গাছ এবং ফুলের কিছু ফটোগ্রাফি || 10% Beneficiary To @shy-fox 🦊}]

in আমার বাংলা ব্লগ2 years ago
❤❤আজ রোজ শনিবার ৬ ই জুলাই ২০২২ খিস্টাব্দ । আজ ষড় ঋতুর (বর্ষাকাল )। ❤❤

কয়েকটি ছবি এক সাথে ।

296730612_588962632694294_2202659992203933664_n.jpg

captured by @rahimakhatun

Device- Glalaxy A13

সন্ধ্যা থেকে পোস্ট পোস্ট করবো করবো বলে কেবল বসলাম পোস্ট করার জন্য।আসলে অনেক গরম পরেছে। গরম হলে এলার্জি সমস্যা বেড়ে যায়। একে তো গরম তার উপর আবার লোডশেডিং। মানুষ ভালো থাকার দেখছি কোনো সুযোগ নাই। জ্বালানি তেলের দাম রে হরে বেড়েছে ,তাতে মানুষ কেমনে ভালো থাকবে। জ্বালানি তেলের দাম বাড়া মানেই গাড়ি ভাড়া বাড়ানো। আজকে রাস্তায় তেমন কোনো গাড়ি নেই। তাছাড়া দ্রব্য মূল্যের দাম বেড়ে যাওয়া মানেই ,মানুষের ভোগান্তি। দেশটা যে কোন দিকে যাচ্ছে ,কে জানে। যাই হোক নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। এর আগে বৃক্ষ মেলার কিছু ছবি দিয়েছিলাম ,আজকে কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করবো ,আশা করি ভালো লাগবে ,তো চলুন শুরু করা যাক

296777863_416911660419071_2137067424819421213_n.jpg
হার্ট শেপ পাতাবাহার। এর আর কোনো নাম আছে কিনা জানি না। আমার কাছে বেশ ভালো লেগেছে। সাথে একটা করমচা গাছ আছে। কি সুন্দর করমচা দরে আছে।

296881435_446686067350409_7354798099900495918_n.jpg
কাঠ গোলাপ। আমার কাছে বেশ ভালো লাগে ,বিশেষ করে এর ঘ্রান। কালার কম্বিনেশন টাও বেশ সুন্দর।

296911854_626292212037795_2430994676146685955_n.jpg
রঙ্গন ফুল গাছ। মিস্টি কালার ,তবে আমার কাছে লাল কালার তা বেশ ভালো লাগে।

296713401_789748568737631_2921886909763589045_n.jpg
অনেক গুলো এডোনিয়াম।

297227589_3315577965392280_4971533902904326643_n.jpg
এই পাতাটার নাম জানি না। তবে সুন্দর ,দাম ও অনেক। দেয়ালে জুলালে সুন্দর লাগবে।

296970019_585405742970254_8450906812518987094_n.jpg
ঝাউ গাছ

296792107_601258694677392_8838850242929210266_n.jpg

296751334_1121111968485988_4679031481421284346_n.jpg
জারবেরা ফুল। একটা কিনেছিলাম ,কিন্তু গাছটা কেন জানি মরে গেলো।

আসলে কয়েকটা পোস্ট হবে বৃক্ষ মেলা নিয়ে। আমি বেশ কিছু গাছ কিনেছি ,সব গুলা আপনাদের সাথে শেয়ার করবো। আজকে আর নয়। পরবর্তীতে হাজির হবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,এই প্রত্যাশায় শেষ করছি আমার আজকের ব্লগ।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

deviceGalaxy A13
LocationDhaka
Photograpy tree fair
link source

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 2 years ago 

আপু এটা আসলে খুবই টেনশন এর বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই জ্বালানি তেলের দাম বৃদ্ধি হতে আসলে গাড়ি ভাড়া দাম যে কতটা বাড়বে সেটা কিছুটা অনুমান করা যাচ্ছে। তবে আপনি দারুন কিছু গাছের ফটোগ্রাফি করেছেন খুব সুন্দর লাগছে আপনার ফটোগ্রাফি গুলো অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জ্বালানি তেলের দাম বৃদ্ধি মানেই সবকিছুর দাম বৃদ্ধি। যাই হোক ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ

 2 years ago 

বৃক্ষমেলায় বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি দেখলাম, গাছ দিয়ে লাভ তৈরি করা এবং সে বড় বড় পাতাওয়ালা অদ্ভুত ধরনের সেই গাছ আমার খুবই পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে আপনার ছবিগুলো শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

