473511_5715039032378760841_n.jpg
তারিখ -৮ সেপ্টেম্বর ২০২২।
সময়-সকাল ২.১৫মিনিট ।

305279226_749846416078447_833141136991389476_n.jpg
আজকে আর লিখবো না। পরবর্তীতে আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। ধন্যবাদ সবাইকে

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A13F
LocationDhaka
Photograpy photography

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht

20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 2 years ago 

আপু প্রথমে আপনার সুস্থতা কামনা করছি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। যাত্রাপথের খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। খুব ভালো লাগলো ফটোগ্রাফি গুলো ধন্যবাদ আপু সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রথমত আপনি অসুস্থ জেনে খুবই খারাপ লাগলো আপু। আসলে এখনকার সময় বেশ সবাই অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থতা একটু কমার কারণে আবারও আমাদের মাঝে ফিরে এসেছেন দেখে বেশি ভালো লাগলো। আসলে রাজশাহী শহরের কথা অনেক শুনেছি। শহরটা নাকি অনেক সুন্দর। কিন্তু কখনো যাওয়া হয়নি। বিশেষ করে ট্রেনে করে গিয়েছেন দেখে ভালো লাগলো। আসলে অনলাইনে টিকেট কাটলে এত সমস্যা হয় এটা আপনার কাছ থেকে জানতে পারলাম। আসলে আমরা কখনো এভাবে টিকেট কাটেনি। বেশ দারুন কিছু ফটোগ্রাফিও করেছেন দেখছি। আপনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এটাই কামনা।

 2 years ago 

ট্রেন থেকে নেওয়া প্রত্যেকটা শট মনোমুগ্ধকর হয়েছে। ট্রেন থেকে প্রকৃতির এমন অপরূপ শোভা খুবই পারদর্শিতার সহিত ক্যাপচার করেছেন, যেটা প্রশংসার দাবি রাখে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59484.75
ETH 2614.53
USDT 1.00
SBD 2.41