মোম রং দিয়ে পেইন্টিং । -{১০% বেনিফিট @shy-fox এর জন্য}
আমি @rahimakhatun
from Bangladesh
২৬ ডিসেম্বর ২০২২ খৃস্টাব্দ ।
আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ
|
---|
Device- Galaxy -A13
প্রস্তুত প্রণালীর ছবি দেওয়া হলো।
আমি আজকে পুরো দৃশ্য এঁকেছি শুধু মাত্র মোম দিয়ে । আমার আসলে মাঝে মাঝে পেন্সিলে ও রং করতে বেশ দেখতে ভালো লাগে,তাই আমি মোম নিয়ে বসলাম। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে ,তবে আশা করছি ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ |
---|
প্রস্তুত প্রণালী |
---|
প্রথমে চারদিকে মার্জিন করে নিব।
তারপর সার্কেল করে নিব।
৩য় ধাপ |
---|
বাঁকা করে দাগ টেনে নিব।
৪র্থ ধাপ |
---|
হলুদ রং করে নিব।
৫ম ধাপ |
---|
তারপর কমলা ও লাল রং করে নিব।
৬ষ্ঠ ধাপ |
---|
তারপর আকাশি আর নীল রং করে নিব।
৭ম ধাপ |
---|
তারপর টিস্যু দিয়ে রং করে নিব।
৮ম ধাপ |
---|
তারপর কালো করে রং করে নিয়েছি।
৯ম ধাপ |
---|
তারপর একটা গাছ একে নিব।
১০ম ধাপ |
---|
তারপর ফুল একে নিব।
১১তম ধাপ |
---|
হয়ে গেলো আমার আর্ট।শেষ হয়ে গিয়েছে আমার দৃশ্য।কেমন হয়েছে ,কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | samsung SM-A217F |
---|---|
Location | Dhaka |
Photograpy | Art |
VOTE @bangla.witness as witness OR
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
চোর নেয়নি কিছু?খালি এলোমেলোই করে গেছে নাকি?😁
ভিন্নতা ছিল আজকের উপস্থাপনায়,ভালো লেগেছে আর্টটা।বেশ আকর্ষণীয় ছিল।শুভ কামনা রইলো 😊।
না নিতে পারেনি,খুব সম্ভবত দরজা খুলে ভিতরে প্রবেচ করাতেই আমার মায়ের আওয়াজ টের পেয়েছে, ঐমনি আর কিছু না দেখেই চলে গিয়েছে।ধন্যবাদ
অনেক সময় নেট এর কারনে ভুলে দুইবার কমেন্ট হয়ে যায়।ধন্যবাদ আপনাকে
একই কমেন্ট দুইবার হয়ে গিয়েছে, আমারও মাঝে মাঝে ভুলে এমন হয়ে যায়।ধন্যবাদ
যেকোনো পেইন্টিং দেখতে অনেক বেশি ভালো লাগে। পেইন্টিং করার জন্য অনেক বেশি ধৈর্য থাকা প্রয়োজন তা না হলে কখনো সুন্দর ভাবে করা সম্ভব নয়। আপু আপনি খুব সুন্দর করে পুরো পেইন্টিং টি? শেষ করেছেন যা দেখতে খুবই সুন্দর হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ অনেক সহজ ভাবে উপস্থাপন করেছেন। সুন্দর পেইন্টিং পোস্ট টি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।
আসলে পেইন্টিং করার জন্য অনেক ধৈর্যের প্রয়োজন হয়,যদিও আমি তেমন ধৈর্য্য নিয়ে আঁকতে পারি না,বাড়িতে ছোট বাচ্চা থাকলে অ হয় আরকি হা হা।
আপনি ঠিক বলেছেন প্রতিদিন একই রংয়ের পেইন্টিং করা ভালো লাগেনা।মোম রং দিয়ে সুন্দর করে একটি আর্ট তৈরি করেছেন দেখতে অসাধারণ সুন্দর হয়েছে।অসংখ্য ধন্যবাদ পরিশ্রম করে একটি সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমি চেষ্টা করি ভিন্ন ভিন্ন দিন ভিন্ন রকম আর্ট শেয়ার করার জন্য।যদিও মনে হয় তেমন খুব ভালো পারি না। একটু আকটু তো পরিশ্রম করেই আর্ট করতে হয়।হা হা
আমাদের দুটো ঈদ আর এই ডিসেম্বর মাসটা হচ্ছে সবার গ্রামের বাড়িতে যাওয়ার সিজন। আর চোরদের সিজনও বলা যায়। এই সময়গুলোতে বিভিন্ন ফ্ল্যাটের মধ্যে চুরিটা বেশি হয়। আর চোরদের যে কত টেকনিক সেগুলো তো ধরাই মুশকিল। যাই হোক আপনি চমৎকার একটি পেইন্টিং করেছেন আপু। কালার কম্বিনেশন টা বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।
আসলেই ডিসেম্বর মাসটা চোরের সিজন বললে ভুল হবে না।চোরের কথা কি বলবো,একটু ও আওয়াজ হলো না দরজাটা যে খুললো।
অনেকেই ভাবে মোম রঙ্গে আর্ট গুলো একেবারেই সহজ। আসলে কোন কাজে সহজ নয়, যতক্ষণ না পরিপূর্ণভাবে শিখা হয়। আমি অনেক চেষ্টা করেছিলাম মোম রংয়ের আট শেখার জন্য, হলো না। আমাদেরকে এত সুন্দর একটা মোম রং এর আর্ট উপহার দেওয়ার জন্য শুভেচ্ছা রইল।
আসলে ভাইয়া যারা পারে তাদের জন্য হয়ত সহজ কিন্তু আমার জন্য অনেক কঠিন পারি না তো তাই আরকি।ভাইয়া আরকটু চেষ্টা করেন হয়ে যাবে আশা করি।
মোম রং দিয়ে খুবই সুন্দর পেইন্টিং করেছেন। এই পেইন্টিংটি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। সত্যিই অসাধারণ দক্ষতার সাথে এই চিত্রটি আমাদের মাঝে তুলে ধরলেন।
মোম রং এর পেইন্টিং নিয়ে দারুন কমেন্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।🌸🌹
মোম রং দিয়ে পেইন্টিং বাহ্ চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। পাশের বাসার চোর এসে সব কিছু এলোমেলো করেছে জেনে খারাপ লাগলো। তোর সুযোক বুজে কোপ মারে। আপনার পেইন্টিং আমার ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে আপু।
হ্যা চোর বেটা এসেও তেমন কোন ফায়দা হলো না অযথা দরজা ভেঙে দিয়ে গেলো। আসলে সবাই কে সাবধানে থাকতে হবে।ধন্যবাদ
মোম রং দিয়ে সুন্দর পেইন্টিং করেছেন আপু। বিশেষ করে পেইন্টিং এর কালার কম্বিনেশন এর জন্য বেশি ভালো লেগেছে।কালো গাছের জন্য আরো সুন্দর লাগছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।
কালার কম্বিনেশন টা ভালো হয়েছে জেনে ভালো লাগলো।আসলে কালারিং জিনিস গুলো দেখতে আমার খুব ভালো লাগে।ধন্যবাদ আপনাকে