ছেলেকে নিয়ে মায়ের অনুভূতি ।10% 𝕭𝖊𝖓𝖊𝖋𝖎𝖈𝖎𝖆𝖗𝖎𝖊𝖘 𝖋𝖔𝖗 @𝖘ʜʏ-ғᴏ𝖝🦊]

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসালামু আলাইকুম

আজ
রোজ মঙ্গলবার
১০ মে ২০২২ খৃস্টাব্দ

এখন ষড়ঋতুর গ্রীষ্মকাল ।


মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

আমার ছেলের কিছু ফটোগ্রাফি

279443687_1203732707033438_8340524123439893209_n (1).jpg

made by @rahimakhatun

Device- samsung SM-A217F

প্রতিদিনের মত আমি আজ নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজ আমার এবং আমার ছেলের বিশেষ দিন।ঠিক এই দিনটাই চার বছর আগে আমার ছেলে আমার কোল আলো করে পৃথিবীতে এসেছে।জীবনে মনে হয় সবচেয়ে আত্মতৃপ্তি মা হওয়া।আমি একটা জিনিস খেয়াল করলাম ও যে দিন জন্ম হয়েছিলো ঐ দিন ও খুব বৃষ্টি ছিলো,এই রকম প্রায় এই দিনে প্রতি বছরই বৃষ্টি হয়,আজকে ও আমাদের এখানে বেশ বৃষ্টি। যদি ও আমি তেমন জন্মদিন পালন করি না।শুধুমাএ একটা কেক এনে দেওয়া হয়।যাই হোক ও যে দিন পৃথিবীতে এসেছিলো,ওকে দেখে আমি কোন ভাবেই বিশ্বাস করতে পারছিলাম না এই বাচ্চাটা আমার,কেমনে সম্ভব। আমি ও মা হয়ে গিয়েছি।ওর মুখ দেখে আমার সব ধরনের কষ্ট দূর হয়ে গিয়েছিলো।

279647799_391120136240625_6175403279869877605_n.jpg

[source]

আমার ছেলে যখন প্রথম যে দিন পৃথিবীতে এসেছিল।

279424587_502365295008595_4874742197948961142_n.jpg

[source]

এই ছবিটা যখন তোলেছিলামম , বয়স ১৩/১৪ দিন। রাত তখন রাত ১.৩০ /২.০০ টা /ওই দিন ছিলো সম্ভব ব্রাজিলের খেলা ছিলো। কোনো রকমই ঘুম পারাতে পারছিলাম না।
আস্তে আস্তে যত বড় হচ্ছে, একটু একটু একটিভি বাড়ছে,যতই ওকে দেখছি,ততই যেন সব ধরনের দুঃখ কষ্ট নিমিষেই দূর হয়ে যাচ্ছে। ও হওয়ার পর প্রথম কয়েকদিন দিন তো ঘুমাচ্ছিলো।যখন আস্তে আস্তে ওর হাত পা নাড়িয়ে নাড়িয়ে খেলতো,আমার কাছে অনেক ভালো লাগতো।আস্তে আস্তে বড় হচ্ছে, আস্তে আস্তে উল্টানো,হামাগুড়ি,দাড়ানো কত যে ভালো লাগা।

279561855_1495640920853580_5237815023306536344_n.jpg

[source]

এই ছবিটা তোলেছিলাম , বয়স ১ মাসের। দুষ্টামি করে তুলেছিলাম। সানগ্লাস টা ছিল আমার ভাইয়ের ছেলের। ওর জামার সাথে মেচিং হয়েছিল। তাই তুলে ফেললাম।

279460396_299762025680971_2336260222954429258_n.jpg

[source]

এই ছবিটা তোলেছিলাম ওর প্রথম ঈদ ছিলো। পাঞ্জাবি পরা।

279222940_540003224157248_6122489969170854085_n.jpg

আমার লাজুক ছেলে।

[source]

278474667_1320072145154488_5546818647738237406_n.jpg

[source]

