কিছু রেনডম ফটোগ্রাফি।
আমি @rahimakhatun
from Bangladesh
১৯ ই অক্টোবর ২০২৩ খৃস্টাব্দ ।
আজ রোজ বৃহস্পতিবার
আ মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ
|
---|
বাংলাদেশ এত বাজে পারফরমেন্স করছে ইদানিং তারা যে কেন আর খেলা খেলে এটাই বুঝি না,প্রতিটাই হারছে।যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজ কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম।বেশ কিছু দিন আগে কৃষিমেলায় গিয়েছিলাম সেখানে বেশ কিছু ফুলের ফটোগ্রাফি করেছিলাম।বিভিন্ন জায়গা থেকে মানুষ যার যার ছাদ বাগানের বেশ কিছু গাছ এনেছিলো পরিচিত মানুষের সাথে গাছ বিনিময় করতে।যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে আপনাদের সাথে কিছু ফোটোগ্রাফি শেয়ার করবো। আসলে আমি তেমন ফোটোগ্রাফি করতে পারি না ,তারপর ও সবার দেখি একটু আকটু চেষ্টা করি। আমার এই গ্রপে অনেকে অনেক সুন্দর সুন্দর ফোটোগ্রাফি করে যা দেখতে আমার বেশ ভালো লাগে। তো চলুন কথা না বারিয়ে ফোটোগ্রাফি গুলো দেখি আসি।
ফুলটা বেশ সুন্দর। খুব সম্ভবত পিটুনিয়া।কালার টা বেশ সুন্দর। এমন কালার ফুল আমার কাছে বেশ ভালোই লাগে।
ফুলকপি চাষ দেখানো হচ্ছে। কিভাবে ছাদ বাগানে ফুলকপি চাষ করা হয় সেটা দেখানো হচ্ছে।
ছাদ বাগানে কম জায়গায় কিভাবে মরিচ চাষ,বেগুন চাষ করা হয় এটার একটি ডেমো দেখানো হচ্ছে। সাথে এলোভেরা তো আছেই।
এটা খুব সম্ভবত মসলা টাইপের কোন কিছু চাষ।আসলে মানুষের সখ থাকলে কত শত অসম্ভব কে সম্ভব করে।
এটা হচ্ছে এমোনিয়া এর ফুল গাছ।সাদা শুভ্র ফুল দেখতে বেশ লাগে।
এটা কি গাছ আমার জানা নেই। তবে মনে হচ্ছে ইনডোর টাইপের গাছ।
এই হচ্ছে ডুমুর গাছ।কোরআন শরীফে যা ত্বিন ফল নামে পরিচিত।এর ফল খেতে বেশ মিষ্টি।এটাকে জান্নাতি ফল বলা হয়ে থাকে।
আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | samsung SM-A217F |
---|---|
Location | Dhaka |
Photograpy | flowers |
link | (Source) |
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
বেশ কয়েকটা গাছ দেখলাম যেগুলো সাথে আমি আগে পরিচিত ছিলাম না বলেই মনে হচ্ছে, প্রথমের বেগুনি রঙের সেই ফুলটা কিন্তু খুবই চমৎকার ছিল সবগুলো ছবি আমার ভালো লেগেছে তবে ফুলের ছবিগুলো আমার বেশি পছন্দ।
খেলার কথা বলেই তো মনটা খারাপ করে দিলেন। এই খেলা দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়। যাই হোক আপু আপনি কৃষি মেলায় গিয়ে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। এ ধরনের মেলায় গেলে বিভিন্ন ধরনের গাছ গাছালি দেখতে পাওয়া যায়। যা আসলেই দেখলে ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে আমার কাছে।
ফটোগ্রাফি করতে আমাদের সবারই ভালো লাগে ফটোগ্রাফি করা এক প্রকার নেশা হয়ে উঠেছে আমাদের। বাংলাদেশের খেলা দেখতে এখন বিরক্ত লাগে কিন্তু তাও দিন শেষে তাদের খেলা দেখার জন্য সব কাজ ফেলে আমরা চলে যায়। সত্যি তারা কি খেলছে। দিনের পর দিন এত কোটি কোটি টাকা নষ্ট করছে কিন্তু কিছুই উন্নতি করতে পারছে না কিন্তু আফগানিস্তানের মতো দল তারা ইংল্যান্ড কে হারিয়ে দিল। পিটুনিয়া ফুলটি বেশ সুন্দর লাগতেছে। আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। তিন ফল। এটা সত্যিই অনেক জান্নাতি ফল। আপনি যে ফুলকপি চাষ দেখিয়েছেন কিভাবে ছাদ বাগানে ফুলকপি চাষ করা হয়। এটা অনেক ভালো লাগলো এবং অনেক কিছু শিখতে পারলাম। সর্বোপরি আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। এত সুন্দর ফটোগ্রাফি করার জন্য।
তবে এখন সবাই যার যার বাসায় এবং বাসার ছাদে বিভিন্ন ধরনের গাছ এবং ফুল গাছ লাগায়। আজকে আপনি অনেক সুন্দর করে রেনডম ফটোগ্রাফি করেছেন। রেনডম ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লাগে। কারণ রেনডম ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি যায়। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর বর্ণনা দিয়ে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।
আপনার চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার করা ফটোগ্রাফি গুলো সত্যি অনেক ভালো লাগলো। তবে এখনকার সময়ে সবাই কম বেশি টবের মধ্যে বিভিন্ন ধরনের ফুল গাছ ও অন্যান্য গাছ রোপন করে ছাদে এবং বাসার সামনে। তবে আপনার ফটোগ্রাফি সবগুলো অসাধারণ হয়েছে। ধৈর্য ধরে ফটোগ্রাফি করলে ফটোগ্রাফি গুলো চমৎকার হয়। খুব সুন্দর করে সবগুলো ফটোগ্রাফি বর্ননা সহকারে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
আপনার তোলা রেনডম ফটোগ্রাফি গুলো দারুন ছিল তো। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে আমি তো চোখ ফেরাতে পারছিলাম না। পিটুনিয়া ফুলের ফটোগ্রাফিটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। প্রত্যেকটা ফটোগ্রাফির সৌন্দর্য এত সুন্দর করে আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।
আপু, কৃষি মেলায় গিয়ে আপনি তো খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনি ঠিকই বলেছেন আপু, মানুষের শখ থাকলে কত কিছুই না করে। আর সেই শখ পূরণ করতে গিয়ে অসম্ভবকেও সম্ভব করে ফেলে। আর হ্যাঁ আপু আপনার পোষ্টের মাধ্যমে, এমোনিয়া ফুল গাছের ফুল গুলো দেখে খুবই ভালো লাগলো। কেননা এই ফুলটি আমি আগে কখনো দেখিনি। অনেক অনেক ধন্যবাদ আপু, চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।