গ্রামের প্রাকৃতিক দৃশ্যের শেষ বিকালের কিছু ফটোগ্রাফি(🦊১০% লাজুক খ্যাক এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন।আশা করছি মহান সৃষ্টিকর্তার দোয়ায় সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।সবার কাছে আশা করবো সবাই সাবধানে থাকবেন।গত দুইদিনের ব্যস্ততা কাটিয়ে এখন একটু সময় পেয়েছি।গতকাল কিছু ছবি তুলেছিলাম শেষ বিকালে।আজকে আপনাদের মাঝে এই শেষ বিকালের কিছু ফটোগ্রাফি শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে।বেশি কথা না বলে চলেন শুরু করি।



প্রাকৃতিক দৃশ্যের শেষ বিকালের কিছু ফটোগ্রাফি



🌺📷ফটো-১🌻

IMG20220218173545.jpg



সজিনা গাছের ওপারে সূর্যটাকে দেখতে অনেক ভালই লাগতেছে।সূর্য কিন্তু তার কাজ ঠিকই পালন করে গেল।কারন সে সারাদিন আমাদের রোদ দিয়ে আলো দিয়ে গেলো।কিন্তু একবার ভেবে দেখেনতো আপনি আমি কি আমাদের দায়িত্ব পালন করতেছি। ।

kisspng-transparency-portable-network-graphics-clip-art-tr-happines-my-entry-for-stach-poetry-writing-conte-5d27d052d30489.0902542315628903228643.png



🌺📷ফটো-২🌻

IMG20220218162901.jpg



সামনে যে পানি দেখতে পাচ্ছেন আসলে এইটা একটা ব্রিজের মুখ।এবং শেষে যে সবুজ অরণ্য দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একটা বিল।যেখানে কৃষক তার ফসল বুনেছেন।।

kisspng-transparency-portable-network-graphics-clip-art-tr-happines-my-entry-for-stach-poetry-writing-conte-5d27d052d30489.0902542315628903228643.png



🌺📷ফটো-৩🌻

IMG20220218162915.jpg



পানির ধারে নৌকাটি দেখতে অনেক সুন্দর লাগতেছিল। পাশে সুন্দর সবুজ ফসল।আবার পানি সেঁচের জন্য রয়েছে ছোট কুঠির। ।

kisspng-transparency-portable-network-graphics-clip-art-tr-happines-my-entry-for-stach-poetry-writing-conte-5d27d052d30489.0902542315628903228643.png



🌺📷ফটো-৪🌻

IMG20220218162953.jpg



পানি আর সবুজের সমারোহ যখন এক সাথে মিলিতো হয়। ।

kisspng-transparency-portable-network-graphics-clip-art-tr-happines-my-entry-for-stach-poetry-writing-conte-5d27d052d30489.0902542315628903228643.png



🌺📷ফটো-৫🌻

IMG20220218173357.jpg



শেষ বিকালে সূর্যকে ক্যামেরায় বন্দী করার মুহূর্ত।যখন শেষ বিকালে সূর্য তার শেষ হাঁসিটা দিচ্ছিল।অপরদিকে সবুজ ফসল তার সাথে খেলা করছে।।

kisspng-transparency-portable-network-graphics-clip-art-tr-happines-my-entry-for-stach-poetry-writing-conte-5d27d052d30489.0902542315628903228643.png



🌺📷ফটো-৬🌻

IMG20220219173035.jpg



গ্রামের এই মেঠো পথ যেন অনেক দুর চলে গেছে।চারদিকে সবুজ ফসল।মাঝে সেই পথ।তোমার সাথে হাতে হাত রেখে শেষ বিকালে এই পথ দিয়ে যেতে চাই প্রিয়।।

kisspng-transparency-portable-network-graphics-clip-art-tr-happines-my-entry-for-stach-poetry-writing-conte-5d27d052d30489.0902542315628903228643.png



