রঙিন কাগজ দিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি || [10% 𝕭𝖊𝖓𝖊𝖋𝖎𝖈𝖎𝖆𝖗𝖎𝖊𝖘 𝖋𝖔𝖗 @𝖘ʜʏ-ғᴏ𝖝🦊]

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

এখন ষড়ঋতুর (শীতকাল) ।

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাপ। সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ।



আমি আজকে রঙিন কাগজ দিয়ে কিভাবে ঘর সাজানোর ওয়ালমেট তৈরি করা যায়, তা নিয়ে লিখবো এবং ছবি দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে। আমি জানি এই খানে অনেক গুণীজন আছে ,তারা অনেক ভালো ভালো জিনিস তৈরি করতে পারে ,যদিও আমি তেমন কিছু পারি না। তারপর সবার দেখাদেখি আমার এই চেষ্টা। আমি এইটা দুই দিনের চেষ্টার পরে আমি পেরেছি। আমি যদিও এক নাগাড়ে বসে থাকতে পারি না। তাই একটু একটু করে তৈরি করেছি।


ঘর সাজানোর ওয়ালমেট

271610280_638272127416021_9190358345380466681_n.jpg

made by-@rahimakhatun
Device- samsung SM-A217F
রঙিন কাগজ দিয়ে বানানো আমার তৈরি ওয়ালমেট

আমার শিল্পকর্ম নিয়ে কিছু কথা

আমি আগেই বলেছি আমি তেমন কিছু পারি না। এইখানে হাজারো সৃজনশীলতার মধ্যে আমার এই ছোট সৃজনশীলতা।খারাপ হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলো মানুষ চেষ্টা করলে অনেক কিছু পারে। মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় একদিন বড় সফলতা আসে।

271439587_613472109744664_3538123863532170982_n.jpg

আমার রঙিন কাগজ দেখলেই ,আমার অনেক ভালো লাগে। আমি আজকে নতুন করে চেষ্টা করেছি। ঘর সাজাতে আমার অনেক ভালো লাগে। তাই আমি মাঝে মাঝে ঘর সাজানোর জন্য অনেক কিছু তৈরি করি। কিন্তু এই প্রথম রঙিন কাগজ দিয়ে চেষ্টা করেছি। আর আগে আমি রঙিন কাগজ দিয়ে তেমন কিছু পারতাম না । আমি ধাপে ধাপে দেখিয়েছি। কথা না বারিয়ে চলেন দেখে নেওয়া যাক।

১ম ধাপের প্রয়োজনীয় উপকরণ

270110008_846099519416543_251323370105626393_n.jpg

প্রয়োজনীয় উপকরনের ছবি দেওয়া হলো


উপকরণঃ


🔶 অনেক রঙের রঙিন কাগজ

🔶 কেচি

🔶 আঠা

🔶 কলম

🔶 স্কেল

প্রস্তুত প্রণালী

১ম ধাপ


271749156_671835340851484_240441918806883895_n.jpg

271490280_471878917794534_7314130810723650154_n.jpg

প্রথমে লম্বা লম্বি তিন ভাগ করে কেটে নিবো। তারপর কেটে রাখা একটি অংশ নিয়ে তিন ভাঁজ করে নিবো।

২য় ধাপ


271544998_1083955982370460_5095691794860003670_n.jpg

270532370_1284135515410840_3517567988553277591_n.jpg

প্রথমে লম্বা লম্বি তিন ভাগ করে কেটে নিবো। তারপর কেটে রাখা একটি অংশ নিয়ে তিন ভাঁজ করে নিবো।

৩য় ধাপ


271587016_1605981923078245_495819871682947767_n.jpg

271602211_1263634137469032_1172429258335811401_n.jpg

তারপর আরো ছোট করে ভাঁজ দিয়ে ,পাতার মতো একটা শেপ এঁকে নিবো।

৪র্থ ধাপ


271473661_348762686770479_6749662647221746685_n (1).jpg

271232667_444403680812904_7202998546216140573_n.jpg

এভাবে প্রায় ৫টা কেটে নিবো। কেটে নিয়ে ভাঁজ খুললেই যাবে।

৫ম ধাপ


271283366_464029098428809_3667194405858780012_n.jpg

271276125_1294954527653923_6949514617424884216_n.jpg

তারপর ফুলের একটা করে পাপড়ি কেটে নিবো।

৬ষ্ঠ ধাপ


271387147_669893687705237_5147969366550250299_n.jpg

270793733_480147300119249_3755151213955941046_n.jpg

একেকটা করে প্রথমে একটা পাপড়ি কাটবো ,তারপর অন্যটার ২টা পাপড়ি কেটে নিবো। শুধু একটি ফুল কাটবো না।

