গোধূলি আকশের কিছু ফটোগ্রাফি:||Some photography of the twilight sky||১০% লাজুক খ‍্যাঁকের জন‍্য বরাদ্দ.

আজ - ৩ আশ্বিন| ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | শরৎকাল |



আসসালামু আলাইকুম,আমি রফিকুল ইসলাম , আমার ইউজার নাম @rafi4444। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।

আজ আমি আপনাদের মাঝে গোধূলি বিকেল বেলার কিছু সুন্দর আলোক চিত্র ও নীল আকাশের সম্পর্কে উপস্থাপন করবো।আশা করি আপনাদের ভালো লাগবে।আমার এই পোস্টের ১০% বেনিফিশিয়ার @shy-fox এর জন‍্য।

আকাশ মানেই বিশ্বভরা প্রাণ।সীমার মাঝে অসীমতার বসবাস।আমরা যে যে ধর্মেরই অনসারি হইনা কেন আমরা প্রত্যেকেই মানুষ।আর আমরা সবাই এক আকাশের নিচেই বসবাস করি। আমাদের নেই কোন ভেদাভেদ। সেই আকাশকে নিয়েই উল্লিখিত কিছু মনকাড়া বর্নণা:



20210918_111210.jpg

20210918_111138.jpg


Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/note.inappropriate.scram

গোধূলি বিকেলে সূর্য ডোবার দৃশ্য দেখতে অনেক সুন্দর লাগে। এবং আকশের মনোরম পরিবেশ আমাকে বাকরুদ্ধ করে।আর সেটা যদি নদীতে নৌকায় করে ঘুরে ঘুরে উপভোগ করা যায় তা হলে তো অন‍্যরকম অনুভূতি কাজ করে।ছবিতে মাঝি নৌকা নিয়ে মাঝনদীতে এবং বইঠা মেরে মেরে তীরের কিনারায় ভিড়ছে।



20210918_110908.jpg

20210918_111021.jpg


Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/note.inappropriate.scram

মেঘলা আকাশ নদীতে নৌকায় উপভোগ করার অনুভূতিকে জাগ্রত করে।ছবিতে সূর্য মামা ডুবাডুবা ভাব নিচ্ছে আর মেঘলা আকাশ ঘনিয়ে আসছে এবং মাঝি এরই মাঝে তার খরা থেকে মাছ সংগ্রহের জন‍্য প্রস্তুতি নিচ্ছে।



20210918_114236.jpg


Device : Realme 7
What's 3 Word Location
:https://w3w.co/laundry.recaptures.autopilot

আকাশের যখন মন ফ্রেশ থাকে তখন এ রকম নীল আকাশে পরিপূর্ণ করে তার দেহটা।পদ্মার শাখা অনেক বড় একটি শাখা। পুরোটা আকাশ জুরে নীল মেঘের খেলা।নীল আকাশের প্রতিচ্ছবি পরছে পদ্মার শাখার উপর।নদীর পানি সম্পূর্ণ নীল বর্ন ধারণ করেছে।



20210918_111442.jpg

20210918_113924.jpg


Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/deplete.automates.positivity

নীল আকাশ হল আকাশের সুন্দর সাবলীল ফ্রেশ মনের দৃশ্য।এরকম আকাশ সব সময় দেখা যায় নাহ।আকাশের কোন ধরনের মান অভিমান না থাকলে এ রকম আকাশ আমরা দেখতে পারি।



20210918_113756.jpg

20210918_113952.jpg


Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/entrapped.inglorious.abruptness

আকাশের হিংসাত্মক মূহুর্ত দেখা যায় যখন তার বর্ণ সে পালটে ফেলে।নীল আকাশ থেকে ঘোলাটে বর্ণ ধারণ করে।মেঘলার পর সূর্য উঠলে আকাশে সোনালী বর্নের আর্বিভাব ঘটে।



20210918_114324.jpg


Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/honked.hazed.bodywork

সূর্য মামা পশ্চিম দিকে অস্ত্র যাবার পর তার আঙিনায় ঘিরে জ্বল জ্বল করে লাল আকাশ।বিকেল বেলায় লাল আকাশ অসম্ভব সুন্দর লাগে।

