DIY"এসো নিজে করি"খেজুঁরের পাতা দিয়ে সূর্যমুখী ফুল || ১০ লাজুক খ‍্যাঁকের জন‍্য বরাদ্দ||

আসসালামু আলাইকুম



হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@rafi4444 বাংলাদেশের নাগরিক।

আজ - ১৮ আশ্বিন | ১৪২৮ বঙ্গাব্দ। রবিবার | শরৎকাল |


আমি রফিকুল ইসলাম আমার ইউজার নাম @rafi4444।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

♨️"সৃজনশীলতাই পৃথিবীতে নতুন রুপের আর্বিভাব ঘটায়"♨️

নিজে করো ইভেন্টে আপনাদেরকে স্বাগতম।আজ আমি আপনাদের মাঝে উপস্থাপনা করবো খেজুঁরের পাতা দিয়ে সূর্যমুখী ফুল তৈরি।আশাকরি আপনাদের ভালো লাগবে।



20210926_230750.jpg


সূর্যমুখী ফুল

চলুন শুরু করা যাক



20210926_212419.jpg



20210926_212351.jpg



20210926_212310.jpg


প্রয়োজনীয় উপকরন

  • খেজুঁর গাছের মাঝ পাতা
  • কেচি
  • আঠা


20210926_212915.jpg

20210926_212929.jpg

  • ধাপ-১ঃ প্রথমে ছোট খেজুঁরের গাছ থেকে মাঝ পাতা অংশ কেচি বা দা দিয়ে কেটে নিতে হবে।পাতার সংখ্যা বিজোড় গুনতে হবে(আপনার ইচ্ছে মতো পাতা)।
    তারপর...


20210926_212808.jpg

20210926_212850.jpg

  • ধাপ-২ঃ প্রতিটা পাতার মাঝখানের অংশে ফাঁকা করে নিতে হবে।এভাবে ধাপে ধাপে করার পর একটি পাতার মধ্যে অন‍্য একটা পাতা মাঝামাঝি অংশে ডুকাতে হবে এবং পাতার ফাঁকা অংশে হাতের আঙ্গুল দিয়ে রাখতে হবে।যাতে করে পাতার ফাঁকা অংশ বন্ধ না হয়ে যায়।তারপর...


20210926_212734.jpg

20210926_213200.jpg

  • ধাপ-৩ঃ প্রতিটা পাতার মাথার দিকের অংশ টুকু গোড়া পাতার ফাঁকার ভিতরে ডুকিয়ে দিতে হবে একটি একটি করে।দুই দিকে চারটা ভাগ করে নিতে হবে। দুই পাশের পাতা দুই সাইডে থাকবে। মাঝখানের একটি পাতা ফাঁকা থাকবে।ডান সাইডের প্রথম পাতা ৪ নম্বর পাতার মধ্যে দিয়ে দিতে হবে। তারপর একি ধরনের বাম সাইডে করতে হবে। তারপর...


20210926_212704.jpg

20210926_212636.jpg

  • ধাপ-৪ঃ মিলানোর জন‍্য দুই ভাগ পাতা একসঙ্গে টান দিতে হবে এবং বাকি দুই ভাগ ও ভাবেই রাখতে হবে। তারপর...


20210926_212508.jpg

20210926_212525.jpg

20210926_212602.jpg

  • ধাপ-৫ঃ বাকি পাতা গুলো একটু বাকিয়ে পাতার মাথা মাঝ বরাবর ফাঁকা অংশের মধ্যে দিতে হবে। পাতার মাথার অংশ ভিতর দিয়ে নিচে যাবে। তারপর ওই পাতা কেচি দিয়ে কেটে বা সুতা দিয়ে বেধে দিতে হবে।
    এভাবেই ফুলটা সম্পূর্ণ হয়ে যাবে।


20210926_230728.jpg

20210926_212442.jpg

  • অতঃপর সেই আমাদের কাঙ্ক্ষিত সূর্যমুখী ফুল।

ধন্যবাদ সবাইকে

Sort:  

সৃষ্টিশীলতায় ভরপুর। অনেক ভাল।

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

খেজুঁরের পাতা দিয়ে সূর্যমুখী ফুল অনেক সুন্দর করে তৈরী করেছেন ভাই আপনার জন্য শুভকামনা রইলো

ধন্যবাদ ভাইয়া। আপনার মন্তব্য কমেন্টের মাধ্যমে প্রকাশ করার জন‍্য।

 3 years ago 

আপনার তৈরি করা খেজুঁরের পাতা দিয়ে সূর্যমুখী ফুলটি অনেক সুন্দর হয়েছে। দেখতেও বেশ ভালোই লাগছে। ধন্যবাদ আপনাকে।

ধন‍্যবাদ ভাইয়া।

 3 years ago 

খেজুর পাতা দিয়ে আপনি সৃজনশীলতার চিহ্ন হিসাবে সূর্যমুখী ফুল বানিয়েছেন। অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে

আপনাকেও ধন্যবাদ আপ পি,আপনার মন্তব্য কমেন্টের মাধ্যমে প্রকাশ করার জন‍্য ধন্যবাদ।

অনেক সুন্দর একটা জিনিস ভাই। আমি যখন ক্লাস অষ্টম শ্রেণিতে পড়তাম, তখন এটা শিখেছিলাম। কিন্তু এখন ভুলে গেছিলাম। আবার আপনার আজকের পোষ্টটা দেখে মনে পড়ে গেল। আমার কাছে খেজুর পাতা দিয়ে বানানো ফুলটা খুব সুন্দর লাগে।

আপনার জন্য শুভ কামনা রইল।

ধন্যবাদ ভাইয়া। আপনার গঠনমূলক মন্তব্য কমেন্টের মাধ্যমে প্রকাশ করার জন‍্য।

 3 years ago 

ছোটবেলা এটা আমরা দেখতাম এবং আমাদের বন্ধুবান্ধবরা তৈরি করতে খুবই ভাল লাগত এবং আপনি যে আবার এত সুন্দর করে ছোটবেলার কথা মনে করে দিলেন অনেক সুন্দর ছিল। পরিবেশনাটি বিভিন্ন ধাপে ধাপে পরিবেশন করেছেন তা দেখার মত ছিল। আপনার দক্ষতা আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপনার মন্তব্য কমেন্টের মাধ্যমে প্রকাশ করার জন‍্য।

 3 years ago 

খুব সুন্দর হয়েছে ভাইয়া।একদম সত্যিকারের সূর্যমুখী ফুলের মতো লাগছে।আপনার জন্য শুভকামনা রইলো।

ধন‍্যবাদ দিদি মন্তব্য করার জন‍্য।

 3 years ago 

সত্যি ভাই আপনার অনেক প্রতিভা আছে কতো সুন্দর ভাবে আপনি প্রকৃতির সৃষ্টি এতো সুন্দর পাতা একটি ফুলের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।অনেক সুন্দর হয়েছে।শুভ কামনা রইলো।

ধন্যবাদ ভাইয়া আপনার গঠনমূলক মন্তব্যের জন‍্য।

 3 years ago 

সুন্দর বানিয়েছেন ভাই। শুভেচ্ছা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া। আপনার ভালো মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে।

 3 years ago 

খুব সুন্দর হয়েছে আপনার সূর্যমুখী ফুলটি।খেজুরের পাতা দিয়ে এত সুন্দর তৈরি করা যায় জানা ছিল না।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

ধন‍্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন‍্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57305.83
ETH 3076.79
USDT 1.00
SBD 2.40