৭ম ধাপ


271228650_466303698235491_4351230568287702247_n.jpg

270149951_456763715937579_374290470829813454_n.jpg

তারপর আঠা দিয়ে গোল করে লাগিয়ে নিবো। তারপর একদম বড়োটা উপর আঠা দিয়ে ছোটোটা ,এভাবে ধাপে ধাপে লাগিয়ে নিবো।

৮ম ধাপ


271390074_484852203294809_3406250171286326495_n.jpg

271932111_589673938786959_6162580822190323214_n.jpg

এভাবে পাঁচ কালারের ৫তা ফুল বানাবো।

৯ম ধাপ


271251550_226332973024526_9078262947426486387_n.jpg

271486781_1351368475323417_4502117343645968180_n.jpg

তারপর মোটা কাগজে আজে কোনো শেপ দিয়ে কেটে নিবো ,তারপর আঠা দিয়ে রঙিন কাগজ দিয়ে দিবো।

১০ম ধাপ



271658421_620712115921192_1353604553061174165_n.jpg

271276129_630225894974905_2178352488092160762_n.jpg

তারপর একটা একটা করে ফুলগুলা লাগিয়ে নিবো।

১১তম ধাপ



271484428_1753375528185369_3322872147704393950_n.jpg

271235046_968903527087883_5556461324692613618_n.jpg

একটি কাগজকে লম্বালম্বি ২ ভাঁজ করে নিবো ,তারপর ছোট করে ভাঁজ করে নিবো।

১২তম ধাপ



271733003_658232201979082_476019473278591857_n.jpg

তারপর কেচি দেয়া ছোট ছোট করে কেটে নিবো।

১ ৩তম ধাপ



271352299_234531522170767_4127708819214868974_n.jpg

270562790_486456529510320_5400719940439302014_n.jpg

এরপর সুতা আঠা দিয়ে লাগিয়ে পেচিয়ে ফুল বানিয়ে নিবো।

১ ৪তম ধাপ

271584562_489490542522038_4231227889820492610_n.jpg

এই রকম করে ৫ টি ফুল বানিয়ে নিবো।

পরবর্তী ধাপের প্রয়োজনীয় উপকরণ


270385300_1016014208948955_2146126748719486777_n.jpg

270154715_454816179463638_4902724613281368755_n.jpg

প্রয়োজনীয় উপকরনের ছবি দেওয়া হলো


উপকরণঃ


🔶তৈরি করা ফুলগুলা

🔶 সুতা

🔶 আঠা

🔶সুই

🔶 বিভিন্ন কালারের পুতি

প্রস্তুত প্রণালী

১ম ধাপ


271711344_1297229854111714_620325786675489564_n.jpg

270993512_320868879944976_4036878718250531535_n.jpg

প্রথমে আঠা দিয়ে ফুলের মাঝখানে পুতি লাগিয়ে নিবো।

২য় ধাপ


271249865_449610466648303_7536349031913408069_n.jpg

270575939_5182885088411730_1431269257129624402_n.jpg

সুতায় সুই গেথে পুতি ভরে নিব।

৩য় ধাপ


269716531_492760955516942_2724086806457240717_n.jpg

271247416_666207537729274_7374906809912924257_n.jpg

তারপর সাদা পুতি ও ফাঁকা ফাঁকা করে গেথে সুই দিয়ে লাগিয়ে নিবো।

৩য় ধাপ


269856928_1188323648365442_7542839932639017557_n.jpg

271439587_613472109744664_3538123863532170982_n (1).jpg

এরপর অল্টারনেটিভ করে গেথে নিবো।

271628350_456070862718095_3011685281619823493_n.jpg

অবশেষ তৈরি হয়ে গেলো আমার ওয়ালমেট।

সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

সবাইকে ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
photograpy
diy

আমার পরিচয়


আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।

271240399_1609761622694608_2904786327938640020_n.png

271458575_209093134772560_7888518412289734514_n.jpg

267982499_674526233926699_1799859951670034610_n.gif

Sort:  
 3 years ago 

বাহ্!রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন আপনি যা দেখতে অনেক সুন্দর হয়েছে।অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো আপনার জন্য♥♥

