অতিরিক্ত রাগ মানুষের ক্ষতির কারণ।
আমি @rahimakhatun
from Bangladesh
৭ ই ডিসেম্বর ২০২৪
প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি ,আজ একটি জেনেরাল পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
অতিরিক্ত রাগ এবং জেদ মানুষকে ধ্বংস করে, যা মানুষের ক্ষতির কারন হয়ে দাড়ায়।রাগ যেমন মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে ঠিক তেমনি নিজের ও ক্ষতি করে।অতিরিক্ত রাগে মানুষ কখন কি করে ফেলে তা নিজেও জানে না।এমন অনেক উদাহরণ আছে আমাদের সমাজে।এই যে বেশ কিছু দিন যাবত একটা নিউজ ঘুরপাক খাচ্ছে। একজন লোক তার স্ত্রী এর পরকিয়ার জন্য নিজে সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে,তার একটা মেয়ে ও আছে তার চিঠি টা পড়ে আমার বেশ খারাপ লেগেছে। তার মেয়ের জন্য অনেক কিছু বলে গিয়েছে। আসলে রাগ করে আত্মহত্যা করা কোম সমাধান নয়।
এই আত্মহত্যা যেমন নিজের জন্য ক্ষতি তেমন তার মেয়ে মা বাবার জন্য কষ্টদায়ক।তার স্ত্রী জঘন্য কাজ করেছে তার জন্য তার স্ত্রী সাথে সম্পর্ক না রেখে তার সন্তান কথা ভেবে বাকি জীবন সে ভালোভাবে কাটাতে পারতো।এখন মেয়েটাকে এতিম করে চলে গেলো আসলে মানুষের যখন অনেক রাগ উঠে তখন মানুষের হিতাহিত জ্ঞান থাকে না।কোন ধর্মের আত্মহত্যা সমর্থন করে না।
আমাদের সমাজে এমন আরো অনেক উদাহরণ আছে অনেকে রাগের কারনে মানুষকে খুন করে ফেলছে। আসলে আমরা কোন মানুষেই মাঝে মাঝে রাগ কন্ট্রোল করতে পারি না হয়তো।এই যে আমি যখন আমার অনেক রাগ উঠে তখন ছেলে কোন উনিশ থেকে বিশ করলেই ওকে মারি পরে আবার কষ্ট হয় কেন মারলাম। আসলে রাগ উঠলে প্রতিটি মানুষ মনে তার থেকে দুর্বল মানুষের উপর আঘাত আনে।মাঝে মাঝে চেষ্টা করি রাগ কমানো অনেক সময় পারি না।
আসলে রাগ মানুষের সব সময়ের জন্যই ক্ষতি।অতিরিক্ত রাগ মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট হয়,এমন কি লাইফপার্টনারের সাথে ও।আমার দেখা একটি উদাহরণ আছে।আমার পরিচিত এক আন্টির বিয়ে হয় গ্রামের এক ছেলের সাথে।গ্রামের ছেলে হলেও বেশ শিক্ষিত এবং মার্জিত তবে গ্রামে থাকার কারনে গ্রাম গ্রাম একটু ভাব আছে। যাই হোক আন্টিটা ছিলো আবার বেশ মর্ডান। যাই হোক তাদের বিয়ে হলো, আঙ্কেলকে আন্টি কোন ভাবেই মানতে পারছে না,আঙ্কেল আবার চেষ্টা করছে আন্টির সাথে মানিয়ে নেওয়ার জন্য।না আন্টির রাগ দিন দিন বাড়ছে যার জন্য প্রায়ই তাদের ঝগড়া লেগে থাকতো।আন্টিকে তার মা বাবা, খালা মামারা অনেক বুঝাতো না সে মানতোই না।তার রাগ দিন দিন বাড়ছে, কোন ভাবেই কন্ট্রোল করতে পারছে না।
একটা সময় আঙ্কেল কি যেন সামন্য ভুলের কারনে তাকে মানুষের সামনে অপমান করতো।দিন দিন এমন বাড়ছেই পরে আর কি একটা সময় আস্তে আস্তে আঙ্কেল দূরে সরে যেতে লাগলো কিন্তু তাতে ও আন্টির কোন ভ্রুক্ষেপ নেই,তার রাগ দিন দিন বাড়ছে একটা সময় আঙ্কেল বাধ্য হয়ে ডিভোর্স দিয়ে দেয় তারপর বেশ কিছু দিন পর বুঝতে পারে সে অনেক ভুল করেছে যার কোন সমাধান নেই। আসলে রাগ মানুষের সম্পর্ক নষ্ট করে তেমনি ক্ষতির কারন ও হয়।
রাগের জন্য তাদের পথ আলাদা হয়ে গেলো অথচ তাদের মাঝে বেশ ভালো সম্পর্ক হওয়ার কথা ছিলো।আমরা যদি কোন কাজ রাগ না দেখিয়ে এমনে ঠান্ডা মাথায় সমাধান করি তাহলে হয়তো কাজটা আরো ভালোভাবে সমাধান হয়।যাই হোক কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম, যদি কোন ভুল হয়ে থাকে নিজে গুনে ক্ষমা করে দিবেন।
