চিকেন ভেজিটেবল রোল রেসিপি।

in আমার বাংলা ব্লগ6 months ago
২১ ই চৈএ ১৪৩০ বঙ্গাব্দ ।

৫ ই এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ ।


এখন ষড়ঋতুর বসন্তকাল ।

প্রস্তুত প্রণালী

434439860_950190296307244_6548873941119221721_n.jpg

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে একটি নতুন রেসিপি পোস্ট করবো।আমি আজকে চিকেন ভেজিটেবল রোল এর রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো।আসলে আমার কোন রেসিপি বানাতে ইচ্ছে হলে দুই একটা উপকরণ কম থাকলেও উপকরণের জন্য বসে থাকি না ,সেই উপকরণ ছাড়াই বানিয়ে ফেলি। যাই হোক ভেজিটেবল রোল চিকেন আর ভেজিটেবল এর গুনাগুন অনেক রয়েছে। যদিও বানাতে অনেক ঝামেলা তবে পুষ্টিগুণ রয়েছে। চলুন দেরি না করে যাওয়া যাক মূল রেসিপিতে।

রেসিপির ছবি

434015152_821578886477817_2517980322238943423_n.jpg

প্রয়োজনীয় উপকরণ

433104488_1105028527285641_1368163815921196610_n.jpg


উপকরণগুলা লিখে দেওয়া হলো।

উপকরন পরিমান
সবজি (বাঁধাকপি ,গাজর) ২ কাপ
ডিম ২ টি
চিকেন প্রয়োজন মত
পেঁয়াজ ১ কাপ
লবন সামান্য
কনফ্লয়ার ২ চা চামচ
কাঁচা মরিচ ২ টি
ময়দা প্রয়োজন মত
চিজ চিপ ১ কাপ
গোল মরিচ সামান্য
প্রস্তুত প্রণালী


♻♻♻১ম ধাপ ♻♻♻

433036571_736135072039169_8550864125393060274_n.jpg

প্রথমে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিব।


♻♻♻দ্বিতীয় ধাপ ♻♻♻

433778935_2082027695530283_6598312455871414513_n.jpg

তারপর পেঁয়াজ ভাজা ভাজা হলে চিকেন গুলো দিয়ে দিব ।


♻♻♻৩ ধাপ ♻♻♻

433033451_391047237216420_2235730665798183260_n.jpg

তারপর আদা রসুন পেস্ট দিয়ে দিব ।


♻♻♻চতুর্থ ধাপ ♻♻♻

434029290_1601525557250203_141333891763202953_n.jpg

তারপর ডিম ভেঙে দিয়ে দিব ।


♻♻♻৫ম ধাপ ♻♻♻

432766579_1240241956934565_6493496423697913758_n.jpg

তারপর টমেটো সস দিয়ে দিব ।


♻♻♻ষষ্ঠ ধাপ ♻♻♻

433890500_742335824688527_4852249717757732335_n.jpg

তারপর সবজি গুলো দিয়ে দিব ।


♻♻♻৭ম ধাপ ♻♻♻

433792237_1720320668491735_6829297070603787202_n.jpg

তারপর কর্নফ্লাওয়ার দিয়ে দিব ।


♻♻♻৮ম ধাপ ♻♻♻

433073658_1082316862880130_5595287623323878776_n.jpg

সবজি হয়ে গিয়েছে ,তারপর একটি বেটার তৈরি করে নিব ।


♻♻♻৯ম ধাপ ♻♻♻

433788147_796486505245332_5338580193508445911_n.jpg

ময়দায় ডিম ভেঙে দিব ।


♻♻♻১০ম ধাপ ♻♻♻

434003162_1371997206809979_349651487451507116_n.jpg

পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব ।


♻♻♻১১ ত ম ধাপ ♻♻♻

433703280_1429587240991897_7263526027631972850_n.jpg

তারপর ফ্রাইপেনে রুটির মত বানিয়ে নিব ।


♻♻♻১২ ত ম ধাপ ♻♻♻

434802993_390354967117298_1980722721095954090_n.jpg

সবজি দিয়ে পেচিয়ে নিয়েছি।

433872757_818980683582888_1911914716394076756_n.jpg

তারপর চিপের গুড়াতে কোর্ট করে ভেজে নিব

434015152_821578886477817_2517980322238943423_n.jpg

তারপর ইচ্ছে মত বাটিতে পরিবেশন করুন ।হয়ে গেলো সবজি রোল রেসিপি । আশা করি সকলের কাছে ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে

