চাঁদা মাছ মিশ্রণে বড়া রেসিপি.(Recipe made by Bara in Chadamach mixture).||beneficiary 10% @shy-fox||.

আজ - ০৬ ভাদ্র | ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার| শরৎকাল |



আসসালামু আলাইকুম,আমি রফিকুল ইসলাম , আমার ইউজার নাম @rafi4444। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।

আজ আমি আপনাদের মাঝে চাঁদা মাছ দিয়ে তেলে ভাজি বড়ার রেসিপি তৈরি সম্পর্কে উপস্থাপন করবো।

চাঁদা মাছ বা রুপচাঁদা আমরা নদীতে বেশি পরিমাণে নেট বা জালে ধরতে দেখি।আমরা চাঁদা মাছ সচারচর তরকারির মধ্যে দিয়ে রান্না করে থাকি।চাঁদা মাছে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে ও আমিষ।ছোট মাছ আমাদের দেহের এন্টিজেন তৈরি করে থাকে। যে সব বয়স্ক লোকদের চোখের সমস্যার সম্মুখীন হয় ডক্টর তাদেরকে বেশি করে ছোট যে কোন মাছ আহার করার নির্দেশনা দিয়ে থাকেন।ছোট মাছ মানবজীবনে খুব উপকারী মাছ তার মধ্যে চাঁদা মাছ একটি।চাঁদা মাছ দিয়ে খুব সুন্দর ভাবে তেলে ভাজা বড়া বানানো যায়।



20210820_231518.jpg


চাঁদা মাছ দিয়ে বড়া.
Device : Realme 7

  • চাঁদা মাছ দিয়ে বড়া তৈরির পদ্ধতি সমুহ.


20210820_230356.jpg



20210820_230420.jpg



20210820_230442.jpg


পেয়াজ কুচিয়া,কাচা ও পাকা মরিচ.
Device : Realme 7

  • পদ্ধতি নং:০১

প্রথমে মরিচ(কাচা),রসুন,পেয়াজ,পাকা মরিচ(কারেন্ট বা লাল মরিচ)সংগ্রহ করতে হবে এবং পেয়াজ কুচিয়া করে ও রসুন,মরিচ পরিস্কার করে ধৌত করে একটি পাত্রের মধ্যে নিতে হবে। তারপর...



20210820_230502.jpg



20210820_230537.jpg


কালো জিরা,জিরা,এলাচ এবং চাঁদামাছ.
Device : Realme 7

  • পদ্ধতি নং:০২

জিরা,কালো জিরা,এলাচ(গরম মসলা) প্রয়োজন অনুযায়ী একটি পাত্রের মধ্যে নিতে হবে এবং চাঁদামাছ গুলো ধৌত করে একটি পরিস্কার পাত্রের মধ্যে রাখতে হবে। তারপর...



20210820_230601.jpg


পেয়াজ,রসুন,কাচা এবং পাকা মরিচ বাটা.
Device : Realme 7

  • পদ্ধতি:০৩

প্রথমে কাচা মরিচ ও পাকা মরিচ একটি শিল পাটাতনের উপর রেখে ভালোভাবে পিষে নিতে হবে।মরিচ বাটা শেষ হয়ে গেলে পেয়াজ কুচিয়া আবার শিল পাটাতনে উপর দিয়ে পিষে নিতে হবে এবং সকল বাটা একটি পরিস্কার পাত্রের উপর মিশ্রন করে রেখে দিতে হবে। তারপর...



20210820_230856.jpg



20210820_230712.jpg


জিরা,কালো জিরা,এলাচ ভাজা এবং সকল উপকরনগুলি মিশ্রণে বাটা.
Device : Realme 7

  • পদ্ধতি:০৪

জিরা,কালো জিরা,এলাচ একটি কড়াই পাত্রের উপর দিয়ে হালকা ভেজে নিতে হবে এবং ভাজা উপকরণগুলো এক সাথে মিশ্রনে আবার পাটাতনের উপর রেখে পিষে নিতে হবে মাছ সহ। তারপর...



20210820_230917.jpg


বাটার উপর দিয়ে লবন এবং হলুদের গুড়ার দৃশ্য.
Device : Realme 7

  • পদ্ধতি:০৫

এক সংগ্রহে সকল বাটা উপকরনগুলির উপর ১ চা চামচ লবন ও ১চা চামচ হলুদগুঁড়া মিশ্রন করে দিতে হবে এবং এই বাটা উপকরন বড়া বানানোর উপযোগী হবে। তারপর...



20210820_231001.jpg



20210820_231047.jpg


বড়া হচ্ছে
Device : Realme 7

  • পদ্ধতি:০৬

বাটা উপকরণ ভালভাবে মিশিয়ে কড়াই পাত্রের উপর প্রয়োজন মতো তেল দিয়ে অল্প অল্প করে গরম তেলের উপর ছেড়ে দিতে হবে।



20210820_231318.jpg



20210820_231153.jpg


আহ্ চাঁদা মাছের বড়া.
Device : Realme 7

অতঃপর আমাদের সেই কাঙ্ক্ষিত চাঁদা মাছের তৈরি বড়া।

  • ব‍্যাক্তিগত কিছু কথা:-

আমরা তরকারির মধ্যে দিয়ে চাঁদা মাছ খাইলেও চাঁদা মাছের বড়া কি কখনও খেয়ে থাকি।খুব সু-স্বাদের একটি খাবার।আমার নিজেরই প্রিয় একটা খাবার।

  • আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন।

আমার পোস্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করিছি আপনারা সবাই আমার পোস্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে এই প্লাটফর্মটি থেকে অনুপ্রাণিত করবেন

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

বাহ্ অনেক সুন্দর। দেখে খাইতে ইচ্ছে করছে।আর মনে হচ্ছে খুব সুস্বাদু।

হ‍্যা,খুব সু-স্বাদু চাদা মাছের বরা,আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন

 3 years ago 

আপনি যদি তৈরি করে খাওয়ান তাইলে খাবো

 3 years ago 

ছোট মাছের বড়া।দারুণ সুস্বাদু খেতে।আপনার রেসিপিটি সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে।

হ‍্যা ছোট মাছের স্বাদই আলাদা।সুন্দর মন্তব্য করার জন‍্য ধন্যবাদ দিদি

 3 years ago 

সত্যিই একটা লোভনীয় রেসিপি। কখনো টেস্ট করে দেখি। এবার আপনার রেসিপি দেখে চেষ্টা করবো বানানোর। অনেক সুস্বাদু একটা রেসিপি বানিয়েছেন। অনেক অনেক শুভেচ্ছা রইলো

ধন‍্যবাদ সুন্দর মন্তব্য করার জন‍্য।বাড়িতে ট্রাই করে দেখবেন

 3 years ago 

দেখেই পানি চলে আসলো😋

 3 years ago 

খুব চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন ভাই। চাদা মাছের বড়া এর আগে কখনো খাওয়া হইনাই। খুব সুন্দর পর্যায়ক্রমে উপস্থাপন করেছেন। ধন্যবাদ।

হ‍্যা ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন‍্য

 3 years ago 

🙂

 3 years ago 

সুন্দর বানিয়েছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

ধন্যবাদ আপনাকেও সাধুবাদ জানানোর জন‍্য

 3 years ago 

আহ খুবই সুস্বাদু একটি খাবার,আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন

আপনার জন্য শুভকামনা

ধন্যবাদ আপনাকও ভাল একটা মন্তব্য করার জন‍্য

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.034
BTC 64038.60
ETH 3148.89
USDT 1.00
SBD 3.97