বয়সের সাথে ইচ্ছের পরিবর্তন।
আমি @rahimakhatun
from Bangladesh
২৬নভেম্বর ২০২৪
|
---|
তেমনি আমার ইচ্ছে কিভাবে ঘরটা সুন্দর করবো কিভাবে কি কিনলে কিংবা কি করলে ঘরটা সাজানো দেখা যাবে।আগে ছোটবেলায় যখন স্কুলে যেতাম তখন ইচ্ছে থাকতো স্কুলে যেয়ে কি কি কিনে খাবো সবার সাথে।আমাদের সময় দুইটাকা দিয়ে বাটারবন পাওয়া যেত ঐটা খেতে বেশ লোভ হতো আর না হয় স্কুলের গেটের সামনে একটা ঝালমুড়ি মামা ছিলো উনি ছোট ছোট পানি ফুচকা আর ঝালমুড়ি বানাতো কি যে মজা লাগতো সেই মজা আর এখন পাওয়া যায় না।তারপর যখন একটু বড় হলাম
তারপর যখন ভার্সিটি উঠি তখন মোবাইল আর ল্যাপটপের প্রতি আলাদা একটা শখ কাজ করতো।আসলে বয়সের সাথে ইচ্ছে যেমন পরিবর্তন হয় তেমন আর্থিক অবস্থার উপর নির্ভর করে। একটা চাহিদা পূরন হলে আরেকটা চাহিদা।একেবারে ছোট থেকে মানুষের চাহিদার শেষ নেই। এই যেমন আমার বাবুটা সারাক্ষণ আমার কাছেই থাকতে পছন্দ করে।তার মনে হয় ইচ্ছে সারাক্ষণ আমি তার পাশে থাকি এক সেকেন্ডর জন্য যেন পাশ থেকে না যাই।
ঘুমালেও কিভাবে যেন বুঝে যায় আমি তার পাশে নেই। আর আমার এখন ঘর কিভাবে সাজাবো কি কিনবো না কিনবো।সংসার থেকে কিছু টাকা বাঁচলে সেটা ঘরের জন্য ই খরচ হয়।প্রতিটি মানুষের ইচ্ছে যেমন ভিন্ন ভিন্ন তেমনি বয়স অনুযায়ী ইচ্ছে ও পরিবর্তন হয়।আমার বড় বোনের ইচ্ছে ছিলো সুন্দর একটি বাড়ি করবে যেই বাড়ি করলো তখন তার ঘর কিভাবে গুছাবে সেই চিন্তা। ঘর যখন গুছানো শেষ হলো তখন তার ছাদ কিভাবে সাজাবে সেই চিন্তা। গাছ পালা দিয়ে সাজালো।
সবজি ফল গাছ দিয়ে ছোট একটা মুরগির ঘর ও করলো বেশ কিছু দিন চলার পর চিন্তা একটা পারমানেন্ট মুরগীর সুন্দর ঘর করবে আর আরো গাছ লাগাবে। যেই ভাবা সেই কাজ অনেক দিন নিজে মিস্তিরি সাথে খেটে কাজ শেষ করলো বেশ ভালো ই লাগছিলো সেই কি খুশি এত পরিশ্রম যেন তার গায়েই লাগেনি।আসলে মানুষের যখন ইচ্ছে প্রচন্ড হয় তখন অনেক কঠিন পরিশ্রম করে ও মানুষের গায়ে লাগে না।
আর প্রচন্ড ইচ্ছে মানুষকে সাফল্য অর্জন করায় হয়তো একটু সময়ের দাবী।এই যেমন আমার ভাই এর দাবী কিভাবে সে আরো আরো ডিগ্রি অর্জন করবে আর আমার হ্যাসবেন্ড এর ইচ্ছে কিভাবে কি করলে তিনি প্রমোশন পাবে।সবারই ইচ্ছে আছে কিন্তু কারো ইচ্ছে কারো সাথেই মিলে না।এই যেমন যারা রাস্তায় থাকে তাদের হয়তো ইচ্ছে করে একটু যদি মাথা রাখার মত ঘর হতো কিংবা এই শীতে কোন শীতের পোশাক পেতো তাহলে হয়তো ভালোভাবে চলতে পারতো।
কথা বলতে বলতে আজকে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করে ফেললাম।আসলে প্রতিটি মানুষের জীবন এমনি।যাই হোক আবার আসবো অন্যকোন দিন অন্যকোন পোস্ট নিয়ে সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
সময় বলে দেয় কখন কোনটা প্রয়োজন আর কোনটার প্রতি আসক্ত হতে হবে। একটা সময় ছিল আমরা খেলাধুলা জাতীয় জিনিস বেশি পছন্দ করতাম। কিন্তু বিয়ের পর ঘর সাজানোর জিনিস নিয়ে ব্যতিব্যস্ত। আর অনলাইনে কাজ করার পর থেকে ভালো মোবাইল প্রয়োজন। আসলে সবার কিন্তু একই ধারার চাহিদা থাকে তবে একটু ভিন্নতা।