সময়টা যখন খারাপ যায় । -{১০% বেনিফিট @shy-fox এর জন্য}

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @rahimakhatun
from Bangladesh

১০ ই অগ্রহায়ন , ১৪২৯ বঙ্গাব্দ

২৫ ই নভেম্বর ,২০২২ খ্রিষ্টাব্দ ।


এখন ষড়ঋতুর হেমন্ত কাল ।

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ।



লোকেশন :ডেমরা ।

ডিভাইস :স্মার্টফোন ।

তারিখ :২৫ নভেম্বর ২০২২।

সময়:বিকাল৫ .২৫মিনিট ।


আজকে বিকালে বের হয়েছিলাম বাসার পাশে একটা ব্র্যাক নার্সারি তে গিয়েছিলাম।একসাথে দুইটি প্ল্যান ছিলো।কিছু ফুলের ফটোগ্রাফি করবো,আর কিছু ইনডোর প্ল্যাট কিনবো।তারপর আমার বোনের ছেলেকে বললাম যাবে কিনা,ও সহজেই রাজি হয়ে গেলো।

বাসা থেকে বের হওয়ার পর অনেকক্ষন দাঁড়িয়ে থেকে রিক্সা পাচ্ছিলাম না।অনেক সময় পর একটা রিক্সা পেলাম।আমরা ১০ মিনিটের মধ্যে নার্সারিতে পৌঁছে গেলাম।নার্সারিতে নামার পর আমি তো বেশ হতাশ, গিয়ে দেখি তেমন ফুল গাছেই নেই, ফুল ও নেই। কেবল তারা শীতের জন্য গাছ রেডি করছে,গাছগুলো অনেক ছোট ছোট।এর আগের শীত গিয়ে দেখেছিলাম পিটুনিয়ার ফুল গাছের অনেক কালেকশন। কিন্তু এবার তারা চন্দ্রমল্লিকা,সূর্যমুখী,ডালিয়া,কসমস এর চারা রেডি করছে।

কিছু গাঁদাফুলের ফটোগ্রাফি করে মন খারাপ নিয়ে নার্সারি থেকে বের হলাম।তারপর মনে মনে ভাবলাম সামনেই আরেকটা নার্সারিতে যাব।মোটামুটি ভালোই হাঁটতে হবে।আমার বোনের ছেলেকে বলাতে ও রাজি হয়ে গেলো।বিকেল বেলা হাঁটতে ভালোই লাগছিলো। বেশ কিছুক্ষন হাঁটার পর আমরা নার্সারির সামনে হাজির হলাম।ঐখানে ও তেমন ফুল নেই,কেবল রেডি হচ্ছে। তারপর অনেক গুলো ইনডোর প্ল্যান দেখলাম।দাম ও মোটামুটি কমই অন্যানো জায়গার তুলনায়। আমি আর কি করবো হতাশ হয়ে একটা গাঁদাফুলের চারা এবং মোরগ ফুলের চারা কিনে নিলাম।

তারপর সামনেই একটা রিক্সা নিয়েই একটু গ্রাম সাইডে গেলাম।একটু গ্রামের পরিবেশ দেখবো এবং মনে মনে ভাবছিলাম একটা মাটির চুলা কিনতে পেলে একটা কিনে নিব।মানুষদের জিজ্ঞেস করতে করতে অবশেষে মাটির চুলা বিক্রি যে করে তার বাসা খুঁজে পেলাম।গিয়ে দেখি তার বানানো চুলা বিক্রি হয়ে গিয়েছে, আর একটা বানানোর জন্য কেবল প্রস্তুত করছে।তারপর আর কি আমি আবারও হতাশ।তারপর তার কাছে দুইটি চুলার অর্ডার দিয়ে চলে আসলাম তার বাড়ি থেকে।

