ফটোগ্রাফি : ||আটটি ছবির একটি অ‍্যালবাম|| ১০% লাজুক খ‍্যাঁকের জন‍্য বরাদ্দ।

আসসালামু আলাইকুম



হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@rafi4444বাংলাদেশের নাগরিক।

আজ - ২৫ ভাদ্র | ১৪২৮ বঙ্গাব্দ | রবিবার | শরৎকাল |


আমি রফিকুল ইসলাম আমার ইউজার নাম @rafi4444।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে আটটি রেনডম ছবির একটি অ‍্যালবাম সম্পর্কে উপস্থাপন করবো। আমি তেমন একটা ভালো ফটোগ্রাফি করতে পারি না। তবে সব সময় চেষ্টা করি ভালো কিছু ফটোগ্রাফি করার। আশা করছি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আমার এই পোস্টের ১০% বেনিফিশিয়ারি @shy-fox এর জন‍্য।

চলুন শুরু করা যাক

#১


20211003_170409.jpg


Device : Realme 7
What's 3 Word Location
:https://w3w.co/kindest.townsfolk.snare

ভোর বলতে দিনের অংশবিশেষ কে বুঝায় এবং যখন সূর্য মামা পূর্ব দিগন্ত থেকে পরিবেশে একঝাক মৃদু সূর্যালোক ছড়িয়ে দেয়। ভোরবেলায় খেজুর পাতা ভেদ করে একঝাক আলোকরশ্মির দৃশ্য পটভূমি।

#২


20211003_170459.jpg


Device : Realme 7
What's 3 Word Location
:https://w3w.co/dinosaur.suitable.cropped

সবুজায়নের মধ্যে এক ফোটা পানির দৃশ্য পটভূমি।পানির ভেতরে একবিন্দু মাটির উপস্থিতি।

#৩


20211003_170430.jpg


Device : Realme 7
What's 3 Word Location
:https://w3w.co/flip.cones.personalities

চারিদিকে সবুজ গাছপালা মাঝখানে পুকুর এই নিয়ে ডিসি পার্ক অবস্থিত।

#৪


20211003_170324.jpg


Device : Realme 7
What's 3 Word Location
:https://w3w.co/viewpoints.fending.dancer

বর্ষামৌসুমে নদীর যৌবন ফেরে আর এই সময়ে নদীর পানি উপভোগ করতে ভালো লাগে। নদীর উপর দিয়ে ব্রিজ অবস্থিত এবং ব্রিজটি নদীর দুই পারের মানুষের জীবনযাত্রাকে সহজ করে তুলেছে। ছবিটি হরিপুর ব্রিজ সংলগ্ন দৃশ্য পটভুমি।

#৫


20211003_170339.jpg


Device : Realme 7
What's 3 Word Location
:https://w3w.co/parachuted.affinity.magistrate

বর্ষাকালে মাঠ-ঘাট প্লাবিত হয় ঠিক তখনই কৃষকের মুখে হাসি ফোটে। কেননা ওই সময়ে মাঠ কে মাঠ সারিসারি ধানের আবাদ শুরু হয়। ছবিতে সবুজ ধানে ঘেরা মাঠ এবং সারিসারি বৈদ‍্যুতিক লাইন।

#৬


20211003_170313.jpg


Device : Realme 7
What's 3 Word Location
:https://w3w.co/combust.ecologists.articles

অনেকগুলো টবের মধ্যে চারাগাছ অবস্থিত এবং ঠিক তার পেছনে তাকালে একটি কাগজফুলের দৃশ্য চোখে পরে। ছবিটি কুষ্টিয়া পলিটেকনিকের প্রধান ফটকের এক নাম্বার গেইটের দৃশ্য পটভূমি।

#৭


20211003_170257.jpg


Device : Realme 7
What's 3 Word Location
:https://w3w.co/paralegals.senseless.nerve

একটি স্টিলের পাইপের উপরের সোলার সিস্টেম সৌরবিদ্যুৎ দৃশ্য। এটি সূর্যের তাপ গ্রহণ করে নিজস্ব আলোক আলোকিত হয়। রাতের বেলায় পথচারীর পথ চলতে আরামপ্রদ বোধ করে।

