আমার বাংলা ব্লগ কনটেস্ট -১০ এর জন্য আমার তৈরি শীতকালীন সবজির রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago
"আসসালামু আলাইকুম"

❤❤আজ বৃহস্পতিবার ৯ই ডিসেম্বর২০২১ ও ২৪ অগ্রহায়ন ১৪২৮ এবং৪ ই জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি। আজ ষড়ঋতুর হেমন্ত (হেমন্তকাল)।❤❤

হাই,আমি রাহিমা খাতুন নেভি।কেমন আছেন সবাই ?আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।আজকে আমি কন্টেস্টে -১০ এ অংশগ্রহণের জন্য শীতকালীন সবজির নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। শীতকালীন সবজি আমাদের সকলের অনেক পছন্দের। টাটকা টাটকা সবজি দেখতে যেমন ভালো লাগে। তেমনি খেতেও অনেক সুস্বাদু।


🥗🥗আমার তৈরি শীতকালীন সবজি 🥗🥗

ny.jpg



শীতকালীন সবজি নিয়ে কিছু কথা

কনটেস্ট এ অংশগ্রহনের জন্য সবজির রেসিপি তৈরি করার জন্য বাজারে গিয়ে সবজি দেখে আমার ছবি না তুলে পারলাম না। এত সুন্দর সুন্দর নানান রঙের সবজি। দেখে খুব ভালো লাগলো। সবজি সব বয়সি মানুষের জন্য অনেক উপকারী।প্রতিদিন অন্তত এক বেলা হলেও আমাদের কোনো না কোনো সবজি খাওয়া দরকার। তাহলে আমাদের রোগ পতিরোগ ক্ষমতা বাড়ে। এবং স্বাস্থ্যের জন্য খুব ভালো। যদিও সবসমই সবজি পাওয়া যায় তবে শীতকালীন টাটকা সবজি পাওয়া যায়। এবং দামেও খুব সহনীয়। এবং খাতেও খুব ভালো লাগে।

চলেন দেখি কিছু সবজি এর ছবি


gg.jpg



🧅🥕🧄 যা যা সবজি দিয়েছি এবং এবং তার গুনাগুন লিখছি🧅🥕🧄


যদিও সব সবজির ছবি তুলতে পারি নাই ,তবে সব সবজির নাম লিখবো


  • ফুলকপি -এতে ভিটামিন সি ,ক্যালসিয়াম ,আয়রন,আছে। কলেস্টরল নাই।
  • বাঁধাকপি -এতে আছে ভিটামিন সি ,আয়রন ,ম্যাগনেসিয়াম,B6
  • পটল -এতে আছে ভিটামিন A ও C
  • গাজর-এতে আছে পানি,ফাইবার ,সুগার, ক্যালোরি
  • কাঁচা পেঁপে -এতে আছে ভিটামিন A ,C ,E ও ভিটামিন B 6
  • বরবটি -এতে আছে প্রোটিন ,সোডিয়াম ,পটাসিয়াম ,কার্বোহাইড্রেট
  • চিচিঙ্গা -সুগার লেভেল কন্ট্রোল করে ,এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।
  • কাঁচা মরিচ - এতে আছে ভিটামিন সি, সোডিয়াম,পটাশিয়াম
  • পেঁয়াজ - এতে আছে সোডিয়াম ,পটাসিয়াম ,ক্যালসিয়াম।

এতক্ষণ তো দেখলাম আমরা কি কি সবজি দিয়েছি। এখন দেখবো কি কি উপকরণ দিয়ে মজাদার সবজি রান্না করেছি।

🧅🥕🧄 প্রয়োজনীয় উপকরণ 🧅🥕🧄

262799756_1550234198680628_4796820134081054769_n.jpg


উপকরন
পরিমান
সবজি পরিমাণমতো
বয়লার মুরগি ১টি
লবন সামান্য
আদা রসুন ২টেবিল চামচ
গুঁড়া দুধ ৫টেবিল চামচ
তেঁজপাতা ৪টি
এলাচ ৪/৫ টি
দারুচিনি ৪ টুকরা
তেল ১ কাপ
পেঁয়াজ ১ কাপ
কাঁচা মরিচ ৬/৭ টি
কনফ্লাওয়ার ৩টেবিল চামচ
গোলমরিচ ৪/৫ টি
টেস্টিং সল্ট ২ চা চামচ
চিনি ২ চা চামচ
ঘি ২ চা চামচ
টমাটো সস ২ চা চামচ
বাদাম বাটা ২টেবিল চামচ
🧅🥕🧄 প্রস্তুত প্রণালী 🧅🥕🧄
১ম ধাপ

