হঠাৎ অতিথি আপ্যায়নের গল্প || [10% 𝕭𝖊𝖓𝖊𝖋𝖎𝖈𝖎𝖆𝖗𝖎𝖊𝖘 𝖋𝖔𝖗 @𝖘ʜʏ-ғᴏ𝖝🦊]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমি @rahimakhatun

from Bangladesh

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

৭ ই ফাল্গুন, ১৪২৮ বঙ্গাব্দ।

১৮ রজব ১৪৪৩ হিজরী

এখন ষড়ঋতুর বসন্ত কাল।

অতিথি আপ্যায়নের

272985412_531014951542906_1141210737646443075_n.jpg

Device- samsung SM-A217F

আজ আমি নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি ভিন্ন রকম পোস্ট নিয়ে হাজির হয়েছি। কিছু দিন আগে আমি বাবার বাড়িতে গিয়েছিলাম। আমি একটু অসুস্থ ছিলাম।যেহেতু বাবার বাড়ি কাছাকাছি ,তাই একটু অসুস্থ হলে মায়ের কাছে চলে যাই। তারপর একটু সুস্থ হলে চলে আসলাম। তারপর বিকালে চলে আসলাম। তারপর চিন্তা করলাম এই সন্ধ্যায় রান্না করতে ভালো লাগছে না। তারপর বললাম বাহির থেকে খাবার এনে দিতে। আমার বাসার কাছাকাছি একটা রেস্টুরেন্ট আছে। খুব ভালো খাবার পাওয়া যায়। তো কিছুদিন অসুস্থ থাকার পর খুব ইচ্ছে করছিলো বাহিরের খাবার খেতে। বাহিরের খাবার যখন এনে মাত্র রাখলো। ঠিক মুহূর্তে তার বন্ধু ফোন দিলো। কি কারণে যেন বাসায় আসবে। কি আর করা কিছু করতে ইচ্ছে করছিলো না। কিন্তু অতিথি আপ্যায়ন করতে হবে।

অতিথি আপ্যায়নের

273679050_687152012465575_2154202772845236352_n.jpg

Device- samsung SM-A217F

অতিথি আপ্যায়নে নাস্তার ছবি।

বাসায় তেমন কিছু ছিলো না।কিছু ফল ছিলো।তাও অল্প অল্প করে।তো কি আর করার।বাসায় নুডলস ছিলো।রান্না করার জন্য উপকরন আস্তে আস্তে রেডি করলাম।অনেক সময় ইচ্ছে বাহিরে অনেক কাজ করা লাগে।তারপর সবজি দিয়ে নুডলস ও তৈরি করে ফেললাম।কমলার খোসা ছাড়িয়ে সাজিয়ে নেওয়ার পর। মলটা কেটি সাজিয়ে নিলাম।বাসা থেকে কিছু বড়ই এনেছিলাম এগুলোও দিয়ে দিলাম।জামরুল ছিলো ধুয়ে সাজিয়ে দিলাম।তারপর নুডলস দিয়ে। ডাইনিং টেবিলে সব আইটেম সাজিয়ে দিয়ে।ও কলা ছিলো কলা দিয়ে।এই ফাঁকে একটা ছবি তোলে নিলাম।তারা গল্প করছিলো। তাদেরকে বললাম টেবিলে খাবার দেওয়া হয়েছে।তারপর খেয়ে, কথা বলে যখন চলে গেলো।তারপর একে একে সব গুছিয়ে নিলাম।একটু রেস্ট নিয়ে আমরা রেস্তোরাঁ থেকে আনা খাবার মজা করে খেয়ে নিলাম

273077148_255612443289249_3403639402901573852_n.jpg

কমলা,মালটা ,বড়ই ও জামরুল সাজানো

272269298_322646316301333_2198222779103700018_n (1).jpg
জটপট নুডুলস তৈরি করা।

259819319_4627677430688370_6998298217030461873_n.jpg
তারপর হচ্ছে বাটার নান ও গ্রিল আমরা মজা করে খেয়ে নিলাম।আসলেই অনেক মজার ওদের রেস্টুরেন্টের বাটার নান ও গ্রিল।
আজ আর নয়। আজ এই অব্দি অন্য দিন আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

ধন্যবাদ সবাইকে

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy evening breakfast
Photograpy

source

247942475_2204606139679566_171784323412635988_n.png

271458575_209093134772560_7888518412289734514_n (1).jpg

Sort:  
 2 years ago 

আপু আপনার বাসার খাবারগুলো অনেক সুন্দরভাবে পরিবেশন করেছেন।পরিবেশনের ছবিগুলো দেখে খেতে ইচ্ছা করছে।পার্সেল করে পাঠিয়ে দিন।এত সুন্দরভাবে অতিথি অ্যাপায়ন করেছেন।আপনার বাসায় গিয়ে দাওয়াত খেয়ে আসবো একদিন।

