শখের ফটোগ্রাফি :১০% লাজুক খ‍্যাঁকের জন‍্য।

আজ - ২৭ ভাদ্র | ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | শরৎকাল |



আসসালামু ওয়ালাইকুম,আমি রফিকুল ইসলাম, আমার ইউজার নাম @rafi4444। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে আমার শখের ফটোগ্রাফি শেয়ার করবো। ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে। আমি যেখানেই যাই শুধু ফটোগ্রাফি করি।ফটোগ্রাফি করা আমার শখ।আমার এই পোস্টের ১০%" লাজুক খ‍্যাঁক "কে।

#১



d51a6b01c19574f3323e32509f55df04.0.jpg


হরিপুর ব্রিজ
What's 3 Word Location :
https://w3w.co/network.separately.mowers

সেতুর এক কোনা যদি থাকে মনের সাথে গাথা,দুরত্বটাও হয় না সেখানে বাঁধা।তেমনি সেতুর এপার আর ওপারের মানুষের দুরত্বটা বাধাগ্রস্ত হতে পারে না।
এই সেতুটির নাম হরিপুর সেতু।এই সেতু দিয়ে হরেক রকমের গাড়ি চলাচল করে থাকে। নদীপারের মানুষের খুব আরামদায়ক ভাবে চলাচল করার জন‍্য এবং দুই পারের রাস্তা সংযোগ দেয়ার জন‍্য সেতুটা নির্মান করা হয়েছে।

#২



20210910_120802.jpg

20210910_120859.jpg


কুষ্টিয়া সরকারি পলিটেকনিক এর ভেতরের দৃশ্য পটভূমি
What's 3 Word Location :https://w3w.co/combust.ecologists.articles

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের আওতাধীন পলিটেকনিক।যেখানে সর্বদা বাস্তব মুখি শিক্ষা প্রদান করা হয়।এই দৃশ্যটা কুষ্টিয়া পলিটেকনিকের ভিতরের দৃশ‍্যটা,ভিতরের দৃশ‍্যটা খুব সুন্দর।মেইনগেট দিয়ে ঠুকলেই এই দৃশ্যটা সর্ব প্রথম দেখা যায়।কলেজের ভিতরে রাস্তা এবং রাস্তের পাশে একটি ফুলগাছ ও আরো কয়েকটি গাছ টবের মধ্যে রাখা আছে।

#৩



20210910_123756.jpg


নদী
What's 3 Word Location :https://w3w.co/redeye.obtains.measurably

নদী একটি সমার্থক শব্দ - অনেকগুলো নামের মধ্যে তটিনী একটি।সাধারণত মিষ্টি জলের একটি প্রাকৃতিক জলধারা যা প্রাকৃতিক পরিবর্তনের মাধ্যমে সৃষ্ট হয়ে প্রবাহ হয়।শেষে সাগর থেকে মহাসাগরের উৎপত্তি স্থল শুরু হয়। সচারচর নদীর নামকরণ করা হয়ে থাকে মেয়েদের নামেই অধিকাংশ ।
আমাদের অনেক দিন নদীতে হল নদীতে তেমন একটা ঘুরাঘুরি হয় না।হঠাৎ একদিন আমরা কিছু ফেন্ড উদ্যোগ নিলাম গড়াই ভ্রমণে।গোধূলি সন্ধ্যায় নদীর বুকে সূর্য মামাটা লাল ভাব দেখিয়ে মনের কোনায় আলতো ছোয়া দিয়ে ডুবে যায়।

#৪



20210910_122910.jpg


বক পাখি,বক চত্বর.
What's 3 Word Location :https://w3w.co/grandest.excessively.refinance

বক পাখি নিয়ে কিছু লেখার মানে হয় না। কেননা এ পাখি আমাদের চোখের সামনে ঘুরে বেড়ায় যে পাখি, পুকুরপাড়ে, খাল,বিলে,মাঠে-ঘাটে, ইত্যাদি সে তো আমাদের কারোই অজানা নয়। লম্বা গলা, ঠোঁট, সাদাটে তেমনি এ পাখির একটি ভাস্কর্য হয়েছে একটা ৪রাস্তা মোড়ের ওপর।নামকরন রাখা হয়েছে বক চত্বর। ছবিতে একটি মা বক খাবার সংগ্রহ করে তার বাচ্চা বকের খাওয়ানো হচ্ছে।তাদের লম্বা ঠোঁটের মধ্যে পুঁটি-মাছ সহ ভাস্কর্যটি অংঙ্কন করা হয়েছে।

