বাংলাদেশের সবচেয়ে বড় হাইপার মার্কেটে ঘুরতে যাওয়ার কিছু মুহূর্ত(10% beneficiary @shy-fox)
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন।আশা করছি মহান সৃষ্টিকর্তার দোয়ায় সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।সবার কাছে আশা করবো সবাই সাবধানে থাকবেন।কারন বাংলাদেশ এবং ভারতে কোভিড-১৯ এর অবস্থা খুব খারাপ।আজকে আমি ভালো থাকলে আমার পরিবার ভালো থাকবে।তাই আগে নিজে সাবধান হবো এবং আমাদের পরিবারকে সুরক্ষিত রাখবো।গতকাল ঘুরতে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে।যেহেতু আমি এই এলাকায় থাকি তাই আমার জন্য যাওয়া অনেক সহজ হয়েছিল। বিকালে আমার বন্ধু সাব্বির ফোন দিয়ে বললো যে,যমুনাতে যাব ফোন কেনার জন্য।কিন্তু কাল বুধবার ছিল এইটা আমার মনে ছিল না। কারণ বুধবার যমুনা ফিউচার পার্ক বন্ধ থাকে।আমার বন্ধু ইতিমধ্যে এসে পরেছে। তাই তাকে বললাম যে তুমি যেহেতু এসেছো তাই চলো যমুনার হোলসেল থেকে ঘুরে আসি।আর আগেই বলে রাখি এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় হাইপার মার্কেট।আজকে এখানে কি করলাম সেটাই আপনাদের সামনে তুলে ধরবো এবং কিছু ফটোগ্রাফি শেয়ার করবো। বেশি কথা না বলে চলেন শুরু করি।
এইটা হচ্ছে ঠিক নিচ তলা দিয়ে ঢোকার প্রথম সিঁড়ি। কারন এই মার্কেটটি পুরোটা আন্ডারগ্রাউন্ডে।সুন্দর করি এইভাবে ইলেকট্রিক সিঁড়ি দেওয়া হয়েছে। যা খুব আরাম দায়ক।
এইটা হচ্ছে এই মার্কেট এর সাইন বোর্ড। যেখানে এই মার্কেটের কিছু বর্ণনা দেওয়া আছে।
ঢোকার পরেই খুব সুন্দর করে সাজানো আছে ট্রলি এবং ব্যাগ রাখার জন্য আলমিরা।এখানে একজন কর্মি আছে যিনি ব্যাগ গুলো নিয়ে একটা করে টোকেন দিয়ে দেয়।ঢোকার পর ডানে এবং বামে দুই পার্শেই এই রকম সিস্টেম আছে।
ভিতরে ঢোকার আগে যে সামনের জায়গাটা এখানেই অনেক গুলো শপ রয়েছে যেখানে জিম করার সরঞ্জাম,টবের গাছ,অ্যাকুরিয়াম এর মাছ এবং বডি মাসাজ এর যন্ত্রপাতি পাওয়া যায়।এবার চলেন একে সব গুলো শপ দেখাই।
হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন যে, বডি মাসাজ এর এবং জিম করার জন্য কিছু প্রোডাক্ট। খুব সুন্দর করে সাজানো। আর বডি মাসাজ এর যন্ত্রগুলো আছে আপনি চাইলে ১৫ মিনিট এর জন্য বডি মাসাজ করতে পারবেন। কিন্তু এইটার জন্য পেমেন্ট করতে হবে।
এখানে সুন্দর একুরিয়ামের সুন্দর সুন্দর অনেক পাওয়া যায়। যা দেখতে অনেক ভালো লাগে।
এখানে সবচেয়ে ভালো লাগলো যে, এখানে অনেক সুন্দর সুন্দর টবের গাছ পাওয়া যায়। যা অনেক ভালো লেগেছে আমার কাছে।
এখানে অনেক সুন্দর লাগতেছিল অ্যাকুরিয়াম ভিতরের মাছগুলো।
এখানে সুন্দর একটি কফি শপ রয়েছে। যেখানে স্নাক্স আইটেম সহ অনেক কিছু পাওয়া যায়।
এখানে দুইটা ব্যাংক আছে । নরমাল কাজের জন্য এখানে ইবিএল এবং ব্র্যাক ব্যাংক রয়েছে।
