স্বরচিত কবিতা: স্বল্প শব্দে তুমি।। ডায়েরির পাতা থেকে ১১ নভেম্বর ২০২২

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে যে কবিতা আমি শেয়ার করতে চলেছি সেটা আশা করি আপনাদের ভালো লাগবে।

IMG_20230927_232132.jpg

এই শহুরে উপন্যাসের আমি উদাস লেখক
যে তোমায় ঘিরে গল্প গাঁথে ডায়েরিতে,
আমি রবিঠাকুরের শেষের কবিতার শেষ দুটি চরণ
যে রাতভর নিমগ্ন থাকে তোমার পাহাড়ায়।
আমি কাজী নজরুলের বিদ্রোহী কবিতার বিদ্রোহ মানব
যে তোমার হেয়ালিপনায় ছুড়ে দেয় জোর কন্ঠ,
আমি জীবনানন্দ চরিত্রের একখণ্ড প্রতিচ্ছবি
যে প্রকৃতির সঙ্গে তোমার তুলনায় মাতে।
আমি মিশরীয় প্রাচীন সভ্যতার আদলে তৈরি সোপান
যাকে দর্শনে তোমার মন প্রান নাহি ভরে,
কেবলি আমায় জানার ভাসনা বিরাজ করে।
আমি কবি,
ভাবনাহীন কবি,
তুমি কবিতা।
আমি ছন্দরাজ,
ছন্দের যাদুকর,
তুমি ছন্দ।
আমি আবৃত্তিকার,
পাঠক কবিতার,
তুমি মনোযোগী এক শ্রোতা।
আমি লেখক,
কালজয়ী উপন্যাসের,
তোমার আগমন সেথা নায়িকা বেশে।

ধন্যবাদ সবাইকে আমার কবিতাটি পড়ার জন্য।
আশা করি সবার ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58418.48
ETH 2515.89
USDT 1.00
SBD 2.36