262378446_900570180599981_6481519736758257412_n.jpg

একটি হাড়িতে সবজি গুলা পরিমান মতো লবন দিয়ে ভাপ দিয়ে নিতে হবে।
২য় ধাপ

261200308_424189066009728_5267089532965708383_n.jpg

সবজি ৮০% সিদ্ধ হলে নামিয়ে একটি ঝুড়ি ঢেলে নিতে হবে।
৩য় ধাপ

262119750_677639686556715_1975767540794831000_n.jpg

একটি কড়াইতে তেল ঢেলে ,গরম হওয়া অব্দি অপেক্ষা করতে হবে। গরম হয়ে এলে তাতে তেজপাতা ,এলাচ ,ও দারুচিনি দিয়ে দিতে হবে।
৪র্থ ধাপ

261366008_4159101704190250_250190827528518964_n (1).jpg

তাতে বয়লার মুরগির মাংস ছোট ছোট করে কেটে নিব। তারপর ধুয়ে নিয়ে পানি জড়িয়ে নিব। এরপর মশলাগুলা একটু ভাজা হলে তাতে টুকরো করে রাখা মুরগির মাংস দিয়ে দিব।
৫ম ধাপ

262800057_395467872216963_4664260061908234056_n.jpg

তাতে আধা রসুন ও লবন দিয়ে একটু কষিয়ে নিতে হবে।


৬ষ্ঠ ধাপ

261341128_435426448182442_5030750772767922918_n.jpg

তাতে টমাটো সস দিয়ে দিতে হবে।


৭ম ধাপ

261096269_197311095939046_444922778210810579_n.jpg

মুরগির মাংস ভাজা ভাজা হলে তাতে পেঁয়াজ দিয়ে দিবো।


৮ম ধাপ

261752487_294518892597346_7688266741130671001_n.jpg

তারপর বাদাম বাটা দিয়ে দিতে হবে।
৯ম ধাপ

262119385_2055812151243097_7973611797189541686_n (1).jpg

বাদাম কষিয়ে এলে ,তাতে সিদ্ধ করে রাখা সবজি গুলা দিয়ে দিতে হবে।
১০ম ধাপ

262532207_1068988887271100_6414575610760602922_n.jpg

সবজি গুলা উল্টিয়ে পাল্টিয়ে ,৯০% সিদ্ধ হয়ে এলে ,তাতে কাঁচামরিচ দিয়ে দিবো।
১১তম ধাপ

260854999_1055852675181822_6083003276538646299_n.jpg

দুধ ও কনফ্লাওয়ার পানিতে গুলে নিতে হবে।
১২তম ধাপ

তারপর গুলানো এইটা দিয়ে দিতে হবে
১৩তম ধাপ

তারপর টেস্টিং সল্ট দিয়ে দিতে হবে।
১৪তম ধাপ

তাতে গুলমরিচ গুঁড়া করে দিয়ে দিব
১৫তম ধাপ

263088688_607777950543169_7653340954953664246_n (2).jpg

লাস্ট ধাপে ঘি এবং চিনি দিয়ে উঠিয়ে দিব।

260712667_1492885047762080_2032847620526493815_n (2).jpg


ব্যাস হয়ে গেল আমার আজকের কনটেস্টে শীতকালীন সবজির রেসিপি।আজ এই পর্যন্ত পরবর্তী সময়ে দেখা হবে অন্য কোন ব্লগ নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আমার আজকের ব্লগ।



ফটোগ্রাফার

@rahimakhatun

অবস্থান

ঢাকা

ডিভাইস

sumsang SM-A21F

Sort:  
 3 years ago 

শীতকাল মানেই অনেক রকম সব্জীর সমারোহ। তেমন আপনার রান্না করা সব্জীটিও অনেক রকমের সবজি ব্যবহার করে রান্না করেছেন। দেখেই বুঝা যাচ্ছে খেতে অনেক মজার হয়েছে। আর আপনার উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে আপু। এভাবে এগিয়ে চলুন। শুভ কামনা রইলো আপু।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে,,সুন্দর একটি কমেন্ট করার জন্য।আসলো আমি আপনার কাছ থেকে শিখতে পারছি।

 3 years ago 

শুভ কামনা রইলো।

 3 years ago 

আপু আপনার রেসিপি পোস্ট অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক দক্ষতার সাথে পোস্টটি সম্পুর্ণ করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে।

তবে আপু আপনি ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে। এটা টাইটেল এ লিখে দিলে ভালো হতো। পরের বার থেকে ভুলবেন না।
ধন্যবাদ আপনাকে।

 3 years ago (edited)

আপু,, আমি এই প্রশ্নটা করব করব বলে,,অনেক দিন ধরে চিন্তা করে আসছিলাম,,পরে আর করা হয়নি,,আপু আপনাকে অনেক ধন্যবাদ,,প্রশ্নের আগেই উত্তর দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63493.34
ETH 2578.53
USDT 1.00
SBD 2.79