সুস্থতা সৃস্টিকর্তার অনেক বড় নেয়ামত।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আমি @rahimakhatun
from Bangladesh

৩ রা ফেব্রুয়ারি ২০২৩ খৃস্টাব্দ ।

আজ রোজ শুক্রবার

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন।



syringe-ge1dfe2479_1920.jpg

source

আমিও আগের তুলনায় কিছুটা ভালো আছি।পুরোপুরি এখন সুস্থ হয়ে উঠতে পারিনি, তবে আশা করি করছি খুব শীঘ্রই আগের মত একটিভ হবো ইনশাআল্লাহ। আসলে সুস্হ্যতা সৃষ্টিকর্তার অশেষ রহমত, সেটা অসুস্থ না হলে বুঝা যায় না।তিনদিন হাসপাতালে থেকে হারে হারে টের পেয়েছি।

গত মঙ্গলবার হঠাৎ আমার পেটে ব্যথা, ভেবেছিলাম হয়ত গ্যাষ্টিকের ব্যথা তাই এন্টি আলসার খেলার প্যারাসিটামল খেলাম ভাবলাম হয়ত কিছুক্ষন মধ্যে কমে যাবে।কিন্তু কিসের কি ব্যথা কমার নাম গন্ধ নেই, আমার ভাইকে ফোন দিলাম ভাই কিছু ব্যথার ঔষধ দিলো আর প্রেসার মাপতে বললো।তারপর প্রেসার আর পার্লস মেপে সব ঠিকঠাক কিন্তু ব্যথা কোন ক্রমেই কমছে না ব্যথা আরো তীব্র হচ্ছে।


তারপর রাতের দশটার দিকে কাছাকাছি হাসপাতালে আমাকে নিয়ে যাওয়া হয়,তারপর ব্যথা কমানোর জন্য ডাক্তার ইনজেকশন দেয়,কিছুক্ষন পর আমার ব্যথাটা কিছুটা কমে যায়।তারপর ডাক্তার কিছু টেস্ট দেয় আর ব্যথার কিছু ঔষধ দেয়।তার পরের দিন আমরা বাসায় চলে আছি।তারপরের দিন ঢাকা মেডিকেল আল্টা করতে যাই ভাবির কাছে,ভাবি আল্টা করে দেখে পিত্তথলিতে পাথর হয়েছে তার জন্য এমন ব্যথা হয়েছে, এখন অপারেশন করতে হবে।


তারপর ডাক্তার কিছু টেস্ট দেয় আর ব্যথার কিছু ঔষধ দেয়।তার পরের দিন আমরা বাসায় চলে আছি।তারপরের দিন ঢাকা মেডিকেল আল্টা করতে যাই ভাবির কাছে,ভাবি আল্টা করে দেখে পিত্তথলিতে পাথর হয়েছে তার জন্য এমন ব্যথা হয়েছে, এখন অপারেশন করতে হবে।তারপর ভাইকে রিপোর্ট দেখালাম বললো কয়েকদিনের মধ্যেই অপারেশন করে দিবে,তবে বেসরকারিতে করিয়ে দিবে,কারন ঢাকা মেডিকেলে করালে ইনফেকশন হওয়ার চান্স আছে পরে সেলাই শুকাতেঅনেক সময় লাগবে।


তারপর সকল টেস্ট করিয়ে ভাইয়া রিপোর্ট দেখার পর বললো তাড়াতাড়ি করিয়ে ফেলতে।সকল পিপারেশন নিয়ে সোমবার দিন বিকাল পাঁচটায় অপারেশন হলো।জ্ঞান ফিরলো রাত আটটায়। তারপর বেডে দিয়ে দিলো রাত নয়টায়।তিনদিন পর বাসায় ফিরলাম। আসলে সুস্হ্যতা মানুষের অনেক বড় সম্পদ।কখন কার কি হয়ে যায় বলা যায় না।বেশ সুস্থ মানুষ ছিলাম।কি থেকে কি হয়ে গেলো।আসলে হাসপাতালে গেলে বুঝা যায়, মানুষ প্রতিটি মুহুর্তে নিজের সুস্হ্যতা কামনা করছে।আসলে আমাদের প্রত্যেকটা মুহূর্তে সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় উচিত।


সকাল থেকেই শরীর বেশি ভালো না ,অনেক বার লিখার চেষ্টা করছিলাম ,কিন্তু একটু লিখার পর আর লিখতে পারছিলাম না। এখন একটু ভালো লাগার পর লিখতে বসলাম। কবে যে পুরোপুরি সুস্থ হবো ,সেই প্রত্যাশা করছি।

