ওয়ান টাইম গ্লাসে ফুলের পেইন্টিং

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @rahimakhatun
from Bangladesh

৭ ই অগ্রহায়ন , ১৪২৯ বঙ্গাব্দ

২২নভেম্বর ২০২২ খৃস্টাব্দ ।


আজ রোজ মঙ্গলবার

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ



প্রস্তুত প্রণালী

315968379_864688044886816_3608981738297739281_n.jpg

made by @rahimakhatun

Device- Galaxy A137F

চারদিকে ফুটবল খেলার আমেজ।প্রায় প্রত্যেক বাড়িতে বিভিন্ন দেশের পতাকা লাগানো। বিকালে যেন কোন দেশের খেলা ছিল ,বাসার পাশে অনেক বড় প্রজেক্টে খেলা দেখানো হচ্ছে ,একেক টা করে গোল হচ্ছে ,আর সেই কি চিৎকার কানটান ঝালাপালা হয়ে যাচ্ছে। আমি আবার তেমন খেলা দেখিও না ,তেমন বুঝি ও না😜। যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে আপনাদের সাথে ভিন্ন রকম পোস্ট শেয়ার করবো। আজকে আমি ওয়ানটাইম গ্লাসে রং দিয়ে ফুল আর্ট করা দেখাবো। অনেক দিন থেকে ভাবছিলাম নতুন একটা কিছু করবো। হঠাৎ গ্লাস টা চোখে পড়লো ,তাই আর দেরি না করে রং আর তুলি নিয়ে বসে পড়লাম।

316130956_1125592234808664_5682140838242595440_n.jpg

আসলে আমি পেইন্টিং একেবারে পারিনা বললেই হয়। তবে আমার বাংলা ব্লগে বিভিন্ন জনের ক্রিয়েটিভিটি দেখে মাঝে মাঝে আমিও কিছু করার চেষ্টা করি। কাজ করতে করতে ধীরে ধীরে ভালো হবে ,কি বলেন আপনারা ?😜😜যাই হোক কথা না বারিয়ে চলেন মূল পর্বে।

এক নজরে দেখে নেই সবগুলা উপকরণ

316280796_650954703431722_5042024665516183687_n.jpg

  • 🔶ওয়ান টাইম গ্লাস
    • 🔶জল রং
      • 🔶তুলি
        • 🔶মার্কার পেন
          • প্রস্তুত প্রণালী

            ১ম ধাপ

            316044056_713578083077445_5698213010772497074_n.jpg
            প্রথমে সাদা রং নিয়ে সামান্য পানি দিয়ে ব্রাশ দিয়ে মিলিয়ে নিব।

            ২য় ধাপ

            316085142_5692733440842293_2297265742477879134_n.jpg
            তারপর গ্লাসে রং করে নিব।

            ৩য় ধাপ


            আমি এইখানে পুরাটা গ্লাসে সাদা রং করে নিব।

            ৪র্থ ধাপ

            315958371_864824551197752_4030835882843363530_n.jpg
            নিচের দিকে লাল রং করে দিয়েছি।

            ৫ম ধাপ

            তারপর গ্লাস এর দুই পাশে রং করে নিব।

            ৬ষ্ঠ ধাপ

            315892132_556016279692759_8797377548250066330_n.jpg

            মার্কার পেন দিয়ে পুরো গ্লাসে ইচ্ছে মত ফুল এঁকে নিয়েছি।

            ৭ম ধাপ

            316492513_816936896032889_6914522718437549803_n.jpg
            ফুলটাকে লাল রং দিয়ে তুলির সাহায্যে রং করে নিয়েছি।

            ৮ম ধাপ

            315918944_604159721514656_4774114694705257883_n.jpg
            পাতাগুলোতে সবুজ রং দিয়ে দিচ্ছি।

            ৯ম ধাপ

            316033572_1473381669836655_49682736009793491_n.jpg
            নীল রং করে নিচ্ছি।

            316486405_6021416977937508_2151722233567874576_n.jpg


            316127675_526354276039519_5341703332402075892_n.jpg

            হয়ে গেলো আমার ওয়ান টাইম গ্লাসে পেইন্টিং । আজ এই অব্দি পরবর্তীতে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ব্লগ নিয়ে।সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

