DIY- এসো নিজে করি: || রঙিন কাগজ দিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি || ১০% লাজুক খ‍্যাঁকের জন‍্য বরাদ্দ।

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@rafi4444 বাংলাদেশের নাগরিক।

আজ - ২২ মাঘ | ১৪২৮ বঙ্গাব্দ | সোমবার | শীতকাল |


আমি রফিকুল ইসলাম,আমার ইউজার নাম @rafi4444।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

♨️"সৃজনশীলতায় পৃথিবীতে নতুন রুপের আর্বিভাব ঘটায়"♨️


নিজে করো ইভেন্টে আপনাদেরকে স্বাগতম।আজ আমি আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি সম্পর্কে উপস্থাপনা করবো ।আশাকরি আপনাদের ভালো লাগবে। আমার এই পোস্টের ১০% বেনিফিশিয়ার @shy-fox এর জন‍্য।


IMG_20220207_200429.jpg


রঙিন কাগজ দিয়ে সুন্দর ওয়ালমেট।
Device : Redmi 10 prime.

চলুন শুরু করা যাক

প্রয়োজনীয় উপকরন

  • রঙিন কাগজ
  • আঠা
  • শক্ত পেপার
  • কাঁচি

কাজের ধারা


IMG_20220207_200521.jpg

IMG_20220207_200537.jpg

IMG_20220207_200554.jpg

  • ধাপ-০১ঃ
    প্রথমে সকল প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে হবে এবং পছন্দ মতো রঙিন পেপারস্ নিতে হবে। এরপর রঙিন কাগজটি এপাশ ওপাশ করে ভাঁজে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করা হয়ে গেলে মাঝখানে ধরে দুপাশের মাথার কাগজ গুলো ছাড়িয়ে দিতে হবে চিত্রের মতো করে। তারপর...

IMG_20220207_200627.jpg

IMG_20220207_200730.jpg

IMG_20220207_200809.jpg

IMG_20220207_200829.jpg

  • ধাপ-০২ঃ
    এরপর ভাঁজ করা কাগজের সাথে আঠা লাগিয়ে দিতে হবে এবং তা জোড়া করে দিতে হবে। এভাবে চারটি তৈরি করে নিতে হবে ধাপে ধাপে। একটি একটি করে আঠার সাহায্যে জোড়া করে নিতে হবে। তারপর...

IMG_20220207_200847.jpg

IMG_20220207_200931.jpg

  • ধাপ-০৩ঃ
    একটি শক্ত কাগজ বা কার্ডবোর্ড কম্পাসের সাহায্যে গোল করে কেটে নিতে হবে। শক্ত কাগজের সাথে আঠা জড়িয়ে দিয়ে সকল জোড়া করা রঙিন কাগজ লাগিয়ে দিতে হবে। তারপর...

IMG_20220207_201010.jpg

IMG_20220207_201037.jpg

  • ধাপ-০৪ঃ
    এরপর কাগজের সাহায্য নিয়ে কাগজ লম্বা গোল কাঠি করে নিতে হবে। গোল করা লম্বা কাঠি একটি একটি করে শক্ত কাগজের সাথে আঠার মাধ্যমে লাগিয়ে দিতে হবে। এভাবে ধাপে ধাপে তিনটি লাগিয়ে নিতে হবে। তারপর...

IMG_20220207_201059.jpg

  • ধাপ-০৫ঃ
    আবার সেম আকারে ভাঁজে ভাঁজ করে নিতে হবে। মাঝখান ধরে কাগজের সাথে আঠা লাগিয়ে জোড়া করে নিতে হবে। তারপর...

IMG_20220207_201118.jpg

IMG_20220207_201144.jpg

  • ধাপ-০৬ঃ
    লম্বা লাঠি কাগজের মাথায় একটু আঠা লাগিয়ে দিতে হবে। এরপর ভাঁজে ভাঁজ করা কাগজ লম্বা লাঠির সাথে লাগিয়ে দিতে হবে। তারপর...

IMG_20220207_201221.jpg

IMG_20220207_201221.jpg

IMG_20220207_201306.jpg

  • ধাপ-০৭ঃ
    পছন্দ মতো একটি রঙিন কাগজ দিয়ে একটি ফুল তৈরি করে নিতে হবে এবং ফুলটি আঠার সাহায্যে শক্ত কাগজের উপরের মাঝ বরাবর বসিয়ে দিতে হবে। তারপর...

