স্বাধীনতা রক্ষা করা বেশ কঠিন।

in আমার বাংলা ব্লগlast month

আমি @rahimakhatun
from Bangladesh

১০ বৈশাখ ১৪৩১বঙ্গাব্দ ।

২৩ এপ্রিল ২০২৪খ্রিস্টাব্দ ।


এখন ষড়ঋতুর গ্রীষ্মকাল ।

boy-8235025_1280.jpg

source

ছোট বেলা থেকে একটা কথা শুনে আসছি স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।কথাটার অর্থ তখন বুঝতাম না,মনে মনে ভাবতাম স্বাধীনতা অর্জন করা কি আর সহজ কিছু এই স্বাধীনতার জন্য কতশত মানুষ প্রান দিয়েছে। এখন কথাটার অর্থ খুব ভালো করে বুঝি।আসলে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।

বেশ কিছু দিন আগে খবর দেখছিলাম তখন দেখলাম তিন চার মেয়ে মিলে রাতে বেলা মারামারি করছে।তারা নাকি ঢাকার অভিজাত বার হোটেলে ড্রিংক করে মাতাল হয়ে এমন মারামারি করছে। তাদের এমন একটা অবস্থা, তাদের মাঝে কোন হিতাহিত জ্ঞান নেই।মাঝে মাঝে ভাবি এমন স্বাধীনতার কি দরকার যেই স্বাধীনতা মানুষকে উগ্র বানায়।এমন উগ্রতার জন্যই কি এদেশে লক্ষ মানুষ শহীদ হয়েছে।


এমন আরো নানান ঘটনা প্রতিনিয়ত ঘটছে। এমন স্বাধীনতার কি দরকার যে স্বাধীনতায় বাবা মা কে সম্মান করতে শেখায় না, শিক্ষক কে সম্মান করতে শেখায় না।এখন তো আবার স্টুডেন্টদেরকে শিক্ষক রা শাসন করতে পারে না,শাসন করলে শিক্ষককের গায়ে অব্দি হাত তুলে।অথচ একটা সময় শিক্ষকদেরকে কি সম্মান করা হতো তাদেরকে পিতৃতুল্য মনে করা হতো।একটা সময় মনে হতো শিক্ষকদের সম্মান না করলে কখনই বড় কিছু হওয়া যায় না।


এখন তো আবার কিছু কিছু শিক্ষক মর্ডান হয়ে গিয়েছে, এত এত মর্ডান হয়েছে সেই দিন দেখলাম শিক্ষক এক স্টুডেন্ট এর সাথে নাচছে।অথচ শিক্ষক রা এক সময় স্টুডেন্টদেরকে সন্তানের মত দেখতো ।এখনকার প্রজন্ম নিয়ে বেশ চিন্তিত কি শিখবে ওরা।


অথচ একটা সুন্দর দেশ গড়ার জন্য এদেশে কতশত মানুষ শহীদ হয়েছে। তার বিনিময়ে আমরা স্বাধীনতাই রক্ষা করতে পারছি না।দিন দিন মানুষের মধ্যে মানবতা নেই বললই চলে।দেশকে নিয়ে আমাদের নুন্যতম চিন্তা নেই, আমরা নিজেদের নিয়ে ব্যস্ত।এটা ঠিক স্বাধীনতা প্রতিটি মানুষের জন্মগত অধিকার।স্বাধীনতা ছাড়া কোন মানুষ বাঁচতে পারে না,তাই বলে বেশি স্বাধীনতা পেয়ে আমাদের বিবেক মরে যাবে তা কিন্তু হয় না।


আমরা নিজের দেশের মাটি আর মানুষের কথা না ভেবে আমরা খালি ভিনদেশী সংস্কৃতি আচার ব্যবহার পোশাক কে অনুসরন করছি।এমনকি যে ভাষার জন্য এত এত যুদ্ধ করেছে সে ভাষাকে ছোট করে আমরা ইংলিশ ভাষা নিয়ে ব্যস্ত।আমাদের মনে হয় যে ব্যক্তি যতবেশি ইংলিশ জানে সে ততবেশি স্মার্ট।


