মানব জীবনে নদীর ভূমিকা:(The role of rivers in human life).
আজ - ২৭ শ্রাবণ| ১৪২৮ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল |
আসসালামু ওয়ালাইকুম,আমি রফিকুল ইসলাম , আমার ইউজার নাম @rafi4444। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।
আজ আমি আপনাদের মাঝে মানুষের জীবনে নদীর ভূমিকা সম্পর্কে উপস্থাপন করবো।
জেলেদের খরায় মাছ ধরার দৃশ্য
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/pelican.skiers.pitting
পাট নদীতে ফেলানো,পাট ধোয়া এবং নৌকায় নিয়ে যাওয়ার দৃশ্য
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/northland.progression.musters
২য় নম্বর ছবি-তারপর পাটে জাগ আসবে জাগ আসার পর পাট ধৌত করা হয়।
৩য় নম্বর ছবি-পাট ধোয়ার কাজ শেষ হলে নদী পথে নৌকায় করে বাড়ির উদ্দেশ্য পারি জমায়।
নদীপথে যাতায়াত এবং নদীর দৃশ্য
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/daydreamed.woke.hasty
অতীব চমৎকার দৃশ্য গুলো। গ্রাম বাংলার ঐতিহ্য বহন করতে সাহায্য করবে সারা জীবন
অবশ্যই,গ্রাম বাংলার সুন্দর্য বর্ষাকালে সব থেকে বেশি ফুটে ওঠে
অসাধারণ হয়েছে ছবিগুলি। ধন্যবাদ আপনাকে।
আপনাকেও ধন্যবাদ
আপনার গ্রামের মানুষের জীবন যাত্রা মান খুবই ভালো লেগেছে আমার কাছে। বিশেষ করে নদীর প্রাকৃতিক দৃশ্য পটভূমি।
হ্যা অবশ্যই,গ্রামের গা ঘেসে যদি নদী থেকে থাকে তাহলে প্রাকৃতিক দৃশ্য গুলি আরো ভাল লাগে।
ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে ,ধন্যবাদ আপনাকে সুন্দর এই ছবিগুলো আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
ধন্যবাদ
ধন্যবাদ। এত ভালো একটি বিষয় উপস্থাপন করার জন্য
ধন্যবাদ আপনাকে।
দাদা আপনি ভালো লিখেছেন, ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হইছে
আপনাকে ধন্যবাদ দাদা,এতো সুন্দর একটা কমেন্ট করার জন্য।