ধন্যবাদ সবাইকে

Sort:  

আপনার ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে আপনে একজন প্রফেশনাল ফটোগ্রাফার। সকল ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর। এমন একটা প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটালে মনটা প্রশান্তি পাই। আপনার জন্য শুভ কামনা রইল।

ধন্যবাদ ভাইয়া।আমার পোস্টটি আপনি পড়েছেন এবং কমেন্টের মাধ্যমে তা প্রকাশ করেছেন।

 3 years ago 

অসম্ভব সুন্দর ফোটোগ্রাফিগুলি।আপনি খুব দক্ষ ও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন গোধূলি বেলার আলোকচিত্ৰ। দেখে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া।

আপনাকেও ধন্যবাদ দিদি সুন্দর মন্তব্যের জন‍্য।

 3 years ago 

এত সুন্দর শান্ত প্রকৃতির মাঝে সময় কাটাতে কার না মন চায় সত্যি অনেক ভালো লেগেছে আপনার ছবি গুলি। খুব সুন্দর শুভেচ্ছা অনাবিল ভাই।

ধন‍্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন‍্য।

 3 years ago 

আপনি গোধূলি আকাশের খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন সেই সাথে খুব সুন্দর আলোচনা করেছেন বিশেষ করে প্রথম ছবিটা খুব সুন্দর হয়েছে আর এত সুন্দর ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা

ধন‍্যবাদ ভাইয়া।আপনার মন্তব্য কমেন্টের মাধ্যমে প্রকাশ করার জন‍্য

 3 years ago 

সবগুলো ছবিই মারাত্মক হয়েছে ভাই। বিশেষ করে গোধূলির ছবি গুলো খুব ভাল লেগেছে আমার কাছে। অনেক ধন্যবাদ আপনাকে ছবিগুলো শেয়ার করার জন্য আমাদের সাথে।

ধন‍্যবাদ আপনার ভালো লাগার জন‍্য।

 3 years ago 

রফিক ভাই আপনার সন্ধ্যা আকাশের অনুভূতি গুলা অনেক সুন্দর করে প্রকাশ করেছেন। আপনার ফটোগ্রাফ গুলা অতুলনীয় ছিল। দুচোখ জুড়ে যায় যখন সূর্য ডুভো ডুভো অবস্থায় থাকে তখন মনে হয় যেন নদীর ওপারে ঢুলেপড়েছে সূর্যটা। নৌকা ভ্রমণ তো আনন্দের শেষ নেই এমনিতেই ভালো লাগে নৌকা দুলছে তো দুলছে নৌকার তালে তালে দুলতে সেই লাগে। আপনার উপস্থাপনা টি অনেক সুন্দর ছিল। আপনার জন্য শুভকামনা

ধন‍্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্য কমেন্টের মাধ্যমে প্রকাশ করার জন‍্য।

 3 years ago 

আপনি দেখছি সন্ধ্যা কালীন মুহূর্তের অসম্ভব সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার জন্য শুভকামনা রইল ধন্যবাদ।

ধন‍্যবাদ ফটো দিয়ে হেল্প করার জন‍্য।

 3 years ago 

খুব সুন্দর ফটোগ্রাফি করার জন্য অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল।

আপনাকেও ধন্যবাদ

 3 years ago 

আকাশের ভিন্ন রুপ দেখে আমি এক প্রকার মুগ্ধ। নিশ্চয়ই ছবিগুলো তুলতে অনেক কষ্ট করেছেন। সব মিলিয়ে পোস্ট অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ

জ্বী ভাইয়া।ধন‍্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন‍্য।

 3 years ago 

প্রকৃতির ফটোগ্রাফি গুলো দেখেই আত্মা ঠান্ডা হয়ে গেল । জাস্ট অসাধারণ। শুভেচ্ছা রইল আপনার জন্য।

ধন‍্যবাদ ভাইয়া।আপনার সুন্দর কমেন্টের মাধ্যমে অনুপ্রেরণা জাগে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60728.87
ETH 2661.87
USDT 1.00
SBD 2.50