DIY-"এসো নিজে করি" সপ্তাহ" ||আমার হাতের তৈরি- " শাপলা ফুল"|| ১০% প্রিয় লাজুক খ‍্যাঁকের জন‍্য।

আসসালামু আলাইকুম



হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@rafi4444 বাংলাদেশের নাগরিক।

আজ - ২৬ আশ্বিন | ১৪২৮ বঙ্গাব্দ | সোমবার | শরৎকাল |



আমি রফিকুল ইসলাম,আমার ইউজার নাম @rafi4444।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

♨️"সৃজনশীলতাই পৃথিবীতে নতুন রুপের আর্বিভাব ঘটায়"♨️


নিজে করো ইভেন্টে আপনাদেরকে স্বাগতম।আজ আমি আপনাদের মাঝে উপস্থাপনা করবো রঙিন কাগজ দিয়ে শাপলা ফুল তৈরি।আশাকরি আপনাদের ভালো লাগবে।

চলুন শুরু করা যাক


20211011_133246.jpg


20211011_133501.jpg


20211011_134649.jpg


শাপলা ফুল
Device : Realme 7

প্রয়োজনীয় উপকরন

  • রঙিন পেপারস্
  • কেচি
  • আঠা

20211011_133626.jpg

20211011_150938.jpg

ধাপ-১:প্রথমে রঙিন পেপারস্ কয়েকটি ভাজে ভাজ করে নিতে হবে।ভাজ করা হয়ে গেলে পেন্সিল দিয়ে দাগ করে নিতে হবে এবং দাগকৃত অংশে কেচি দিয়ে কেটে নিতে হবে।
দ্বিতীয় ছবির মতো হবে কাটার পরে।তারপর...


20211011_133612.jpg

20211011_133602.jpg

ধাপ-২:প্রতিটা ফুল হয়ে গেলে ধাপে ধাপে একটি করে ঠিক পিছনে আঠা দিয়ে লাগাতে হবে।কাগজ কেচি দিয়ে কুচিয়া করে কেটে মাঝখানের ফাকা অংশে পরিয়ে দিতে হবে।তারপর...


20211011_133551.jpg

20211011_133540.jpg

ধাপ-৩:রঙিন পেপার লম্বা লাঠি করে নিতে হবে।এরপর একটু পেপার দিয়ে পাতা আকারে কেটে নিতে হবে।তারপর ডান্টির সাথে আঠা দিয়ে পাতাটা লাগিয়ে দিতে হবে।তারপর...


20211011_133528.jpg

ধাপ-৪:ডান্টি প্রস্তুত হয়ে গেলে ডান্টির মাথায় একটু আঠা দিয়ে শাপলা ফুলটা বসাতে হবে।


20211011_133422.jpg

20211011_133512.jpg

অতঃপর হয়ে গেলো সেই আমাদের কাঙ্ক্ষিত সেই শাপলা তৈরি হয়ে গেলো।*

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

বরাবরই আপনি খুব সুন্দর সুন্দর ড্রাই আমাদেরকে উপহার দিয়েছেন তেমনি আজকে আপনার বানানো রঙিন পেপার দিয়ে শাপলা ফুল গুলো দেখতে অসাধারণ লাগছে বিশেষ করে লাল শাপলা।

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

বাহ আপনি অনেক সুন্দর ভাবে শাপলা ফুল তৈরি করেছেন,খুবই সুন্দর দেখাচ্ছে। সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। সেই সাথে শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনের ছবি ও শেয়ার করেছেন। শুভকামনা রইলো আপনার জন্য

ধন্যবাদ ভাইয়া আপনার মতামত কমেন্টের মাধ্যমে প্রকাশ করার জন‍্য।

 3 years ago 

বাংলাদেশের জাতীয় ফুল শাপলা অনেক সুন্দর করে বানিয়েছেন আপনি। খুব ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে

ধন্যবাদ আপু আপনার মতামত কমেন্টের মাধ্যমে প্রকাশ করার জন‍্য।

 3 years ago 

আমাদের জাতীয় ফুল শাপলা। আপনি এই জাতীয় ফুল খুবই সুন্দরভাবে কাগজ দিয়ে তৈরি করেছেন। আমার অনেক ভালো লেগেছে আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া আপনার মতামত কমেন্টের মাধ্যমে প্রকাশ করার জন‍্য।

 3 years ago 

বিভিন্ন ধরনের রঙিন কাগজ দিয়ে তৈরি শাপলা ফুল গুলো খুবই সুন্দর হয়ছে। প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ। শুভকামনা রইল

ধন্যবাদ ভাইয়া।

ওয়াও ভাইয়া ইউনিক একটি শাপলা ফুল তৈরি করেছেন।এক কথায় অসাধারণ হয়েছে বিশেষ করে বিভিন্ন রঙের কাগজের একসাথে ব্যাবহার ফুলটাকে আরো সুন্দর ফুটিয়ে তুলেছে।শুভকামনা রইলো ভাইয়া আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া।

ভাই অসাধারণ হয়েছে আপনার কাগজের তৈরি শাপলা ফুল। শাপলা আমাদের জাতীয় ফুল আপনি এই ফুলটার আরো সুন্দর রং দিয়েছেন যা আমার কাছে অনেক ভালো লাগছে শুভেচ্ছা রইল ভাই আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া আপনার অনুভূতি প্রকাশ করার জন‍্য।

 3 years ago 

ভাই শাপলা ফুলগুলো খুব সুন্দর দেখাচ্ছে। দেখে মনে হচ্ছে খুব কষ্ট করে এগুলো তৈরি করেছেন। অসাধারণ হয়েছে ভাই আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া আপনার মতামত কমেন্টের মাধ্যমে প্রকাশ করার জন‍্য।

 3 years ago 

ভাইয়া আপনার শাপলা ফুল তৈরি খুবই সুন্দর হয়েছে মনে হচ্ছে সত্যি ফুলগুলো ফোটে আছে। উপস্থাপনাটা খুবই সুন্দর ছিল। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপু আপনার মতামত কমেন্টের মাধ্যমে প্রকাশ করার জন‍্য।

প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ। শুভকামনা রইল

ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64544.47
ETH 3417.27
USDT 1.00
SBD 2.48