#৮


20211003_170352.jpg


Device : Realme 7
What's 3 Word Location
:https://w3w.co/pitched.inspectors.firelight

চাদেঁর আলো অনেকটা সূর্য থেকে উৎপন্ন হয়। সূর্যের আলোর তাপ প্রখর থাকলেও চাদঁ একটা মিষ্টি আলোয় অন্ধকারকে সুসজ্জিত করে। চাদেঁর আলো উপভোগ করতে আমার খুব ভালো লাগে।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

আপনি অসাধারণ ফটোগ্রাফি করেছেন আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি তেই প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠেছে বিশেষ করে আপনার সবুজ মেঘের বুকে সাদা মেঘের ভেলা ভেসে বেড়ানোর দৃশ্য এটি খুবই সুন্দর লাগছে আপনার জন্য শুভকামনা

ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্য করার জন‍্য।

 3 years ago 

আপনার ফটোগ্রাফি পোস্ট সুন্দর হইছে । তবে চেষ্টা করুন পোস্টে ভিন্নতা নিয়ে আসার জন্য যেমন কবিতা ,গল্প , রেসিপি , ডাই মানে নিজে কিছু বানানোর চেষ্টা , রহস্য মূলক গল্প এইসব পোস্ট করার চেষ্টা করুন। শুভেচ্ছা রইল আপনার জন্য।

প্রথমেই ধন্যবাদ জানাই পরামর্শ প্রদান করার জন‍্য এবং গঠনমূলক মন্তব্য কমেন্টের মাধ্যমে প্রকাশ করার জন‍্য। ভাই আমি সব ধরনের পোস্ট করার চেষ্টা করবো। ধন্যবাদ ভাইয়া💖💖💖

 3 years ago 

আটটি ছবির একটি অ্যালবাম। অ্যালবাম টি অনেক সুন্দর হয়েছে। প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। তবে প্রথম ছবিটি দুর্দান্ত ছবি বলে আমার কাছে মনে হয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনার ফটোগ্রাফির হাত অনেক ভাল আপনি চালিয়ে যান। শুভ কামনা♥

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন‍্য।

 3 years ago 

ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে ভাই। ছবিগুলোর সাথে লেখার উপস্থাপনাও বেশ সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন‍্য।

অভিজ্ঞতা যখন উড়ে এসে ধরা দেয়, তখনই তার জন্য সব সহজ হয়ে যায় ।

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অসাধারণ ফোটোগ্রাফি ভাইয়া।আপনি ফোটোগ্রাফিতে খুবই দক্ষ।আপনার জন্য শুভকামনা রইলো।

ধন্যবাদ দিদি সুন্দর মন্তব্য করার জন‍্য।

 3 years ago 

আপনার ছবি তোলার ক্যাপাবিলিটি মাশাল্লাহ অনেক সুন্দর । আপনার এডিট করা ও খুব সুন্দর হয়েছে । বিশেষ করে নদীর উপর ব্রীজের ছবিটা দেখার মতন হয়েছে। কুষ্টিয়া পলিটেকনিক এর একটি অংশ আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া সুন্দর করে গঠনমূলক মন্তব্য করার জন‍্য।

 3 years ago 

সব ছবি গুলোই অসাধারণ হয়েছে। বিশেষ করে ১,২,৩,৫ নাম্বার ছবি গুলো আমার কাছে বেশি ভালো লেগেছে।

ধন্যবাদ ভাইয়া আপনার ভালো লাগা কমেন্টের মাধ্যমে প্রকাশ করার জন‍্য।

 3 years ago 

দুর্দান্ত। নয়নাভিরাম দৃশ্য গুলি। প্রকৃতির একটা নিজস্ব মেজাজ আছে। দারুন লাগলো।ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ দাদা সুন্দর করে গুছিয়ে আপনার মতামত কমেন্টের মাধ্যমে প্রকাশ করার জন‍্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59634.64
ETH 2590.21
USDT 1.00
SBD 2.47