আজ এই অব্দি ,আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

সুস্থতা আল্লাহ তায়ালার অনেক বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ অপারেশন হয়েছে এবং সুস্থ আছেন এখন জেনে ভীষণ খুশি হলাম। উপর ওয়ালার কাছে দোয়া করছি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, এই কামনা করছি।

 2 years ago 

ও তাইতো আপনাকে দেখিনি আপু।😔 দোয়া করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে আগের মত ফিরে আসবেন।অনেক বেশি দোয়া আর শুভেচ্ছা রইলো।

 2 years ago 

আপু আপনি এখনো পুরোপুরি ভাবে সুস্থ হয়ে ওঠেননি। তাই এই সময় চাপ না নেওয়াই ভালো হবে। হয়তো চাপ নিলে আরো বেশি অসুস্থ হয়ে পড়বেন। এর পরেও নিজের ভালো লাগার জায়গা থেকে নিজের অনুভূতি তুলে ধরেছেন। সত্যি আপু সুস্থ থাকা অনেক বড় নেয়ামত। আপনার ভাই যেহেতু মেডিকেল প্রফেশনে আছে তাই হয়তো আরো সুবিধা হয়েছে। যাই হোক আপু আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।

 2 years ago 

সত্যি বলেছেন আপু সুস্থতা মানুষের সবচেয়ে বড় নিয়ামত। আসলে আপু অসুস্থ না হলে সেটা কেউ বুঝে না।বিপদ কার কখন কিভাবে আসে বুঝা মুশকিল। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এই দোয়া করি।

 2 years ago 

প্রথমেই আপনার সুস্থতা কামনা করি ৷ আসলে শরীর এমন জিনিস যা অসুস্থ থাকলে বোঝা যায় ৷ আর মানব শরীর কখন কি হবে বলা মুশকিল ৷ যা হোক সর্বোপরি আপনি সম্পূর্ন সুস্থ হোন এমনটাই আশা প্রত্যাশা ৷

 2 years ago 

জি আপু, আপনি ঠিক বলছেন সুস্থতা সৃষ্টিকর্তা সবচেয়ে বড় নেয়ামত। আসলে যে অসুস্থ সে বুঝে অসুস্থ থাকাটা কত বড় যন্ত্রণাদায়ক। তাই আমাদের সুস্থ থাকা অবস্থায় অসুস্থ যাতে না হয় সেদিকে বিশেষ লক্ষ্য রাখা উচিত। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুন এই আশাবাদ ব্যক্ত করি। আপনার জন্য শুভকামনা রইলো ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আপনার অসুস্থতার কথা শুনেছিলাম। দোয়া কি খুব তারাতারি সম্পূর্ণ সুস্থ হয়ে যান। আর সুস্থতা যে কত বড় নিয়ামত সেটা অসুস্থ হলে বুঝা যায়। সুস্থ ছিলেন,অথচ সামান্য একটু ব্যথা থেকে কত কিছু হয়ে গেল। যাক আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন। ধন্যবাদ আপু।

 2 years ago 

ইস!শুনে অনেক খারাপ লাগতেছে আপু আসলে কখন যে কার কি হয়ে যায় বলার মতো না।ইদানিং পিত্তথলির পাথরটা খুব বেশি বেড়ে চলতেছে।তবে আপনি ঠিক বলছেন আসলেই অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নেয়ামত।সেই দিন পেট ব্যথার কথা শেয়ার করেছিলেন তবে এত কিছু হয়ে গেছে তা তো জানি না।তবে শুকরিয়া আপনি যে আমাদের কাছে আবার ফিরে এসেছেন তার জন্য।আপনার জন্য অনেক দোয়া রইল আপু আপনি যেন খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরে আসেন।

 2 years ago 

পিত্তথলিতে পাথর হলে এটা আসলে কি রকম ব্যথা যার হয়েছে শুধু সেই বুঝতে পারে। আমার বাবার হয়েছিল ওনাকে ঢাকা গ্যাস্ট্রোলিভার হসপিটালে অপারেশন করেছিলাম। আর এটা সত্য কথা বলেছেন আল্লাহ তাআলার অনেক অশেষ রহমত নেয়ামত হচ্ছে সুস্থ থাকা। অবশেষে আপনার সুস্থতা কামনা করি যাতে করে খুব শীঘ্রই আমাদের মাঝে আবার আগের মত ফিরে আসতে পারেন।