DIY- এসো নিজে করি || বিভিন্ন ধরনের রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি || ১০ % লাজুক খ‍্যাঁকের জন‍্য বরাদ্দ।

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@rafi4444 বাংলাদেশের নাগরিক।

আজ - ১৪ই ফাল্গুন | ১৪২৮ বঙ্গাব্দ | রবিবার | বসন্তকাল |


আমি রফিকুল ইসলাম,আমার ইউজার নাম @rafi4444।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

♨️"সৃজনশীলতায় পৃথিবীতে নতুন রুপের আর্বিভাব ঘটায়"♨️


নিজে করো ইভেন্টে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে বিভিন্ন ধরনের রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি সম্পর্কে উপস্থাপনা করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই পোস্টের ১০% বেনিফিশিয়ার @shy-fox এর জন‍্য।


IMG_20220227_230215.jpg


রঙিন কাগজের ওয়ালমেট।
Device : Redmi 10 prime.

চলুন শুরু করা যাক

প্রয়োজনীয় উপকরন

  • রঙিন কাগজ
  • আঠা
  • শক্ত পেপার
  • কাঁচি

কাজের ধারা


IMG_20220227_231209.jpg

IMG_20220227_231222.jpg

IMG_20220227_231242.jpg

IMG_20220227_225724.jpg

ধাঁপ-০১ঃ প্রথমে সকল প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে হবে এবং পছন্দ মতো রঙিন পেপারস্ নিতে হবে। এরপর রঙিন কাগজটি এপাশ ওপাশ করে ভাঁজে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করা হয়ে গেলে মাঝখানে ধরে দুপাশের মাথার কাগজ গুলো ছাড়িয়ে দিতে হবে চিত্রের মতো করে। তারপর...

IMG_20220227_225739.jpg

IMG_20220227_225756.jpg

IMG_20220227_225814.jpg

IMG_20220227_225828.jpg

ধাঁপ-০২ঃ এরপর ভাঁজ করা কাগজের সাথে আঠা লাগিয়ে দিতে হবে এবং তা জোড়া করে দিতে হবে। এভাবে চারটি তৈরি করে নিতে হবে ধাপে ধাপে। একটি একটি করে আঠার সাহায্যে জোড়া করে নিতে হবে। তারপর...

IMG_20220227_225852.jpg

IMG_20220227_225908.jpg

ধাঁপ-০৩ঃ একটি শক্ত কাগজ বা কার্ডবোর্ড কম্পাসের সাহায্যে গোল করে কেটে নিতে হবে। শক্ত কাগজের সাথে আঠা জড়িয়ে দিয়ে সকল জোড়া করা রঙিন কাগজ লাগিয়ে দিতে হবে। তারপর...

IMG_20220227_225921.jpg

IMG_20220227_231259.jpg

ধাঁপ-০৪ঃ এরপর কাগজের সাহায্য নিয়ে কাগজ লম্বা গোল কাঠি করে নিতে হবে। গোল করা লম্বা কাঠি একটি একটি করে শক্ত কাগজের সাথে আঠার মাধ্যমে লাগিয়ে দিতে হবে। এভাবে ধাপে ধাপে তিনটি লাগিয়ে নিতে হবে। তারপর...

IMG_20220227_225934.jpg

IMG_20220227_225953.jpg

IMG_20220227_230007.jpg

ধাঁপ-০৫ঃ আবার সেম আকারে ভাঁজে ভাঁজ করে নিতে হবে। মাঝখান ধরে কাগজের সাথে আঠা লাগিয়ে জোড়া করে নিতে হবে। লম্বা লাঠি কাগজের মাথায় একটু আঠা লাগিয়ে দিতে হবে। এরপর ভাঁজে ভাঁজ করা কাগজ লম্বা লাঠির সাথে লাগিয়ে দিতে হবে। তারপর...

IMG_20220227_230027.jpg

IMG_20220227_230043.jpg

IMG_20220227_230117.jpg

ধাঁপ-০৬ঃ পছন্দ মতো একটি রঙিন কাগজ দিয়ে একটি ফুল তৈরি করে নিতে হবে এবং ফুলটি আঠার সাহায্যে শক্ত কাগজের উপরের মাঝ বরাবর বসিয়ে দিতে হবে। তারপর...