ডিভাইস Galaxy A13
লোকেশন ঢাকা
ফটোগ্রাফি সবজি রোল এ র রেসিপি

Sort:  
 6 months ago 

কোন রেসিপি বানাতে চাইলে দু একটি উপকরণ না থাকলেও আপনি উপকরণের জন্য বসে না থেকে ওই উপকরণ ছারাই বানিয়ে ফেলেন জেনে ভালো লাগলো।মজাদার সুস্বাদু কোনকিছু বানাতে সত্যি ঝামেলা তবে খেতে মজা হয়ে থাকে এবং পুষ্টি গুণে ভরপুর থাকে বাড়িতে বানানোর ফলে।আপনি চমৎকার করে চিকেন ভেজিটেবল রোল বানিয়েছেন আপু। ভীষণ লোভনীয় হয়েছে রেসিপিটি। রেসিপি তৈরি পদ্ধতি চমৎকার ভাবে ধাপে ধাপে শেয়ার করেছেন আমাদের সাথে।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 6 months ago 

আসলে কিছু কিছু রেসিপি বানাতে অনেক ঝামেলা।আপনাকে অনেক ধন্যবাদ

 6 months ago 

এটা অবশ্য ভালো বুদ্ধি আপু দু একটি উপকরণের জন্য বসে থাকলে দেখা যায় যে পরে আর বানানোই হয় না। যে উপকরণ আছে সেগুলো দিয়ে সাথে সাথে বানিয়ে ফেলা ভালো। আপনার চিকেন রোলের রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে বেশ মজাদার হয়েছিল। ভেতরের পুরটা খুব লোভনীয় লাগছে দেখতে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 6 months ago 

ঠিক বলেছেন আপু,আমার এমন সমস্যা হয় সব সময়ই। আপনাকে অনেক ধন্যবাদ

 6 months ago 

আপু এই কাজটা কিন্তু আমিও করি। এক দুইটা উপকরণ না থাকলেও আমি রেসিপি তৈরি করে ফেলি। আপনি অনেক মজাদার একটা রেসিপি তৈরি করেছেন আজ, যেটা দেখেই আমার খেতে ইচ্ছে করতেছে। চিকেন ভেজিটেবল রোল খেতে আমার কাছে অনেক ভালো লাগে। এটার মধ্যে আসলেই অনেক বেশি পুষ্টি রয়েছে। এগুলো বাচ্চাদেরকে খাওয়ালেও অনেক বেশি ভালো হবে। এই খাবারটা কিন্তু বিকেলের নাস্তা হিসেবে খেতে বেশি ভালো লাগবে। আবার এখন যেহেতু রমজান মাস, ইফতারের সময়ও এটা জমিয়ে খাওয়া যাবে। বিশেষ করে এই ধরনের রোলগুলো সস দিয়ে খেতে বেশি ভালো লাগে আমার কাছে।

 6 months ago 

আসলে আমরা মেয়েরা এমনই। কোন কিছু বানাতে মন চাইলে এমনই করা হয়।আপনাকে অনেক ধন্যবাদ

 6 months ago 

এটা জেনে খুবই ভালো লাগলো যে যখন আপনার কোন রেসিপি তৈরি করতে মন চায় তখন কোন উপকরণ কম থাকলেও আপনি সেটা তৈরি করার চেষ্টা করেন। রেসিপি তৈরি করার ব্যাপারে দেখছি আপনি অনেকটাই দক্ষ, চিকেন ভেজিটেবল রোল রেসিপি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল। মজাদার এই রেসিপিটি আমাদের সকলের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 6 months ago 