কিংবা যে যতবেশি দেশের বাহিরের ড্রেস পড়ে সে ততবেশিই আধুনিক মনে করে।অন্যানো দেশের ড্রেস দামি হলেও কিনে গর্বিত মনে করে।আসলে আমাদের দেশের প্রতি ভালোবাসা নেই যার জন্য নিজের দেশকে ছোট করতেও আমাদের বিন্দু মাএ খারাপ লাগেনা।


তাই তো কোন ধরনের অশুভ শক্তির হাত থেকে দেশকে রক্ষা করার জন্য আমাদের সকলের সচেতন থাকতে হবে।বিদেশি ভাবধারা আমদানি আমাদের বর্জন করতে হবে নিজস্ব সংস্কৃতিকে জাগ্রত করতে হবে।এক সাগরের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। এই স্বাধীনতা আমাদের কাছে পবিএ আলামত।একে রক্ষা করার দ্বায়িত্ব আমার আপনার সকলেরই।আমাদের ভালোবাসতে হবে দেশকে দেশের মাটিকে এবং দেশের মানুষকে।দেশের সম্পদ রক্ষাতে সর্বত্র চেস্ট করতে হবে।


গৌরবময় মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি আমাদের স্বাধীনতা।এই স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌছে দিতে পৌছে দিতে হবে। স্বাধীনতা আমাদের সকলের কাছে পবিএ আমানত।তাই আমাদের উচিত স্বাধীনতাকে রক্ষা করা।দেশকে ভালোবাসা।আমাদের প্রিয় জন্মভূমি সমৃদ্ধিশালী দেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা উচু করে দাঁড়াতে পারে।


আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।


Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht

20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Posted using SteemPro Mobile

Sort:  
 last month 

শিক্ষক হচ্ছে আমাদের পিতা সমতুল্য, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন শিক্ষককে দেখে হারে কম্পে ডরাতাম কিন্তু এই যে কি একটা জেনারেশন চলে এসেছে অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখি তারা শিক্ষকের গায়ে হাত তোলে এটা সত্যিই অনেক দুঃখজনক একটা বিষয়। যাই হোক আপু কথাগুলো ঠিক বলেছেন আপনি স্বাধীনতা রক্ষা করা আসলেই অনেক কঠিন একটা বিষয়।

 last month 

আসলেই স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা বেশ কঠিন।আগের দিনগুলো বেশি ভালো ছিলো।

 last month 

আমি মনে করি আপু এমন স্বাধীনতা আমাদের দরকার নেই, যে স্বাধীনতা আমাদের বাবা-মাকে কষ্ট দেয়, তাদের সম্মান না করতে শেখায়। তাছাড়া ভিনদেশীদের সংস্কৃতি আমাদের দেশের মানুষের ভিতর প্রবেশ করা এবং বিদেশি ভাষাগুলোকে স্মার্ট ভাষা বলে গণ্য করা, এগুলো অবশ্যই দেশের জন্য অপমানজনক। ১৯৭১ সালে যারা দেশ স্বাধীন করেছে তারা কখনো এইসব চিন্তা করেনি যে, ভবিষ্যতে দেশের অবস্থা এরকম হবে।

 last month 

এইটা আমরা কয়জনই বুঝি, আমরা এমন স্বাধীনচেতা হয়েছি যার জন্য বড়দেরকে সম্মান করা ছেরে দিয়েছি।ধন্যবাদ আপনাকে

 last month 

এটি ঠিক আপু আমরা শুনেছি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। আসলে বর্তমান সময়ে মানুষ শিক্ষিত হচ্ছে কিন্তু মানুষের জ্ঞান নষ্ট হচ্ছে। আর মেয়েরা রাতে বেলা নেশা করে মারামারি করতেছে। আসলে এদের থেকে অন্যজন কি শিখবে। শত শহীদের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। আর আমাদের এখন স্বাধীন দেশের মানুষের এই অবস্থা। যাইহোক খুব সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last month 

এজন্যই সুশিক্ষিত মানেই স্বশিক্ষিত নয়।ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 68874.67
ETH 3743.28
USDT 1.00
SBD 3.72