DIY-"এসো নিজে করি" ||" রঙিন পেপারস্ দিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি "||১০% লাজুক খ‍্যাঁকের জন‍্য বরাদ্দ।

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@rafi4444 বাংলাদেশের নাগরিক।

আজ - ২১ কার্তিক | ১৪২৮ বঙ্গাব্দ | রবিবার | শরৎকাল |


আমি রফিকুল ইসলাম,আমার ইউজার নাম @rafi4444।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

♨️"সৃজনশীলতায় পৃথিবীতে নতুন রুপের আর্বিভাব ঘটায়"♨️


নিজে করো ইভেন্টে আপনাদেরকে স্বাগতম।আজ আমি আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি সম্পর্কে উপস্থাপনা করবো ।আশাকরি আপনাদের ভালো লাগবে।


20211113_192355.jpg


সুন্দর ওয়ালমেট
Device : Realme 7

চলুন শুরু করা যাক

প্রয়োজনীয় উপকরন

  • রঙিন কাগজ
  • আঠা
  • কার্ডবোর্ড
  • কাঠি
  • কাঁচি
  • আইসক্রিম কাপ

কাজের ধারা


20211113_193011.jpg

20211113_192702.jpg

20211113_192536.jpg

  • ধাপ-০১ঃ
    প্রথমে সকল প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে হবে।এরপর সকল রঙিন কাগজ পছন্দ মতো কেটে নিতে হবে এবং কাটা কাগজ লাভ আকৃতিতে কাঁচি দিয়ে কেটে নিতে হবে।তারপর...

20211113_192641.jpg

20211113_192717.jpg

20211113_192828.jpg

20211113_192854.jpg

  • ধাপ-০২ঃ
    কাঠি সংগ্রহ করতে হবে এবং কাঠির মাথায় রঙিন কাগজ দিয়ে পেচিয়ে নিতে হবে এবং তা আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে।এরপর লাভ আকৃতির পেপার বরাবর মাঝখানে কাঠি রেখে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে।এভাবে ধাপে ধাপে সম্পূর্ণ করতে হবে।তারপর...

20211113_192754.jpg

20211113_192933.jpg

20211113_192949.jpg

  • ধাপ-০৩ঃ
    আবার পছন্দ মতো রঙিন কাগজ কেটে পাতা তৈরি করতে হবে এবং পাতার সাথে আঠা দিয়ে দিতে হবে।এরপর আঠা দেওয়া পাতা কাঠির সাথে যুক্ত করে দিতে হবে চিত্রের মতো করে।এভাবে ধাপে ধাপে পাতা লাগানোর কাজ সম্পূর্ণ করতে হবে।তারপর...

20211113_192551.jpg

20211113_192602.jpg

20211113_202717.jpg

  • ধাপ-০৪ঃ
    একটি কার্ডবোর্ড কেটে নিতে হবে এবং কালো কাগজ উপরে দিয়ে লাগিয়ে দিতে হবে।এরপর একটি আইসক্রিম কাপ কার্ডবোর্ডের সাথে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে।তারপর...

20211113_203710.jpg

20211113_203729.jpg

  • ধাপ-০৫ঃ
    চিত্রের মতো করে ধাপে ধাপে আইসক্রিম কাপের মধ্যে পাতার ঠাল গুলো রাখতে হবে।

20211113_193103.jpg

20211113_192336.jpg

20211113_192457.jpg

অতঃপর হয়ে গেলো সেই আমাদের সুন্দর ওয়ালমেট।


ধন্যবাদ সবাইকে

Sort:  

আপনার রঙিন পেপার দিয়ে তৈরি ওয়ালমেটটা অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে টবের ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। কালারগুলোও খুব সুন্দর ভাবে ম্যাচ করে গিয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে সাজিয়ে বুঝিয়েছেন।

অনেক অনেক শুভ কামনা রইল।

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন‍্য

 3 years ago 

কাগজ দিয়ে বানানো আপনার ওয়ালমেটটি দেখতে অনেক সুন্দর হয়েছে অনেক বেশি কালারফুল ও আকর্ষণীয় লাগছে দেখতে। খুব সুন্দর ভাবে আপনি ছোট ছোট কাগজ কেটে কেটে ওয়ালমেট বানিয়েছেন অনেক সময় নিয়ে আপনার পরিশ্রম সার্থক হয়েছে ওয়ালমেটটি দেখতে আসলেই অনেক সুন্দর হয়েছে ।আমার কাছে তো অনেক ভালো লেগেছে। শুভেচ্ছা রইল আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহ প্রদানের জন‍্য