 3 years ago 

আপু ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজের তৈরি ওয়ালমেটটা আসলেই অসাধারণ দেখাচ্ছে। এরকম ফুলের ওয়ালমেট গুলো আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে ঘরের দেয়ালে টানিয়ে রাখতে আমার খুব ভালো লাগে। আমিও এরকম ওয়ালমেট বানিয়ে আমাদের ঘরের দেয়ালে সুন্দরভাবে টাঙিয়ে রেখেছি। তেমনই অসাধারণ সুন্দর একটা ওয়ালমেট তৈরি করলেন আপনি। সত্যিই উপরের বিভিন্ন কালারের ফুলগুলো দেখতে খুবই আকর্ষণীয় দেখাচ্ছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে,সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু অসম্ভব সুন্দর হয়েছে আপনার তৈরি ওয়ালমেটটি। ওয়ালমেটটিতে অনেক ধরনের রঙিন কাগজের ব্যবহার করেছেন এজন্য এটি আরও বেশি আকর্ষণীয় হয়ে‌ উঠেছে। বলতে পারেন সম্পূর্ণ ওয়ালমেট টি অনেক বেশি সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ধাপগুলো উপস্থাপন করার জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু,আপনার জন্যও শুভ কামনা রইল।

 3 years ago 

আপু আপনার ওয়ালমেট টি অনেক চমৎকার দেখাচ্ছে। ওয়ালমেট তৈরি করতে আমারও খুব ভালো লাগে। আপনার কালার কম্বিনেশন অনেক সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ আপনি আমাদের মাঝে ভালো ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে,আপনার জন্য ও শুভ কামনা রইল।

 3 years ago 

আপু আপনি রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে একটি ওয়ালমেট তৈরি করেছেন যা আমার বেশ ভাল লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে ওয়ালমেট তৈরি করার প্রক্রিয়া আমাদের মাঝে তুলে ধরেছেন। এই ওয়ালমেট দেয়ালে খুব সুন্দর মানাইছে। এত সুন্দর একটি কাগজের তৈরি ওয়ালমেট আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু দারুন সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন আপনি। অভিজ্ঞতা থেকে জানি এই ধরনের ওয়ালমেট বানাতে প্রচুর পরিশ্রম করতে হয়। সেই সঙ্গে সময়ও লাগে অনেক। শুভকামনা আপনার জন্য।

 3 years ago 

হ্যা,,ভাইয়া আমি ২ দিন ধরে এটি বানিয়েছি। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু অসাধারণ একটি ওয়ালমেট শেয়ার করার জন্য। এই কাজগুলো অনেক ধৈর্য্য ও সময় নিয়ে করতে হয় আপনি সেটারই প্রমাণ দিলেন। আপনার ধৈর্যের প্রশংসা না করে পারছি না প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ভাইয়া,আমার ধৈর্য নেই বললে চলে,তাই ২ দিন সময় নিয়ে এটি তৈরি করেছি।

 3 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

রঙিন কাগজ ব্যবহার করে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আমার অনেক ভালো লাগলো। ফুলগুলি আপনি খুব দক্ষতার সহিত তৈরি করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আপু। অনেক ভালো ছিল


IMG_20220106_113311.png

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। আপনার ওয়ালমেট এর কালার কম্বিনেশন টা দারুন ছিল। দেখতে খুবই সুন্দর লাগছে। এ ধরনের ওয়ালমেট ঘরে সাজানো হলে ঘরের সৌন্দর্য শোভা পায় ।ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা বুঝতে অনেক সুবিধা হয়েছে ।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য।

 3 years ago 

কাগজের ফুল বানিয়ে অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন।।
দেখতে খুব সুন্দর হয়েছে।।
ফুলের কালার কম্বিনেশন টা দারুণ ভাবে ফুটেছে।।
ধন্যবাদ।।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.025
BTC 56691.97
ETH 2499.18
USDT 1.00
SBD 2.23