এইটা একটা প্রোগ্রামে যাওয়া পর তোলা

পরিশেষে তোর জন্য বাবা অনেক অনেক দোয়া ও ভাই রইলো।আমি দোয়া করি তুই একদিন অনেক বড় হবি।মানুষের মত মানুষ হবি।মানুষকে সম্মান করবি।সৎ পথে চলবি।মানুষকে মানুষের মত মনে করবি।আর একটা কথা মেয়েদেরকে সম্মান করবি।আর অব্যশই প্রত্যক ধর্মকে সম্মান করবি।নিজের ধর্ম খুব ভালোভাবে পালন করবি।

শেষ হয়ে গেলো আমার আজকের ব্লগ। সবাই আমার ছেলের জন্য দোআ করবেন। আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

সবাইকে ধন্যবাদ



banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 2 years ago 

আপনার ছেলের জন্য আপনার বলা প্রত্যেকটি কথা পূর্নতা পাক এই কামনা করি।এছাড়া আপনার কিউট বাচ্চার জন্য অনেক অনেক ভালোবাসা ও আশীর্বাদ রইলো আমার পক্ষ থেকে।অনেক বড় মানুষ হোক আপনার ছেলে।

আপু টাইটেলটি একটু বানান ভুল হয়েছে ,ঠিক করে নিতে পারেন।
 2 years ago 

ধন্যবাদ আপু,আমি ঠিক করে নিয়েছি।আমি খেয়াল করিনি।আমার ছেলের জন্য আর্শীবাদ করিয়েন।ও যেন মানুষ হোক।

 2 years ago 

মাশাল্লাহ আপনার ছেলেকে তো খুবই সুন্দর লাগছে আপু। আর প্রথমেই তাকে তার জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আর তার জন্য অনেক অনেক দোয়া রইল যেন সে জীবনে মানুষের মত মানুষ হতে পারে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া দোয়া করবেন।ও শুধু মানুষের মত মানুষ হয়।

 2 years ago 

মাশআল্লাহ আপু আপনার ছেলে তো দেখতে অনেক সুন্দর। আপনি ঠিক বলেছেন আপু প্রথম যখন সন্তানের মুখ দেখা হয় তখন যেন পৃথিবীতে আর কোন কিছুই ভালো লাগেনা একমাত্র নিজের সন্তান ছাড়া। আমার মেয়েকে যখন দেখেছিলাম ঠিক এমনটাই আমার অনুভূতি হয়েছিল। আমার মেয়ের বয়স 18 মাস। ভালো লাগলো আপনার ছেলে কে নিয়ে পোস্ট দেখে। ধর্ম নিয়ে দোয়া করা টা দেখে খুব ভালো লাগলো আপু। আমি দোয়া করি আপনার ছেলে ইসলামিক মাইন্ডের হোক। আপনার এবং আপনার ছেলের জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপু আমি চাই ও যেনো প্রত্যকটি ধর্মকে শ্রদ্ধা করে।আর নিজের ধর্মটাকে কুব ভালোভাবে পালন করে।ধন্যবাদ আপনাকে।আপু দোয়া করবেন।

 2 years ago 

মাশআল্লাহ আপু আপনার ছেলেকে দেখতে অনেক সুন্দর লাগতাছে। ভাগিনার জন্য দোয়া রইল আপুর মন থেকে। দোয়া করি সে যেন মানুষের মতো মানুষ হতে পারে। জীবনে বড় হতে হলে নিজেকে মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আশা করছি সে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে। হাজারো শুভকামনা রইল তোমার ছেলের জন্য।

 2 years ago 

দোয়া করবেন ভাইয়া,ওই আমার হাজারো দুঃখের মাঝে অনেকখানি সুখ।ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার বাবুর জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। সৃষ্টিকর্তার কাছে বাবুর ভবিষ্যতের জন্য মঙ্গল কামনা করছি। প্রতিটি মুহূর্ত যেন খুব সুন্দর এবং আনন্দের সাথে সময় পার করতে পারে এই আশাবাদ ব্যক্ত করছি। আপনার অনুভূতি গুলো শুনে খুবই ভালো লাগলো। এত অসাধারন পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য।আল্লাহ যেনো ওকে নিয়ে আমার আশাগুলো পূরন করে।ভালো থাকুক সব সময়ই। আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