 2 years ago 

আসবেন ভাইয়া,সম্যাসা নেই আমি খুব ভালো আপ্যায়ন করতে পারি। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি অতিথিদের আপ্যায়ন করার জন্য খুবই সুন্দর সুন্দর কিছু খাবার রান্না করেছিলেন আপু। আপনার রান্না করা এই খাবারগুলো দেখে এতটাই লোভ লাগছিল যা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু যাই হোক আপু আমার সুন্দর সুন্দর খাবার কিন্তু শেয়ার করা ঠিক না এতে আমাদের অনেক লোভ হয়।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আহহ আপু আমাদেরকেও অতিথি হিসেবে গ্রহণ করে নিন। আমরাও একটু ভালো আপপ্যায় পাবো 😁😁

আসলেই মজার মজার খাবার দেখে লোভ সামলাতে পারছিলাম না। আপনি খুব ভালোই অতিথি আপ্যায়ন করেছেন। মিস করলাম আমি 🥺

 2 years ago 

ধন্যবাদ আপু।না মিস করেন নাই,, আমার বাসায় আসলে খাওয়াবো।😜😜

 2 years ago 
অতিথি আপ্যায়ন বেশ ভালোই হয়েছে। তবে আমার নজর আটকে গেছে ওই বাটার নান আর গ্রিলের দিকে 😋😁। ঘরে যা কিছু ছিল তা দিয়ে খুব সুন্দর ভাবে অতিথি আপ্যায়নের একটা পর্ব সেরে নিলেন এবং তা আমাদের মাঝে বেশ সুন্দরভাবে উপস্থাপন করলেন আপু।
 2 years ago 

হ্যা,ভাইয়া খুবই মজার ছিলো বাটার নান,ও গ্রিলটা।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনি তাড়াতাড়ি সুস্থ হন এই দোয়া রইল, অসুস্থ হয়েও অতিথি আপ্যায়ন করেছেন ব্যাপারটি দারুন, আমি ও আজকে রেস্তোরাঁয় বারবিকিউ খেয়েছি, মাঝে মাঝে বাহিরে খাওয়ার মজাই আলাদা।

115.png

 2 years ago 

আসলে বাহিরে খাওয়াই মজাই আলাদা।

 2 years ago 

হঠাৎ অতিথি আপ্যায়ন তো ভালোই করতে পারেন। ঝটপট এতগুলো লোভনীয় খাবার তৈরি করে ফেললেন। বলতে হবে আপনার রান্না করার দক্ষতা অনেক বেশি ভালো। ছোট ভাই হিসেবে লোভনীয় খাবার গুলোর টেস্ট করে দেখতে চাই যে বড় বোন কেমন রান্না করা শিখেছে?? একটু কুরিয়ার করে পাঠিয়ে দেন 😁

 2 years ago 

আমি কুরিয়ার করি না।হা হা😜😜।ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনাকে স্বাগতম প্রিয় আপু মনি 🥰

 2 years ago 

অথিতি সবসময় নারায়ন হয়ে থাকেন। তাই আমাদের সাধ্যমত আমরা আপ্যায়ন করার চেষ্টা করে থাকি। আমার বিশ্বাস এতেই ঈশ্বর সন্তুষ্ট হয়ে থাকেন। আপনি বেশ ভালো আয়োজন করেছিলেন দিদি। আমার তো মনে হয় আপনার অতিথি পরিপূর্ণ তৃপ্তি নিয়েই ফিরেছে। তবে গ্রিল আর নান গুলো বেশ চমৎকার ছিল এবং লোভনীয় লাগছিল।

 2 years ago 

আমরা ও অথিতি আসাকে বরকত বলে মনে করি।হ্যা সত্যি গ্রিল আর নান গুলো বেশ চমৎকার ছিল।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনার খাবার দেখে তো লোভ লেগে গেল। মনে হচ্ছে এখনই চলে যাই আপনার বাসায় মেহমান হয়ে। হিন্দুরা বলে অতিথি হলো নারায়ন। তাই অতিথিসেবা করা একটি ধর্ম। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। শেয়ার করার জন্য ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

প্রথমে আপনার শরীরের সুস্থতা কামনা করছি। অতিথি হলো আমাদের জন্য একটা নেয়ামত। আপনার অতিথি আপ্যায়ন করার পরিবেশনা গুলো দেখতে সত্যিই চমৎকার ছিল। আপনি সবগুলো জিনিস প্রায়ই আপনার এই অতিথি আপ্যায়নের রেসিপি টির মধ্যে রেখেছেন এবং আমাদের মাঝে খুবই চমৎকার ভাবে পোস্টটি উল্লেখ করেছেন। ‌আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago (edited)

ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58665.81
ETH 3153.57
USDT 1.00
SBD 2.44