হুম,,ছেলেদের আবার লাভ অনেক পছন্দের হয়😉😉।হা হা।ভালো লাগলো।ধন্যবাদ

 2 years ago 

গাছ আমাদের প্রকৃত বন্ধু। আমাদের সবার হচ্ছে গাছ লাগানো ।আপনার আজকের ফটোগ্রাফিতে গাছ এবং ফুলের ছবি দেখে ভালো লাগলো ।এমন সব সুন্দর সুন্দর ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন,গাছের মত প্রকৃত বন্ধু আর কিছু হতে পারে না।আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপু করম চা অনেকদিন পর আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পেলাম। ছোটবেলায় মামার বাড়িতে গেলে এই ফলটি অনেক খাওয়া হয়েছে। তবে বড় হবার পর আর খাওয়া হয়ে ওঠেনি। খুব সুন্দর লাগছে করমচা ধরে থাকা গাছটি। এছাড়াও পাতাবাহারটি দেখতে ভীষণ সুন্দর লাগছে। এত চমৎকার গাছ এবং ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমি আসলে ঐদিনই করমচা গাছ দেখেছি,আর দেখা হয়নি।তবে খেয়েছি।বেশ টক।ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপু আপনার বৃক্ষ মেলার ফটোগ্রাফি গুলো আমার কাছে অসাধারণ লেগেছে। হর্টাশেপ পাতাবাহার আমার সবথেকে বেশি ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

হার্টশেপ পাতাবাহার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।ধন্যবাদ প্রশংসনীয় মতামত দেওয়ার জন্য

 2 years ago 

আসলেই ঠিক বলেছেন গরম এবং লোডশেডিং দুটো যেন একসাথে শুরু হয়েছে। আপনি ভীষণ সুন্দর কিছু গাছ এবং ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনি অনেকগুলো গাছ কিনেছেন এটা শুনে ভালো লাগলো। গাছ লাগানো কিন্তু বেশ ভালো একটি কাজ।

 2 years ago 

দেশের অবস্থা কোনদিকে যাবে কি জানি।যাই হোক গাছগুলো আপনার ভালো লেগে গেছে জেনে ভালো লাগলো।আপনাকে অনেক ধন্যবাদ

 2 years ago 

মাশাআল্লাহ আপু আপনি অনেক সুন্দর সুন্দর কিছু ছবি শেয়ার করেছেন।কাঠ গোলাপ আমার কাছে বেশ ভালো লাগে। পাতাটা আমার কাছে ইউনিক মনে হয়েছে। দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। আরেকটি বেশি ভালো লেগেছে হার্ট শেপ পাতাবাহার এর ছবিটি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ছবি ফটোগ্রাফি করেছেন। শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

কাঠগোলাপ টা আমার কাছে খুব ভালো লাগে,ঘ্রানটা ও বেশ সুন্দর। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

গাছ আমাদের জন্য মূল্যবান সম্পদ গাছ থেকে আমরা অক্সিজেন পেয়ে থাকি। তাই গাছের ফটোগ্রাফি দেখতেও আমার কাছে ভালো লাগে গাছ আমাদের পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে। আপনি অনেকগুলো গাছের ফটোগ্রাফি করেছেন তাই আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন আপু,গাছ আমাদের জন্য মূল্যবান সম্পদ।
পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য গাছের কোন তুলনা হয় না।ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আমিও আপনার মত এলার্জিজনিত সমস্যার কারণে অনেকদিন যাবত ভুগতেছি। যেটা রাতে ঘুম আসতে অনেকটা বাধা বিঘ্ন সৃষ্টি করছে। আজকে বৃক্ষরোপণ এর অনেক ধরনের চারা ফটোগ্রাফি করে শেয়ার করেছেন ভালো লাগলো।

 2 years ago 

হুম,গরম বেশি পড়লে এলার্জি এর খুব সম্যাসা হয়।আপনাকে অনেক ধন্যবাদ

 2 years ago 

গাছ ও ফুলের অনেক চমৎকার একটি ফটোগ্রাফি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। সুন্দর উপস্থাপনের মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি আপনার খুব ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।আপনাদের ভালোলাগা মানেই আমার সার্থকতা। ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 57453.27
ETH 2928.75
USDT 1.00
SBD 3.67