লেভেল ৩ হতে আমার অর্জন -By @rahimakhatun

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম


আজ রোজ বুধবার ১লা ডিসেম্বর ২০২১খিস্টাব্দ ,ও ১৬ অগ্রহায়ন ১৪২৮ বঙ্গাব্দ, এবং ২৫ শে রবিউস সানি ১৪৪৩ হিজরি। আজ ষড়ঋতুর হেমন্ত কাল।



হাই ,আমি রাহিমা খাতুন নেভি।কেমন আছেন সবাই ?আমিও ভালো আছি। আজ আমি লেভেল ৩ ক্লাস থেকে কি অর্জন করছি এবং লেভেল ৩ এর প্রশ্নের উত্তর দিতে এসেছি।এর আগে আমি পরিচিতিমূলক পোস্ট এবং লেভেল ১,২ প্রশ্নের উত্তর দিয়ে উত্তীর্ন হয়েছি। এখন লেভেল ৩ পার করার জন্য লেভেল ৩ উত্তর দিব.

262172158_4665691630153904_3530597993079850528_n.jpg

🔅🔅🔅লেভেল ৩ ক্লাস হতে আমার অর্জন 🔅🔅🔅

লেভেল ৩ ক্লাস নিয়েছেন আমাদের hafizullah ভাই ,saiful ভাই ও siam ভাই। তাদের কাছ থেকে আমরা শিখতে পেরেছি কিভাবে মার্কডাউন কি এবং কিভাবে ব্যবহার করা হয়। কিউরেশন রেওয়ার্ড ইত্যাদি সম্পর্কে জানতে পেরেছি। তাঁরা আমাদেরকে ভিডিও ক্লাসের মাধ্যমে খুব সুন্দর করে জানিয়েছেন।

🔅🔅🔅লেভেল ৩ প্রশ্নের উত্তর 🔅🔅🔅
(১) মার্কডাউন :



সুন্দর ও আকষর্ণীয় করার জন্য যে কোড ব্যবহার করা হয় ,তাকেই মার্কডাউন বলা হয়। অর্থাৎ লিখাগুলাকে দৃষ্টিনন্দন সহজ সাবলীন ভাষা করার জন্য আমরা যে টেক্সট ফরমেট ব্যবহার করি তাকেই মার্কডাউন বলা হয়।


(২) মার্কডাউন কোডের ব্যবহারের গুরুত্ব :



আমরা যখন একটি কনটেন্ট লিখি তখন কন্টেন্টকে সুন্দর ও আকষর্ণীয় করার জন্য মার্কডাউন ব্যবহার গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে ছবি ব্যবহার করে থাকি। তখন সোর্চ উল্ল্যেখ করে দেয়ার জন্য মার্কডাউন ব্যবহার করা হয়। এছাড়া লিখাকে বোল্ট ,ইতালিয়ান ,শুধু বামে লিখা কিংবা ডানে লিখা ,সোজা লিখা অথবা টেবিল করার জন্য মার্কডাউন ব্যবহার গুরুত্বপূর্ণ। এক কথায় কনটেন্টকে সাজিয়ে লিখার জন্য অন্যের নিকট ভালো লাগার জন্য মার্কডাউনের ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ।

(৩)পোস্টার মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে দৃশ্যমানের ব্যবহার :



পোস্টার মধ্যে মার্কডাউনের কোডগুলা প্রতিফলন না ঘটিয়ে {৪টি স্পেস অথবা এপোস্টপি (')} ব্যবহার করে দৃশ্যমান করা যায়। যেমন :

' # This is an </h1>tag '
'## This is an </h2>tag '
' ###### This is an </h6>tag'

৪) টেবিলের মার্কডাউন কোডগুলো :

html code -
<table>
<tr>
<th>user</th>
<th>post</th>
<th>steempower</th>
</tr>
<tr>
<td>user-1</td>
<td>10</td>
<td>500</td>
</tr>
<tr>
<td>user-2</td>
<td>20</td>
<td>9000</td>
</tr>
</table>

(৫) সোর্চ কোড উল্লেখ করার নিয়ম :

সোর্চ কোড উল্লেখ করার নিয়ম হচ্ছে প্রথমে থার্ড ব্যাকেট দিয়ে sourch লিখে থার্ড ব্যাকেট ক্লোস করে তারপর প্রথমব্যাকেট দিয়ে যে লিংকটা দিবো তা উল্লেখ করে প্রথমব্যাকেট ক্লোস করে দিতে হবে। যেমন : [sourch ](www google .com )
sourch

(৬) বৃহৎ হতে ক্ষুদ্র -ক্রমিক ১ হতে ৬ পর্যন্তে হেডার গুলার কোড :

বৃহৎ হতে ক্ষুদ্র -ক্রমিক ১ হতে ৬ পর্যন্তে হেডার গুলার কোড

<h1> bangladesh is our country </h1>
<h2> bangladesh is our country </h2>
<h3> bangladesh is our country </h3>
<h4> bangladesh is our country </h4>
<h5> bangladesh is our country </h5>
<h6> bangladesh is our country </h6>