আবার আসবো অন্যকোন দিন অন্যকোন পোস্ট নিয়ে সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
রাগ কখনোই আমাদের জীবনে ভালো কিছু বয়ে আনতে পারে না। রাগ সব সময় আমাদের জীবনে নিয়ে আসে অনেক ধরনের ক্ষতি।আর কোন কিছুর উপর রাগ করে আত্মহত্যা করা মোটেও কাম্য নয়।আর আত্মহত্যা সব কিছুর সমাধান নয়। কিন্তু বর্তমান সময়ে আত্মহত্যার প্রবণতা অনেক বেশি বেড়েছে।
ঠিক বলেছেন আপু অনেকে আছে অতিরিক্ত রেগে গেলে নিজেকে কন্ট্রোল করতে পারেনা। তখন অনেক ধরনের কাজ করে ফেলে। আবার রাগের বশবর্তী হয়ে মানুষ খুন করার গল্প অহরহ শোনা যাচ্ছে। যাই হোক সেই রাগ নিয়ে আপনি খুব সুন্দর লিখেছেন। পড়ে ভালো লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপু আপনি পুরোটা পড়েছেন জেনে বেশ ভালো লাগলো।ধন্যবাদ
রেগে গেলেন তো হেরে গেলেন। যার জীবনে যত রাগ কম তার জীবনে শান্তি ততটাই বেশী। রাগ দেখিয়ে জীবনে কেউ কখনও কোন কিছু অর্জন করতে পারেনি। বরং আরও জীবনটাই বিনষ্ট হয়ে যায়। আপনি বেশ দারুন করে আপনার লিখনীতে বিষয়ট তুলে ধরেছেন বলে ধন্যবাদ জানাচ্ছি।
প্রত্যেকটা মানুষের ভিতর রাগ বিদ্যমান থাকে তবে এই রাগকে নিয়ন্ত্রণ করা উচিত। আমরা আমাদের রাতকে যতটা বেশি নিয়ন্ত্রণ করতে পারব আমাদের জীবন ততটা বেশি সুখী হবে। কারণ রাগ সব সময় ক্ষতির কারণ হয়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।
অতিরিক্ত রাগ মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে এবং নিজের জন্য বিপদ। তবে লোকটি তার ওয়াইফের পরকীয়ার কথা জেনে নিজ আত্মহত্যা করেছে আসলে ব্যাপারটা খুব দুঃখজনক। কিন্তু সেই ইচ্ছে করলে তার মেয়েকে নিয়ে জীবন যাপন করতে পারতো। তবে আমাদের এইখানে একটি মেয়ে মায়ের উপর রাগ করে আত্মহত্যা করেছে রাগের কারণে। বাস্তবিক কথা দিয়ে সুন্দর করে পোস্টটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আমাদের চলতি ভাষায় একটা কথা আছে রাগের সময় যে নিজেকে কন্ট্রোল করতে পারে সেই প্রকৃত বীর। হ্যাঁ একজন মানুষ যখন রেগে যায় তখন তার ভালো মন্দ বোঝার জ্ঞান হারিয়ে যায়। অনেকেই রাগের বশত আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয় যেটা কোন ধর্মই সাপোর্ট করে না। যাই হোক কথাগুলো পড়া উচিত কারণ সবার মনেই একটু অনুতপ্ততা আসবে।
অতিরিক্ত রাগ একটি সম্পর্ককে নষ্ট করে দেয়। আর রাগের কারণে ভালো একটি সম্পর্ক একদম তিক্ততায় ভরে ওঠে। রাগ কন্ট্রোল করা উচিত এবং সম্পর্ক গুলোকে আঁকড়ে ধরে বাঁচা উচিত।
অতিরিক্ত রাগের কারণে অনেক সুন্দর সুন্দর সম্পর্ক নষ্ট হতে দেখেছি। অতিরিক্ত রাগের কারণে প্রায়ই অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে। তাই অতিরিক্ত রাগ অবশ্যই নিয়ন্ত্রণ করা উচিত। এতে করে নিজের শরীর স্বাস্থ্যও ভালো থাকে এবং মানুষের সাথে সম্পর্কও ভালো থাকে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
একেবারে বাস্তবিক একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। আপনার কাছ থেকে আজকের এই পোস্ট পড়ে খুব ভালো লাগছে৷ আসলে রাগ কখনোই মানুষের জন্য ভালো কিছু বয়ে আনতে পারবে না৷ সব সময়ই এরকম রাগের মাধ্যমে অনেক কিছুই হয়ে যেতে দেখেছি৷ এই রাগের কারণে অনেক ভালো সম্পর্ক এক নিমিষেই ধ্বংস হয়ে যায়৷ ধন্যবাদ আজকের অসাধারণ পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