#৫



20210909_235111.jpg


রেলওয়ে স্টেশন
What's 3 Word Location :https://w3w.co/infringe.tight.apart

ঈশ্বরদী রেলওয়ে একটি আধুনিক পর্যালোচনা বিবেচনার মধ্যে থাকে।যানজট কমাতে রেলওয়ের ভুমিকা অপরিসীম।

#৬



20210910_123335.jpg


সন্ধ্যা আকাশ
What's 3 Word Location :https://w3w.co/stampede.disclose.blister

সন্ধ্যা নেমে আসে বলেই পড়ন্ত বিকেলের সূর্য মামার শেষ রোদেলা রোদটুকু এত কদর।
পশ্চিমা আকাশে শেষ বিকেলে সূর্য মামা জ্বল জ্বল করে তার অস্তিত্বের অবসান ঘটায়।এই দৃশ‍্যটা আমি কুমারখালী থেকে ধারণ করেছি।

#৭



20210910_122524.jpg


কচুরিপানা ফুল
What's 3 Word Location :https://w3w.co/megacities.headlight.distribute

পৃথিবীতে এমন মানুষ খুব কমই আছে যার ফুল ভালো লাগে না।ফুল অনেক প্রকারের মধ্যে এটি একটি।এই ফুল সাধারণত পুকুর,খাল-বিল,ধানের মাঠে বেশিরভাগ দেখতে পাওয়া যায়।এই ফুলের নাম কচুরিপানা ফুল।

#৮



20210910_123921.jpg


হোস্টেল,কুষ্টিয়া পলিটেকনিক
What's 3 Word Location
:https://w3w.co/hygienic.warthog.starstruck

বিকেল বেলা কলেজ ফিল্ডে বসে থাকতে খুবই ভাল লাগে।ফিল্ড থেকে হোস্টেলের ভিউটা খুব সুন্দর দেখায়।প্রতিটা ক‍্যাম্পাসে হোস্টেল অবস্থিত তার মধ্যে এটি একটি। হোস্টেলের নাম লালন শাহ্ হোস্টেল। তিন তলা বিশিষ্ট এই হোস্টেল,এটা ছাত্রদের জন‍্য।

#৯



bda5a4ecacb257ac44c8a93a2250a350.0.jpg


প্লেট সাজানো ভিউ
What's 3 Word Location :https://w3w.co/aspired.clipper.drumroll

সব কিছুতেই সাজানো গোছানো সবাই পছন্দ করে।তেমনি একটি প্লেটে শসা,গাজরের ভিউ দেখলে চোখ জুরায়।দেখতে খুবই সুন্দর আমি প্লেট টাকে সাজিয়েছি।

#১০



20210909_235701.jpg


ফটো
What's 3 Word Location :https://w3w.co/digress.newish.sport

নদীর ধারে সূর্য ডোবার মূহুর্তে জ্বল জ্বল করা হাতের মধ্যে দিয়ে এক আলোকরশ্মি দৃশ্য ধারণ। সূর্য মামাকে ভালবাসার বহিঃপ্রকাশ।

Sort:  
 3 years ago 

আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন বিশেষ করে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট এর ভিতরের দৃশ্য অনেক সুন্দর লাগছে। শুভকামনা রইল

ফটোগ্রাফি আমার শখ। আপনার ভালো মন্তব্য করার জন‍্য ধন‍্যবাদ।

অসাধারণ ফটোগ্রাফি করেছেন ভাই।সব গুলো ফটোগ্রাফী খুবই সুন্দর হয়েছে।
image.png
এই ছবিটা আমার কাছে খুবই ভালো লেগেছে।অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো ভাই।

আপনার গঠনমূলক মন্তব্যের জন‍্য ধন‍্যবাদ।

আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন এবং সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

ধন‍্যবাদ আপনাকে আপনার অসাধারণ মন্তব্যের জন‍্য

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57809.89
ETH 3118.43
USDT 1.00
SBD 2.37