DIY-"এসো নিজে করি" ||"সাতটি রঙিন কাগজ দিয়ে ওয়াল হ‍্যাঙ্গিং তৈরি "||১০% লাজুক খ‍্যাঁকের জন‍্য বরাদ্দ।

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@rafi4444 বাংলাদেশের নাগরিক।

আজ - ২২ অগ্রাহায়ণ | ১৪২৮ বঙ্গাব্দ | বুধবার | হেমন্তকাল |


আমি রফিকুল ইসলাম,আমার ইউজার নাম @rafi4444।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

♨️"সৃজনশীলতায় পৃথিবীতে নতুন রুপের আর্বিভাব ঘটায়"♨️


নিজে করো ইভেন্টে আপনাদেরকে স্বাগতম।আজ আমি আপনাদের মাঝে সাতটি রঙিন কাগজ দিয়ে ওয়াল হ‍্যাঙ্গিং তৈরি সম্পর্কে উপস্থাপনা করবো ।আশাকরি আপনাদের ভালো লাগবে। আমার এই পোস্টের ১০% বেনিফিশিয়ার @shy-fox এর জন‍্য।


20211208_175521.jpg


ওয়াল হ‍্যাঙ্গিং
Device : Redmi 10 prime

চলুন শুরু করা যাক

প্রয়োজনীয় উপকরন

  • রঙিন কাগজ
  • আঠা
  • পেন্সিল
  • কাঁচি
  • স্কেল

কাজের ধারা


20211208_174947.jpg

20211208_175022.jpg

20211208_175048.jpg

  • ধাপ-০১ঃ
    প্রথমে যে কোন সাতটি রঙিন কাগজ পছন্দ মতো বেছে নিতে হবে। এরপর ১ সে.মি.চওড়া স্কেল ধরে পেন্সিল দিয়ে দাগ টেনে নিতে হবে লম্বায় ৩০ সে.মি. এবং তা কাঁচি দিয়ে কেটে নিতে হবে। কেটে নেওয়া রঙিন কাগজ সমান করে মাঝ বরাবর ভাঁজ করে নিতে হবে। তারপর...

20211208_175126.jpg

20211208_175138.jpg

  • ধাপ-০২ঃ
    মাঝ বরাবর ভাঁজ করে নেওয়া কাগজে পিন দিয়ে আটকিয়ে দিতে হবে। এবার যে কোন কোনার একটি কাগজের মাথায় আঠা লাগিয়ে নিতে হবে। তারপর...

20211208_175208.jpg

20211208_175236.jpg

  • ধাপ-০৩ঃ
    আঠা লাগানো কাগজ মাঝ বরাবর যে অংশে পিন দিয়ে আটকানো হয়েছে সেই অংশে লাগিয়ে দিতে হবে। তারপর...

20211208_175253.jpg

20211208_175309.jpg

20211208_175323.jpg

  • ধাপ-০৪ঃ
    অপর পাশ করে একটি করে কাগজের সাথে আঠা লাগিয়ে পুরো আকৃতিতে আনতে হবে।

20211208_175341.jpg

20211208_175500.jpg

20211208_175555.jpg

20211208_175536.jpg

এভাবেই খুব সহজে সাত কালারের রঙিন কাগজ দিয়ে ওয়াল হ‍্যাঙ্গিং তৈরি হয়ে যাবে।


ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

খুব সুন্দর হয়েছে ভাইয়া আপনার সাত রঙের কাগজ দিয়ে ওয়াল হ্যাংগিং। আপনার উপস্থাপনা ও খুব সুন্দর ছিল। আমার ভালো লেগেছে আপনার আজকের এই কাজটি। আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো

আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাইয়া।

 3 years ago 

আপনার রঙিন কাগজের হ্যাগিং টি খুব সুন্দর হয়েছে। দেখেই মনে হচ্ছে যেন মেয়েদের মাথার কোন একটা বেনি বানিয়েছে,হাহাহা। অনেক সুন্দর করে ধাপে ধাপে আমাদেরকে দেখিয়েছেন। আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ মন্তব্য করার জন‍্য

 3 years ago 
সাতটি রঙিন কাগজ দিয়ে ওয়াল হ্যাংগিং আপনি দারুণভাবে করেছেন ভাইয়া।আমার খুবই ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার হাতের কাজ খুবই পরিষ্কার এবং খুব সুন্দর করে আমাদের মাঝে বর্ণনা করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভাইয়া।

আপনাকে ধন্যবাদ আমার কাজটি ভালো লেগেছে শূনে খুশি হলাম।

আপনার সাতটি কালার পেপার দিয়ে তৈরি ওয়াল হ্যাঙ্গিংটা আমার কাছে বেশ ভালো লাগছে। এটা বৃত্তাকার হওয়ায় দেখতে বেশি সুন্দর লাগছে। আপনে অনেক সুন্দর ভাবে ধাপগুলো উপস্থাপন করেছেন। শুভ কামনা রইল।

জ্বী ভাইয়া আপনি ঠিকই বলেছেন গোল হওয়াতে আসলেই সুন্দর লাগছে।

 3 years ago 

সুন্দর একটি ওয়াল হ্যাংগিং তৈরি করেছেন। বিভিন্ন অনুষ্ঠানে এগুলো দিয়ে সাজানো হলে দারুন লাগবে দেখতে। ধন্যবাদ

হ‍্যা অনেক গুলো এক সাথে করে রাখলে আরো বেশি সুন্দর লাগবে।

 3 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ওয়াল হ্যাংগিং তৈরি করেছেন, যা দেখে চোখ ধাঁধিয়ে গেল আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য কমেন্টের মাধ্যমে প্রকাশ করার জন‍্য

 3 years ago 

বাহ আপনার ওয়ালমেট টি খুবই সুন্দর হয়েছে ।আপনি সাতটি রঙিন কাগজ ব্যবহার করেছেন যার জন্য আপনার ওয়ালমেট টি আরো বেশি সুন্দর হয়েছে ।প্রতিটি ধাপ খুব সুন্দর করে বর্ণনা সহকারে দেখিয়েছেন যেটি আমার কাছে খুবই ভাল লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

জ্বী আপু সব সময় সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন ইনশাআল্লাহ সামনে আরো ভালো কিছু উপহার দিব আপনাদের কে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 68787.38
ETH 2733.78
USDT 1.00
SBD 2.72