            ধন্যবাদ সবাইকে

            device Galaxy A13
            LocationDhaka
            photograpy papers cutting

            Sort:  
             2 years ago 

            ঠিক বলেছেন আপু এখন চারিদিকে ফুটবল খেলার আমেজ সবার বাড়িতে বাড়িতে ফুটবল বিভিন্ন দেশের পতাকা ঝুলানো। তবে আজকে আপনি ওয়ান টাইম গ্লাসের উপর সত্যি খুব অসাধারণ একটি পেইন্টিং করেছেন। ওয়ান টাইম ক্লাস টি দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

             2 years ago 

            আপু বসে বসে আর কি করবো,সবাই খেলা দেখে আমি এই কাজ করি😂।আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।ধন্যবাদ

             2 years ago 

            বাহ,আপু আপনি ওয়ান টাইম গ্লাসে খুব সুন্দর পেইন্টিং করলেন অনেক ভাল লাগলো। নতুন নতুন জিনিশ শেয়ার করার জন্য অনেক অভিনন্দন।

             2 years ago 

            আসলে আপু আমরা বাঙালিরা বাড়াবাড়ির দিক দিয়ে ওস্তাদ। সারা ওয়াল্ড এর খেলা হচ্ছে এখানে আনন্দ করাটা স্বাভাবিক, কিন্তু অনেকে আছে এটা নিয়ে ঝগড়াঝাঁটি করে এটা একেবারেই বাড়াবাড়ি। তবে আপনি ওয়ান টাইম গ্লাসে যে ফুলের পেন্টিং করেছেন সত্যিই অসাধারণ ছিল। আমার বাংলা ব্লগ চাই এমন ক্রিয়েটিভিটি। আমাদের মাঝে এত সুন্দর ওয়ান টাইম গ্লাসের পেইন্টিং টি উপহার দেওয়ার জন্য শুভেচ্ছা রইল।

             2 years ago 

            শুধু ঝগড়া আর যে কত কিছু হয়।আর্জেন্টিনার খেলার দিন শুনলাম হেরে যাওয়াতে বাঙালি একজন স্ট্রোক করে মারা গিয়েছে 😜।যাই হোক সুন্দর মতামত দেওয়ার জন্য ধন্যবাদ

             2 years ago 

            বিশ্বকাপ ফুটবল খেলা বলে কথা চারিদিকে আমেজ তো চলবেই আপু । যাইহোক অত্যন্ত ক্রিয়েটিভ কাজ করেছেন আপু আপনি । খুবই সুন্দর লাগছে ওয়ান টাইম গ্লাসে করা ডিজাইন গুলো দেখে। আপনার উপস্থাপনাও অনেক সুন্দর ছিল আপু। কখনো সুযোগ পেলে আমিও বাড়িতে এরকম করে ডিজাইন করার চেষ্টা করব।

             2 years ago 

            সুন্দর গুছিয়ে মতামত দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।আপনার কাছে উপস্থাপনা ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ

             2 years ago 

            ঠিকই বলেছেন চারিদিকে ফুটবল বিশ্বকাপের আমেজ চলছে।। আমরাও খুব উন্মাদনার সাথে সেটি উপভোগ করছি আজ বিকেলে খেলা ছিল আর্জেন্টিনা এবং সৌদি আরব।। তবে দুঃখের বিষয় প্রিয় দল আর্জেন্টিনা হেরে গেছে 🤣😭🤣😭

            প্রতিনিয়তই আপনি আমাদেরকে নতুন নতুন পোস্ট দেখার সুযোগ করে দেন আজকে ওয়ান টাইম গ্লাসের উপর খুবই সুন্দর পেইন্টিং করেছেন দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে।। বিশেষ করে কালার কম্বিনেশন টা খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।।

             2 years ago 

            আসলে আমি খেলা দেখিনা তো তাই উপভোগ করতে পারি না😂।আহারে আপনার জন্য এক বালতি সমবেদনা।ধন্যবাদ আপনাকে

