রেসিপি : || 🤪🤪নতুন আলু এবং মুলার মিশ্রনে বাটা মাছের ঝোল রান্না রেসিপি😋😋 ||

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@rafi4444 বাংলাদেশের নাগরিক।

আজ - ১৫ মাঘ | ১৪২৮ বঙ্গাব্দ | সোমবার | শীতকাল |


আমি রফিকুল ইসলাম,আমার ইউজার নাম @rafi4444।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে 🤪🤪নতুন আলু এবং মুলার মিশ্রনে বাটা মাছের ঝোল রান্না রেসিপি😋😋 সম্পর্কে উপস্থাপনা করবো । আশাকরি আপনাদের ভালো লাগবে। আমার এই পোস্টের ১০% বেনিফিশিয়ার @shy-fox এর জন‍্য।


IMG_20220131_093355.jpg


🤪🤪নতুন আলু এবং মুলার মিশ্রনে বাটা মাছের ঝোল রান্না রেসিপি😋😋।
Device : Redmi 10 prime

চলুন শুরু করা যাক

প্রয়োজনীয় উপকরন

  • বাটা মাছ
  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ ও লাল মরিচ
  • আলু
  • মুলা
  • তেল
  • সজ

কাজের ধারা


IMG_20220131_150530.jpg

IMG_20220131_150546.jpg

IMG_20220131_150453.jpg

  • ধাঁপ-০১
    প্রথমে সকল প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে হবে। এবার নতুন আলু মাঝখান দিয়ে কেটে পরিস্কার একটি রাখতে হবে এবং মুলা আলাদা ভাবে কেটে একটি পাত্রে রাখতে হবে। এরপর বাটা মাছ প্রয়োজনমতো কেটে নিয়ে ধৌত করে একটি পাত্রে রাখতে। তারপর...

IMG_20220131_150509.jpg

IMG_20220131_150439.jpg

IMG_20220131_150614.jpg

IMG_20220131_150912.jpg

  • ধাঁপ-০২
    এবার কড়াইপাত্রের উপর একটু তেল দিতে হবে এবং বাটা মাছের সাথে একটু হলুদ এবং লবন মিশিয়ে মাছগুলো একে একে কড়াইপাত্রের উপর ছেড়ে দিতে হবে। তেলে ভাঁজি হয়ে গেলে ভাঁজা মাছগুলো পরিস্কার একটি পাত্রে রাখতে হবে। তারপর...*

IMG_20220131_150632.jpg

IMG_20220131_150421.jpg

  • ধাঁপ-০৩
    এবার পেঁয়াজ এবং কাচা মরিচ,লাল মরিচ শিলপাটাতনে বেটে নিতে হবে। এরপর আবার কড়াইপাত্রটি চুলার উপর রেখে তেল দিতে হবে প্রয়োজন মতো। তারপর...

IMG_20220131_150656.jpg

IMG_20220131_150711.jpg

IMG_20220131_150749.jpg

  • ধাঁপ-০৪
    কড়াইপাত্রের উপর তেল দেওয়ার মধ্যে পেঁয়াজ ও লাল,কাচা মরিচ বাটা কড়াই পাত্রের মধ্যে ছেড়ে দিতে হবে। এবার চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে লবন,হলুদ দিয়ে। তারপর...

IMG_20220131_150814.jpg

IMG_20220131_150830.jpg

IMG_20220131_150847.jpg

  • ধাঁপ-০৫
    চামচ দিয়ে নাড়িয়ে দেওয়া বাটা গুলোর মধ্যে আলু এবং মুলা ঠেলে দিতে হবে। ভালোভাবে চামচ দিয়ে নাড়তে হবে যেন তরকারি গুলোর সাথে বাটা মসলা গুলো লেগে যায়। তারপর...

IMG_20220131_150926.jpg

IMG_20220131_150947.jpg

IMG_20220131_151009.jpg

  • ধাঁপ-০৬
    এবার তরকারি গুলো চামচের সাহায্যে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এবং তরকারি থেকে যখন একটু ভাব বেড়োবে তখন পানি ঠেলে দিতে হবে। তারপর...

