শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি মেলা" ভ্রমণ - পর্ব ০২

in আমার বাংলা ব্লগlast year

আমি @rahimakhatun
from Bangladesh

১৫ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ ।


কেমন আছেন সবাই ?আমি সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছি। প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে একটি ভ্রমণ পোস্ট শেয়ার করবো।

331153850_774105484321051_1065470942958666738_n.jpg

তারিখ : ১৭ ডিসেম্বর ২০২২

সময় : দুপুর ২ টা ৩০ মিনিট

স্থান : বাংলাদেশ

331123303_560789279344221_8028971815080041387_n.jpg

এই হচ্ছে ছাদ বাগানের মডেল। কিভাবে ছাদে সাজিয়ে গাছ লাগানো যায়।

বেশ কিছু দিন আগে আমি গিয়েছিলাম শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এ। আমার বাসা থেকে মোটামুটি অনেক দূর ,তাই আমরা সকাল সকাল বের হয়েছিলাম। ঢাকা শহরের জ্যাম পেরিয়ে যেতে যেতে দুপুর ১ টা বেজে গিয়েছিলো।এই ধরণের কৃষি মেলা গুলোতে যেতে আমার অনেক ভালো লাগে। এই মেলা গুলোর বেশির ভাগ সময় এত দূরেই হয়ে থাকে। এমন কি প্রত্যেক বছর বৃক্ষ মেলা ও এই খানেই হয়ে থাকে। যাই হোক বিশ্ববিদ্যালয় টা অনেক বড়।বিশ্ববিদ্যালয় এর ভিতরে প্রবেশ করার পর খুজছিলাম মেলাটা কোথায় হচ্ছিলো ,আসলে এত বড় এরিয়া নিয়ে করা কোথায় কি সেটা বুঝার উপায় নেই। হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পর অবশেষে খুঁজে পেলাম। পুরো বিশ্ববিদ্যালয় ঝুরে অনেক অনেক গাছ ,এবং বিভিন্ন রকমের সবজির মাঠ। দেখতে বেশ লাগে।

331212842_680251453892090_1242564557120804303_n.jpg

এই ছবিটা তুলেছিলাম বিশ্ববিদ্যালয় এর ভিতরের অংশ। বেশ দূর থেকেই ছবিটা তুলেছিলাম।

331218351_8812677232106802_7855068432704209998_n.jpg

এই জায়গায় মেলাটা অনুষ্ঠিত হয়েছে। এই তা মূলত গেট ছিল।

331233384_726091335900137_406462962920811511_n (2).jpg

এই হচ্ছে কেঁচো সারের মডেল। কেঁচো সার দিলে নাকি গাছের অধিক ফলন বাড়ে।

331397838_733323261799790_1936810019875399123_n.jpg

এই খানে প্রজেক্টরের মাধ্যমে বুঝাচ্ছিলো কিভাবে কি করলে ভালো হয়।

331397838_733323261799790_1936810019875399123_n.jpg

মোটামুটি অনেক মানুষের সমাগম ছিল।

331035301_750752106255282_7866390422006752385_n (1).jpg

তারিখ : ১৭ ডিসেম্বর ২০২২

সময় : দুপুর ২ টা ৩০ মিনিট

স্থান : ঢাকা, বাংলাদেশ

331243899_1463623431114143_857635442364544225_n.jpg

তারিখ : ১৭ ডিসেম্বর ২০২২

সময় : দুপুর ২ টা ৩০ মিনিট

স্থান : বাংলাদেশ

331202324_578331361006032_177231380327680866_n.jpg

তারিখ : ১৭ ডিসেম্বর ২০২২

সময় : দুপুর ২ টা ৩০ মিনিট

স্থান : বাংলাদেশ
,আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy flowers
linksource

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP
Sort:  
 last year 

ওয়াও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি মেলায় অনেক সুন্দর একটি সময় অতিবাহিত করেছেন ৷ তার সাথে করা ফটোগ্রাফি গুলো অনেক ভালো লাগছে ৷ আসলে কৃষি নিয়ে বেশ কিছু প্রজেক্ট করে ৷ যাতে ফসল ভাল হয় পরিবেশ টা দূষন মুক্ত থাকে ৷ যা হোক ভালো লাগলো পরের পর্বের জন্য অপেক্ষা ৷

 last year 

হ্যা, ভাইয়া আমরা মোটামুটি অনেক সময় কাটিয়েছিলাম।বেশ ভালোই লেগেই। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য।

 last year 

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ টাই অসাধারণ। তারউপর কৃষি মেলা। এসব মেলায় গেলে অনেক নতুন নতুন জিনিস শেখা ও দেখা যায়।বেশ ভাল সময় কাটিয়েছেন বোঝা যাচ্ছে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

