ভুল সিদ্ধান্ত, শেষ পর্ব ।। -{১০% বেনিফিট @shy-fox এর জন্য}

in আমার বাংলা ব্লগ2 years ago

মার বাংলা ব্লগের সকল সদস্যগন কেমন আছেন ?আমি ভালো আছি । আশা করি আপনারা ও ভালো আছেন ।

চেয়ারে বসে মাসুম ভাবছে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। একবার ভাবে আত্মীয় স্বজন প্রতিবেশীরা কি বলবে। চিন্তায় তার খাওয়া দাওয়া ও বন্ধ প্রায়। সব কিছু ভেবে আবার গেলে রিম্পাদের বাড়ি। আবার রিম্পার মা বাবা মামারা বেশ শাসন করেই মাসুম এর সাথে রিম্পাকে পাঠালো। মাসুম আর রিম্পা দুইজন মিলে নতুন বাসায় উঠলো।

sad-g24ea1c43f_1920.jpg

source

মাসুম অনেক বুঝানোর চেষ্টা করছে। ওদের সুন্দর একটা বাড়ি হবে। রিম্পা যেমন যেমন করে বলবে তেমন তেমন করে সাজাবে বাড়িটা। কিন্তু রিম্পা কোনো ভাবেই কোন কিছু পাত্তা দিচ্ছিলো না। একদিন রিম্পা বায়না ধরলো তাকে একটা দামি মোবাইল কিনে দিতে হবে। তখন মাসুম বললো আমি তো আমার মোবাইল টা নতুনই কিনেছি ,আবার দামি ও। তুমি চাইলে এইটা ব্যবহার করতে পারো।তারপর রিম্পা রাজিও হলো।

হঠাৎ দুই দিন পর কি যেন নিয়ে জেদ করে রিম্পা মোবাইল ঢিল মারে মাসুম এর উপর, মোবাইলটা লাগে মাসুম এর মাথায় তাতে মাসুম এর মাথা ফেটে রক্ত বের হয়ে যায়। এতে রিম্পা খানিকটা ভয় পেয়ে ,ও মাসুম এর মাথার রক্ত বন্ধ হওয়ার জন্য বরফ দিয়ে দেয়। মনে মনে মাসুম ভাবে হয়তো এবার যদি রিম্পার মন একটু গলে। রিম্পা মাসুম কে বলে মাথা ফাটার কথা যেন না বলে। মাসুম ও রাজি হয়ে যায় রিম্পার কথায়,কারণ মাসুম যে রিম্পাকে ভালোবাসে।

একদিন রিম্পা মাসুমকে বলে অনার্সে ভর্তির ফরম তুলে আনতে ,মাসুম ও রিম্পার কথা মত রাজি হয়। দুই জন যাই একসাথে জাতীয় ইউনিভার্সিটি তে ফরম আনার জন্য। ফরম এনে রিম্পা মাসুম কে রেখে চলে যায় তার বাসায়। মাসুম আর ব্যাপারটা বেশ খারাপ লাগে।মাসুম আর ধৈয্য ধরতে পারছে না। আর কত একে একে ৫ মাস হয়ে গেলো ,কিন্তু সম্পর্কের বিন্দু মাত্র উন্নতি হলো না। একের পর এক রিম্পা অপরাধ করেই যাচ্ছে। মাসুম অনেক ভেবে চিন্তে একটা সিদ্ধান্ত নিয়েই নিলো হয়ত সংসার করবে আর না হয় সংসার ভেঙে ফেলবে।

আর মাত্র এক মাস বাকি তার কর্মস্থলে যাওয়ার ,যা করার এক মাসের মধ্যেই করতে হবে। কারণ মাসুম সামনে থেকে এত কিছু করেও রিম্পার মন গলাতে পারলো না ,তাহলে দূরে বিদেশে গেলে আর ও পারবে না। মাসুমের এর পরিবারও তাই বলছে। মাসুম তার মামা শশুর কে রিম্পা সম্পর্কে সব কিছু জানালো। এবং মাসুম এটা ও বললো সে রিম্পাকে ডিভোর্স দিবে। রিম্পা ডিভোর্স এর কথা জানার পর সে সহজে রাজিও হয়ে যায় ,সে মনে মনে তো তাই চেয়েছিলো।

খুব কম সময়ে মাসুম রিম্পাকে ডিভোর্স দিয়ে চলে যায় বিদেশে। এই দিকে রিম্পা কে নানান মানুষ নানা কথা শুনায় ,সে এই রকম না করলেও পারতো ,ভালো একটা ছেলে ছিল মাসুম। তার যদি মাসুমকে নাই ভালো লাগে তাহলে কেনই বা বিয়ে করে ছেলের জীবনটা নষ্ট করলো।