             2 years ago 

            আপু ঠিক বলেছেন চারদিকে খেলার এতটাই তোড়জোড় চলছে,মনে হচ্ছে বিয়ে বাড়ির হলুদের অনুষ্ঠান 🙄। আমিও আপনার মত খেলাধুলা খুব একটা বুঝি না, সবার মত অতটা ইনজয় করি না। চারদিকে যে হারে পতাকা লাগানো হয়েছে মনে হচ্ছে বিয়ে বাড়ির উঠান সাজানো হয়েছে 😁। যাইহোক আপু আপনি ওয়ান টাইম গ্লাস এর মধ্যে খুব সুন্দর একটি পেইন্টিং করেছেন। আমার কাছেও এ ধরনের পেইন্টিং খুব ভালো লাগে।

             2 years ago 

            আর বলিয়েন না,বাসার পাশে একটা পজেক্টর লাগিয়েছে,একটু পর পর মনে হয় গোল হয় আর সে কি চিৎকার। আমার কাজ আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ

             2 years ago 

            সত্যি আপু চারদিকে ফুটবলের আনন্দে সবাই আত্মা হারা।কে বলেছে আপু আপনি পারেন না, আপনি না পারলে কিভাবে হয়। যাইহোক আপু আপনার গ্লাসের প্রেন্টিংটা চমৎকার হয়েছে। লাল ও সবুজ রং দেওয়াতে সৌন্দর্য অনেক বেড়ে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর প্রেন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

             2 years ago 

            আমি তেমন ভালো পারি না,মাঝে মাঝে একটু একটু চেষ্টা করি।লাল সবুজ রং টা আমার অনেক প্রিয়। ধন্যবাদ।

             2 years ago 
            হা আপু,ফুটবল বিশ্বকাপ শুরু হয়ে গেছে। তাই চারদিকে শুধু ফুটবল খেলা নিয়ে উন্মাদনা। আর বিকেল বেলা ছিল আমার মতো অনেকেরই প্রিয় দল আর্জেন্টিনার খেলা।আর এই খেলায় বিশ্বকাপের প্রথম অনাকাঙ্ক্ষিত অঘটনটি ঘটে গেল। আর্জেন্টিনা ১-২ গোলে সৌদি আরবের কাছে হেরে যায়। তাই মনটাও খারাপ। আর এরই মাঝে আপনার ওয়ান টাইম গ্লাসে ফুলের পেইন্টিং দেখতে পেলাম। খুবই সুন্দর হয়েছে আপু।আসলে সবাই ইদানীং তাদের ক্রিয়েটিভিটি মাধ্যমে নতুন নতুন কিছু শেয়ার করছে দেখে খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আপু,এত সুন্দর করে ওয়ান টাইম গ্লাসে ফুলের পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল আপু।
             2 years ago 

            বাবারে ভাইয়া আপনি তো পুরো খেলার বর্ননা দিয়ে দিলেন😉।আসলে নতুন নতুন জিনিস শেয়ার করতে আমার খুব ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে

             2 years ago 

            সত্যিই চারপাশে ফুটবল নিয়ে মাতামাতি দেখে আমারও মাঝে মাঝে আফসোস হয়। কেন যে ফুটবল খেলা দেখি না এটা ভাবে মাঝে মাঝে হাসি পায়😅। তবে যাই বলুন না কেন আপনি যে আর্ট করতে পারেন না এই কথাটি একেবারে মিথ্যে। আপনি ওয়ান টাইম গ্লাসের উপর দারুন ভাবে আর্ট করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। সত্যি আপু আপনি একজন ক্রিয়েটিভ চিন্তাধারার মানুষ।

             2 years ago 

            আপু আমার একটুও আফসোস হয় না,আমার কাছে মনে হয় আজাইরা সময় নষ্ট।কি যে মজা হয় পায় আল্লাহ এই জানে।যাই হোক আপু কই এমন আগাতে পারছি,আপনি তো দেখছেনই।ধন্যবাদ

            Coin Marketplace

            STEEM 0.21
            TRX 0.13
            JST 0.030
            BTC 68156.06
            ETH 3517.56
            USDT 1.00
            SBD 2.81