রেসিপি : || নতুন আলু,লাউ,কুমড়া বড়ি মিশ্রনে ঝাঁটকা ইলিশ মাছের ঝোল || ১০% লাজুক খ‍্যাঁকের জন‍্য বরাদ্দ।

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@rafi4444 বাংলাদেশের নাগরিক।

আজ - ০৯ মাঘ | ১৪২৮ বঙ্গাব্দ | রবিবার | শীতকাল |


আমি রফিকুল ইসলাম,আমার ইউজার নাম @rafi4444।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে নতুন আলু,লাউ,কুমড়া বড়ি মিশ্রনে ঝাঁটকা ইলিশ মাছের ঝোল সম্পর্কে উপস্থাপনা করবো ।আশাকরি আপনাদের ভালো লাগবে। আমার এই পোস্টের ১০% বেনিফিশিয়ার @shy-fox এর জন‍্য।


IMG_20220123_110514.jpg


ঝাঁটকা ইলিশ মাছের ঝোল রেসিপি।
Device : Redmi 10 prime.

চলুন শুরু করা যাক

প্রয়োজনীয় উপকরন

  • ঝাঁটকা ইলিশ মাছ
  • পেঁয়াজ
  • মরিচ
  • রসুন
  • জিরে,গরম মসলা
  • লবন
  • হলুদের গোড়া
  • তেল
  • সজ
  • আলু
  • লাউ

কাজের ধারা


IMG_20220123_105617.jpg

IMG_20220123_105634.jpg

IMG_20220123_105651.jpg

  • ধাপ-০১
    প্রথমে সকল প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে হবে। এবার নতুন আলু এবং লাউ কেটে একটি পাত্রে রাখতে হবে। আলু এবং লাউ ধৌত করে পরিস্কার পাত্রে রাখতে হবে। তারপর...

IMG_20220123_105711.jpg

IMG_20220123_105729.jpg

  • ধাপ-০২
    পেঁয়াজ এবং মরিচ প্রয়োজন মতো একটি পাত্রে রাখতে হবে। ঝাঁটকা ইলিশ মাছ গুলো সুন্দর করে ধৌত করে পরিস্কার একটি পাত্রে রাখতে হবে। তারপর...

IMG_20220123_105759.jpg

IMG_20220123_105744.jpg

  • ধাপ-০৩
    এবার পেঁয়াজ এবং মরিচ পাঁটাতনে বেটে নিতে হবে এবং কুমড়ার বড়িগুলো একটি পাত্রে রাখতে হবে। তারপর...

IMG_20220123_105846.jpg

IMG_20220123_105817.jpg

IMG_20220123_105833.jpg

IMG_20220123_110212.jpg

  • ধাপ-০৪
    কড়াই পাত্রের উপর একটু তেল দিয়ে ধৌত করা ঝাঁটকা ইলিশ মাছ গুলো ভেঁজে নিতে হবে এবং পরিস্কার একটি রাখতে হবে। তারপর...

IMG_20220123_105904.jpg

IMG_20220123_110223.jpg

  • ধাপ-০৫
    ঐ কড়াই পাত্রের কুমড়ার বড়ি গুলো একটু ভেঁজে নিতে হবে এবং একটি পাত্রে রাখতে হবে। তারপর...

IMG_20220123_105940.jpg

IMG_20220123_105955.jpg

IMG_20220123_110011.jpg

IMG_20220123_110025.jpg

  • ধাপ-০৬
    আবারো কড়াই পাত্রের উপর তেল দিতে হবে এবং পেঁয়াজ ও মরিচ বাটা তেলের উপর ছেড়ে দিতে হবে। সুন্দর করে ভালো ভাবে চামচ দিয়ে নাড়িয়ে দিতে হবে ঘনঘন। একটু লবন দিয়ে আবারো নাড়িয়ে দিতে হবে। তারপর...

IMG_20220123_110050.jpg

IMG_20220123_110104.jpg

IMG_20220123_110120.jpg

  • ধাপ-০৭
    ঘনঘন চামচ দিয়ে নাড়িয়ে দেওয়ার পর সবজিগুলো কড়াই পাত্রের উপর ঠেলে দিতে হবে। তারপর...

IMG_20220123_110132.jpg

IMG_20220123_110240.jpg

IMG_20220123_110303.jpg

  • ধাপ-০৮
    কড়াই পাত্রে ঠেলে দেওয়া সবজিগুলো চামচ দিয়ে ভালো ভাবে নাড়িয়ে দেওয়ার পর তেলে ভেঁজে নেওয়া কুমড়ার বড়ি গুলো সবজির মধ্যে ছেড়ে দিতে হবে এবং তা ভালো ভাবে চামচ দিয়ে নেড়ে দিতে হবে। তারপর...

IMG_20220123_110320.jpg

IMG_20220123_110339.jpg

IMG_20220123_110355.jpg

  • ধাপ-০৯
    এরপর কড়াইপাত্রে থাকা সবজির মধ্যে থেকে ভাব বেড়োলে পানি ঠেলে দিতে হবে। পানি ঠেলে দেওয়ার পর চুলার আর্চ বাড়িয়ে দিতে হবে। যখন কড়াই পাত্রে থাকা পানি উতলাবে তখন ঝাঁটকা ইলিশ মাছ গুলো ছেড়ে দিতে হবে। এভাবেই ৫-১০ মিনিট চুলার আর্চ বাড়িয়ে রাখতে হবে।

IMG_20220123_110457.jpg

IMG_20220123_110412.jpg

  • শেষধাপ
    এভাবেই তৈরি হয়ে যাবে আমাদের নতুন আলু,লাউ,কুমড়া বড়ি মিশ্রনে ঝাঁটকা ইলিশ মাছের ঝোল।