(৭)টেক্সট জাষ্টিফাই মার্কডাউন কোড :

< div class="text-justify">Text </div>

(৮)কন্টেন্টের টপিকস নির্বাচনে যে বিষয়ের উপর বেশি গুরুত দেয়া উচিত :



কন্টেন্টের টপিকসের নির্বাচনে টেক্সট এর উপর বেশি গুরুত্ব দেয়া উচিত।

(৯)কোনো টপিকসের এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকসের এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কারণ :



কোনো টপিকসের এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকসের এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কারণ টপিকসের উপর জ্ঞান না থাকলে আমার পরিপূর্ণ ভাবে কন্টেন্টটা সুন্দর করে লিখতে পারবো না। যেমন আর্ট এর উপর কনটেন্ট লিখলে কি কি উপকরণ দিয়ে আর্ট করলাম ,কিভাবে আর্ট করলাম ,এগুলা যদি নাই জানি তাহলে কনটেন্ট লিখা সুন্দর হবে না। এমন করে প্রত্যেকটি কনটেন্ট লিখতে টপিকস এর উপর জ্ঞান থাকা জরুরী। রেসিপি এর পোস্ট লিখতে হলে রেসিপি সম্পর্কে জ্ঞান না থাকলে ,কি কি উপকরণ লাগলো ,কিভাবে তৈরি করলাম যদি না জানি তাহলে আমরা রেসিপি পোস্ট সুন্দর করে গুছিয়ে লিখতে পারবো না।

(১০)প্রতি steem কয়েনের মূল্য $০.৫০। আমি একটি পোস্টে $৭ ভোট দিলেন। তাহলে যত $[USD ] কিউরেশন রেওয়ার্ড পাবো :



একটি পোস্টে $৭ ভোট দিলে।$৭ অর্ধেক পাবে কিউরেশন রেওয়ার্ড অর্থাৎ $৩.৫steem power

(১১)সর্ব্বোচ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশলঃ



সর্ব্বোচ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল হল পোস্টের ৫ মিনিট পরে এবং ৬দিন ১২ ঘন্টা আগে ভোট দেয়া। আর যদি ৫ মিনিট আগে পার্সেন্টেজ অনুসারে কিউরেশন রেওয়ার্ড পুল হবে। আর যদি ভালো ব্লগের ভালো পোস্ট দিলে অর্থাৎ বেশি ভোট পাওয়ার সম্ভবনা তখন আগে ভোট দিলে পার্সেন্টেজ অনুসারে কিউরেশন রেওয়ার্ড পাবো।

(১২)@Heroism এ ডেলিগেশন যেভাবে বেশি আর্ন হবে :



@Heroism এ ডেলিগেশন যেভাবে বেশি আর্ন হবে কারণ আমরা ভোট দিলে ,ওই ক্ষেত্রে আমরা কিওরেশন রেওয়ার্ড আমরা steem power হিসাবে পাবো। আর যদি @Heroism এ ডেলিগেশন করি ,তাহলে কিওরেশন রেওয়ার্ড আমরা ২ ভাবে পাবো। অর্ধেক steem power,বাকি অর্ধেক SBD তে। তাই @Heroism এ ডেলিগেশন আমাদের আর্ন বেশি হবে।


আমার প্রশ্নের উত্তর শেষ হলো। আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

আপনার মোটামুটি সব কিছু ঠিকই আছে তবে টেবিলের কোড টা একটু সঠিক করে নেবেন তারপরে আমি আপনাকে level3 দিয়ে দেব, ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া,,আমি টেবিলটা ঠিক করে দিয়ে দিয়েছি।

 3 years ago 

এখনও সঠিক হয় নি, coding এল মাঝে স্পেস দিলে কাজ করে না। কোডিং এর মাঝের স্পেস গুলো কেটে দিন।

 3 years ago 
  • লেভেল ৩ এ আপনাকে স্বাগতম, আপু মার্ক ডাউনের কোডগুলো অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এই মার্কডাউন এর কোডগুলো অধিকাংশই আমার জানা থাকলেও আপনার পোস্টের মাধ্যমে অনেক কিছুই নতুনভাবে শিখলাম। ধন্যবাদ আপু এত সুন্দর একটি বিষয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য। আর আপনাকে নতুন লেভেলের স্বাগতম।
 3 years ago 

level3 এ আপনাকে স্বাগতম জানাচ্ছি। আপনার মার্ক ডাউন এর ব্যবহারের উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে। আমি দোয়া করি আপনি এভাবে আরও সুন্দরভাবে এগিয়ে যান। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

সুন্দর লিখেছেন আপনি মোটামোটি।
এভাবেই এগিয়ে যান।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 55030.03
ETH 2337.21
USDT 1.00
SBD 2.32