বললো এক সপ্তাহ পর নিয়ে যেতে।তার বাড়ি থেকে একটু হেঁটে রিক্সা ঠিক করলাম।রিক্সায় উঠে কিছুদূর যাওয়ার পর কিছু যেতেই হঠাৎ বিকট আওয়াজ করে রিক্সার চাকা পাংচার হয়ে যায়। এবার পরলাম মহা বিপদে রাস্তার মাঝখানে খালি রিক্সা পাওয়া খুব কষ্টকর।অনেকক্ষন দাড়িয়ে থেকে অবশেষে একটা রিক্সা পেয়ে বাসার কাছাকাছি আসলাম।তারপর আমার বোনের ছেলে বায়না ধরলো যে নাকি ডোনাট খাবে,কি আর করার ডোনাট কিনে দিলাম।

ডোনাট টাও একদমই মজা ছিলো না।আজকের দিনটা খুবই একটা বাজে দিন গেলো।সেখানে গেলাম সেখানেই একটা না একটা ঝামেলা হলো ।

আজ আর নয়। আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে ,সেই পযর্ন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

Sort:  
 2 years ago 

সত্যি বলতে এমন দিন আমি নিজেও অনেক কাটিয়েছি।যে কাজেই গিয়েছি সেটা হয় ভুল হয়েছে নয়তো হয়িনি।
আপনার বিষয়টি পড়ে একটু হাসি এসেছিল ঠিকই কিন্তু নিজে যেহেতু এমন অবস্থা পার করেছি তাই বুঝি।
সবুর করুন,ফুলও পাবেন চুলাও পাবেন।

 2 years ago 

হাঁসি তো আসবেই, কারো পৌষ মাস আবার কারো সর্বনাশ 😜😜।আসলেই মাঝে মাঝে এমন হয় সবারই। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

দিনটা তাহলে সত্যিই খুব দুঃখের গেল। যেখানেই গেলেন সেখানেই হতাশ হয়ে ফিরলেন। আসলে এমন দিন হয়তো সবারই থাকে। যেদিন শুরু থেকে শেষ পর্যন্ত যে কোন কাজই বিফলে যাবে। দুটো নার্সারিতে দেখার পরও যে আপনার মনের মত কোন গাছ নিতে পারেননি সেটা শুনে আমার খুব খারাপ লাগছে। তবে রিক্সার চাকা পাংচারের ব্যাপারটি শুনে খুব বেশি খারাপ লাগলো। যদি কোন দুর্ঘটনা ঘটে যেত। যাই হোক সুস্থভাবে বাসায় ফিরেছেন এটাই মূল কথা।

 2 years ago 

এবার বুঝেন ওজন কি পরিমান বাড়ছে, একেবারে রিক্সার টায়ারই ফেটে গিয়েছে 😜😜,কয়দিন পর তো গাড়ির টায়ারের অবস্থা খারাপ হবে😝।

 2 years ago 

আসলেই ব্যাপারটা একটু অন্যরকম আপনি নার্সারিতে গিয়ে ফুল ও পাননি ফুলের গাছও পাননি কিন্তু গাধা ফুলের ছবি তুলে এনেছেন ।গাঁদা ফুলের সুবাস আমার অনেক ভালো লাগে। বিশেষ করে গাঁদা ফুল গুলো শীতকালে হয়ে থাকে। আপনার পোস্টটা পড়ে অনেক ভালো লাগলো।

 2 years ago 

গাঁদা ফুলের ঘ্রান আমারো ও ভালো লাগে,তাই তো একটা চারা এনে লাগিয়েছি।ধন্যবাদ আপু সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য।

 2 years ago 

হঠাত করে রিকশার চাকা ফেটে গেলে আসলেই ভয় লাগে। যে বিকট শব্দ হয় তাতে ভয় না লাগার কোন কারন নেই। আর আমিও দেখেছি কিছু কিছু দিনই যেন কেমন থাকে কোন কিছুই পজিটিভ থাকেনা।

 2 years ago 

হ্যা অনেক ভয় লাগে অনেক আওয়াজ হয়,আমিও সেদিন ভয় পেয়েছিলাম,তার উপর মাঝ রাস্তায় রিকশা পাওয়াটাও মুশকিল ছিলো।