ধন্যবাদ সবাইকে

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Amar_Bangla_Blog_logo.jpg

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

Sort:  
 3 years ago 

আপনার রান্না করা জাটকা ইলিশ মাছের রেসিপি টি দারুণ হয়েছে ভাইয়া। আপনি দেখছি অনেক কিছু যুক্ত করেছেন। আলু, লাউ আবার কুমড়া বড়ি। আমি এই কুমড়ো বড়ি কখনো খাই নি। খুবই খাওয়ার ইচ্ছা। যাই হবে সব মিলিয়ে দারুণ ছিলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

কুমড়ার বড়ি যে খেয়েছে বারবার খেতে চাইবে। আপনি একবার ট্রাই করে দেখতে পারেন ভাইয়া।

 3 years ago 

ভাইয়া আপনি অসাধারণ একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছে। লাউ, আলু, কুমড়ো বড়ি দিয়ে ঝাটকা ইলিশ মাছের অসাধারণ একটি রেসিপি। তবে আমার মনে হয় এটা জাটকা ইলিশ নয়, এটা মনে হয় ঢেলা মাছ। আর বেলা মাছ খুবই সুস্বাদু মাছ এবং এই মাছে প্রচুর পরিমাণে কাটা থাকে। যাই হোক আপনি অসাধারণ রেসিপি শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। দেখে বুঝা যাচ্ছে খুব মজাদার হয়েছে। এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

একই মাছ বিভিন্ন জায়গাই বিভিন্ন নামে পরিচিত। আমাদের এই খানে ঝাঁটকা নামেই পরিচিত ভাইয়া। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন‍্য।

 3 years ago 

বাহ ভাইয়া আপনার রেসেপিটি দেখে জিহ্বাে পানি চলে আসলো। আপনার রেসেপিটি দেখতে লোভনীয় হয়েছে। ধাপগুলোও অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভাইয়া

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ভাইয়া এই মাছ আমার কাছে অনেক ভালো লাগে। কারণ এই মাছ মুচমুচে ভেজে খেতে বেশ মজার।আর আপনি তো দেখি এটি রান্না করেছেন। খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন আপনি।

ধন্যবাদ আপু। সাপোর্ট দিয়ে পাশেই থাকুন💖

 3 years ago 

আপনার রেসিপি দেখে আমার খাইতে ইচ্ছা করতেছে,হা হা।আপনি খুবই ভালো একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করছেন।ববর্তমানে বাজারে নতুন আলু পাওয়া যায় নতুন আলু দিয়ে জা কিছু রান্না করি ভালো একটা স্বাদ চলে আসে।আপনাকে ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য

মন্তব্য করার জন‍্য ধন্যবাদ। বানানের বেলায় একটু খেয়াল রাখবেন।

 3 years ago 

লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করলে খুব মজা লাগে আমার কাছে ভালো লাগে। তবে আমি কখনো ঝাটকা ইলিশ খাইনি কুমড়ার বড়িও খাইনি জানিনা কেমন লাগে খেতে। ছোট ছোট মাছগুলো ভাজার পর দেখতে বেশি লোভনীয় লাগছে আমার কাছে মনে হচ্ছে একটা নিয়ে খেয়ে ফেলি। খুব সুন্দর ভাবে আপনি মাছের রেসিপি শেয়ার করেছেন দেখে মনে হচ্ছে খুবই মজাদার একটি খাবার হয়েছে।

অবশ্যই ঝাঁটকা ইলিশ খেতে অনেক সুস্বাদু লাগে। কুমড়ার বড়ি আরো টেষ্ট লাগে খেয়ে দেখবেন আপু।

আলু,লাউ,কুমড়া বড়ি মিশ্রনে ঝাঁটকা ইলিশ মাছের ঝোল চমৎকার করে একটা রেসিপি তৈরি করেছেন। অনেক ভালো লাগলো রেসিপি টা দেখে। আর যা বুঝলাম অনেক টেস্ট হয়েছে খেতে। ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে শেয়ার করার জন্য।

আমার রেসিপি টা আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম

 3 years ago 

আলু,লাউ,কুমড়া বড়ি মিশ্রনে ঝাঁটকা ইলিশ মাছের ঝোল রেসিপি দেখে তো খেতে ইচ্ছা করছে ভাই অনেক সুন্দর করে রেসিপি তৈরি করেছেন দারুন হয়েছে এভাবে রান্না করে খেতে অনেক সুস্বাদু ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো

ধন্যবাদ আপনাকেও সুন্দর মন্তব্য করার জন‍্য।

 3 years ago 

জাটকা ইলিশ মাছ ধরা যেমন আইনত দণ্ডনীয় অপরাধ' আমি মনে করি খাওয়াটাও তেমনি অপরাধ। 🤔🤔🤔
যাহোক রেসিপিটা দারুন ভাবে প্রস্তুত করেছেন ।দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে ।
কালারটা দারুণ ভাবে ফুটেছে ।।
ধাপগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন ।
শুভেচ্ছা রইল আপনার জন্য।।
তবে জাটকা ইলিশ থেকে বিরত থাকবেন দেশরক্ষার জন্য।।

হাহাহা জানিনা ভাইয়া তেমন একটা। অপরাধ হলে যে মাছ গুলো ধরছে তাকে আগে শাস্তি দেওয়া হোক। যাইহোক মন্তব্য করার জন‍্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56787.81
ETH 2507.96
USDT 1.00
SBD 2.24