নাটক রিভিউ। (পরস্পর )

in আমার বাংলা ব্লগlast month
২৭ ই জৈষ্ঠ্য ১৪৩০ বঙ্গাব্দ ।

১০ জুন ২০২৪ খ্রিস্টাব্দ ।



এখন ষড়ঋতুর গ্রীষ্মকাল ।

Screenshot (26).png

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে একটি নাটক রিভিউ আপনাদের সাথে শেয়ার করবো।

Screenshot (27).png

❂নাটকের কিছু গুরুত্ত্বপূর্ণ তথ্য:❂
নামপরস্পর
পরিচালক সাজ্জাদ হোসেইন বাপ্পি
সম্পাদনারাশেদ রাব্বি
অভিনয়েখাইরুল বাসার,তাসনিয়া ফারিন এবং আরও অনেকে।
দৈর্ঘ্য৪১ মিনিট
মুক্তির তারিখ১৯ মে ২০২৪
ধরনড্রামা
ভাষাবাংলা
দেশবাংলাদেশ
চরিত্রেঃ
  • খাইরুল বাশার -রকিবুল
  • তাসনিয়া ফারিন -নাজিয়া
কাহিনী সারসংক্ষেপ

নাটকের শুরুতে খাইরুল বাশার অর্থাৎ নায়ক ডিমের আড়ৎ তের কর্মচারীর সাথে কথা বলছে।হিসাব নিকাশ নিচ্ছে।তারপরই তার মা এবং বোন আসে।তারা এসে বলে তাদের সাথে যেতে হবে তারা নতুন শার্ট নিয়ে আসে নতুন শার্ট পরে মেয়ে দেখার উদ্দেশ্য রওনা হয়।সেখানে তাসরিন ফারিনে মা বাবার সাথে নায়কের মা কথা বলছে।তারা মেয়ে দেখার কথা বলে মেয়ে তার ভাই এর সাথে ভ্যান চালাচ্ছিলো আরকি দুষ্টামি করছিলো।

Screenshot (28).png

তারপর বাসয় এসে তাদের সাথে কথা বলছে তাদের মেয়ে দেখে পছন্দ হয়েছে। তারপর নায়ক নায়িকা কে একসাথে কথা বলতে দেয়।তারা কথা বলতে যায় এর মধ্যে নায়ক নায়িকাকে জিজ্ঞেস করে তাদের এখানে ডিমের দাম কত।নায়িকা বেশ অবাক হয়।যাই হোক তাদের বিয়ে ঠিক হয়।এবং ঐদিনেই বিয়ে করে নায়ক নায়িকাকে নিয়ে আসে।নায়িকার আবার পড়ালেখা করার ইচ্ছে তাদের জানায় তারা রাজি হয় পড়ানোর জন্য।নায়িকা বেশ শান্তা স্বাভাবের কিন্তু নায়ক বেশ বদরাগী মানুষ।

Screenshot (29).png

পরের দিন সকালের নাস্তার সময় নায়কের মা বলে তাড়াতাড়ি ফিরতে দোকান থেকে। কিন্তু নায়ক তাড়াতাড়ি আসলে কর্মচারীরা চুরি করবে তাই আসতে পারবে না বলে।একদিন নায়িকার বাবা ফোন দেয় নায়কের ফোনে তখন নায়িকাকে কথা বলার জন্য দিয়ে দেয়,তখন তারা মেয়ের জামাই এর সাথে কথা বলার জন্য বলে কিন্তু নায়ক হাত দিয়ে ইশারা দেয় কথা বলবে না।যাই হোক একদিন নায়িকা শখ করে মুরগী রান্না করে জামাইকে খাওয়ানোর জন্য।কিন্তু নায়ক আবার সকালে ডিম ছাড়া কোন নাস্তা করে না সেখানে ডিম রেখে মুরগী রান্না করাতে বেশ ক্ষেপে গিয়েছে।

