সৃষ্টির সেরা জীব কি আসলেই মানুষ ।

in আমার বাংলা ব্লগ10 months ago

সসালামু আলাইকুম

১৯
ই-নভেম্বর ২০২৩ খৃস্টাব্দ

২রা
অগ্রহায়ন , ১৪২৯ বঙ্গাব্দ।


এখন ষড়ঋতুর হেমন্তকাল ।

জ রোজ রবিবার রবিবার

source

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট দিয়ে হাজির হয়েছি। আমি আজকে একটি জেনারেল পোস্ট করবো। মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব।মহান আল্লাহ তায়ালা সৃষ্টিকুলের শ্রেষ্ঠ সৃষ্টিরূপে সৃষ্টি করেছেন মানবজাতিকে। পৃথিবীর সকল প্রাণীর চেয়ে মানুষের বুদ্ধি বিকাশ সবচেয়ে বেশি। তাই তো সবার উপরে মানুষের মর্যাদা সবচেয়ে বেশি। প্রাণিকুলের মধ্যে মানুষের স্থান সবার উপরে।
পৃথিবীতে যত ইতিহাস কিংবা আবিস্কার তা কিন্তু মানুষই সৃষ্টি করেছে।জ্ঞান, বিজ্ঞান, বিবেক,মেধা অপূর্ব ঘটিয়ে মানুষ আজ জয় করছে পৃথিবীকে।মানুষ যে রঙের হোক না কেন কিংবা যে বর্নের হোক না কেন তার একটাই পরিচয় তা হচ্ছে সে তার মানুষ ।
পৃথিবীতে যে নতুন নতুন আবিষ্কার তা হচ্ছে মানুষের সৃষ্টি। মানুষ বিজ্ঞান কে কাজে লাগিয়ে দূর কে করেছে কাছে,অসম্ভব কে করছে সম্ভব। আজকে আমরা অনেক দূরে থাকা আপন মানুষের সাথে কথা বলতে পারি দেখতে পারি,এগুলা হচ্ছে কোন না কোন মানুষের সৃষ্টি।
পৃথিবীর সকল নতুন পুরাতন সৃষ্টি তা শুধুমাএ মানুষের সৃষ্টি। সৃষ্টিকর্তা মানুষকে দিয়েছে মেধা,বুদ্ধি, অসীম শক্তি। অনু থেকে অট্টালিকা এবং সাগর ও মহাসাগর দিয়েছে পারি।সৃষ্টির সেরা জীব মানুষ ঠিক কিন্তু মানুষই হচ্ছে প্রানীদের মধ্যে নিকৃষ্ট
পৃথিবীতে যত অপকর্ম তার মূলেই হয়েছে মানুষের। বেশ কিছু দিন আগে আমাদের এলাকায় একটি ড্রেনের সামনে একটি নবজাতকে ফেলে রেখে গিয়েছে। ছেলে মেয়েরা খেলছিলো তখন ড্রেনে বল পরাতে বল আনতে যেয়ে বাচ্চার কান্না শুনতে পায়।সামনে এগিয়ে দেখে একটি বাচ্চা।বাচ্চাকে মশা কামড়িয়ে খুব খারাপ অবস্থা। আমার কাছে অবাক লাগে সৃষ্টির সেরা জীব হয়ে কিভাবে পারে মানুষ এমন করতে।কিংবা একটি মা হয়ে নয়মাস পেটে রেখে কিভাবে একটি বাচ্চাকে কেমনে ফেলে রেখে যায়।নয়মাস কষ্ট করার পর একটি বাচ্চার মুখ দেখলেই সব কষ্ট দূর হয়ে যায়।বাচ্চা কান্না করার আগেই মায়ের কষ্ট হয় সে মা এই আবার বাচ্চাকে ফেলে রেখে যায়।
এমন হাজারো ঘটনা আছে। এই যে দুইদিন পর পর হরতাল দিচ্ছে এতে করে সাধারন মানুষের ক্ষ তি হচ্ছে। গাড়িতে গাড়িতে আগুন দিচ্ছে এতে করে সাধারন মানুষ জীবন দিচ্ছে। একজন মানুষ হয়ে কেমনে পারি আরেকটা মানুষকে পুরিয়ে ফেলতে।
পরিশেষে বলা যায় আমরা মানুষরা যেহেতু সৃষ্টির সেরা জীব ,তাই আমাদের সেরা ভালো কাজ করা উচিত। তাহলেই আমরা মরে গিয়েও বেঁচে থাকবো ভালো কাজের মধ্যে। আজ এই অব্দি পরবর্তীতে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ব্লগ নিয়ে।সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

