ইন্টারনেট ছাড়া ভোগান্তি।
আমি @rahimakhatun
from Bangladesh
২৫জুলাই ২০২৪খ্রিস্টাব্দ ।
|
---|
https://www.pexels.com/photo/woman-in-orange-shirt-sitting-on-brown-wooden-log-7016662/
দেশে যে কি হচ্ছে কিংবা কি হবে আল্লাহ ভালো জানে।তবে যা হয় তা যেন সৃষ্টিকর্তা জনগনের ভালোর জন্যই হয়।নেটের খারাপ অবস্থার কারনে কোন নিউজ ও ঠিকঠাক ভাবে পাচ্ছি না।
প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে আপনাদের সাথে গত কয়েকদিনের ইন্টারনেট ছাড়া কিভাবে ছিলাম তাই শেয়ার করবো।আসলে মোবাইল ইন্টারনেট বিস্তার হওয়ার পর এই প্রথম টানা এক সপ্তাহ পুরোপুরি নেট ছাড়া থাকা হ'য়েছে সমগ্র বাংলাদেশের মানুষ।
আমি মনে হয় এই প্রথম সাধারণ ছুটি দেখেছি।কোটা সংস্কার এর দাবিতে গোটা বাংলাদেশের স্টুডেন্ট আন্দোলন করে যাচ্ছে। তারা প্রথমে বেশ শান্তিপূর্ন আন্দোলন করে যাচ্ছিলো। তারপর বিভিন্ন রকমের অত্যচার করা হয় শিক্ষার্থীর উপর।
এমন কি তাদেরকে ওপেন গুলি করা হয় এতে শিক্ষার্থীরা রেগে যায়।তার সুযোগ নিয়ে একদল বাহিরের মানুষ সরকারি টেলিভিশন ভবন এবং ইন্টারনেট সংযোগ এর অফিস এ আগুন লাগিয়ে দেয়,যার জন্য প্রায় একসপ্তাহ পর আমরা কিছুটা নেটওয়ার্ক পেয়েছি তাও খুব বেশি নয়।এমন কি অনেকের বিদ্যুৎ ছিলো না কারন অনেক ডিজিটাল মিটারে ইন্টারনেট ছাড়া বিদ্যুৎ বিল দেওয়া যায় না।
আমাদের তো স্মাট টিভি ছিলো কিন্তু ডিশ কিংবা আকাশ ছিলো না যার জন্য দেশের কোন খবরই পাচ্ছি লাম না।কোব রকম পএিকা কিংবা মানুষের কাছে শুনে শুনে দিন যাচ্ছিলো।আসলে এই যুগে ইন্টারনেট ছাড়া চলা খুব কষ্টকর। একে তো স্টিমে কারো সাথে যোগাযোগ করা যাচ্ছিলো না আরেক তো কোন পোস্ট করা কিংবা দেখা যাচ্ছিলো না।
একটা দিন যেন কাটাচ্ছিলো না।দিন গুলো বেশ বড় মনে হচ্ছিলো। অথচ কাজ করলে কিভাবে সময় চলে যায়।অনলাইনে ক্লাস ও করতে পারছি না,সব মিলে খুব খারাপ অবস্থা। বাসায় সামনে একটা খালি মাঠ আছে সেখানে তো একেক ব্যাচ করে খেলতে আসে।কেউ ফুটবল কেউ ক্রিকেট। অথচ কখনই এদেরকে খেলতে দেখেনি।আমার বোনের ছেলের তো সময় কাটে না।একে তো ভার্সিটি নেই তার উপর ইন্টারনেট নেই , আচ্ছা যেসব বাচ্চারা টিভি কিংবা মোবাইল ছাড়া খেতে চাইতো না তারা কি করেছে।
আমি তো একটু পর পর মোবাইল দেখি নেট আসছে কিনা,এখন ও সবসময়ই ইন্টারনেট থাকে বিদায় কোন কিছু ডাউনলোড করা হয় না।কি যে কয়েকটা দিন গিয়েছে। তবে নেটওয়ার্ক ছাড়া কিন্তু সকলেরই তাড়াতাড়ি ঘুৃমাতে যাওয়ার সময় অভ্যাস হয়েছে। আমার তো অনেক ফেলে রাখা কাজ হয়ে গিয়েছে, এই যেমন অনেক দিন যাবত সেলাই মেশিনে বসা হয়না তাই কাজ করা হয় না,এবার টুকটুক করে অনেক কাজ করে ফেলেছি।
তবে এতদিন নেটওয়ার্ক ছিলো না এক ভালো এখন একটু দিয়ে আরো ঝামেলা হয়েছে ঘন্টার পর ঘন্টা বসে পোস্ট করতে পারছি না বারবার বাফারিং হচ্ছে।আসলে সাধারণ জনগনের হলো সব ভোগান্তি কিছু বলতেও পারে না কিছু সইতেও পারে না।
আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | samsung SM-A217F |
---|---|
Location | Dhaka |
আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
এতগুলো সময় পেয়েছি আপু নেটওয়ার্ক বিহীন আসলে কোন কিছু তৈরি করা সম্ভব হয়নি। কারণ এত বাজে অবস্থার মধ্যেই কোন ধরনের কনটেন্ট তৈরি করা অথবা মোবাইলের সংগ্রহ করা আমার কাছেই কোনটাই পজিবল ছিল না। আর নেটওয়ার্কের অবস্থা তো খুবই খারাপ এখন। যাক শত কষ্টের মাঝেও আমরা একটিভিটিস ধরে রাখার চেষ্টা করতেছি। আপনিও চেষ্টা করতেছেন পোস্টগুলো কন্টিনিউ করার অনেক ভালো লাগলো।
আমাদের এই দিকেও নেটওয়ার্ক এর অবস্থা অনেক খারাপ। ধন্যবাদ আপু আপনাকে
আসলে ইন্টারনেট না থাকলে যে এতটা বেশি ভোগান্তি হয় সেটা আমার জানা ছিল না। এবারই প্রথম সাত দিনের মত ইন্টারনেট এর বাইরে থেকে বিষয়টা খুব ভালোভাবে জানতে পারলাম। যাইহোক অবশেষে ইন্টারনেট ফিরে এসেছে এজন্য খুবই ভালো লাগছে।