#DIY-এসো নিজে করি "শীতকালীন গ্রামীণ পরিবেশ "এর অংকন পদ্ধতি(10% beneficiary @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন।আশা করছি মহান সৃষ্টি কর্তার দোয়ায় ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।আজকে সারাদিন বাহিরে বের হই নাই।টুকিটাকি হাতের কাজ ছিল এগুলো করেছি।বিকালে ভাবলাম যে,অনেক দিন হল আর্ট করি না।তাই আর্ট নিয়ে বসলাম।আপনাদের মাঝে আজকে আর্টের বিষয়ে খুঁটিনাটি শেয়ার করবো।আজকে আপনাদের মাঝে "শীতকালীন গ্রামীণ পরিবেশ " অংকন পদ্ধতি নিয়ে আলোচনা করব।বেশি কথা না বলে চলেন শুরু করি।

"শীতকালীন গ্রামীণ পরিবেশ "

IMG20220119212900.jpg

ডিভাইসঃ Realme 7 Pro

উপকরণ


WhatsApp Image 2022-01-15 at 10.50.09 AM.jpeg

  • স্কেল
  • শার্পনার
  • অফসেট পেপার
  • ২b,HB পেন্সিল

১ম ধাপঃ
অফসেট পেপারে ২b পেন্সিলের সাহায্যে অংকনের নির্দিষ্ট স্থান স্কেল দিয়ে চিহ্নিত করি।

WhatsApp Image 2022-01-15 at 10.51.50 AM.jpeg

২য় ধাপঃ
পেপারের অর্ধেক জায়গার ঠিক বাম পাশে করে একটি ঘর অংকন করি।

WhatsApp Image 2022-01-15 at 10.53.21 AM.jpeg

৩য় ধাপঃ
একইভাবে প্রথম ঘরের পাশাপাশি আরেকটি ঘর অংকন করি।

WhatsApp Image 2022-01-15 at 10.54.19 AM.jpeg

৪র্থ ধাপঃ
২টি ঘর হতে বাম ও ডান পাশের অংশ নির্দিষ্ট করি এবং চিত্রের ন্যায় অংকন করি।

WhatsApp Image 2022-01-15 at 10.56.47 AM.jpeg

৫ম ধাপঃ
অফসেট পেপারের ডান পাশ হতে নিচের দিকে করে একটি রাস্তা অংকন করা হলো।

WhatsApp Image 2022-01-15 at 10.57.31 AM.jpeg

৬ষ্ঠ ধাপঃ
রাস্তার বাম অংশের লাইন বরাবর একটি খেঁজুর গাছ অংকন করি এবং প্রয়োজনীয় অংশ চিহ্নিত করি।

WhatsApp Image 2022-01-15 at 10.59.31 AM.jpeg

৭ম ধাপঃ
চিত্রের ন্যায় আরো কিছু অংশ নির্দিষ্টকরণ করি।

WhatsApp Image 2022-01-15 at 11.01.19 AM.jpeg

৮ম ধাপঃ
সামগ্রিক অংকন 2b পেন্সিলের সাহায্যে করা হলো এবং অংকনের পূর্ণাঙ্গতা করা হলো।

WhatsApp Image 2022-01-19 at 9.43.58 PM.jpeg

৯ম ধাপঃ
অতপর 6B. পেন্সিলের সাহায্যে প্রয়োজনীয় অংশ গাঢকরণের মাধ্যমে অংকন সমাপ্ত করি।

WhatsApp Image 2022-01-15 at 11.03.50 AM.jpeg

IMG20220119210706.jpg

আর আজকে এখানেই আমি শেষ করলাম "শীতকালীন গ্রামীণ পরিবেশ "এর চিত্র।জানি না কেমন হয়েছে।যদি কোন ভুলত্রুটি হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন।আজকে এখানেই বিদায় নিচ্ছি।আরেকদিন দেখা হবে অন্য কিছু নিয়ে।সবার সুস্বাস্থ্য কামনা করছি।

সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।

Sort:  
 3 years ago 

দাদা সত্যিই আপনার অংকন দক্ষতার প্রশংসা না করে পারছি না।আপনি অসাধারণ একটি শীতকালীন গ্রামীণ চিত্র অঙ্কন করেছেন বিশেষ করে গাছের মধ্যে খেজুর সংগ্রহ করার অংকন টা দারুন হয়েছে। অনেক নিখুঁত করে আপনি অঙ্কন করেছেন তা আপনার চিত্র দেখেই বোঝা যাচ্ছে।অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি চিত্র এঁকে আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপনার এতো সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

রং না করে ও দারুন লাগছিলো অংকন টি। বিশেষ করে ফাইনাল লুকিয়ে এসে একদম ফুটে উঠেছে। আর খেজুর গাছ থেকে দারুন করে এঁকেছেন। সব মিলিয়ে পার্ফেক্ট ছিল
অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

ওয়াও।আপনার অঙ্কনে অসাধারণ দক্ষতা রয়েছে ভাই।খুবই সুন্দর দৃশ্য অঙ্কন করেছেন।দেখেই মুগ্ধ হয়ে গেলাম।চিত্রটি অঙ্কন করার পদ্ধতিও ধাপে ধাপে খুব সুন্দরভাবে দেখিয়েছেন।শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের জন্য।

শীতকালীন গ্রামীণ পরিবেশ আমার কাছে অসাধারণ লাগছে। গ্রামকে ভালোবাসি এবং গ্রামের পরিবেশ কেউ ভালোবাসি।বিশেষ করে শীতকালে খেঁজুর গাছ থেকে রস সংগ্রহ করার অংকন টা আমার কাছে বেশি ভালো লাগছে। পরবর্তীতে আরো সুন্দর অঙ্কন দেখতে চাই আপনার কাছ থেকে। সুন্দর একটি চিত্রাংকন শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.035
BTC 91157.44
ETH 3167.61
USDT 1.00
SBD 3.12