দক্ষ না একটু আকটু ভালো রেসিপি করার প্রচেষ্টা আরকি।হা হা। ধন্যবাদ আপনাকে

 6 months ago 

সত্যি আপু মাঝে মাঝে কোন খাবার তৈরি করতে গেলে দেখা যায় অনেক উপকরণ থাকে না। আর সেই সময় অল্প উপকরণ দিয়েও মজার সেই খাবারটি তৈরি করা যায়। চিকেন ভেজিটেবল রোল রেসিপি দারুন হয়েছে আপু। মনে হচ্ছে খেতেও দারুন হয়েছিল।

 6 months ago 

হুম আপু, অনেক সময় এমন করা হয়। আসলে যেটা না দিলে নয় সেটা তো যে কোন উপায়ে করা হয়।আপনাকে অনেক ধন্যবাদ

 6 months ago 

যেকোনঝ রেসিপি তৈরি করার সময়ে দু-একটা উপকরণ কম থাকলেও ওইভাবেই রেসিপি তৈরি করে ফেলেন এটা বেশ ভালো ব্যাপার। এক কথায় আমাদের হাতের কাছে যা থাকবে সেগুলো দিয়েই আমাদের রেসিপি তৈরি করতে হবে আর এটাই তো দক্ষতা। আপনার চিকেন ভেজিটেবল রোল রেসিপিটি দেখে অনেক লোভনীয় লাগছে আপু।
অনেক সুন্দর একটি রেসিপি আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

আসলে অনেক সময় দুই একটার জন্য অপেক্ষা করতে করতে আর আর তৈরি করা হয় না।আপনাকে অনেক ধন্যবাদ

 6 months ago 

একটা ব‍্যাপার দেখে ভালো লাগল আপনি কোন উপাদান কম থাকলে বসে থাকেন না শুরু করে দেন। ভেজিটেবল এবং চিকেন রোল টা দেখে বেশ দারুণ লাগছে। চমৎকার তৈরি করেছেন এককথায় লোভনীয় ছিল। রেসিপি টার প্রতিটা ধাপ খুবই সুন্দরভাবে উপস্থাপন করে নিয়েছেন। ধন্যবাদ আমাদের সাথে রেসিপি টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

 6 months ago 

আসলে উপকরনের জন্য বসে থাকলে দেখা যায় পরে আর তৈরি করা হয় না।হয়ত আলসেমি লাগে না হয় খেতে ইচ্ছে করে না।ধন্যবাদ আপনাকে

 6 months ago 

চিকেন ভেজিটেবল রোল রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে। তাই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন গুলো আমার খুবই ভালো লাগে। অনেক সুন্দরভাবে এবং দক্ষতার সাথে এই রেসিপিগুলো তৈরি করে শেয়ার করলেন।আজকের রেসিপিটা অসাধারণ ছিল।

Posted using SteemPro Mobile

 6 months ago 

রোজার সময় খাওয়ার কথা বলতে নেই। হা হা। ধন্যবাদ

 6 months ago 

চিকেন দিয়ে তৈরি করা মজার মজার খাবার গুলো দেখলেই লোক লেগে যায়। কিছুক্ষণ পরেই ইফতারের সময়। আর আপনার কাছ থেকে এই সময়ে এইরকম একটা মজাদার রেসিপি দেখে লোভ লেগে গিয়েছে। চিকেন ভেজিটেবল রোলটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো হবে। আর এটার মধ্যে অনেক পুষ্টি রয়েছে দেখেই বুঝতে পারছি। ইফতারের সময় যদি এটা পেতাম তাহলে খুব মজা করে খেতে পারতাম। যেহেতু তৈরি করেছিলেন, আমার জন্য কয়েকটা পার্সেল করে পাঠিয়ে দিতেন। ভাগাভাগি করে খেলে নাকি বরকত হয়।

 6 months ago 

আসলেই চিকেন থাকলে খাবারে লোভ বেরে যায়।বাসায় বানানো যেহেতু তাই স্বাস্থ্যকর।ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62589.43
ETH 2437.01
USDT 1.00
SBD 2.65