আসলে কি জানেন কেউ কাউকে কষ্ট দিয়ে ভালো থাকতে পারে না ,হয়তো মাসুম সীমিত সময়ের জন্য খুব কষ্ট পেয়েছে ,তবে সে এখন খুব ভালো আছে,কিন্তু রিম্পা দিন শেষে সব মিলিয়ে খুব খারাপ আসে,সে বুঝতে পারছে সে কি ভুল করলো। মস্ত বড় একটি ভুল সিদ্ধান্ত নিয়েছিলো সেইদিন।

অবশেষে গল্প শেষ হলো , আজ এই অব্দি ,আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

আপনার গল্পটি পড়ে বেশ ভালই লাগলো। আসলে কাউকে কষ্ট দিয়ে মজা নিতে নিতে এক সময় যাকে কষ্ট দিচ্ছি সে যদি আর কষ্ট সহ্য না করতে পেরে যদি ধৈর্য হারিয়ে নিজের জন্য চিন্তা করে। তাহলে সবচেয়ে কষ্ট সেই পাবে যে তাকে কষ্ট দিতো। ধন্যবাদ।

 2 years ago 

মানুষ ধৈর্য কতই বা ধরতে পারে।মাসুম তো অনেক চেষ্টা করে দেখলো,কিন্তু কোন ভাবেই রিম্পা বুঝতে পারলো না।ধন্যবাদ

 2 years ago 

মাসুমের কথা শুনে খুবই খারাপ লাগলো। সত্যিই এরকম অনেক সংসার আছে যেগুলো একটা ভুল সিদ্ধান্তের কারণে ভেঙে যায়। অনেক চেষ্টা করার পর ও সে রিম্পাকে ভালো করতে পারেনি। সত্যি সে যদি মাসুমের সাথে সুন্দর ভাবে জীবন যাপন করতো তাহলে কতই না সুখে থাকতো। সে মাসুম কে ডিভোর্স দিতে রাজি হয়ে গেল। সত্যি বলতে আমাদের সমাজে এরকম অনেক সংসার রয়েছে যেগুলো একটা ভুল সিদ্ধান্তের কারণে সারা জীবনের জন্য ভেঙ্গে যায় তা আর কখনো জোড়া লাগানো যায় না। যেমন রিম্পার এই ভুল সিদ্ধান্তের কারণে এখন সে অনেক কষ্টে রয়েছে। মাসুমের কষ্ট হলেও সে একটি ভালো সিদ্ধান্ত এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছে।

 2 years ago 

যেটা একেবারে ভেঙে যায় সেটা কখনোই জোরা লাগেনা।হ্যা মাসুমের কষ্ট হলেও অনেক বড় বিপদ থেকে বেঁচে গেলো।তা না হলে সময় যত বাড়তো,রিম্পার পাগলামিও বাড়তো ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপু আপনার এই গল্প পড়ে খুব ভালো লাগলো। আগের পর্বগুলো পড়া হয়নি তবে শেষ পর্ব পড়ে খুব মজা পেলাম। রিম্পা মাসুমের সত্যিকারের ভালোবাসা বুঝতে পারলো না। আমার মতে মাসুম যা করেছে ঠিকই করছে। এসব মেয়েদের বুঝানোর জন্য মাঝে মাঝে এমন সিদ্ধান্ত নিতে হয়। একটা মেয়ের যখন ডির্ভোস হয় তখন তাকে সমাজের কত মানুষের কত কথা শুনতে হয়। হয়তো মাসুম অল্প সময়ের জন্য কষ্ট পেলেও এখন ভালো আছে কিন্তু রিম্পা সারাজীবন কষ্টে থাকবে। কাউকে কষ্ট দিয়ে কখনো ভালো থাকা যায় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি গল্প শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে কেউ কাউকে কষ্ট দিয়ে কখনো ভালো থাকতে পারে না।যে যতটুকু ঠিক তত টুকুই পায়। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আপনার শেষ পর্বের অপেক্ষায় ছিলাম। আমি আগেই বলেছিলাম আমার চোখের সামনে এই একই ঘটনা আমি দেখেছি।ধন্যবাদ এটা গল্প হলেও কিন্তু বাস্তবে ঘটনা গুলো ঘটেই চলেছে।

 2 years ago 

হ্যা আপু আসলে আমাদের সমাজে এই ঘটনা গুলো অহরহ ঘটে থাকে।তারপরও আমরা সমাজ থেকে শিক্ষা গ্রহণ করতে পারি না।আপনাকে ধন্যবাদ