হুম আসলেই অনেক সুন্দর, আমি অনেক আগে গিয়েছিলাম। অনেক বড় এরিয়া বেশ ভালোই লাগে দেখতে।

 last year 

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়টা সত্যি খুবই চমৎকার দেখতে। এর পরিবেশটাও কিন্তু অনেক ভালো। যেহেতু আপনাদের বাড়ি থেকে অনেক দূরে তাই যেতে অনেক সময় লেগেছিল আর রাস্তায় তো জ্যাম থাকেই। সকালবেলায় বের হয়েছিলেন এবং দুপুর একটায় পৌঁছেছেন এটা পড়েই বুঝতে পারছি কতটা দূরে হবে। আসলে এরকম বিশ্ববিদ্যালয়গুলোতে কৃষি নিয়ে বিভিন্ন রকমের প্রজেক্ট তৈরি করা হয়। যেগুলো দেখতে ভীষণ ভালো লাগে।ছাদ বাগানের মডেলটি কিন্তু আমার কাছে একটু বেশি ভালো লেগেছে।

 last year 

হ্যা আপু অনেক দূর, তার উপর জ্যাম তো আছেই। হুম আমার কাছে প্রজেক্ট গুলোতে অংশগ্রহণ করতে ভালো লাগে।আপনাকে অনেক ধন্যবাদ

 last year 

আপনি ভালো আছেন জেনে খুশি হলাম।
কৃষি মেলায় ঘুরতে গিয়ে আমাদের জন্য কিছু চমৎকার ছবি এবং মেলার বিস্তারিত তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। বিশেষ করে ছাদ বাগান প্রজেক্ট এবং কেঁচো খামার আমার ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ আপু মেলা নিয়ে নিয়ে পোস্টটি করার জন্য ।

 last year 

হ্যা ভাইয়া আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো।হুম ছাদ বাগান প্রজেক্টে টা বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া

 last year 

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আয়োজন কিন্তু আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। এরকম আয়োজন দেখলে ভীষণ ভালো লাগে। বিভিন্ন রকমের আয়োজন যদি সরাসরি দেখতাম তাহলে একটু বেশি ভালো লাগতো। এরকম প্রজেক্টগুলো কিন্তু বেশ ভালই লাগে। প্রজেক্টগুলো ব্যবহার করে আমরা নিজেরা বাড়িতে বিভিন্ন রকমের কাজগুলো করতে পারি। যাইহোক সম্পূর্ণটা পড়ে ভীষণ ভালো লাগলো।

 last year 

হুম আসলেই সরাসরি অনেক ভালো লাগে,আরো অনেক অনেক প্রজেক্ট ছিলো তাদের বেশ ভালোই লেগেছে। হুম এই জন্যই দেখানো হয়েছিল। ধন্যবাদ

 last year 

কৃষি মেলায় যেতে আপনার ভালো লাগে জেনে ভালো লাগলো। এই শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমি বইয়ে পড়েছি। তবে কখনো দেখার সুযোগ হয়নি। আজকে আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পেয়ে বেশ ভালো লাগলো। ছাদ বাগানের মডেলটি দেখে বেশ ভালো লাগলো। দেখে মনে হচ্ছে আপনি ওখানে গিয়ে খুব সুন্দর একটি সময় কাটিয়েছে। ধন্যবাদ আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

হুম বিভিন্ন বই এ শেরে বাংলা সম্পর্কে বলা হয়ে থাকে।আসলেই মডেলগুলো অনেক সুন্দর ছিলো।অনেক সুন্দর জায়গা ছিলো।ধন্যবাদ আপনাকে।

 last year 

শেরে বাংলা বিশ্ববিদ্যালয় দেখতে খুব চমৎকার লাগতেছে। শেরে।বাংলা বিশ্ববিদ্যালয় কৃষি মেলা খুব সুন্দর করে আয়োজন করেছে। আসলে কৃষি মেলায় গেলে অনেক কিছু জানা যায়। আপনার বাসা থেকে মোটামুটি দূর সেই কারণে সকালবেলায় বের হলেন। আসলে কোন সময় রাস্তায় জাম পড়ে এটাই বড় সমস্যা। এই কারণে হাতের সময় নিয়ে বাইর হওয়া উত্তম। তবে আপনার ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে অনেক সুন্দর সময় পার করেছেন। এবং আমাদের মাঝে সুন্দর করে গুছিয়ে কৃষি মেলা উপস্থাপনা করেছেন।

 last year 

কৃষিমেলায় গেলে অনেক কিছু জানা যায়,তাছাড়া এত এত গাছ দেখে বেশ ভালো লাগে। এবং কিছু গাছ ও উপহার পাওয়া যায়।ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 56924.47
ETH 3086.51
USDT 1.00
SBD 2.41