গল্প (পরিবর্তন-১ম পর্ব )
আমি @rahimakhatun
from Bangladesh
১৪ বৈশাখ ১৪৩১বঙ্গাব্দ ।
২৭ এপ্রিল ২০২৪খ্রিস্টাব্দ ।
|
---|
গ্রামের মেয়ে রিয়া,মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বেশ আদরের।আসলে তার মা ছিলো তার নানা নানীর একমাএ মেয়ে, তার উপরে রিয়া হওয়ার আগে তার দুই ভাই বোন মরে গিয়েছে। দুইজন মরে গিয়ে রিয়া হয়েছে তো তাই বেশ আদরের সকলের।নানা নানী র ও বেশ আদরের।একেবারে নিজে না খেয়ে তাকে খাওয়াতো।
যখন যা বায়না করতো তখন তাই পূরন করার চেষ্টা করতো।তার মা বাবার চেয়ে তার নানা নানী তার বায়না পূরন করতো।নানা নানীর আরো অন্যানো ছেলের ঘরের নাতি কিংবা নাতনী আছে তাদের থাকে তাকেই আলাদা আদর করতো। যার জন্য বাকি নাতিদের হিংসা হতো কিন্তু কখনও কিছু বলতো না।
নানা নানীর বেশ স্বপ্ন ছিলো রিয়াকে পড়াশুনা করিয়ে অনেক বড় করবে।তাদের ইচ্ছে ডাক্তার বানাবে, রিয়াও পড়াশুনাতে মোটামুটি ভালোই ছিলো।ক্লাস ফাইভ ও এইটে বেশ ভালো রেজাল্ট করেছে।কিন্তু যখন নাইন টেনে উঠলো তখনই আস্তে আস্তে ডেম হয়ে গেলো এস এস সি তে তেমন একটা ভালো রেজাল্ট করলো না যার জন্য ডাক্তারী এর এডমিশন টেষ্ট দিতে পারবে।
যাই হোক এর মাঝে রিয়ার নানা মারা গেলো।তাদের স্বপ্ন আস্তে আস্তে ভাঙ্গতে লাগলো।আসলে তার মায়ের চেয়ে নানীর দরদ বেশি ছিলো। যাই হোক এর মাঝে তারা সিদ্ধান্ত ছিলো ওকে বিয়ে দিয়ে দিবে।যেই ভাবা সেই কাজ তারা পাএ খুঁজতে লাগলো।পাএ দেখার শুরুতে তো মানুষের কতকত রিকোওয়ারমেন্ট থাকে পরে আস্তে আস্তে কমে যায়।
যাই হোক পরে তার নানী একটা ভালো ছেলের সন্ধান পেলো।ছেলে বেশ ধার্মিক, ছোটখাট একটা চাকরি করে,আর ঢাকাতে তারা ফ্ল্যাট কিনে থাক।আসলে ছেলের বাবাই বেশ প্রতিষ্ঠিত,যার জন্য ছেলেকে বিয়ে করিয়ে বউ একটা আনবে।যাই হোক
ছেলেটা ছিলো আবার রিয়ার বড় মামীর ফুফাতো বোনের ছেলে তাই রিয়ার নানী বেশ আগ্রহ নিয়ে বলে তারা যেন তার নাতিনকে দেখে যায়।তারাও দেখতে আসে, রিয়াকে দেখে পছন্দ হলে তারাও খোজ খবর নিবে ছেলেটির।
তখন আর কি করার মেয়ে মামী তার বোনকে বললো তার ননসের একটা মেয়ে আছে চাইলে তারা দেখতে পারে।আসলে তার বোনও বলে রাখছিলো তার ছেলের জন্য ভালো একটা মেয়ে দেখতে।আসলে গ্রামের মেয়ে তো এস এস সি পাশ করার পর বিয়ে না দিলে নানান মানুষ নানান কথা বলে।
যাইহোক আজকেএই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে । আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না।
আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | Galaxy A13 |
---|---|
Location | Dhaka |
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আসলে গ্রামের এই একটাই সমস্যা, মেয়েরা কোন রকম এসএসসি দিলেই সবাই শুধু বিয়ের কথাই বলতে থাকে। নানা রকম মানুষ নানা রকম কথা বলে। বিষয়টা আমার কাছে একেবারেই ভালো লাগেনা। যাই হোক রিয়াকে নিয়ে তার নানা নানুর এত স্বপ্ন ছিল, কিন্তু আস্তে আস্তে দেখছি সবকিছুই ভেঙ্গে গিয়েছে। শেষ পর্যন্ত তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। দেখা যাক যে ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছে তার সাথে বিয়ে হয় কিনা। প্রথম পর্ব আমার কাছে ভালো লেগেছে, দ্বিতীয় পর্ব পড়ার অপেক্ষায় থাকলাম। আশা করছি পরিবর্তন গল্পের দ্বিতীয় পর্ব শীঘ্রই শেয়ার করবেন।
আসলেই আপু গ্রামে এই সমস্যাটা হয়ে থাকে।ধন্যবাদ আপনাকে
আপনার লেখা আজকের এই গল্পটার প্রথম থেকে পড়তে আমার কাছে ভালোই লাগছিল। কিন্তু শেষে এরকম কিছু হয়েছে দেখে খারাপ লাগলো। রিয়াকে নিয়ে তার নানা নানু কতই না স্বপ্নে দেখেছিল। সবার থেকে বেশি আদর তাকেই করত। কিন্তু উনাদের দেখা স্বপ্ন নিমিষেই ভেঙে গেলো। আর রিয়ার নানা মারা গিয়েছে শুনে খুব খারাপ লেগেছে। এখন তার নানু তাকে বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজতেছে, আর যে ছেলেটাকে তাকে দেখতে আসার জন্য বলা হয়েছে, সে কি পছন্দ করে আর তাকে বিয়ে করে নাকি এটা জানার অপেক্ষায় থাকলাম।
খুব শীঘ্রই আমি দ্বিতীয় পর্ব লিখবো ইনশাআল্লাহ। ধন্যবাদ
গল্পের প্রথম দিকটা খুব স্বাভাবিকভাবে চলছিল। রিয়াকে নিয়ে তার নানা নানী কতই না স্বপ্ন দেখেছিল, যে সে বড় হয়ে ভালো মানুষ হবে এবং জীবনে প্রতিষ্ঠিত হবে। কিন্তু সময়ের সাথে সাথে তাকে হয়তো বিয়ের পিঁড়িতে বসতে হবে। এরপর কি হতে চলেছে, সেটা তো পরে জানতে পারবো। যাইহোক, আমি মনে করি গল্পটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম আপু।
গল্পের বাকি অংশ দিব পরবর্তী অংশে।আপনাকে অনেক ধন্যবাদ আমার গল্পটা পড়েছেন তার জন্য।
আচ্ছা আপু, ঠিক আছে। তাহলে এটা কি দুই পর্বের গল্প আপু?
হুম দুইটা পর্বই করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