ভুল থেকেই শিক্ষা।

in আমার বাংলা ব্লগ2 years ago

১৭ই মার্চ ২০২৪ খৃস্টাব্দ ।


আজ রোজ শনিবার

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ



source

বেশ কিছু দিন ধরে মোবাইল টা বেশ ঝামেলা করছে,বারবার খালি হ্যাঙ হয়ে যাচ্ছে, তাই ঠিকমত কাজ ঠিক ভাবে করতে পারছি না।যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে একটা জেনারেল পোস্ট করবো।কথায় আছে আছাড় না খেলে জায়গা চিনে না,অর্থাৎ আপনি যেখানে পিছলিয়ে পরে যাবেন ঠিক সেই জায়গা খুব ভালো করে চিনবেন।আসলে ভুল থেকে আমাদের মানুষের শিক্ষা।
আসলে ভুল থেকে আপনি যেভাবে শিক্ষা গ্রহন করা যায় তেমন শিক্ষা ভালো ভালো খাবার খেলেও হয় না।আমি কিছুদিন আগে ভুল করেছিলাম, আমি যে ভুল করেছি সেটা আমি নিজেও জানতাম না কোন এক মাধ্যমে জানতে পারলাম মস্ত বড় একটা অন্যায় করে ফেলেছি যা আমার কল্পনার বাহিরে যখন আমার ভুল ধরা হলো তখন হাড়ে হাড়ে টের পেলাম আমি যে মস্ত বড় অন্যায় করেছি।
আসলে কিছু কিছু ভুল ক্ষমার অযোগ্য।আসলে অনেক বড় মনের মানুষ না হলে এই ভুল কেউ ক্ষমা করে না।আসলে কোন কাজ করতে গেলে অন্যের উপর ভরসা করা উচিৎ না এমন কি পুরোপুরি বিশ্বাস করাও না।নিজে কাজ পুরোপুরি জেনে নিজের কাজগুলোর সমাধান নিজেই করা উচিত।অন্যের উপর ভরসা করলে কাজে গন্ডগোল হবেই হবে তা আসলে গন্ডগোল হওয়ার পরেই বুঝা যায়।
যে কোন কাজ যত কঠিনই হোক না কেন যেনে শুনে বুঝে করা উচিত,অন্যের উপর ভরসা করা এক ভুল, আর ভরসা করা পর ভুল করলে আরেক ভুল পরে দুই ভুলের মাসুল নিজেকেই গুনতে হয়।আসলে যে ভুল করে তার ভুলের চেয়ে যে না বুঝে তার উপর ভরসা করে তার ভুলটা বেশি আমার মনে হয়।যেমন আমার ভুলটা বেশি কেন আমি নিজে পুরোপুরি না বুঝে অন্যের কথা মত কাজ করতে যাই।ভুল করার পর বুঝা যায় কি ভুল করেছেন এবং তা থেকে অনেক বড় শিক্ষা ও নেওয়া যায়।কিছু কিছু ভুলে নিজেকে অনেক ছোট মনে হয়,অনেক অপমান বোধ মনে যা আসলে কাউকে বোঝানো সম্ভব হয় না।
তাই কিছু কিছু ভুল যেমন না করা ভালো আবার ভুল থেকে অনেক বড় শিক্ষা নেওয়া যায়।যা আসলে আপনি খাতা কলমে পাবেন না যা আপনি বাস্তবে ভুল করে পাবেন।আসলে কিছু কিছু ভুল না করাই ভালো আর সামনে যেন এইভুল আপনার চোখের সামনে পুনরাবৃত্তি না হয় সেই দিকে খেয়াল রাখাও উচিত।আসলে জীবনটা অনেক ছোট এই জীবনে আপনি বহুবার ধাক্কা খেয়ে খেয়ে পরে যাবেন এবং পরে গিয়ে এই থেকে ভালো শিক্ষা ও পাবন।
যা আপনি আর কোথাও পাবেন না।আসলে চোখে যখন আঙুল দিয়ে দেখানো হয় আমি মস্ত বড় ভুল করেছি তা আসলে মানতে খুব কষ্ট হয়।জীবনে আপনি সব জায়গায় মাথা উচু করে চলেন কিন্তু কিছু কিছু ভুলের জন্য মাথাটা নিচু হয়ে যায়,আসলে মানতে অনেক কষ্ট হয়।বারবার মনে হয় কেন এই ভুল করলাম।আসলে ভুল না করলে এই থেকে শিক্ষা কোথায় পেতাম আর শিক্ষা না পেলে কি করে বুঝতাম ভুল করেছি কিংবা অপরাধ করেছি।
আসলে পাঠ্যবই এর বাহিরেও যে অনেক অনেক শিক্ষা রয়েছে তা ভুল হলেই বোঝা যায়।আসলে ঐ শ্রদ্ধেয় ব্যাক্তির প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করছি যে আমার ভুলটা মার্জনা করেছে।আসলে অনেক বড় মনের মানুষ না হলে এই মার্জনা করতো না।জীবনে চলার পথে ভুল থেকেই শিক্ষা গ্রহন করা যায় যা একেবারে প্যাকটিকেলি এর চেয়ে প্যাকটিকেলি কিছুই হয় না।
কথা আর বাড়াবো না,আসলে কিছু কিছু ভুল শেয়ার করা যায় না তাই পুরোপুরি বিস্তারিত বলতে পারিনি তবে আমি একটা শিক্ষা পেয়েছি তা এই ভুলের মাধ্যমে। তবে যে কোন কাজ পুরোপুরি নিজে বুঝেশুনে কাজ করা উচিত অন্যের উপর ভরসা না করাই ভালো।

আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

device Galaxy A13
LocationDhaka

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht

20211003_112202.gif

Sort:  
 2 years ago 

আসলে মানুষ মাত্রই ভুল। আর ভুল তো করবেই। আর একজন মানুষ যদি ভুলই না করে, তাহলে শিক্ষা কিভাবে অর্জন করবে। আসলে আমরা যদি অন্যকে ভরসা করি এমন কি বিশ্বাস করি। তাহলে দেখা যায় ওই কাজটা যদি সে ভুল করে, তাহলে সবথেকে বড় ভুল আমাদের হয় এটা ঠিক। তবে আপনি আপনার সেই ভুলটা বুঝতে পেরেছেন এটা শুনে ভালো লেগেছে। যদিও জানিনা আপনার ভুলের ব্যাপারটা। এখন যেহেতু আপনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন। পরবর্তীতে আশা করছি সে ভুলটা হবে না আপনার।

 2 years ago 

কিছু কিছু ভুল থেকে অনেক বড় শিক্ষা নেওয়া যায় তা কোন রকমই খাতা কলম খেতে পাওয়া যায় না।ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। আসলে মানুষ মাত্রই ভুল আমাদের প্রত্যেকেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করা উচিত । ঠিক বলেছেন আপু আপনি আসলে আমাদের কিছু কিছু ভুলের কারণে আমাদের মাথা অনেক জায়গায় নিচু হয়ে যায়। অবশ্যই বড় মনের মানুষ ছাড়া একজন মানুষের ভুল আরেকজন মানুষ কখনোই ক্ষমা করে না। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট লেখে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে মানুষ মাএই ফুল, তবে কিছু কিছু ভুল সহজে মানতে খুব কষ্ট হয়।ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

তাই তো বলে আপু পুথিঁগত বিদ্যা আর পরও হস্তে ধন, নহে বিদ্যা, নহে ধন হলে প্রয়োজন। দারুন চমৎকার একটি পোস্ট আজ আপনার মাধ্যমে পড়তে পারলাম। আসলে অন্যের উপর নির্ভর করে থাকলে তো আমাদের ভুল হবেই। তাই নিজেদের কাজ নিজেদের কে দেখে শুনে করতে হবে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক একদম ঠিক প্রবাদ বাক্যটা।নিজের কাজটা নিজেই করতে শেখা উচিত।ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