Screenshot (30).png

রাগ করে দোকানে চলে গিয়েছে।একদিন নায়িকা তার শাশুড়ী কে বলে কলেজে যাওয়ার কথা তখন শাশুড়ী বলে আরো পরে যেতে এর মধ্যে নায়ক শুনে ফেলে বলে পড়াশোনা করার দরকার নেই। এই বলে নায়িকাকে থাপ্পর দেয়।নায়ক কথায় কথায় থাপ্পড় দেয় আবার বলে মাথা ঠিক ছিলো না তাই এমন করছে কিছু মনে না করতে।এই বলে নায়িকা কে নিয়ে ঘুরতে বের হয়ে। বের হয়ে ঘুরে আবার সে হোটেলে যায় দুপুরের খাবার খেতে সেখানেও তার ইচ্ছে মত ডিম খায়।নায়িকার এই সব মেজাজ খারাপ হয় কিন্তু ভয়ে কিছু বলে না।

Screenshot (31).png

একদিন নায়িকা বলে তার বাবার বাড়িতে যাবে নিয়ে যেতে।ঠিক নিয়ে যাই সেখানেও ডিম নিয়ে যায় শশুর বাড়িতে। নায়িকা তখন বলে ডিম না নিয়ে মিষ্টি নিলে ভালো হতো নতুন জামাই তাই। এই কথা বলাতে নায়ক বেশ রাগ করে আর শশুর বাড়িতে যায় না বউ রেখে চলে আসে আর বলে রাতে রেডি হয়ে থাকতে নিয়ে যাবে।বউ তার বাবার বাড়িতে থাকতে চায় কিন্তু দেয় না।নায়িকা আর বাবার বাড়ি থেকে একটি স্মার্ট ফোন নিয়ে আসে।

Screenshot (31).png

একদিন রাতে ফোন চালাচ্ছে এমন সময় নায়ক ঘরে আসে।ফোন চালানো দেখে তার মেজাজ খারাপ হয়ে যায় নানান কথা শুনায়।মেয়ে যখন বললো ফোন চালালে কি হয়েছে এই কথা শুনে নায়কের রাগ উঠে আর তখন নায়িকে চড় মারে।তারপর বন্ধুদের সাথে যায় ক্যারাম খেলতে তখব বন্ধু বলে নানান কথা বলে বউ চালায় স্মার্ট ফোন আর তুই বাটন ফোন ব্যবহার করিস।

Screenshot (32).png

যাই হোক হঠাৎ তার মোবাইলে ফোন আসে তাদের ব্যবসার ডিমের গাড়ি উল্টিয়ে গিয়েছে তার প্রায় পাঁচ লাখ টাকা ক্ষতি হয়েছে তাই তার মেজাজ অনেক খারাপ। বাসায় চলে আসে তারপর তার বউকে ভাত দিতে বলে তখন নায়িকা বলে তার কি হয়েছে তাকে এমন দেখাচ্ছে কেন।তখন নায়ক আরো রেগে যায় এবং নায়িকাকে মারতে আসে তখন নায়িকা হাত ধরে উল্টো তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় নায়ক তখন উঠে আবার মারতে আসে তখন নায়িকা উল্টো মারে ঠিক তখন নায়কের মা আসে।

Screenshot (33).png

তারপর নায়িকা বাবা মা কে খবর দেওয়া হয় তার মেয়ের নামে বিচার দেয় এবং ছাড়াছাড়ি এর কথা বলে।পরে নায়ক কে বলে নায়িকাকে তালাক দিতে কিন্তু নায়ক বলে না তালাক দিবে না।তারপর নায়ক তার ভুল বুঝতে পারে নায়িকার কাছে ক্ষমা চায়।আর এমন করবে না।তারপর নায়িকার জন্য শাড়ি কিনে আনে এবং শাড়ি পরতে।বলে নায়িকা শাড়ি পরে আর পড়ালেখা যেন করায় সেটা বলে সব কিছু নায়ক রাজি হয়।তারপর তাদের মিল হয়।