🌺📷ফটো-৭🌻

IMG20220219173151.jpg



সূর্য তার শেষ হাসিটা হেসে চলে যাচ্ছে।কারন তার আজকের কাজ শেষ।তবে শুধু আমরা আমাদের কাজকে ফেলে রাখি পরে করবো বলে।সূর্যের কাছ থেকেও আমরা শিক্ষা নিতে পারি।।

kisspng-transparency-portable-network-graphics-clip-art-tr-happines-my-entry-for-stach-poetry-writing-conte-5d27d052d30489.0902542315628903228643.png



🌺📷ফটো-৮🌻

IMG20220219173302.jpg



মেঠো পথ থেকে সূর্যের চলে যাওয়ার মুহূর্ত ।

kisspng-transparency-portable-network-graphics-clip-art-tr-happines-my-entry-for-stach-poetry-writing-conte-5d27d052d30489.0902542315628903228643.png



🌺📷ফটো-৯🌻

IMG20220219173345.jpg



পাতা ঝরা এক শিমুল গাছ।সে তার নিজের ক্ষতি করে মানুষের উপকার করে।তার ফুল দিয়ে মানুষ অনেক কাজে ব্যাবহার করে।অথচ আমরা মানুষ হয়ে মানুষের ক্ষতি করার চেষ্টা করি।কারন একটাই আমরা মানুষ।।

kisspng-transparency-portable-network-graphics-clip-art-tr-happines-my-entry-for-stach-poetry-writing-conte-5d27d052d30489.0902542315628903228643.png

আর এভাবেই আমি প্রাকৃতিক দৃশের শেষ বিকালের কিছু ফটোগ্রাফি শেয়ার করলাম আপনাদের মাঝে।জানি না কতটুকু তুলে ধরতে পেরেছি আপনাদের মাঝে।যদি কোন ভুলত্রুটি হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন।সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি।
LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FURruhT9sPApiKPJ2jQCyxqBGJ8CMouEYbxjCJ5DBG92ymVWC56ya5GKPEX3RW...24YvuP3nma9DY9nJtpX8QEv3qc6v59aeKXXXc1wQer45ZbHh98iBjpVRSHxfC82ZEZ9qXhLkaNFTrSda1u2mosa99jUyF2kPgiu3rMBY2TyqY1SUSMFB8YtmVQ.png

ফটোগ্রাফিরবিউল ইসলাম
ডিভাইসRealme 7 Pro
ছবি তোলার স্থানলোকেশন
আমার পরিচয়

IMG20220118113255n.jpg

আমি রবিউল ইসলাম। আমার স্টীমিট আইডি @rabiul365। আমি একজন বাংলাদেশি।আমি আমার দেশকে নিয়ে গর্ববোধ করি।কারন আমি আমার মায়ের ভাষায় কথা বলি।দেশ আমার ভাষা আমার।আমি বর্তমানে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছি।আমি একজন সপ্ন বিভোর মানুষ।সপ্ন দেখতে পছন্দ করি।ভ্রমন আমার খুব পছন্দের কাজ।ভ্রমন ভালবাসি।মাঝে মাঝে নিজের মনের ভাবকে প্রকাশ করতে আঁকাআঁকি করে থাকি।চেষ্টা করি নতুন কিছু করার,কারন সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়।



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


image.png

সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।


115.png

Sort:  
 2 years ago 

গ্রামের প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য আপনি খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছেন। আমার কাছে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে খুবই ভালো লাগে। প্রকৃতি তার সময়ের সাথে সাথে রূপ বদলায়। বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে হানা দেয় যেটা দেখে মুগ্ধ হয় প্রকৃতিপ্রেমীরা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্য করে আমার পাশে থাকার জন্য।