IMG_20220131_151021.jpg

IMG_20220131_151101.jpg

IMG_20220131_151120.jpg

  • ধাঁপ-০৭
    এবার কড়াইপাত্রে যখন পরিমান মতো পানি দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। কড়াইপাত্রে থাকা তরকারি উতলে যাওয়ার জন‍্য চুলার আর্চ বাড়িয়ে দিতে হবে ৫-১০ মিনিট। অতঃপর যখন পানি উতলানো শুরো করবে তখন বাটা মাছগুলো কড়াইপাত্রের উপর ঠেলে দিতে হবে। এভাবে কিছুক্ষণ আর্চ বাড়িয়ে রাখতে হবে।

IMG_20220131_093318.jpg

IMG_20220131_093251.jpg

অতঃপর তৈরি হয়ে গেলো 🤪🤪নতুন আলু এবং মুলার মিশ্রনে বাটা মাছের ঝোল রান্না রেসিপি😋😋।

ধন্যবাদ সবাইকে

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Amar_Bangla_Blog_logo.jpg

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

Sort:  
 3 years ago 

বাটা মাছ আমার অনেক পছন্দের একটি মাছ।গ্রামের বাসায় গেলে প্রায় সময় পুকুর থেকে মাছ তুলে খাওয়া হয়। আপনি নতুন আলু এবং মুলা দিয়ে খুব সুন্দর ভাবে বাটা মাছের রেসিপি তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করার জন‍্য

 3 years ago 

আপনার রান্না সত্যিই ভাল লাগছে, এবং রেসিপিটি তৈরি করা খুব সহজ, সুস্বাদু খাবার ভাগ করার জন্য আপনাকে ধন্যবাদ

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনাকে স্বাগতম

 3 years ago 

ভাই আমি আপনার আলু গুলো দেখে প্রথমে ভেবেছিলাম আপেল কেটেছে। আলু গুলো খুবই সুন্দর গোলাপি রঙের মনে হচ্ছে। আপনার রান্না ধারাবাহিকতা দেখে আমি খুব মুগ্ধ হলাম । আপনি খুব সুন্দর করে দক্ষতা সহকারে আলু আর মুলা দিয়ে বাটা মাছের ঝোল রেসিপি তৈরি করেছেন । আপনার রেসিপি খুবই অসাধারণ হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ। ভালো থাকবেন।

ধন্যবাদ সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন‍্য।

 3 years ago 

নতুন আলু এবং মুলার মিশ্রনে বাটা মাছের ঝোল রান্না রেসিপি অনেক সুন্দর হয়েছে দেখে তো লোভ সামলাতে পারলাম না খেতে ইচ্ছা করছে ভাই অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করেছেন

ধন্যবাদ

 3 years ago 

বাটা মাছের অসাধারণ একটি রেসিপি আপনি প্রস্তুত করেছেন ।।
নতুন আলো এবং মুলা দিয়ে ।।
আপনার রেসিপির কালারটা দারুণ ভাবে ফুটে উঠেছে ।।
মনে হচ্ছে খেতে দারুণ সুস্বাদু হয়েছিল।।
ধাপগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন ।।
শুভেচ্ছা রইল আপনার জন্য।।

ধন্যবাদ

 3 years ago 

ভাই আলু ও মুলা দিয়ে বাটা মাছের ঝোল রেসিপিটা আমার কাছে বেশ অসাধারণ লেগেছে। কালারটা বেশ সুন্দর এসেছে, খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।

অবশ্যই খেতে অনেক সুস্বাদু হয়েছিল।

 3 years ago 

এখন যেহেতু শীতকালীন সময় সেহেতু বাজারে অনেক নতুন আলু উঠেছে। কিছুদিন আগে আমাদের বাজারে গিয়েছিলাম দেখলাম অনেক ধরনের লাল আলু যেগুলো দেখতে অনেক সুন্দর এবং খেতেও মনে হয় খুবই সুস্বাদু হবে। আপনি আমাদের মাঝে নতুন আলঙ এবং বাটা মাছের খুবই সুস্বাদু একটি ঝোল রেসিপি উপস্থাপন করেছেন। রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে । ধন্যবাদ ভাই আপনাকে এমন সুস্বাদু একটি রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকে মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন‍্য

নতুন আলু, মুলা এবং বাটা মাছ দিয়ে অসাধারন একটি রেসিপি তৈরি করেছেন।রেসিপির কালার টা অনেক সুন্দর হয়েছে,দেখে খেতে ইচ্ছে করতেছে। রেসিপির উপস্থাপনা অনেক ভালো হয়েছে। শুভকামনা আপনার জন্য

আমার রেসিপি টি ভালো লাগার জন‍্য অসংখ্য ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56095.11
ETH 2533.38
USDT 1.00
SBD 2.23