DIY-"এসো নিজে করি" ||" রঙিন পেপারস্ দিয়ে হস্তশিল্প তৈরি "||১০% লাজুক খ‍্যাঁকের জন‍্য বরাদ্দ।

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@rafi4444 বাংলাদেশের নাগরিক।

আজ - ২০ কার্তিক | ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | শরৎকাল |


আমি রফিকুল ইসলাম,আমার ইউজার নাম @rafi4444।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

♨️"সৃজনশীলতায় পৃথিবীতে নতুন রুপের আর্বিভাব ঘটায়"♨️


নিজে করো ইভেন্টে আপনাদেরকে স্বাগতম।আজ আমি আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে হস্তশিল্প তৈরি সম্পর্কে উপস্থাপনা করবো ।আশাকরি আপনাদের ভালো লাগবে।


20211113_015122.jpg


হস্তশিল্প
Device : Realme 7

চলুন শুরু করা যাক

প্রয়োজনীয় উপকরন

  • রঙিন কাগজ
  • আঠা
  • কাঁচি

কাজের ধারা


20211113_014135.jpg

20211113_014155.jpg

20211113_014216.jpg

  • ধাপ-০১ঃ
    প্রথমে প্রয়োজনীয় সকল জিনিস সংগ্রহ করতে হবে।এরপর প্রয়োজন মতো কাগজ কাঁচি দিয়ে টুকরো করে কেটে নিতে হবে।এরপর কাটা রঙিন পেপারস্ থেকে পাতা আকার করে কেটে নিতে হবে ছবির মতো করে।তারপর...

20211113_014236.jpg

20211113_014306.jpg

20211113_014325.jpg

20211113_014342.jpg

  • ধাপ-০২ঃ
    পাতা করে কাটা রঙিন পেপারস্ আবার কাঁচি দিয়ে মাঝ বরাবর কেটে নিতে হবে এবং কাটা অংশে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে।চিত্রের মতো করা হয়ে গেলে।তারপর...

20211113_014400.jpg

20211113_014421.jpg

20211113_014439.jpg

20211113_014456.jpg

  • ধাপ-০৩ঃ
    রঙিন পেপারস্ গোল ভাজ করে লাঠি আকারে তৈরি করে নিতে হবে।এরপর পাতার আকার করা মাঝখানে ফুটা করে নিতে হবে এবং পেপারস্ দ্বারা ভাজ ফুটা করা অংশে দিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে।চিত্রের মতো করে।তারপর...

20211113_014509.jpg

20211113_014523.jpg

20211113_014544.jpg

20211113_014605.jpg

  • ধাপ-০৪ঃ
    এবার একটা মোটা পেপার গোল ভাজ করে নিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে।এরপর পুরা গোল পেপারের গায়ে আঠা লাগিয়ে নিতে হবে এবং পাতার মধ্যে লাঠি দেয়া গুলো আঠার উপর বসায়ে দিতে হবে।ধাপে ধাপে সব গুলো কাঠি লাগানো পাতা লাগিয়ে দিতে হবে।তারপর...

20211113_015213.jpg

20211113_014955.jpg

20211113_015300.jpg

অতঃপর হয়ে গেলো সেই আমাদের কাঙ্ক্ষিত হস্তশিল্প তৈরি।


ধন্যবাদ

Sort:  
 3 years ago 

রঙিন পেপার দিয়ে খুবই সুন্দর এই হস্তশিল্প তৈরি করেছেন। যা দেখে আমার খুবই ভালো লাগলো। আপনার দক্ষতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনার জন্য শুভকামনা রইল।

সবে মাত্র চেষ্টা করছি ভাইয়া। মন্তব্যের জন‍্য ধন্যবাদ

 3 years ago 

আপনার রঙিন কাগজ দিয়ে গাছ তৈরি টি খুব সুন্দর হয়েছে। আপনি খুব ধৈর্য এবং নিখুঁতভাবে গাছটি তৈরি করেছেন। গাছটির কালার গুলো খুব সুন্দর হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে যে আপনি অনেক সময় নিয়ে এটি তৈরি করেছেন। যার ফলে এটি দেখতে এত সুন্দর হয়েছে ।আপনি খুব সুন্দর ভাবে কাগজ দিয়ে গাছ তৈরি টি উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করার জন‍্য

 3 years ago 

অসাধারণ হয়েছে আপনার রঙিন পেপারস্ দিয়ে হস্তশিল্প।আপনি উপস্থাপন করছেন অনেক সুন্দর। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য এবং আপনার জন্য শুভ কামনা রইলো

ধন্যবাদ মন্তব্য করার জন‍্য

 3 years ago 

আমার বাংলা ব্লগ এর জন্য আমরা নতুন নতুন সব রঙিন কাগজ এর ব্যবহারের সাথে পরিচিত হচ্ছি যে গুলো আসলেই সৃজনশীলতা। আপনার বানানো রঙিন কাগজ দিয়ে হস্ত শিল্প দেখতে খুবই সুন্দর হয়েছে আর আপনি অসাধারন সুন্দর ভাবে গুছিয়ে ধাপ গুলো উপস্থাপন করেছেন শুভ কামনা।

অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর কমেন্ট করার জন‍্য

 3 years ago 

রঙিন পেপারস্ দিয়ে হস্তশিল্প তৈরি করেছেন দারুন হয়েছে ভাই আপনার প্রশংসা করতে হয় নিখুঁত ভাবে কাজটি সম্পুর্ন করেছেন দেখে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

দেখতে সত্যিই খুব সুন্দর দেখাচ্ছে৷ আপনি খুব সুন্দর করেই এই ফুল তৈরি করেছেন। টবের মধ্যে ফুলগুলো খুব সুন্দর করে লাগিয়েছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ অনেক ভাইয়া।

ধন্যবাদ

 3 years ago 

আপনার হস্তশিল্প টি এক কথায় অসাধারণ হয়েছে। আপনার এত সুন্দর একটি প্রতিভা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা ধাপ অনেক গুছিয়ে লিখেছেন পোস্টটি পড়ে অনেক মজা পেলাম ।☺️ শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ আপনাকে

ভাইয়া অসাধারণ হয়েছে আপনার এই ডাই প্রজেক্ট। খুব সুতরাং উপাস্থপনা, অনেক ধৈয্য নিয়ে করেছেন

শুভকামনা ভাইয়া💓💓💓💓

জ্বী ভাইয়া ধন্যবাদ মন্তব্য করার জন‍্য

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি হস্তশিল্প তৈরি করলেন। আমার কাছে বিশেষ করে ফুলের টব অসাধারণ লেগেছে। পাতাগুলো খুব সুন্দর ভাবে তৈরি করেছেন। কিভাবে তৈরি করেছেন তা আমাদের মাঝে খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। রঙিন কাগজ দিয়ে এত সুন্দর একটি ফুলের টপ তৈরি করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ।আপনিও ভালো থাকবেন

 3 years ago 

ওয়াও অসাধারণ হয়েছে আপনার রঙিন পেপার দিয়ে ক্রাফট তৈরি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে সেই সাথে আপনি ধাপগুলো সুন্দর হবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন শুভকামনা থাকলো আপনার জন্য

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 62678.63
ETH 3015.27
USDT 1.00
SBD 2.49