IMG_20220207_201236.jpg

IMG_20220207_201323.jpg

IMG_20220207_201349.jpg

  • ধাপ-০৮ঃ
    আবার আরো ফুল তৈরি করে নিতে হবে এবং লম্বা লাঠির মাথায় আঠার সাহায্যে লাগিয়ে দিতে হবে।

IMG_20220207_200456.jpg

অতঃপর তৈরি হয়ে গেলো সেই আমাদের কাঙ্ক্ষিত রঙিন কাগজের ওয়ালমেট।

ধন্যবাদ সবাইকে

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Amar_Bangla_Blog_logo.jpg

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

Sort:  

রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন অসাধারণ লাগছে। ড্রাই পোস্টগুলো আমার কাছে অনেক ভালো লাগে।ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। আমিও এই অলমেট তৈরি করেছিলাম। আপনার তৈরি অলমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন‍্য।

 3 years ago 

আপনি অনেক সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন যা দেখে সত্যিই অবাক হয়ে গেছি। আর আপনি অনেক সুন্দর করে প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করেছেন এবং বিস্তারিত লিখেছেন। আর এত সুন্দর করে রঙিন কাগজ দিয়ে একটি ওয়ালমেট আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আপনি খুব সুন্দর করে রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন । আপনার ওয়ালমেট দেখতে বেশ ভালো লাগছে। আপনি অত্যান্ত দক্ষতা সহকারে চমৎকারভাবে ওয়ালমেট তৈরি কাজ সম্পন্ন করেছেন। এবং আমাদের মাঝে ধাপসমূহ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ, ভালো থাকবেন।

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

ভাইয়া আপনার তৈরি করা কাগজের ওয়ালমেট টি খুবই সুন্দর হয়েছে। খুব সহজে এবং সুন্দর করে ধাপে ধাপে আপনি তৈরি করার পদ্ধতি উপস্থাপন করেছেন। খুবই ভালো লাগলো এটি দেখে। অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

রঙ্গিন কাগজ ব্যবহার করে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন । যেটা আমার কাছে অনেক সুন্দর লাগছে । তাছাড়া ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

তাছাড়া আপনার জন্য শুভকামনা রইল

ধন্যবাদ ভাইয়া আপনার জন্যও শুভকামনা রইল

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। ওয়ালমেট তৈরির পদ্ধতির ধাপ আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ব্যক্তিগতভাবে এই ওয়ালমেটটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটা জিনিস আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমার ওয়ালমেট কি আপনার কাছে ভাল লেগেছে জেনে অনেক খুশী হলাম

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করার ক্রাফট আমার কাছে খুবই ভালো লেগেছে। খুব সুন্দর করেই রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। ধাপে ধাপে উপস্থাপন করেছেন ভাই। অনেক সুন্দর হয়েছে, অনেক ধন্যবাদ এটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

আমার ওয়ালমেট আপনার কাছে ভাল লেগেছে জেনে অনেক খুশী হলাম আপনার জন্যও শুভকামনা রইল

 3 years ago 

খুবই সুন্দর একটি ওয়ালম্যাট তৈরি করেছেন আপনি। ওয়ালম্যাট টি খুবই সুন্দর লেগেছে আমার কাছে। দেয়ালে টানালে হয়তো অনেক সুন্দর দেখাবে। এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি খুব সুন্দর এবং সহজ ভাবে তুলে ধরেছেন আপনি। ধন্যবাদ শেয়ার করার জন্য। শুভেচ্ছা রইল।

জি ভাইয়া ঠিকই বলেছেন দেয়ালে টানিয়ে রাখলে আরো সৌন্দর্য বৃদ্ধি পাবে ধন্যবাদ জানাচ্ছি আমার ওয়ালমেট আপনার কাছে ভাল লেগেছে জেনে অনেক খুশী হলাম

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা আপনার ওয়ালমেট টি অসাধারণ হয়েছে। কাগজে কালারটি এত চমৎকার ফুটে উঠেছে যে কি আর বলব ।কাগজের জন্য আপনার ওয়ালমেট আরও বেশি আকর্ষণীয় লাগছে ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু খুব সুন্দর একটা কমেন্ট করার জন্য

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 90827.60
ETH 3116.50
USDT 1.00
SBD 2.97