#DIY-এসো নিজে করি 'পাহাড়ের চূড়া ' অংকন পদ্ধতি(10% beneficiary @shy-fox)

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন।আশা করছি মহান সৃষ্টিকর্তার দোয়ায় আপনারা সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।কয়েকদিন দিন হলো ভার্সিটি বন্ধ।আপনারা হয়তো জানেন যে,আমাদের ভার্সিটিতে আন্দোলন চলতিছে।আমি এখনও ঢাকায় যাই নাই।কিছু কাজ আছে এই জন্য সিলেট এই আছি।সারা দিন রুমে বসে থাকি আর হাতের কাজগুলো করি।আজকে ভাবলাম একটা আর্ট করি।তাই আজকে আপনাদের মাঝে 'পাহাড়ের চূড়া ' অংকন পদ্ধতি নিয়ে আলোচনা করব।বেশি কথা না বলে চলেন শুরু করি।

'পাহাড়ের চূড়া ' অংকন পদ্ধতি

IMG20220121200204.jpg

উপকরণ


WhatsApp Image 2022-01-15 at 10.50.09 AM.jpeg

  • অফেসট পেপার
  • শার্পনার
  • 2B,. 6B পেন্সিল
  • স্কেল

১ম ধাপঃ

২B পেন্সিল এর সাহায্যে অংকনের নির্দিষ্ট স্থান চিহ্নিত করি এবং ডান পাশ হতে চিত্রের ন্যায় অংশ চিহ্নিত করি।

WhatsApp Image 2022-01-15 at 11.38.37 AM.jpeg

২য় ধাপঃ

২b পেন্সিলর সাহায্যে চিহ্নিত অংশের ভেতরে এবং বাহিরে কিছু লাইন ড্র করি (হাল্কা এক্সটেনশন সহকারে)।

WhatsApp Image 2022-01-15 at 11.40.00 AM.jpeg

৩য় ধাপঃ

6B পেন্সিলর সাহায্যে পাহাড়ের চূড়ার অংশ হতে গাঢকরণ করি,একজন প্রতীকী ব্যক্তি একই মাধ্যমের পেন্সিল দিয়ে অংকন করি।

WhatsApp Image 2022-01-15 at 11.42.19 AM.jpeg

৪র্থ ধাপঃ

2B পেনসিল এর সাহায্যে এক্সটেনশন লাইন এবং বিভিন্ন অংশ হাল্কা ভাবে স্কেচ সম্পন্ন করি।

WhatsApp Image 2022-01-15 at 11.44.32 AM.jpeg

৫ম ধাপঃ

2B পেন্সিলের সাহায্যে একটি বৃত্তাকার শেইপ উপরের অংশে স্থাপন করি এবং প্রয়োজনীয় এক্সটেনশন লাইন ড্র করি।

WhatsApp Image 2022-01-15 at 11.46.29 AM.jpeg

৬ষ্ঠ ধাপঃ

2B পেনসিল এর সাহায্যে কিছু অংশ গাঢকরণ করি,টিস্যুপেপারের সাহায্যে হাল্কা ঘর্ষণের মাধ্যমে স্কেচিং বিভিন্ন লাইন আপ মিক্সিং করি।

WhatsApp Image 2022-01-15 at 11.49.00 AM.jpeg

৭ম ধাপঃ

6B পেন্সিলের সাহায্যে পাহাড়ের বিভিন্ন অংশ গাঢকরণ করি এবং অঙ্কন সমাপ্ত করি।

WhatsApp Image 2022-01-15 at 11.53.24 AM.jpeg

এভাবেই আজকে আমি শেষ করছি 'পাহাড়ের চূড়া ' অংকন পদ্ধতি।জানি না কেমন হয়েছে।তবে ভালো ভাবে আঁকার চেষ্টা করেছি। যদি কোন ভুলত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি।তবে দেখা হবে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে।

সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।

Sort:  
 2 years ago (edited)

বাহ ভাইয়া আপনি অনেক সুন্দর ভাবে পাহাড়ের চিত্রটি অঙ্কন করেছেন। যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। তাছাড়া ধাপগুলোও অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। তবে ভাইয়া আপনার ফোনের মডেল এবং লোকেশনটা দিতে হবে অবশ্যই আপনার জন্য শুভ কামনা রইলো ভাইয়া৷ ❤️❤️

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

পেন্সিল দিয়ে পাহাড়ের চূড়া অংকন করার কারণে দেখতে আসলে অসাধারণ দেখাচ্ছে। দেখে মনে হচ্ছে একে বারেই সত্তিকারের পাহাড়ের চূড়ার মতন। আবার পাহাড়ের উপরে একটা মানুষ দাঁড়িয়ে থাকার কারণে দেখতে আরো অনেক সুন্দর দেখাচ্ছে। সত্যিই আপনি অসাধারণ অংকন করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার অংকনের প্রতিটি ধাপ অনেক সহজ ভাবে তুলে ধরেছেন। আমার কাছে সব চেয়ে ভালো লেগেছে ৫ম ধাপটি, এখানে অংকনটি অনেক ফুটে উঠেছে। শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

পেন্সিল দিয়ে খুব সুন্দর একটি চিত্র অংকন করেছেন আপনি ভাই।পাহারের চুরাটি সাধারন দেখতে হলেও আপনার দক্ষতা এটিকে অসাধারন করে তুলেছে।ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

অও,অসাধারণ আর্ট করেছেন ভাইয়া।দেখে মুগ্ধ হলাম, পাহাড়ের চূড়ার সুস্পষ্ট ও নিখুঁত অঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65133.17
ETH 3480.37
USDT 1.00
SBD 2.52