এর মাঝে যখন ঘুরে দেখতে ছিলাম আমার বন্ধু সাব্বির বলতেছিল যে ভাই আমি একটু বডি মাসাজ করে নিবো।যেমন কথা তেমন কাজ সাব্বির শুয়ে পড়লো এবং সাথে ১০০ টাকা ধরিয়ে দিলো। আর আমাকে বলতেছিল যে ভাই অনেক ভালো লাগতেছে।
এইটা হচ্ছে ভিতরে ঢোকার মেইন গেইট।আমরা আমাদের বাহিরের ঘোরাঘুরি শেষ করে ভিতরে গেয়েছিলাম।
এখানে অনেক গুলো সারি আছে যা ছবিতে দেখে শেষ করা যাবে না। আমি যতোটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি।
এগুলো হচ্ছে এখানকার কাউন্টার। অনেক গুলো কাউন্টার রয়েছে।যেখানে অনেক কাস্টমারের এক সাথে আসলে সমস্যা হবে না।
এইটা হচ্ছে কিডস জোন।এখানে বাচ্চাদের জন্য অনেক রকম খেলার সরঞ্জাম আছে ।যা আপনাদের ছেলে মেয়েদেরকে রেখে শপিং করতে পারবেন। এখানে দেখার জন্য কয়েকজন আছে তারা বাচ্চাদের দেখার জন্য থাকে।
আর আজকে এখানেই শেষ করছি আজকের আমার হোলসেল মার্কেটের বর্ণনা। জানি না কতোটুকু আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। যদি কোনো ভুলত্রুটি হয় ক্ষমার চোখে দেখবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি।দেখা হবে অন্য কোন দিন অন্য কিছু নিয়ে।
ফটোগ্রাফি | রবিউল ইসলাম |
---|---|
ডিভাইস | Realme 7 Pro |
ছবি তোলার স্থান | লোকেশন |
আমি রবিউল ইসলাম। আমার স্টীমিট আইডি @rabiul365। আমি একজন বাংলাদেশি।আমি আমার দেশকে নিয়ে গর্ববোধ করি।কারন আমি আমার মায়ের ভাষায় কথা বলি।দেশ আমার ভাষা আমার।আমি বর্তমানে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছি।আমি একজন সপ্ন বিভোর মানুষ।সপ্ন দেখতে পছন্দ করি।ভ্রমন আমার খুব পছন্দের কাজ।ভ্রমন ভালবাসি।মাঝে মাঝে নিজের মনের ভাবকে প্রকাশ করতে আঁকাআঁকি করে থাকি।চেষ্টা করি নতুন কিছু করার,কারন সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
বাংলাদেশের সবচেয়ে বড় এই সুপার মার্কেটে আমি বেশ কয়েকবার গিয়েছি। এখানকার পরিবেশটা এতটাই বড়লোক যে সেখানে গিয়ে কেনাকাটা করতে খুবই ভালো লাগে। এটা আমাদের বাংলাদেশের জন্য একটি গর্ব বলা যেতে পারে। আপনি খুব সুন্দর করে মার্কেটের ফটোগ্রাফি করেছে এবং তা সকলের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এবং শুভকামনা আপনার জন্য ভাইয়া।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের জন্য।
আপনি খুব সুন্দর করে ফটোগ্রাফির মাধ্যমে যমুনা হোলসেল মারকেট তুলে ধরেছেন। আমার কাছে বডি মাসাজ চেয়ারটা খুব ইন্টারেস্টিং লেগেছে। কিডস জোনটাও ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে ডিটেইলসে সব শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।
সাথে থেকে যমুনা হোলসেল মার্কেট ভ্রমণ, মন্দ ছিলনা।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের জন্য।
আসবেন আবার।