আপনার তৈরি ওয়ালম্যাট টি অনেক সুন্দর হইছে।আপনি প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থপন করেছেন।ধন্যবাদ এত সুন্দর একটি ওয়ালম্যাট তৈরী আমদের মাঝে শেয়ার করার জন্য।

মন্তব্য করার জন‍্য ধন্যবাদ

 3 years ago 

নাহ্ রঙিন কাগজ দিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন দেখছি। খুব ভালো লেগেছে আমার কাছে সুন্দর উপস্থাপন ও তৈরির ধরন ফুটিয়ে তুলেছেন। অনেক অনেক শুভকামনা রইল। 😍😍

ধন্যবাদ মন্তব্য করার জন‍্য।বানান গুলো দেখবেন প্লিজ

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনি কাগজ দিয়ে অনেক সুন্দর করে এটি বানিয়েছেন। আপনার প্রশংসা না করলেই নয় যে আপনি একটা ছেলে হয়ে এত সুন্দর করে একটি সম্পূর্ণ করেছেন। কিন্তু ভাইয়া এটিকে মনে হয় ওয়ালমেট না বলে ফুলের টব বললে ভালো হতো। ☺️ আপনাকে ধন্যবাদ ভাইয়া এটা আমাদের মাঝে শেয়ার করার জন্য ।আপনার কাছ থেকে নতুন একটা জিনিস শিখে নিলাম।

লাষ্টের ফটোগুলো দেখতে বুঝতে পারবেন আপু।এটা একটি ওয়ালমেটই ছিল। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন‍্য

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটা ওয়ালমেট বানিয়ে নিয়েছে। এই ওয়ালমেট এর পাতাগুলো দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমার কাছে তো খুব ভালো লেগেছে। কারণ সবুজ পাতার সাথে নীল হলুদ দিয়ে অনেক সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। এরকম ওয়ালমেট গুলো বাড়িতে লাগালে দেখতে অনেক সুন্দর দেখা যায়। অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর একটা ওয়ালমেট তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন‍্য

 3 years ago 

এটা কি আসলে ওয়ালমেট হয়েছে নাকি ফুলদানি বিষয়টা আমার কাছে কেমন জানি লাগছে আমার কাছে মনে হচ্ছে এটা ফুলদানি হয়েছে। যাইহোক আপনার প্রতিভা অসাধারণ ছিল খুব সুন্দর একটি কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করে ফেলেন আপনি।

প্রথম ছবি দেখেছেন তাই বুঝতে পারেননি।লাষ্টের পিকগুলি দেখলে বুঝতে পারবেন ভাইয়া। সুন্দর মন্তব্য করার জন‍্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

বাহ্ আপনি রঙিন পেপার দিয়ে অনেক সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। এরকম ওয়ালমেট দেখে খুবই ভালো লাগলো। তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাইয়া

বাহ ভাইয়া সত্যি অনেক সুন্দর ওয়ালমেট বানিয়েছেন আপনি। এটা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। বিশেষ করে কয়েকটা কালার নিয়ে ওয়ালমেট তৈরি করাতে। আমারো বেশ পছন্দ হয়েছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা ডাই আমাদের সাথে শেয়ার করার জন্য।

গঠনমূলক মন্তব্যের জন‍্য ধন্যবাদ

কিছুদিন যাবত বেশ সুন্দর সুন্দর রঙিন কাগজের ডাই প্রজেক্ট দেখছি আমার বাংলা ব্লগে। একেক জন একেক ভাবে তৈরি করছে এবং সবার টাই খুবই চমৎকার দেখাচ্ছে। কালো ফ্রেম আর সাদা ব্যাকগ্রাউন্ড এর উপরে উপস্থাপন করার কারণে জিনিসটা আরো বেশী সুন্দর লাগছে। ধন্যবাদ ও শুভকামনা রইল।

আপনাকেও ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57408.28
ETH 3079.77
USDT 1.00
SBD 2.31