আমার বাংলা ব্লগ " প্রতিযোগিতা - ২৬।। আমার বানানো ভিন্ন রকমের কেকের রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

"আসসালামু আলাইকুম"


জ রোজ মঙ্গলবার

৮ ই নভেম্বর ২০২২ খৃস্টাব্দ

২৩ এ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ ।

হাই ,

আমি @rahimakhatun

মার বাংলা ব্লগের সকল সদস্যগন কেমন আছেন ?আশা করি আপনারা ও ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। আজকে আমি আপনাদের জন্য প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজ "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য ইউনিক কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি । প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের সকলের প্রিয় @rme দাদাকে সুন্দর একটি বাংলা প্ল্যাটফর্ম আমাদেরকে উপহার দেওয়ার জন্য।তারপর আমাদের প্রিয় এডমিনদেরকে এমন সুন্দর সুন্দর ভিন্ন আঙ্গিকের প্রতিযোগিতার আয়োজন করার জন্য।



একই উপকরণে কেকের দুই ইউনিক রেসিপির কিছু ছবি

314651622_4031563570300610_6969438684373649510_n.jpg

made by @rahimakhatun
Device- Galaxy A13

ভূমিকাঃ

আমি আজ "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা ২৬ অংশগ্রহণের জন্য আমার বানানো কেকের দুইটি ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি। কন্টেস্টের এনাউসমেন্ট দেখেই ভাবছিলাম কিভাবে ইউনিক রেসিপি দেওয়া যায়। যেইভাবা সেই কাজ জিনিসপত্র ম্যানেজ করে কেক বানিয়ে ফেললাম। আসলে আমি এইখানে একটি মিস্টি কেক আর কিছু জিনিস পরিবর্তন করে আরেকটি ঝাঁল কেক তৈরী করেছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।
কেকের দুই ইউনিক রেসিপির ছবি

314565946_570220958112771_379423641953567386_n.jpg

কেকের ইতিহাস

কেকের ইতিহাস বেশ আগের। আগের কেক এখনকার কেকের চেয়ে সম্পূর্ণ আলাদা ছিল। শুরুর দিকে কেক এ পাউরুটির পরিমান বেশি ছিল। আর মিস্টি স্বাদ করা হতো মধু দিয়ে। কখনো কখনো থাকতো বাদাম আবার কখনো ফল। প্রথম ইউরোপীয় বেকারিতে ফ্রুট কেক পাওয়ার যেত ,সেই কেক অনেক মাস অব্দি ভালো থাকতো। ১৭ শতমে মাঝামাঝি সময়ে তৈরি হলো আধুনিক কেক। আগে কিন্তু কেক শুধু গোলাকারই ছিল ,আস্তে আস্তে তারপর নতুন নতুন ছাঁচ নিয়ে বিভিন্ন আকারের তৈরি করা হয়।

কেকের উপকারিতা

কেকের অনেক উপকারিতা রয়েছে।
  • কেকের মূল উপাদান ডিম। তবে কিছু কিছু কেক ব্যাতিক্রমি কেক আছে ডিম ছাড়া । তার ডিমে পুষ্টিগুণে ভরপুর
  • শরীরে এনার্জি প্রদান করে।
  • দৃষ্টি শক্তি উন্নত রাখে।
  • স্কিন ক্যান্সার প্রতিরোধ করে এবং ওজন কমাতে সাহায্যে করে।


    তবে অবশ্যই পরিমান মত খাওয়া উচিত,আর হোমমেড হলে বেশি ভালো ।
    ভ্যানিলা ফ্রুট জেলি মিস্টি কেকের ছবি

    প্রয়োজনীয় উপকরণ

    314394523_1612628329154682_1696362935558600169_n.jpg

    প্রয়োজনীয় উপকরনের ছবিগুলা দেওয়া হলো


    উপকরন
    পরিমান
    ডিম ২ টি
    ময়দা হাফ কাপ
    কনফ্লাওয়ার ১টেবিল চামচ
    বেকিং পাউডার ১ চা চামচ
    বেকিং সোডা হাফ চা চামচ
    চিনি ১/৩ কাপ
    লবন স্বাদ অনুযায়ী
    বিভিন্ন ধরণের ফল প্রয়োজন অনুসারে
    তেল ১/৪ কাপ
    ভ্যানিলা এসেন্স প্রয়োজন মত
    সিরকা /ভিনেগার ১ চা চামচ
    প্রস্তুত প্রনালীঃ


    ১ম ধাপ


    314661756_657063415923811_4841300479887231522_n.jpg

    প্রথমে সকল শুকনো উপকরণ গুলো ভালো করে মিশিয়ে একটি চালনির সাহায্যে চেলে নিবো।


    ২য় ধাপ

    314395508_604021168183287_590230657647314921_n.jpg

    একটি বাটিতে দুইটি ডিম ভেঙে ,কুসুম দুইটি আলাদা করে নিবো।


    ৩য় ধাপ

    314399780_3811496489063916_2527749549300668181_n.jpg

    একটি বিটারের সাহায্যে কম স্পীডে চিনি দিয়ে বিট করে নিবো।


    ৪র্থ ধাপ

    313491560_1117627785785744_4606967462472794600_n.jpg

    তারপর যখন ফাল্পী হবে তখন রান্নার রেগুলার তেল এবং কুসুম দুইটি দিয়ে দিবো,তারপর আবার কিছুক্ষন বিট করে নিবো। ।