মানুষ মাত্রই ভুল করে,আর সেই ভুল থেকে গ্রহণ করা শিক্ষা যদি মানুষ কাজে লাগাতে পারে তাহলেই সে উন্নতির চরম শিখরে উঠতে পারে।যদিও আমি জানিনা আপনি কি ভুল করেছেন,তবে ভুল টা বুঝতে পেরেছেন এবং অনুশোচনা জেগেছে এটাই বড় কথা। শুভ কামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভুল তো বুঝতে পেরেছি তবে হয়তো দেরি হয়ে গিয়েছে মনে হয়।ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

মানুষ তো ভুল করবেই। কিন্তু তারপরও আমাদের সব ক্ষেত্রে আরো বেশি সচেতন থাকা উচিত। কারো উপরে চোখ বন্ধ করে ভরসা করা ঠিক না। দেখা যায় কাউকে ভরসা করতে গিয়ে অনেক বড় বিপদে পড়তে হয় এবং সেই বিপদ থেকে মাঝে মাঝে উদ্ধারের উপায় থাকে না। যাই হোক আপু ভালো লাগলো আপনার লেখাটি পড়ে।

 2 years ago 

আসলেই অন্যের উপর ভরসা করলে মস্ত বড় বিপদে পড়তে হয়।তবে শিক্ষা নেওয়া হয়েছে। ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

এটাই জীবন আপু, প্রতিটি মুহুর্ত জীবন আমাদের নতুন অভিজ্ঞতার সাথে নতুন শিক্ষা দেয়। আমাদের সেই শিক্ষাগুলোর সাথে অভিজ্ঞতাগুলোর দারুণ সমন্বয় করে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। তাহলে ভুলগুলো আমাদের জীবনের গতিকে রোধ করতে পারবে না। নিজের কাজ নিজেই করা উচিত, তাতে ভুল হলেও আফসোস থাকে না।

 2 years ago 

আসলেই ভাইয়া,পারি না বলে কোন কাজ অন্যের ঐপর ভরসা করা উচিত না,পারি না কাজটা শতবার চেষ্টা করে নিজের করাই ভালো,তাতে ভুল হলে ও আফসোস থাকে না।এটাই একটা শিক্ষা। ধন্যবাদ

 2 years ago 

আসলে আপু অন্যের উপর ভরসা করা ভুল এটা আপনার সাথে আমি একমত হতে পারলাম না কারণ অন্যের উপর ও ভরসা করা যায় যদি সে সেরকম আপন মানুষ হয় বা ভরসা টিকিয়ে রাখার মত দায়িত্ববান ব্যক্তি হয় সে ক্ষেত্রে তার উপর ভরসা করা যায়। তবে হ্যাঁ ভুল ব্যক্তির উপরে ভরসা করলে তো ঠকতেই হবে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

কখনই অন্যের উপর ভরসা করা উচিত না নিজের কাজ নিজেই করা উচিত।ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

মোবাইল হ্যাং হয়ে যাচ্ছে বেশ কিছু দিন থেকে জেনে খারাপ লাগছে আপু এটা খুব বিরক্তিকর। আসলে ভুল থেকে মস্তবড়ো শিক্ষা পাওয়া যায়।কোন কোন ভুল আছে নিজের অজান্তেই হয়ে যায়।না যায় কাউকে বলা না যায় সহ্য করা।আসলে ভুল করলে নিজেকে শুধরে নেয়া যায়।ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

হুম,মোবাইল টা বেশ ঝামেলা করছে বেশ,আসলেই অনেক বিরক্তর।ধন্যবাদ আপনাকে সুন্দর কমেন্ট করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

একটা কথা কী জানেন আপু পাঠ‍্যবই থেকে সব শিক্ষা পাওয়া যায় না। জীবনে চলার জন্য যে শিক্ষা টার প্রয়োজন হয় সেটা এইসব ভুল থেকেই পাওয়া যায়। আপনি যদি ভুল করে বুঝতে পারেন হ‍্যা ভুল করেছেন তবে সেটা ভালো দিক। আর কারো উপর ভরসা করার কথা বলছেন। এটা না করায় সবচাইতে ভালো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

কিছু কিছু শিক্ষা কখনই পাঠ্যবই থেকে পাওয়া যায় না,যা বাস্তবে পাওয়া যায়।ধন্যবাদ আপনাকে

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.033
BTC 112926.96
ETH 4171.47
USDT 1.00
SBD 0.86