ধন্যবাদ সবাইকে

devicesamsung SM-A217F
LocationDhaka

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

Sort:  
 10 months ago 

আসলে আল্লাহ তাহলে আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন। আর আমাদেরকে বুদ্ধি দিয়েছেন বিশেষ মর্যাদা দিয়েছেন যার জন্য আমরা অনেক কিছু তৈরি করছি অনেক দূর এগিয়ে যাচ্ছি। কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা সেই মর্যাদা রক্ষা করতে পারি না। কিছু কিছু সময় আমাদের আচরণ এমন হয়ে যায় যেটা পশুর থেকেও খারাপ। ড্রেদের মধ্যে নবজাতক শিশুকে ফেলে রেখেছিল বিষয়টা জানতে পেরে বেশ খারাপ লাগলো। জানিনা তারা কিভাবে এটা করতে পেরেছিল। যাই হোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

আসলে আমরা মানুষরা ভুলে যাই আমরা সৃষ্টির সেরা জীব। এইখানে ভালো কাজ করলে পরকালে শান্তি পাবো। ধন্যবাদ আপনাকে পোস্ট টি পড়ার জন্য।

 10 months ago 

মহান আল্লাহ তায়ালা আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন ঠিকই কিন্তু আমরা মানুষেরা তার সঠিক মর্যাদা রাখতে পারছি না। তারজন্য আশেপাশে এমন সব খারাপ ঘটনা ঘটে চলেছে। যখন অবৈধ পথে বাচ্চা পেটের ভিতরে বড় করেছে তখন তাদের সমস্যা হয়নি কিন্তু পৃথিবীতে আনার পর মানুষকে মুখ দেখাতে পারবে না বলে এভাবে ফেলে দেয়। এদের তো নরকেও জায়গা হবে। আমাদেরকে কত মর্যাদা দিয়ে সুন্দর ভাবে সৃষ্টি করা হয়েছে কিন্তু আমরা ভালো কাজ না করে মন্দ কাজের দিকে এগিয়ে যাই। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ।

 10 months ago 

সৃষ্টির সেরা জীব হয়েও আমরা পশুদের চেয়ে নিকৃষ্ট আচরণ করে থাকি। নিজেরা নিজেদের মর্যাদা রাখি না। ধন্যবাদ

 10 months ago 

ঠিক বলেছেন আপু মানুষ মরে গিয়েও বেঁচে থাকে শুধুমাত্র ভালো কাজের দাঁড়া।সৃষ্টির সেরা জীব মানুষ। মানুষকে সৃষ্টিকর্তা এতো এতো বুদ্ধি দিয়েছে যে অসম্ভব কে সম্ভব করে দিচ্ছে। তবুও কেন জানি এই সৃষ্টির সেরা জিবেই আবার হানাহানি, মারামারি, অসাধু ও পাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে দিনের পর দিন।আসলেই সৃষ্টির সেরা জীব আবার সৃষ্টির নিকৃষ্ট জীব হিসেবে পরিচিত হচ্ছে খারাপ কাজের দারা।ড্রেনে বাচ্চা ফেলে রাখার বিষয় টা ভিষণ মর্মান্তিক একটি ঘটনা।ধন্যবাদ পোস্ট টি শেয়ার করার জন্য।

 10 months ago 

ভালো কাজ করলে ইহকাল এবং পরকাল দুই জায়গায় শান্তি। এটা আমরা কেন জানি মানুষরা বুজি না। ধন্যবাদ

 10 months ago 

সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। আর মানুষের মেধা সব কিছু সে আলাদা। মানুষ পৃথিবীতে অনেক কিছু আবিষ্কার করে। বিভিন্ন জাত কালো সাদা তবে মানুষের একটাই পরিচয় হচ্ছে তারা মানুষ। তবে এই রকম হাজারো ঘটনা আছে নবজাত শিশুকে রাস্তা এবং জঙ্গলের মধ্যে ফেলে দে অনেক মানুষ। তবে এসব মানুষগুলো মানুষরূপে বড় শয়তান। তারা একটি সন্তানকে এত মাস গর্ভে রেখে কিভাবে রাস্তা ফেলে দেয়। তবে মানুষের মধ্যে ভালো-মন্দ দুইটি আছে। খুব মূল্যবান একটি পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

মানুষ তার মেধা কাজে লাগিয়ে কত কি করছে। সৃষ্টির সেরা জীব বিদায় মানুষের মস্তিস্ক উন্নত। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54408.81
ETH 2291.50
USDT 1.00
SBD 2.35