নাটক রিভিউ। ( একমাত্র মেয়ে )

in আমার বাংলা ব্লগ5 months ago

সসালামু আলাইকুম

১১
ই-জানুয়াফেব্রুয়ারি রি ২০২৪ খৃস্টাব্দ

২৮
ই মাঘ , ১৪২৯ বঙ্গাব্দ।


এখন ষড়ঋতুর শীতকাল ।

জ রোজ রবিবার

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে একটি নাটক রিভিউ আপনাদের সাথে শেয়ার করবো।

❂নাটকের কিছু গুরুত্ত্বপূর্ণ তথ্য:❂
নামএকমাত্র মেয়ে
পরিচালক এস আর সবুজ
সম্পাদনাশওকত সাদিক
অভিনয়েসাথী ,রাফসান ইমতিয়াজ এবং আরও অনেকে।
দৈর্ঘ্য৫২ মিনিট
মুক্তির তারিখ১০ ফেব্রুয়ারি ২০২৪
ধরনড্রামা
ভাষাবাংলা
দেশবাংলাদেশ
চরিত্রেঃ
  • মেয়েটি -সাথী
  • ছেলেটি -রাফসান ইমতিয়াজ
কাহিনী সারসংক্ষেপ
নাটকের শুরুতে দেখা যায় মেয়েটি ঘরের সমস্ত কাজ শেষ করে বাবা মা ঠিকমত খাওয়া দাওয়া ও ঔষধ খেয়ে নিতে বলেছে তার রেডি হয়ে অফিসে যাওয়ার সময় বলে গেলো বিকেলে রেডি হয়ে থাকতে ডাক্তারের সিরিয়াল দিয়েছে ডাক্তার দেখানোর জন্য।তারপর সে অফিসে চলে যায়।তারপর হঠাৎ অফিসে অনেক কাজ পরে যায়, যার জন্য আজকে ডাক্তারের কাছে যেতে পারবে না পরের দিন ডাক্তার কাছে নিয়ে যাবে।
একদিন অফিস থেকে বাসায় যেয়ে দেখে মেহমান,তারপর দেখে তার প্রেমিকের মা বাবা নিয়ে এসেছে বিয়ে ঠিক করার জন্য।তারপর একদিন মেয়েটি প্রেমিকের কাছে বলেছে মেয়েটি তার বাবা মায়ের একমাএ মেয়ে,সে চাকরি করে করে তার পুরো টাকা মা বাবা কে দিতে হবে কারন তার বাবা অসুস্থ কোন কাজ করতে পারে না।যার জন্য তারা মেয়ের উপর ডিপেন্ডেবল।তখন ছেলেরি বললো তার কোন সমস্যা নেই। তারপর বিয়ে হয়,বিয়ে হওয়ার পর মেয়েটি সকল কাজ শেষ করে বাবা মা এর সাথে দেখা করে অফিসে যায়।একদিন মেয়েটির শাশুড়ী তাকে জিজ্ঞেস করলো সে চাকরি করে কতটাকা বেতন তখন মেয়েটি বলে সে ৩২ হাজার টাকা যায় তখন শাশুড়ী বলে তার ছেলে ৪০০০০ টাকা পায় তারপর দুইজনের বেতন মিলে ৭২ হাজার টাকা হবে তাহলে তারা পুরাতন ফ্রিজ বদলিয়ে নতুন ফ্রিজ কিনবে তখন মেয়েটি তার হ্যাসবেন্ড এর সাথে আলোচনা করলো তখন মেয়েটির হ্যাসবেন্ড বললো তার মাকে বুঝাবে। এখন মেয়েটির শাশুড়ী মেয়েটিকে চাকরি করতে দিবে না কারন সে সংসারে টাকা দেয় না বলে।তখন মেয়েটি তার হ্যাসবেন্ড করে তার মা বাবা কে সবাই একসাথে থাকলে টাকাগুলো একই সংসারে খরচ হবে তাহলে বারবার তার বাবা মাকে দেখতে যেতে হবে না সবাই মিলে একসাথে মিলেমিশে থাকতে পারবে কিন্তু হ্যাসবেন্ড বেশ বিরক্ত হয় আর বলে মেয়ের বাবা মা রাজি হবে না তাছাড়া সমাজ কি বলবে তাছাড়া মেহমান আসলে কি বলবে। তখন মেয়েটি তার বাবাকে ফোন দেয় তখন বাবাও একই কথা বলে মেয়েটির মন খারাপ হয়ে যায়।একদিন মেয়েটির শাশুড়ী মেয়ের বাবাকে অনেক কথা বলে মেয়ে কাছ থেকে কেন টাকা নেয় মেয়ের কি কোন ভবিষ্য নেই তখন মেয়েটির বাবা মেয়েকে বলে সে চাকরি পেয়েছে সে যেন আর টাকা না দেয় সংসার সে যেন সব টাকা শাশুড়ী কে দেয় তখন মেয়েটি বুঝতে পারে নিশ্চয়ই তার শাশুড়ী তার বাবা কে কিছু বলেছে। তখন মেয়েটি অফিস শেষ করে তার শাশুড়ী কে সরাসরি বলে তার বাবা মা কেন এমন করে বলেছে তখন মেয়েটির সাথে কথা-কাটাকাটি হয় এমন কি তার হ্যাসবেন্ড ও অনেক কথা শুনায় তারপর সে রাগ করে ব্যাগ গুছিয়ে বাসায় চলে আসে। একদিন ছেলেটি বলে সে যদি সমাধান না করে তাহলে ছেলেটির বাবা মা তাকে বিয়ে করিয়ে দিবে তখন মেয়ে টি বললো যা ইচ্ছে তাই করতে পারে তখন ছেলেটি সত্যি সত্যি বিয়ে করে বিয়ে করার বউ কে নিয়ে ফুচকা খাচ্ছিলো তখন মেয়েটি দেখে ফেললো । তারপর বাসায় যেয়ে একদিন ছেলেটিকে মেয়ে টি ফোন দিলো বললো তাকে তাকে দেখেছে একটি মেয়ের সাথে তখন ছেলেটি বললো সে বিয়ে করেছে তাকে এক সপ্তাহের মধ্যে ডির্ভোস লেটার পাঠিয়ে দিবে তখন মেয়েটি বেশ কষ্ট পায় তারপর মেয়েটি বাবা মাকে বলে এভাবে নাটকটি শেষ হয়ে যায়।
ব্যক্তিগত মতামত:


আসলে এমন ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটছে,মেয়েরা চাকরি করলে মেয়ের শশুর বাড়িতে টাকা না দিলে তারা কখনও ভালো চোখে দেখে না যার জন্য মেয়েদের উপর নানা অত্যাচার করে। তাছাড়া বাবা মায়ের একমাএ মেয়ে সন্তান হলে বাবা মায়ের অনেক কষ্ট। তাছাড়া হ্যাসবেন্ড এর অনেক সময় সার্পোট পায় না যার জন্য সুখের সংসার ভেঙে যায়।
ব্যক্তিগত রেটিং:

৯/১০

নাটকের লিংক

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

device Galaxy A13
LocationDhaka
Photograpy screenshort

আমার পরিচয়


আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।


Sort:  
 5 months ago 

মাঝেমধ্যে সময় পেলে নাটক দেখতে ভালই লাগে। সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি। যদি ও এই নাটকটি দেখা হয়নি তবে রিভিউ পড়ে নাটকটি আমার কাছে বেশ ভালো লেগেছে। সময় করে নাটকটি দেখার চেষ্টা করবে এত সুন্দর একটি নাটক আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 5 months ago 

একমাত্র মেয়ে নাটকটির গল্প বাস্তবতার সাথে মিলে গেছে। নাটকটির রিভিউ পড়ে ভীষণ ভালো লাগলো। অনেক সুন্দর করে নাটকটির রিভিউ তুলে ধরেছেন। আমিও নাটক দেখতে ভীষণ পছন্দ করি। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 5 months ago 

অনেক সুন্দর একটি নাটক শেয়ার করেছেন আপু। নাটকটি পড়ে বেশ ভালো লাগলো। যদিও নাটকটি আমি দেখিনি। মেয়েটি চাকরি করে তার বাবা মাকে তাই বলে তার শাশুড়ি তাকে অত্যাচার করে এটি মোটেই ঠিক না। যাইহোক সময় পেলে নাটকটি দেখার চেষ্টা করব। ধন্যবাদ আপু।

 5 months ago 

মেয়েটা পরিবারের একমাত্র মেয়ে হওয়ার কারণে চেয়েছিল ভালোভাবে নিজের বাবা-মায়ের খেয়াল রাখার। তার শশুর শাশুড়ির উচিত ছিল তাকে সাপোর্ট করা। কিন্তু তারা উল্টো কথা বলেছিল। শেষ পর্যন্ত তাদের ডিভোর্স হয়ে গিয়েছিল। শেষে দেখছি নিজের বাবা মায়ের কাছে চলে এসেছিল। আপনি আজকে একমাত্র মেয়ে নাটকটা রিভিউ অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন। যেটা সম্পূর্ণ পড়ে আমার কাছে ভালো লেগেছে।

আসলে আপু, আমাদের সমাজ ব্যবস্থাটা এমন যেখানে ছেলেরা চাকরি করে বাবা-মাকে দেখভাল করতে পারে, সেখানে মেয়েরা চাকরি করে কখনো তার বাবা-মাকে দেখভাল করতে পারে না। আর এমন সমাজ ব্যবস্থার কারণে বাবা মায়ের একমাত্র মেয়ে হয়ে স্বামীর সংসার করতে পারল না। যাইহোক আপু, নাটকের রিভিউ পড়ে নাটকটি দেখার আগ্রহ প্রকাশ করছি। তাই সময় সুযোগ করে সুন্দর এই নাটকটি দেখার চেষ্টা করব। আপনার সুন্দর উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 5 months ago 

খুব সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি৷ শায়লা সুলতানা সাথীর নাটক আমি সবসময় দেখার চেষ্টা করি। তার সাথে রাফসানের জুটি অনেক সুন্দর হয়ে থাকে। এই নাটকের মধ্যে সে একমাত্র মেয়ে হয়ে তার বাবা মায়ের সেবা যত্ন করতে চাইল এবং তার শশুর শাশুড়িরা তা করতে দিল না৷ তখন সে অনেকটাই ব্যতীত হলো এবং শেষ পর্যন্ত তাদের ডিভোর্স হয়ে গেল এবং সে আবার তার মা-বাবার কাছে ফিরে আসলো৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য৷

 5 months ago 

একমাত্র মেয়ে নাটকটা অনেক বেশি সুন্দর ছিল। একমাত্র মেয়ে হওয়ার কারণে মেয়েটা নিজের ফ্যামিলির পুরো দায়িত্ব নিয়েছিল। তবে নায়কের ফ্যামিলি বিয়ের পর মেয়েটার সাথে অন্যরকম ব্যবহার করছিল। একেবারে শেষ পর্যায়ে মেয়েটা নিজের বাড়িতে চলে এসেছিল, আর নায়ক ও অন্য একটা বিয়ে করে নিয়েছে। এই নাটকটা আমি সময় পেলে দেখে নেওয়ার চেষ্টা করব। কারণ নাটকের কাহিনী আমার অনেক পছন্দ হয়েছে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 56948.01
ETH 3056.88
USDT 1.00
SBD 2.40