কিছু ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ4 months ago
১৫ ফাল্গুন , ১৪৩০ বঙ্গাব্দ

১ লা মার্চ২০২৪ খৃস্টাব্দ ।


আজ রোজ শনিবার

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ



423472458_3393504314286631_6356659715619533876_n.jpg

মানুষের মরন কখন কিভাবে হয় বলা যায় না।বেলি রোডের আগুনে কত কত মানুষ মারা গিয়েছে। অথচ কে জানতো তারা যে সেইদিনই মারা যাবে।বেশ কষ্ট লাগে পুড়া মানুষগুলোকে দেখে।ছোট বাচ্চার আবদার রাখতে যেয়ে মা আর বাচ্চা ছেলেটি গিয়েছিলো কাচ্চি খেতে আর ফিরলো মরা লাশ হয়ে।ফায়ার সার্ভিস এরা নাকি তিনবার নোটিশ দিয়েছিলো ভবনটাকে কিন্তু তারা কোন পদক্ষেপ নেয় নি। ইশ কতই না কষ্ট পেয়েছে মানুষ গুলো ভাবতেই কেমন লাগে।চোখের সামনে মৃত্যু দেখেছে কোন অপশন নেই বাঁচার।যাই সকলকে সৃষ্টিকর্তা জান্নাতুল ফেরদৌস দান করুক।এই দিকে আবার ওয়ারি তে আগুন লেগেছে।ইদানিং একটু বেশিই সব জায়গায় আগুন লাগে।এই বেলি রোডে এই দোকানগুলোতে কত যেমান ভার্সিটি যেতে।যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজকে আমি আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি শেয়ার করবো।কয়েকদিন আগে গিয়েছিলাম সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে।আসলে আমার ছেলেটাকে নিয়ে তেমন একটা কোথাও যাওয়া হয় না।কিন্তু ওদের ক্লাস থেকে পিকনিকে যাবে তাই বায়না ধরেছে। কিন্তু আমি তো যেতে পারি নি আমার ছোট বাবু অসুস্থ ছিলো আর ওকে ও একা পাঠাবো কি করে ছোট মানুষ। আবার এরা পিকনিকের ডেট ফেলেছে কর্মদিবসের দিন তাই আর কেউ নিয়ে যেতে পারেনি পরে ওকে বলা হয়েছিলো আমরা কাছাকাছি কোথাও ঘুরতে নিয়ে যাব।পরে এঔ সোনারগাঁও নিয়ে গিয়েছি।সেখান থেকেই এই ফুলের ছবিগুলো তুলেছি,চলেন ফটোগ্রাফি গুলো দেখে আসি।

423454965_728215982794474_1386411178114987331_n.jpg
অনেক রোদের মধ্যে ফোটোগ্রাফি গুলো করেছিলাম। এই ফুলটার নাম মনে হয় চন্দ্রমল্লিকা।

423904109_773130214312922_7554446164733690152_n.jpg
এই ফুলটার নাম আমার জানা নেই।

423735696_380392941378085_1250496900119820091_n.jpg
এই হচ্ছে গাঁদাফুল। এইটার কালার হচ্ছে বাসন্তী ।
423542016_1451397962425483_2378529054380137309_n.jpg
এই হচ্ছে গাঁদাফুল। এইটার কালার হচ্ছে হলুদ ।
423735680_738070541758056_52077287519132735_n.jpg

423472168_2141043969564858_7181993953677473262_n.jpg

423472084_423306806936157_4556503601143277647_n.jpg

423422722_1145174819952808_5179930814120478669_n.jpg

423541797_2132707740411067_4133337093870994335_n.jpg

যদিও সোনারগাঁও তেমন একটা ফুল গাছ নেই তবুও মোটামুটি সব গাছের ছবি তুলেছি।
যাইহোক আজকেএই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে । আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না।

আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

<
device Galaxy A13
LocationSonargaon
linksource

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht

20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Posted using SteemPro Mobile

Sort:  
 4 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ কয়েকটি সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি দারুন ছিল তার পরেও আমার কাছে বেশ ভালো লেগেছে গাধা ফুল ও চন্দ্রমল্লিকা ফুল এ থানার নাম জানা ফুলটি দারুন। ধন্যবাদ আপনাকে পোস্টটি খুব সুন্দর ভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