 2 years ago 

গ্রামের আঁকাবাঁকা পথ দিয়ে চলতে কার না ভালো লাগে। আর ঠিক বিকেলে বেলায় যখন গ্রামে রাস্তা দিয়ে হাটা হয় তখন আলাদা একটা অনুভূতি হয়। যা ভাষায় বলে প্রকাশ করা যায় না। আপনার প্রত্যেকটা ছবি ছিল অসাধারণ, বিশেষ করে আপনার ৪ নাম্বার ছবিটা ছিল অসম্ভব সুন্দর।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। শেষ বিকালে সূর্যকে ক্যামেরায় বন্দি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ফটোগ্রাফির মাধ্যমে সুন্দর প্রকৃতি দেখয়ে পেলাম। শুভ কামনা রইল আপনার জন্য

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্য করে আমার পাশে থাকার জন্য।

 2 years ago 

অসাধারন কিছু ছবি দেখলাম আপনার কল্যানে । খুবই ভালো ছবি তুলেন আপনি। আমার কাছে বেশ ভালো লেগেছে আপনার তোলা ছবি গুলো। আপনার পাকা হাত দেখেই বুঝা যাচ্ছে। কারণ অনেক সুন্দর ছবি তুলেন। শুভেচ্ছা রইলো ভাই এতো সুন্দর সুন্দর ছবি উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

গাছপালার উপর দিয়ে তোলা সূর্যের ছবি আমার কাছে বেশ ভালো লাগলো। আমার ক্যামেরায় সূর্যের ছবি তুলতে গেলে বাস্তবের চাইতেও অনেক ছোট হয়ে যায়। অনেকটা মার্বেলের মতো দেখতে হয়ে যায়। কি সমস্যা বুঝতে পারি না। আপনার ছবিতে সূর্যটা বাস্তবের মতোই লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে আপনার সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

গ্রাম বাংলার পরিবেশ এখন যতটা শান্ত মসৃণ এবং সুন্দর অন্য কোন সময় এত সুন্দর দেখা যায় না 👌👌 কারণ এখন চলছে বসন্তকাল গাছে গাছে ফুটেছে ফুলের মেলা🌹🌹 দারুন ফটোগ্রাফি করেছেন ভাইয়া আপনি গ্রামের প্রাকৃতিক দৃশ্যের 👌👌সাথে সুন্দর বর্ণনা করেছেন👌👌 শুভেচ্ছা রইল আপনার 🌹🌹জন্য

 2 years ago 

ধন্যবাদ ভাই আমাকে উৎসাহিত করার জন্য। ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

সত্যি ভাই আপনার ফটোগ্রাফি গুলো দুর্দান্ত ছিল। আপনি অনেক সুন্দর করে আপনার গ্রামের দৃশ্য গুলো ক্যাপচার করেছে। এবং গ্রামের মেঠোপথ দেখতে বেশ দারুন লাগছে। আপনার প্রতিটি ফটোগ্রাফি গ্রামের কথাই বলছে। আর এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মতামত দিয়ে আমার পাশে থাকার জন্য।

 2 years ago 

অসম্ভব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। গ্রামের-প্রাকৃতিক-দৃশ্য গুলো দেখতে খুব চমৎকার দেখাচ্ছে। প্রথম এবং দ্বিতীয় ছবিটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আপনি খুব চমৎকারভাবে প্রত্যেকটি ফটোগ্রাফি করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আমার ছবিগুলো আপনার কাছে ভাল লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

গ্রামীন পরিবেশের খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। আপনার ফটোগ্রাফি গুলো এতটা সুন্দর হয়েছে যা দেখে চোখ ফেরানো যাচ্ছে না। ছবিগুলো দেখার পরে বারবার দেখতে ইচ্ছে করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর কিছু গ্রামীণ ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছে আমার ছবিগুলো ভালো লেগেছে যেনে খুশি হইলাম।

 2 years ago 

আমাকে সবসময় গ্রামের-প্রাকৃতিক-দৃশ্য গুলো মুগ্ধ করে আমি সবসময় এই দৃশ্যগুলো উপভোগ করি। আপনি আপনার পোস্টের মাধ্যমে গ্রামের-প্রাকৃতিক-দৃশ্য গুলো সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। যে আমার কাছে অনেক ভালো লেগেছে আর সাথে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61111.24
ETH 2687.89
USDT 1.00
SBD 2.61