"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫৯ || "ক্লে" দিয়ে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্য তৈরি।

in আমার বাংলা ব্লগlast month

আমি @rahimakhatun
from Bangladesh

২৬ ই আষাঢ় ১৪৩১বঙ্গাব্দ । ১০ জুলাই ২০২৪খ্রিস্টাব্দ ।

এখন ষড়ঋতুর গ্রীষ্মকাল ।

449742777_509229611617715_5781211474419319442_n.jpg

আজ "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা আমি আজ "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা ৫৯অংশগ্রহণের জন্য আমার বানানো "ক্লে" দিয়ে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্য নিয়ে হাজির হয়েছি। আসলে আমি একেবারেই আঁকতে পারি না,তাও মোটামুটি এখান থেকে সবার দেখাদেখি একটু আকটু শিখেছি,কিন্তু আমি ক্লে দিয়ে কখনই কিছু তৈরি করিনি এমন কি কখনও ধরিনিও।আজ প্রথমই প্রতিযোগিতার জন্য তৈরি করেছি।আসলে তৈরি করে মনে হচ্ছে সকলের এত এত সৌন্দর্যের মাঝে আমার টা তেমন কিছুই না।

449742777_509229611617715_5781211474419319442_n (1).jpg

আমি ভেবেছি বর্ষাকালে কদমফুল থাকবে না তা কি করে হয়।আমার কাছে কদম ফুল অনেক ভালো লাগে।আগে অনেক কদম ফুল দেখা যেতে এখন একেবারেই কম দেখা যায়।কদম ফুলের ঘ্রান টা অনেক সুন্দর, আমার কাছে বেশ ভালো লাগে।অনেক আগে আমার জানালার পাশে একটা কদম গাছ ছিলো, পড়তে বসলে প্রায় তাকিয়ে থাকতাম গাছটার দিকে।যখন বৃষ্টি হতো অনেক ঘ্রান আসতো।যাই হোক কথা না বারিয়ে যাওয়া যাক মূল আয়োজন।

প্রয়োজনীয় উপকরণ

450391163_287537771111517_4385554797519648795_n.jpg

• ক্লে

• রং

• পেন্সিল

• কার্ডবোর্ড

প্রস্তুত প্রণালী
১ম ধাপ

449220171_1015196680005609_3160713797534036477_n.jpg

প্রথমে একটি গাছ এঁকে নিচ্ছি।


২য় ধাপ

450242077_1267654377536567_4124620826720927199_n.jpg

তারপর পেন্সিল দিয়ে পুরো দৃশ্য এঁকে নিচ্ছি।


৩য় ধাপ

448745695_385305934124669_5203361868468563414_n.jpg

ক্লে দিয়ে গাছ এঁকে নিয়েছি


৪র্থ ধাপ

449400883_3408339976125155_4061052177189649762_n.jpg

ক্লে দিয়ে গাছ এঁকে নিয়েছি


৫ম ধাপ

449450684_509890414708453_1516066266551035191_n.jpg

কদম গাছের ডাল পালা তৈরি করে নিচ্ছি।


৬ষ্ঠ ধাপ

449210938_514857691198138_398698050094634070_n.jpg

পাতা তৈরি নিয়েছি।


৭ম ধাপ

449512214_473900462061014_2952144043187897034_n.jpg

ঘর তৈরি করে নিয়েছি।


৮ম ধাপ

450247620_492846096558645_3480515190759539091_n.jpg

রাস্তা গুলো ও তৈরি করে নিয়েছি।


৯ম ধাপ

450395255_490813583361534_6072646756469434732_n.jpg

কদম ফুল গুলো তৈরি করে নিয়েছি।


১০ম ধাপ

450229396_2958588147654657_2618728913611100811_n.jpg

ঘাস দিয়ে দিয়েছি।


১১ তম ধাপ

449184415_902457778408508_2838658688374031420_n.jpg

নৌকা তৈরি করে নিচ্ছি।


১২ তম ধাপ

449184415_946281360583489_2035350597718025539_n.jpg

তারপর সাদা কালার ক্লে দিয়ে বৃষ্টি দিয়ে দিয়েছি।

এভাবেই ক্লে দিয়ে বর্ষাকালীন দৃশ্য তৈরি করলাম। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না।

আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

div class="phishy">

ধন্যবাদ সবাইকে

ডিভাইস Galaxy A13
লোকেশন ঢাকা
ফটোগ্রাফি দৃশ্য

আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।


Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht

20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 last month 

আপু আপনার করা দৃশ্য টি অনেক সুন্দর হয়েছে। ক্লে দিয়ে এত বড় একটা আর্ট করেছেন আপনি।এটা করতে অনেক সময় ও ধোর্য্য দরকার। আপনাকে ধন্যবাদ আপু এত সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।

 last month 

এটা ঠিক ধৈর্য দরকার,তবে বেশি সময় লাগেনি।ধন্যবাদ

 last month 

প্রথমবারেই আপনি অনেক সুন্দর ভাবে কাজ করেছেন। আপু শেষের দিকে মার্ক ডাউনের একটু সমস্যা হয়েছে। যাই হোক আপু অনেক সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য উপস্থাপন করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 last month 

আমি আসলে খেয়ালরই করিনি,আপু ধন্যবাদ ভুল ধরিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ

 last month 

দারুন একটি পোষ্ট নিয়ে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন দেখে খুবই ভালো লাগলো। খুবই সুন্দর ভাবে আপনি বর্ষাকালীন প্রাকৃতিক দুর্যোগের ছবি আর্ট করেছেন। দেখতে অসাধারণ লাগছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

 last month 

আপনার কাছে ক্লে এর প্রাকৃতিক দৃশ্য ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ

 last month 

আপনি প্রথম ক্লে দিয়ে প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছেন জেনে অনেক ভালো লাগলো। আসলে আপু মানুষ চেষ্টা করলে সব পারে। আপনার ক্লে দিয়ে মেঘ, কদম ফুল ইত্যাদি দৃশ্য গুলো দেখে সত্যি অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 last month 

কদম ফুল গুলো আরো ভালো হলে ভালো লাগতো।আসলে আমি প্রথম তো তাই তেমন একটা পারি না।

 last month 

বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্য তৈরি খুবই সুন্দর হয়েছে। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আসলে আপনার বর্ষাকালের দৃশ্যটি এত সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন একদম অরজিনাল দৃশ্য এর মত লাগছে।

 last month 

হা হা,ভাইয়া একটু বেশি বলে ফেলেছেন😉

 last month 

বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্য তৈরি অসাধারণ হয়েছে। আসলে আপনার দক্ষতা খুবই ভালো লেগেছে আমার। আপনি বর্ষাকালে প্রকৃতি এত সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন দেখতে পেয়ে শিখে নিলাম।

 last month 

শিখে নিলে বিপদে পরতে হবে,আমার টা বেশি ভালো হয়নি।ধন্যবাদ

 last month 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ আপু। খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য তৈরি করার মাধ্যমে অংশগ্রহণ করেছেন। বেশ ভালো লাগলো আপনার তৈরি করা দৃশ্যটা দেখে। চমৎকারভাবে তৈরি করেছেন পুরো জিনিস টা। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 last month 

আসলে আমি তেমন পারি না,তবে চেষ্টা করেছি।😂😂

 last month 

এই সপ্তাহের চলাকালীন প্রতিযোগিতায় আপনি এত সুন্দর করে একটা বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছেন দেখে খুব ভালো লাগলো। পুরো প্রাকৃতিক সৌন্দর্যটা আপনি এটার মাধ্যমে তুলে ধরেছেন। বর্ষাকালে গ্রামে এরকম সুন্দর প্রকৃতি দেখা যায়। যেটা দেখতে সত্যি অনেক সুন্দর লাগে। গাছপালা ঘরবাড়ি এগুলো অনেক সুন্দর করে আপনি তৈরি করেছেন। নদী দেওয়ার কারণে আমার কাছে দৃশ্যটা বেশি ভালো লেগেছে। বৃষ্টি অনেক সুন্দর ভাবে পড়তেছে বিষয়টা খুব দারুন ছিল। অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ।

 last month 

আপু আপনারটা বেশি সুন্দর হয়েছে।আপনি তো সবকিছুতেই পারদর্শী। ধন্যবাদ আপু আপনাকে

 last month 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।আপনি আজ আমাদের মাঝে মানসম্মত একটি পোস্ট শেয়ার করেছেন।"ক্লে" দিয়ে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্য তৈরি। দৃশ্যটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে এবং প্রতিটি ধাপ আপনি চমৎকার ভাবে আমাদের মাঝে পর্যায়ক্রমে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে।

 last month 

ক্লে দিয়ে বর্ষাকালীন দৃশ্য ভালো লেগেছে জেনে ভালো লাগলো।আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য 🌸

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 58300.22
ETH 2638.09
USDT 1.00
SBD 2.44