দুঃখিত শেষের দিকে মন্তব্য টা বুঝতে পারিনি।

Posted using SteemPro Mobile

 4 months ago 

ফুলের ফটোগ্রাফি গুলো সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপু। আপনি প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে ক্যাপচার করেছেন। সোনারগাঁও ঘুরতে গিয়ে বেশ দারুন দারুন ফটোগ্রাফি করেছেন। অসংখ্য ধন্যবাদ আপু অনেক সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আমার কাছেও ফুলের ফটোগ্রাফি বেশ ভালো লাগে।ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 4 months ago 

আজকের শেয়ার করা ছবিগুলো দারুন লেগেছে আপু প্রতিটা ছবি একদম স্বচ্ছ ভাবে উপস্থাপন করেছেন। চন্দ্রমল্লিকা ফুল আবার গাঁদা ফুল সবগুলোই স্পষ্ট তাছাড়া রোদের আলোয় সৌন্দর্যটা আরো ক্লিয়ারলি ফুটে উঠেছে। চমৎকার ফটোগুলি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আসলেই রোদের আলোতে দেখতে বেশ ভালো লাগছিলো। ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 4 months ago 

ফুলের ফটোগ্রাফি সব সময় আমার অনেক বেশি ভালো লাগে। আপনার প্রতিটা ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। আসলে ফুলের সৌন্দর্য সবাই কে মুগ্ধ করবে এটাই স্বাভাবিক। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 4 months ago 

ঠিক ফুলের সৌন্দর্য সবাই কে মুগ্ধ করে। ধন্যবাদ আপনাকে

Posted using SteemPro Mobile

ঠিক বলেছেন আপু এভাবে চোখের সামনে মানুষ মরতে দেখলে কারি ভালো লাগে।দিন দিন আনন্দের ঘটনা বেড়েই চলেছে। আপনি সোনারগাঁও জাদুঘরে ঘুরতে এসে বেশ কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। অনেক সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 4 months ago 

হুম ঠিক দিন দিন আগনের ঘটনা বেড়েই যাচ্ছে। ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 4 months ago 

মৃত্যু এক হঠাৎ নাম জানা পাখি কখন উড়ে যাবে তার কোনো নিশ্চয়তা নাই ৷ যারা বাস্তব উদাহরণ বেইলি রোডের আগুন ৷ যা হোক শুধু কি কিছু ফুলের ফটোগ্রাফি এক কোথায় দারুন কিছু ফটোগ্রাফি ফুল ভালোবাসে না এমন মানুষ খুজে পাওয়া দায় ৷ সবমিলে ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ আপু

 4 months ago 

ভালো বলেছেন মৃত্যু নাম না জানা একটি পাখি।কখন যে কার পাখি উড়ে যাবে কেই বা বলতে পারে।ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 4 months ago 

বেলি রোডের আগুনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অনেক মানুষের প্রান চলে গেছে। খুবই দুঃখজনক ঘটনা। সবার জন্য অনেক অনেক দোয়া। ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমার কাছে সাদা রঙের ডালিয়া ফুলটিকে বেশি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে আপু সুন্দর ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আসলেই দোয়া ছাড়া আর কিছুই করার নেই আমাদের। ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 4 months ago 

অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। আসলে এই ফুলগুলো আমার অনেক বেশি ভালো লাগার কারণ হলো আমি ফুল পছন্দ করি, আর ফুলের ফটোগ্রাফির সাথে অসাধারণ বর্ণনা করেছেন। যার কারণে ফটোগ্রাফি সাথে বর্ণনা পড়ে আরও বেশি ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 4 months ago 

তেমন কিছু বর্ননা দিতে পারিনি, তবে টুকটাক চেষ্টা করেছি। ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আপনি বেশ অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করলেন। বিশেষ করে ফুলের বিভিন্ন রকম ফটোগ্রাফি করার কারণে দেখতে কিন্তু বেশ অসাধারণ দেখাচ্ছে। আমার নিজের কাছেও বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। আমার কাছে তো সবচেয়ে বেশি শেষের ফুলের ফটোগ্রাফি গুলো অনেক ভালো লাগলো দেখে। তাছাড়া আপনি প্রত্যেকটি ফটোগ্রাফি বর্ণনাও খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 4 months ago 

যদিও আমি তেমন ফটোগ্রাফি করতে জানি না,তবুও ফটোগ্রাফি করতে বেশ ভালোই লাগে। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 55093.98
ETH 2894.76
USDT 1.00
SBD 2.22