 2 years ago 

সত্যি আপু আপনার গল্পটা পড়ে অনেক ভালো লাগল। কথায় আছে না ভাবিয়া করিয়ো কাজ রিম্পা হুট করে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি।মাসুম অনেক ভালো করেছে বিদেশে যাবের আগে জিনিসটা ফরসা করে গেছে। আসলে এসকল ভুল সিদ্ধান্ত জীবনে অনেক ক্ষতি বয়ে আনে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হয়,কারন এর প্রভাব কি হতে পারে আমাদের আগ থেকেই ভাবা উচিত।বিনা অপরাধে কাউকে কষ্ট দেওয়া একদমই ঠিক না।ধন্যবাদ

 2 years ago 

সত্যি আমাদের জীবনের এরকম বিভিন্ন সিদ্ধান্ত আছে যেগুলো আমরা অনেক সময় ভুল নিয়ে থাকি। যার কারণে আমাদের জীবন নষ্ট হয়ে যেতে পারে। রিম্পার এই সিদ্ধান্তটি অনেক বড় ভুল সিদ্ধান্ত ছিল। তার এই ভুল সিদ্ধান্তের কারণে সে আজকে সুখী হতে পারেনি। কিন্তু মাসুম আমার মনে হয় খুবই ভালো একটি ডিসিশন নিয়েছে। সে অনেক মাস পর্যন্ত চেষ্টা করেছে রিম্পাকে ভালো করার। কিন্তু যে যার মত। সত্যি এরকম ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের অনেকবার ভাবা উচিত এর পরবর্তীতে কি হতে পারে। রিম্পার সিদ্ধান্তের কারণে সে অনেক মানুষের কাছ থেকে অনেক কথা শুনেছে যার কারণে তার অনেক বড় একটি শাস্তি হয়েছে। আমার মনে হয় তার সাথে এরকম করেই ঠিক। এখন তো সেই নিজের ভুল নিজেই বুঝতে পেরেছে। খুবই ভালো লাগলো আপনার গল্পটি পড়ে।

 2 years ago 

আমরা আসলে ভাবিয়া করি না কাজ,করিয়া ভাবি।রিম্পাও ঠিক এমন করলো যার জন্য হারে হারে টের পাচ্ছে। গল্পটি পড়েছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ

 2 years ago 

আপনার লেখা ভুল সিদ্ধান্ত শেষ পর্ব পড়ে সত্যি খুব ভালো লাগলো। আসলে গল্পটি খুবই বাস্তবত কেন্দ্রিক। আমাদের সমাজে প্রায় সময় এমন ঘটনা ঘটে থাকে। এত সুন্দর গল্প আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ জানাই। আপনার থেকে এমন চমৎকার গল্প আরো আশা করি।

 2 years ago 

আমার ভুল সিদ্ধান্ত পড়ে সুন্দর মতামত দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন।

 2 years ago (edited)

এটা মেয়ে না মিলিটারি রে বাবা!! কোন কিছু তেই মন ভরে না একদম। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই মেয়ে গুলো এসেই ভালো ছেলে গুলোর জীবনের তেরোটা বাজিয়ে দিয়ে যায়। তারপরেও এদের লজ্জা নেই । আমার তো মনে হয় না এরা কখনো নিজের ভুল বুঝতে পারে আদেও। আমার কাছে আপনার লেখাটা কোন গল্প মনে হয় নি। এটাই বাস্তবতা। এমনটাই হচ্ছে আজকাল।

 2 years ago 

বুঝে নিয়েন কিন্তু তেরোটা বাজার আগে,তা না হলে জীবনে কিন্তু চৌদ্দা বেজে যাবে😂😂।

 2 years ago 

ভালোই লাগলো।আপনার ভুল সিদ্ধান্ত ৩ টি পর্বই পড়েছি।এখানে সম্পূর্ণ দোষ ছিল রিম্পার । যাকে ভালো লাগলো না তাকে কেন বিয়ে করল।আর মাসুমের ছিল ভুল সিদ্ধান্ত।সব মিলিয়ে দুইজনের জীবন নষ্ট হলো।মাসুম কে কষ্ট দিয়ে রিম্পাও ভালো থাকতে পারলো না। মোবাইল মেরে মাথা ফাটিয়ে দিল তাও ছেলে টা মেনে নিল। রিম্পা ভালো মানুষ পেয়েও হারালো।সব মিলিয়ে ভালো লেগেছে গল্প টি।ধন্যবাদ আপনাকে আপু শেয়ার করার জন্য।

 2 years ago 

সেটাই তো সবার প্রশ্ন, রিম্পা চটপটে স্বভাবের তাই বারবার তাকে জিজ্ঞেস করা হয়েছিলো এই ছেলেকে বিয়ে করবে কিনা।কিন্তু তখন কিছুই বলেনি।ধন্যবাদ