 2 years ago 

আপনার এই দিনটি তো মনে হচ্ছে খুবই খারাপ গিয়েছে। সব জায়গাতে একটা না একটা ঝামেলা লেগেই ছিল। দুইটা নার্সারিতে গেলেন সেখানেই ও বেশ ভালো ফুল ছিল না। মাটির চুলায় কিনতে গেলেন সেখানেও চুলা শেষ হয়ে গিয়েছিল। তারপর রিক্সায় করে আসার সময় চাকা পাংচার হয়ে গিয়েছিল। সত্যি খুবই খারাপ সময় কেটেছে আপনার‌। আপনি ঠিকমত বাসায় এসে পৌঁছেছেন এটা জেনে ভীষণ ভালো লাগলো। অন্য কোন দুর্ঘটনা ঘটেনি তাই ভালো। আপনার বোনের ছেলের জন্য ডোনাট কিনেছিলেন সেটিও ভালো ছিল না সত্যি এসব কিছু পড়ে আমি নিজেও হতাশ।

 2 years ago 

ঐদিন দিনটা খুব খারাপ গিয়েছে,আসলে মাঝে মাঝে সব ঝামেলা এক সাথেই হয়।হ্যা ভাইয়া কোন দূর্ঘটনার ঘটেনি তাতেই আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে

পছন্দ মত ফুল গাছও পেলেন না, মাটির চুলাও পেলেন না সময়মতো। এর থেকে বড় দুঃখ আর পৃথিবীতে কি হতে পারে। হা হা হা... ভাগ্যিস রিক্সার শুধু টায়ার ফেটেছিল, আমি তো ভেবেছিলাম রিক্সাওয়ালাই উড়ে চলে যাবে।🤣🤣🤣

পাঁচ মিনিট অন্তর অন্তর মন খারাপ হওয়ার জন্য যদি কখনো নোবেল প্রাইজ দেয়া হয়, তাহলে আমি সিওর আপনি বাংলাদেশের প্রথম ব্যক্তি, যে মন খারাপের জন্য নোবেল প্রাইজ পাবে।🤣

 2 years ago 

রিক্সা ওয়ালা উড়তে পারেনি,ওজন বেশি তো তাই টায়ারটাই ফেটেছিলো😜।তাও আমারে একটা প্রাইজ দেন😝।

আপনার জন্য মাটি দিয়ে একটা 3rd ক্লাস বিশ্বকাপ বানাচ্ছি। 🤣

 2 years ago 

আপনি মাটি দিয়েও বিশ্বকাপ বানাতে পারেন,তাহলে আপনারেই খুঁজছে, কাতার সরকার😝😝

 2 years ago 

জ্বী আপু আপনার দিনটা আসলেই অনেক খারাপ গিয়েছিল। প্রথমে ফুলের দোকানে যেয়ে নিরাশ হলেন। আমার দ্বিতীয় বারও ফুলের দোকানে যেয়ে নিরাশ হলেন। অবশেষে মাটির চুলা কিনতে গিয়ে সেখানেও নিরাশ হলেন। আবার ডোনাটও মজা ছিল না । এদিকে আবার রিক্সার চাকাও গেল পাংচার হয়ে। ভাবছি আপনার দিনটি কত খারাপ গেল।

 2 years ago 

ফুলের দোকান না তো আপু,নার্সারি তে গিয়েছিলাম। হ্যা আমি সব জায়গায়ই নিরাশ হলাম 😝😝।ভাবেন ভাবেন আপু।

 2 years ago 

আপু গ্রামের একটি কথা আছে অভাগা যেদিকে যায় সাগর ও নাকি শুকিয়ে যায়। আজকে আপনার সাথে যে ঘটনা গুলো ঘটেছে সে গুলো এমনই। এক তো গাছ পাচ্ছে না। আবার রিকশাও প্রবলেম করেছে। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 68156.06
ETH 3517.56
USDT 1.00
SBD 2.81