আপু আপনার পোষ্টের পরিশেষে আপনার ছেলেকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলেছেন তার সমস্ত টুকুই আপনার ছেলের উপর প্রতিফলিত হোক সেই প্রত্যাশা করছি। ঠিক এই দিনটায় চার বছর আগে আপনার ছেলে আপনার কোল আলো করে পৃথিবীতে এসেছে। আর সেই দিন জীবনের সবচেয়ে আত্মতৃপ্তি আপনি পেয়েছিলেন। আর আপনার আত্মতৃপ্তি টুকু সব সময় যেন সুখের হয় সেই কামনা করছি। আজকের এই দিনের জন্য আপনার ছেলের প্রতি অনেক অনেক প্রীতি ও ভালোবাসা রইলো।

 2 years ago 

আমি ও চাই আমার প্রত্যকটি কথা জেনে আল্লাহ কবুল করে আমার ছেলেকে বড় করে।দোয়া করবেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু,প্রত্যেকটা মেয়ের এই অনুভুতি হয়ে থাকে সদ্য জন্ম নেয়া সন্তানের মুখটি দেখা এটাযে কত আনন্দের এই অনুভূতিটা কাউকে বোঝানো যাবে না। আমার ছেলে জন্ম হওয়া আগে চিন্তা করছিলাম আমার সন্তান দেখতে কেমন হবে? যখন সিজার করে আমার সামনে এনে আমার ছেলেকে দেখলো তখন সকল রকমের কষ্ট এক নিমেষেই দূর হয়ে গিয়েছে।আসলে মা জাতিরা এরকমিই হয় সন্তানের মুখ দেখলেই সব দুঃখ কষ্ট ভুলে যায়। আপু আপনার ছেলের জন্য মন থেকে দোয়া রইল সে যেন সত্যিকারের একজন মানুষ হয়ে গড়ে ওঠে।ধন্যবাদ আপু🥰🥰

 2 years ago 

আসলেই আপু বাচ্চার মুখ দেখলেই সব কষ্ট নিমিষেই দূর হয়ে যায়।আপু দোয়া করবেন।আমি ও দোয়া করি আপনার বাবু ও মানুষের মত মানুষ হোক।ধন্যবাদ আপনাকে।

মা শা আল্লাহ আপু আপনার মতই খুব মিষ্টি হয়েছেন শান্ত শিষ্ট দেখে বুঝা যাচ্ছে। দোয়া করি আল্লাহ তাকে নেক হায়াৎ দান করুক। সব সময় সুস্থ থাকে আর মা বাবার মত হয়ে উঠুক 🤲

 2 years ago 

আমার মতব,আপনি কেমনে বুঝলেন।😀😀।যাই হোক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মাশাআল্লাহ আপনার ছেলে খুবিই সুন্দর,সব মায়ের কাছের তার অনেক সুন্দর এবং ভালো।আপনার লেখাটা আমি পড়লাম একটা বিষয় খুবই ভালো লাগল।

এই ছবিটা যখন তোলেছিলামম , বয়স ১৩/১৪ দিন। রাত তখন রাত ১.৩০ /২.০০ টা /ওই দিন ছিলো সম্ভব ব্রাজিলের খেলা ছিলো। কোনো রকমই ঘুম পারাতে পারছিলাম না।

এতো কিছু মনে কিভাবে রাখছেন এটা আমার মাথায় আসে না।স্মৃতি হয়ে থাকল বাবু যখন বুঝতে শিখবে তখন দেখাবেন। তখন আরো বেশী ভালো লাগবে।ধন্যবাদ আপু বাবুকে নিয়ে সুন্দর লেখা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে। আসলেই বড় হলে দেখালে ভালো হবে।আমি বেঁচে থাকলে দেখাব।ধন্যবাদ আপনাকে।

সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনা, শ'তে দেখা যায়না।হাজারে কতজন সন্তান পরিকল্পনায় সফল, তাও আমার জানা নাই।
আপনার আশা মহান আল্লাহ পুরন করুন এবং
দুধে ভাতে বড় হোক এই দোয়ায় করি। আমিন।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর দোয়া করার জন্য।ঠিক বলেছেন কয়জন বাবা মা সফল হয় সন্তান মানুষ করায়।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 59933.20
ETH 3191.47
USDT 1.00
SBD 2.44