IMG_20220227_230059.jpg

IMG_20220227_230134.jpg

IMG_20220227_230147.jpg

ধাঁপ-০৭ঃ আবার আরো ফুল তৈরি করে নিতে হবে এবং লম্বা লাঠির মাথায় আঠার সাহায্যে লাগিয়ে দিতে হবে।

IMG_20220227_230255.jpg

অতঃপর তৈরি হয়ে গেলো সেই আমাদের কাঙ্ক্ষিত রঙিন কাগজের ওয়ালমেট।

ধন্যবাদ সবাইকে

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Amar_Bangla_Blog_logo.jpg

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

বাহ! কি দারুন একটি রঙিন কাগজের ওয়ালমেট তৈরি করলেন ভাইয়া। যা দেখতে অপূর্ব সুন্দর লাগছে। আপনার কালার কম্বিনেশন টা বেশ ভালো ছিল। এই ওয়ালমেট টি ঘরে টাঙিয়ে রাখলে ঘরের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পাবে। রঙিন কাগজ ব্যবহার করে এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন‍্য। আমার কালার নাহ ভাই 🤪

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি খুব সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন আপনার অলমেটের রং নির্ধারণ টা খুব চমৎকার হয়েছে যে কারনে দেখতে বেশি ভালো লাগছে। রঙিন কাগজ দিয়ে এতসব চমৎকার জিনিস বানানো যায় যা আপনার ওয়ালমেট দেখে উপলব্ধি করতে পারছি। আপনি আপনার ওয়ালমেট বানানোর প্রত্যেকটি ধাপ সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর DIY পোস্টটি শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

গঠনমূলক মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন‍্য ধন্যবাদ আপনাকে

 2 years ago 

বিভিন্ন ধরনের রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। সত্যিই আপনার ওয়ালমেট দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি প্রায়ই আমাদের মাঝে সুন্দর সুন্দর ওয়ালমেট উপহার দিয়ে থাকেন ।আপনার ওয়ালমেট তৈরির হাত খুবই সুন্দর। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

তেমন একটা নাহ ভাইয়া শুধু বানানোর ট্রাই করি প্রায় প্রায়ই। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন‍্য।

 2 years ago 

ওয়াও আপনার তৈরীকৃত ওয়ালমেট টি অসাধারণ হয়েছে
আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন বিশেষ করে আপনার ওয়ালমেট এর ডিজাইন এবং কালার টি আমার কাছে অনেক ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য

আমার তৈরি কৃত ওয়ালমেটের ডিজাইন আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বিভিন্ন ধরনের রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার ওয়ালমেট টি আমার বেশ ভাল লেগেছে। খুব সুন্দর করে বিভিন্ন কালারের রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি খুবই ভালো লাগলো ।আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

ওয়ালমেটটি ভালো লেগেছে জেনে অনেক অনেক উৎসাহ পেলাম। ইনশাআল্লাহ পরবর্তীকালে ভালো কিছু উপহার দেওয়ার ট্রাই করবো। ধন্যবাদ

 2 years ago 

আপনার তৈরি ওয়ালমেট টি চোখ লাগিয়ে দেয়ার জন্য যথেষ্ট ছিল। রঙিন কাগজ দিয়ে কিভাবে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করা যায় তার প্রতিটি ধাপ এবং কাগজের ভাঁজ গুলো কিভাবে দিতে হয় সেগুলো তুলে ধরেছেন আমাদের মাঝে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন‍্য

 2 years ago 

লাল কালো নীল হলুদ কালারের কাগজ ব্যবহার করে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন।দেখতে অনেক ভালো লাগতেছে। প্রতিটি ধাপ অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল

আপনাকেও ধন্যবাদ

 2 years ago 

আপনার রঙিন কাগজের তৈরি ওয়ালমেট টি আমার কাছে অসাধারণ লেগেছে ।খুব সুন্দর করে আপনি ওয়ালমেট তৈরি করেছেন ।এটি দেখতে খুব আকর্ষণীয় লাগছে। আপনার ওয়ালমেট এর কাগজের কালারটি চমৎকার হয়েছে। যার জন্য এটি অনেক বেশি ফুটে উঠেছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি ওয়ালমেট শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু মন্তব্যের জন‍্য। সাপোর্ট দিয়ে পাশেই থাকুন

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি দারুন একটি ওয়ালমেট তৈরি করেছেন।রংয়ের কম্বিনেশন গুলো খুবই সুন্দর লাগছে। তার সাথে ওয়ালমেট তৈরি প্রত্যেকটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করে দেখিয়েছেন।অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।শুভকামনা রইল আপনার জন্য।

আমার তৈরিকৃত ওয়ালমেটের কালারটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো দিদি। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58752.84
ETH 3153.55
USDT 1.00
SBD 2.44