Screenshot (34).png

ব্যক্তিগত মতামত:


নাটক টি আমার অনেক ভালো লেগেছে।আমাদের সমাজে এমন বদরাগী মানুষ আছে যে কিনা কোন কিছুই বুঝতে চায় না। কথায় কথায় বউ এর উপর হাত তোলে।যদি বউ কে ভালোবাসে বউ এর পাশে থাকে তাহলে বেশ ভালো ভাবেই জীবন যাপন করা যায়।

ব্যক্তিগত রেটিং:

৯/১০

নাটকের লিংক

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

device Galaxy A13
LocationDhaka
Photograpy screenshort

আমার পরিচয়


আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।


Sort:  
 last month 

আপনি অনেক সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করছেন। তাসনিয়া ফারিন এর অভিনয় গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার পুরো নাটকের রিভিউ পড়ে দারুন লাগলো। আপনার শেয়ার করা নাটকটি এখনো দেখা হয়নি। তবে সময় পেলে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।

 last month 

আজকে আপনি অনেক সুন্দর একটা নাটকের রিভিউ নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন। এই রিভিউ পোস্টের মাধ্যমে নাটকটার পুরো কাহিনী জেনে নিতে পেরে অনেক ভালো লাগতেছে। এরকম কিছু স্বামীর কারণে মেয়েদের জীবন নষ্ট হয়ে যায়। প্রত্যেকটা স্বামীর উচিত নিজের স্ত্রীর খেয়াল রাখা এবং সব সময় স্ত্রীর পাশে থাকা। মাথা গরম করে হুটহাট কোন কিছু করা একেবারে ভালো না। বিশেষ করে স্ত্রীর গায়ে হাত তোলা একেবারেই না। অনেক সুন্দর লেগেছে আমার কাছে এই নাটকটার কাহিনীটা। যদি সময় পাই তবে দেখার চেষ্টা করবো।

 last month 

এই নাটকর ফানি অংশটা তৈরি হয়েছে মূলত ডিম নিয়ে। তবে সেই ডিম বাদেও আরও কিছু শিক্ষনীয় বিষয় আছে নাটক টার মাঝে। যদিও নাটক টা আমি দেখিনি। তবে আপনার রিভিউ টা পড়ে ভালো লাগল। শেষ দৃশ্য টা বেশ ছিল। দারুণ রিভিউ করেছেন নাটক টার। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 last month 

চমৎকার একটি নাটক আপনি আমাদের মাঝে রিভিউ করেছেন। নাটকের রিভিউটি পড়ে নাটক সম্পর্কে অনেক সুন্দর ধারণা পেলাম। যেখানে নায়ক খুবই বদমেজাজি এবং নায়িকা খুবই শান্ত স্বভাবের। নায়ক ডিম অনেক পছন্দ করে সকালের নাস্তায় ডিম ছাড়া সে নাস্তা করে না জেনে বেশ মজা পেলাম। ৫ লক্ষ টাকা ক্ষতি হয়ে গেলে যে কারোরই মাথা গরম থাকবে। তবে নায়কের ক্ষেত্রে আলাদা কারণ সে সব সময় মাথা গরম করে থাকে। সময় করে নাটকটি দেখতে হবে কারন নাটকটির রিভিউ পড়ে খুবই ভালো লাগলো। আপুকে ধন্যবাদ অনেক সুন্দর একটি নাটক রিভিউ করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

এই নাটকটির ছোট ছোট কিছু ক্লিপ আমি দেখেছিলাম৷ তবে নাটকটি এখনো পুরোপুরি দেখে নেওয়া হয়নি৷ আজকে আপনার কাছ থেকে রিভিউয়ের মাধ্যমে এই নাটকটি সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম৷ এই নাটকের যে বিষয়বস্তুগুলো রয়েছে তা আপনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন৷ অবশ্যই চেষ্টা করবো এই নাটকটি দেখে নেওয়ার৷

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65133.17
ETH 3480.37
USDT 1.00
SBD 2.52