    ৫ম ধাপ

    315007533_481250753815801_911885052059431632_n.jpg

    তারপর ভ্যানিলা এসেন্স দিয়ে হাই স্পীডে বিট করে নিবো।


    ৬ষ্ঠ ধাপ

    314379089_3262581303980182_1598605362312608369_n.jpg

    একটি স্প্যাচুলার সাহায্যে শুকনো উপকরণ গুলা মিশিয়ে নিবো।


    ৭ম ধাপ

    314712256_643582710817744_458100778948505411_n.jpg

    তারপর ভালো করে মিশিয়ে একটি সাইড এ রেখে দিবো ,একটি বাটিতে তেল ব্রাশ করে কাগজ বিছিয়ে নিবো।


    ৮ম ধাপ

    314621018_1179435862993067_8401886492486261215_n (1).jpg

    বাটিতে ঢেলে নিবো।


    ৯ম ধাপ

    314497535_828056488398352_4585417633498485544_n.jpg

    একটি হাড়িতে পানি গরম করে তাতে স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিবো। তারপর ৩০ মিনিট পরে টুথপিক দিয়ে চেক করে নিবো,হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিবো।


    ১০ম ধাপ

    314392443_1129495277698958_3049263900787747331_n.jpg

    নামিয়ে মোল্ড আউট করে প্লেট এ নিয়ে নিলাম।


    ১১ তম ধাপ

    313908271_849724636074196_4231105227342458332_n.jpg

    ক্রিমটা কে চিনি এবং ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে বিট করে নিয়েছি।


    ১২ তম ধাপ

    314461424_708957933989730_8040937183974982438_n.jpg

    কেক টাকে মাঝ খান দিয়ে কেটে মাঝে ক্রিম লাগিয়ে নিচ্ছি,তারপর উপরেও লাগিয়ে নিচ্ছি।


    ১৩ তম ধাপ

    314393967_1308136703273850_1904405759734595379_n.jpg
    তারপর ফ্রুট গুলো ছোট ছোট করে কেটে ক্রিম এর উপর লাগিয়ে নিবো।


    ১৪ তম ধাপ

    314462923_482047887231026_4718645682535677060_n (1).jpg

    ফ্রুট গুলো লাগিয়ে ,ফ্রিজে রেখে দিবো সেট হওয়ার জন্য।


    ১৫ তম ধাপ

    314393862_492567096175123_1632690787852508897_n.jpg

    তারপর একটি হাড়িতে ৫০০ ml পানি গরম করে,তাতে দেড় চামচ আগার আগার পাউডার দিয়ে ঠান্ডা করে কেকের উপর ঢেলে দিবো।

    314424295_982773889791841_4597114254401359149_n.jpg

    হয়ে গেলো আমার ভ্যানিলা ফ্রুট জেলি মিস্টি কেক। আশা করি আপনাদের ভালো লাগবে।

    ঝাল কেকের ছবি

    314391230_799108364720425_5692759617090264585_n.jpg

    প্রয়োজনীয় উপকরণ

    314145264_820015209246911_2487979022333767010_n.jpg

    প্রয়োজনীয় উপকরনের ছবিগুলা দেওয়া হলো


    উপকরন
    পরিমান
    পাউরুটি ২ পিছ
    ক্রিম প্রয়োজন অনুসারে
    কাঁচা মরিচ পরিমান মত
    মেয়োনিজ পরিমান মত
    গোলমরিচ স্বাদ মত
    ডিম ২ টি
    লবন স্বাদ অনুযায়ী
    প্রস্তুত প্রনালীঃ


    ১ম ধাপ


    314654641_5522679564510636_1184091509115719643_n.jpg

    আমি অল্প কিছু ক্রিমটা কে আলাদা করে রেখে ছিলাম ,ক্রিম এর সাথে মেয়োনিজ ,সস ,গোলমরিচ ও কাঁচা মরিচ দিয়ে দিব।


    ২য় ধাপ

    314392443_1080646879251773_5329621151403147371_n.jpg

    ভালো করে মিশিয়ে নিচ্ছি।


    ৩য় ধাপ

    314786475_847058973091851_3795078663850500291_n.jpg

    তারপর দুইটি ডিম হালকা আঁচে নরম করে ভেজে নিবো।


    ৪র্থ ধাপ

    314673762_868439367859601_2468359436992088431_n.jpg

    এক পিছ পাউরুটির মধ্যে বানানো বেটার টা দিয়ে দিবো।


    ৫ম ধাপ

    314438849_851252472561208_6121438273548392890_n.jpg

    ভাজা ডিম গুলা দিয়ে দিবো।


    ৬ষ্ঠ ধাপ

    313879944_1315907759174081_5066890415937259970_n.jpg

    তারপর আবার ক্রিম দিয়ে দিবো।

    314417113_517816049982138_6931612282668354842_n.jpg

    তারপর ইচ্ছে মত সাজিয়ে নিবো। আমি গাজর এবং টমেটো দিয়ে সাজিয়ে নিয়েছি।

    314565946_570220958112771_379423641953567386_n.jpg

    হয়ে গেলো কেকের দুই ইউনিক রেসিপি।
    যাই হোক আজ এই অব্দি ,আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

    ধন্যবাদ সবাইকে

    ডিভাইস Galaxy A13
    লোকেশন ঢাকা
    ফটোগ্রাফি কেকের রেসিপি