প্রযুক্তির নির্ভরতা

in আমার বাংলা ব্লগ6 months ago

আমি @rahimakhatun
from Bangladesh
১৮ ই পৌঁষ ১৪২৯ বঙ্গাব্দ ।

৪ জানুয়ারী ২০২৪ খ্রিস্টাব্দ ।


এখন ষড়ঋতুর শীতকাল ।

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

earth-2254769_1280.jpg

source

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে একটি জেনারেল পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। মানব সভ্যতা টিকে আছে প্রযুক্তির উপর। সর্বক্ষেত্রেই মানুষ এখন প্রযুক্তি নির্ভর। মানব সভ্যতার শুরু থেকে এখন প্রযন্ত এই প্রগতী চলমান। মানব জীবনে প্রযুক্তির শুরু হয় পাথরে আাল্গুন জ্বালানোর মাধ্যমে। এখন আগুন জ্বালানোর কতোই না প্রযুক্তির ব্যবহার আছে।

যা কতই না সহজ মাধ্যম রয়েছে। মানব জীবনের সকল ক্ষেত্রেই জীবনকে তুলে করেছে আরাম দায়ক। প্রযুক্তির ব্যবহার মানুষের জীবনে সর্বক্ষাই আছে। সকালে ঘুম থেকে উঠে আবার ঘুমাবে যাওয়ার আগ পর্যন্ত সর্বক্ষেত্রেই প্রযুক্তির সেবা আমারা নিচ্ছি। যেমন আগে একাটি চিঠি কোথাও দিতে হলে মানুষ তা বহন করে দূর দূরান্তে নিয়ে যেতো।যা দিনের পর দিন সময় লাগতো।এরপর এলো ফ্যাক্স। যা চিঠি পৌঁছানোর মাধ্যমকে কিছুটা সহজ করে দিলো।



এখনতো ইমেইল সহ আরো কতই না মাধ্যম আছে যার মাধ্যমে মুহূর্তেই চিঠি আদান প্রদান করা যায়। প্রযুক্তির এমন উন্নতি আরো অনেক দিকেই হয়েছে। বর্তমানে যে প্রযুক্তির ধুম চলছে তা হল এ আই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। কি না করা যায় এই এআইয়ের মাধ্যমে।

এর কারণে অনেক কাজ সহজ হয়ে গেছে। তেমন অনেক সময় অনেক তথ্য আমাদের ব্যাখ্যা আকারে প্রয়োজন হয় যা এই এআই কে নির্দেশ করলে তা খুব সুন্দর ভাবে গুছিয়ে আমাদের সামনে উপস্থাপন করে। এটা আমাদের শ্রম এবং সময় দুটোই বাঁচায়। আগে সংবাদ উপস্থাপন করতো মানুষ তবে এখন এআই প্রযুক্তির মাধ্যমে আর্টিফিশিয়াল মানুষ দিয়েই সংবাদ উপস্থাপন করা হয়।আবার মানুষের জন্য যে কাজগুলো বিপদজনক তা এই আর্টিফিশিয়াল দাঁড়াই সম্পূর্ণ করা হচ্ছে। এর যেমন অনেক ভালো দিক আছে তেমনি রয়েছে অনেক বিপদজনক দিক রয়েছে।

এ আই এর অনেক মানুষ তার জীবিকা হারিয়েছে। এই এআইকে মানুষ অনেক খারাপ কাজও ব্যবহার করছে। কোন একটি মানুষের সাধারণ একটি ছবি নিয়ে তারা তাদের মন মতো তৈরি করে ওই মানুষকে ব্ল্যাকমেল করে টাকা আত্মসাৎ করছে। আবার এই এআই এর মাধ্যমে একজন মানুষ চাইলে অন্য মানুষের ব্যবহৃত ডিভাইস থেকে প্রয়োজনীয় গোপনীয় তথ্য বের করে নিতে পারে।যা অনেক বিপদজনক এবং ভয়ানক। তাই আমাদের এখন সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত।

ভালো খারাপ নিয়ে আমাদের এই পৃথিবী।প্রযুক্তির যেমন আমাদের আমাদের জন্য কল্যাণকর তেমনি বিপদজনক ও। তাই আমাদের উচিত অন্যের অসুবিধা না করে নিজেদের প্রয়োজনে প্রযুক্তিকে যথাযথ ব্যবহার করা।

আশাকরি আপনাদের ভালো লেগেছে আজকের পর্বটি। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

আমার পরিচয়


আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।


Sort:  
 6 months ago 

হ্যাঁ প্রযুক্তির ছোঁয়ায় মানুষের জীবন এখন আরও সহজ হয়ে গিয়েছে। যেকোনো বার্তা পাঠাতে এখন আর সময় লাগে না বললেই চলে তবে হ্যাঁ সব কিছুরই তো একটা নেগেটিভ দিক আছে তার জন্যই তো অনেকেই তাদের কর্ম হারিয়েছে। একসময় চিঠির মাধ্যমে বার্তা পাঠানো হতো আর যারা চিঠি বিভিন্ন জায়গায় পৌঁছে দিত তারা হয়তো এখন চাকরি হারিয়েছে কিন্তু তাদের জীবনটাও তো প্রযুক্তির ছোঁয়ায় সহজ হয়েছে।

Posted using SteemPro Mobile

 6 months ago 

মানুষের উন্নতি হয়েছে ক্রমেই এটা অস্বীকার করার উপায় নেই। মানুষ ক্রমেই প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে। আর এর মধ্যে একটা হচ্ছে বর্তমানে সময়ের সবচাইতে আলোচিত বিষয় আর্টিফিসিয়াল ইন্টিলেজেন্ট। এখানে একটা বিষয় যারা এই এআই এর উপর বেশিমাএায় নির্ভরশীল হয়ে যাবে তারাও ভুল করবে। আবার যারা এটা একেবারে গুরুত্ব দেবে না তারাও ভুল করবে। সর্বোপরি এটা ঐ মানুষের কল‍্যানে ব‍্যবহার করতে হবে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57839.82
ETH 3132.70
USDT 1.00
SBD 2.43