DIY-"এসো নিজে করি" ||" টিস্যু দিয়ে সাদা গোলাপফুল তৈরি "||১০% লাজুক খ‍্যাঁকের জন‍্য বরাদ্দ।

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@rafi4444 বাংলাদেশের নাগরিক।

আজ - ০৭ কার্তিক | ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | শরৎকাল |


আমি রফিকুল ইসলাম,আমার ইউজার নাম @rafi4444।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।


নিজে করো ইভেন্টে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে উপস্থাপনা করবো টিস্যু দিয়ে সাদা গোলাপফুল তৈরি। আশাকরি আপনাদের ভালো লাগবে।


20211023_202914.jpg


সাদা গোলাপ ফুল
Device : Realme 7

প্রয়োজনীয় উপকরন

  • টিস‍্যু
  • আঠা
  • সুতা

কাজের ধারা


চলুন শুরু করা যাক


20211023_203601.jpg

20211023_203634.jpg

20211023_203429.jpg

  • ধাপ-০১ঃ
    প্রথমে টিস‍্যু এবং সকল প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে হবে। এরপর টিস‍্যু প্রয়োজন মতো টিস‍্যু বক্স থেকে ছিড়ে নিতে হবে। তারপর...

20211023_203229.jpg

20211023_203212.jpg

  • ধাপ-০২ঃ
    টিস‍্যুটি এক পাশ থেকে একটু করে ভাঁজ করে নিতে হবে। এভাবে ধাপে ধাপে ভাঁজে ভাঁজ করে নিতে হবে। তারপর...

20211023_203140.jpg

20211023_203123.jpg

  • ধাপ-০৩ঃ
    তিনটা ভাঁজে ভাজ করা হয়ে গেলে ঠিক মাঝামাঝি স্থানে সুতা দিয়ে বেঁধে নিতে হবে। বেঁধে নেওয়ার পর এক মাথা থেকে ধাপে ধাপে টিস‍্যু গুলো উপরের দিকে উঠাতে হবে। তারপর...

20211023_203545.jpg

20211023_203404.jpg

  • ধাপ-০৪ঃ
    টিস‍্যুগুলো উপরের দিকে উঠানো হয়ে গেলে এক নম্বর চিত্রের মতো হবে। এরপর দুই পাশের ফাঁকা অংশে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। তারপর...

20211023_203255.jpg

20211023_203107.jpg

  • ধাপ-০৫ঃ
    কিছুটা ফুলের আঁকার ধারণ করবে। এভাবে ধাপে ধাপে কয়েকটি ফুল তৈরি করে নিতে হবে। তারপর...

20211023_203019.jpg

  • ধাপ-০৬ঃ
    পাটকাঠির সাথে রঙিন পেপার লাগিয়ে কয়েকটি লাঠি তৈরি করে নিতে হবে এবং একটি বোতল কেটে রঙিন পেপার দিয়ে মুড়িয়ে ফুলগুলো রাখার পাত্র তৈরি করতে হবে।

20211023_202954.jpg

20211023_202940.jpg

অতঃপর হয়ে গেলো সেই আমাদের কাঙ্ক্ষিত সাদা গোলাপ ফুল এবং ফুল রাখার পাত্র।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

টিসু দিয়ে খুব সহজেই আপনি সুন্দর গোলাপ ফুল তৈরি করেছেন। আপনার গোলাপ ফুল টি সত্যি খুব সুন্দর হয়েছে শুভেচ্ছা রইল।

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

টিস্যু দিয়ে সাদা গোলাপফুল তৈরি তা দেখে আমার অনেক ভালো লেগেছে। কারণ সাদা গোলাপ আমার খুব পছন্দের।

ধন্যবাদ আপনার মন্তব্য কমেন্টের মাধ্যমে প্রকাশ করার জন‍্য

 3 years ago 

আপনার এই সাদা গোলাপ গুলো দেখে আমার খুব ভালো লেগেছে। কারণ সাদা গোলাপ আমার অনেক ভালো লাগে। মাঝেমধ্যে আমি শপে গিয়ে সাদা গোলাপ নিয়া আসি। আজকে আপনাকে মনে পড়ে তোমাকে খুব ভালো লেগেছে।

ধন্যবাদ মন্তব্য করার জন‍্য

 3 years ago 

আপনি অনেক সুন্দর করে টিস্যু দিয়ে সাদা গোলাপ ফুল বানিয়েছেন। এবং ধাপে ধাপে আমাদেরকে দেখিয়েছেন। টিসু দিয়ে গোলাপ ফুল আসলে এটা কল্পনাও করা যায় না যা আপনি করে দেখিয়েছেন। সত্যিই আপনি প্রশংসার দাবিদার। জিনিসটা যেমনই হোক আপনি একটু ভিন্ন ধরনের করতে চেয়েছেন এটাই সবচেয়ে বড় বিষয়। আপনার উপস্থাপনা টি খুব সুন্দর ছিল আপনার জন্য শুভ কামনা রইলো ভাইয়া

ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করার জন‍্য

 3 years ago 

খুব সুন্দর করে আপনি সবগুলো ধাপ তুলে ধরেছেন, ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে ফুলটি অনেক সুন্দর। ধন্যবাদ আপনাকে এই ফুল তৈরির প্রক্রিয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ মন্তব্য করার জন‍্য

ওয়াও টিস্যু দিয়ে ফুল তৈরি। অসাধারণ হয়েছে আপনার টিস্যু দিয়ে তৈরি ফুল ধাপগুলো সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।। একটা সৃজনশীলতার পরিচায় দিলেন। শুভ কামনা রইল।

ধন্যবাদ মন্তব্য করার জন‍্য

ভাইয়া গোলাপটি যদি আমাকে দিতেন আমি একজনকে গিফট দিতাম।অসম্ভব সুন্দর একটি গোলাপ তৈরি করেছেন কা দিয়ে টিসু।আপনার জন্য শুভ কামনা রইলো ♥️😍

ধন্যবাদ ভাইয়া কমেন্টের মাধ্যমে মতামত প্রকাশ করার জন‍্য

 3 years ago 

আপনি দারুন ভাবে ট্যিসু দিয়ে গোলাপফুল বানিয়ে অসাধারণ সৃজনশীলতার পরিচয় দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করার জন‍্য

 3 years ago 

কারুকাজ গুলো খুব নিখুঁত ছিল। টিস্যু দিয়ে সাদা গোলাপফুল তৈরি দারুণ ভাবে করেছেন ভাইয়া। অনেক শুভ কামনা রইলো।

ধন্যবাদ আপু

 3 years ago 

খুবই আনকমন একটা জিনিস দেখলাম ভাই। সাধারণত আমরা কাগজ দিয়ে এইসব ফুলগুলো বানাতে দেখি। তবে আপনি দেখলাম যে টিসু পেপার দিয়ে ও এমন একটা সুন্দর করে ফুল তৈরি করেছেন। দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর ভাবে প্রতিটি ধাপ তৈরি করে বুঝিয়ে দেওয়া জন্য।

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্য কমেন্টের মাধ্যমে প্রকাশ করার জন‍্য

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56519.24
ETH 2991.31
USDT 1.00
SBD 2.16