লেভেল ওয়ান হতে আমার অর্জন।।By-@rabbirs



আসসালামুয়ালাইকুম



সবাইকে শুভেচ্ছা সকলেই কেমন আছেন। আশা করি সকলেই ভাল আছেন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে। আমি অনেক অনেক ভালো আছি।


IMG_20220513_151833.jpg

আজ আমি আপনাদের মাঝে একটি পোস্ট নিয়ে এসেছি। @abb-school লেভেল ১ ক্লাস থেকে আমি কি কি অর্জন করতে পেরেছি।তা নিয়ে আজ আমি লিখিত পরীক্ষা দিতেছি।


প্রশ্ন "কোন ধরনের এক্টিভিটিস স্পামিং বলে গণ্য হয়।

স্পামিং বলতে বোঝায়। যে কোন একটি বিষয় নিয়ে বারবার করা হয়। যেমন কেউ আপনার কাছ থেকে বার্তা চায় না। অথচ তাকে আপনি বারবার বার্তা পাঠাচ্ছেন। অথবা আপনি একই ধরনের বর্ণনা বার বার করার চেষ্টা করতেছেন। যেমন ভ্রমণে গেলেন বাজারে গেলেন কিংবা শপিংয়ে গেলে না। অথবা একটা রেসিপি করলেন। সেই একই ছবিগুলো বারবার ঘুরিয়ে পেচিয়ে লেখার চেষ্টা করলেন। একই ধরনের ট্যাগ বারবার ব্যবহার করলে।সেটা কে স্পামিং বলে।
স্পামিং এর সব চেয়ে খারাপ দিক হলো।
আপনি আপনার যে কোন একটি পোস্টে। বিরক্তকর ভাবে কোন নির্দিষ্ট ব্যক্তিকে ।বারবার মেনশন দিয়ে গেলেন। সেটা কে স্পামিংয়ের সবচেয়ে খারাপ দিক বলে।

প্রশ্ন"ফটো কঁপিরাইট সম্পর্কে আপনি কি কি ধারণা অর্জন করেছেন।

ফটো কঁপিরাইট বলতে বোঝায়। আপনি অন্য কারো লেখা বা ছবি নিজের বলে চালিয়ে দেওয়া। কপিরাইট মানে হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রক্ষা করার জন্য কপি বা নকল করার ক্ষেত্রে একটি রাইট বা আইন। যেমন কোন ওয়েবসাইট থেকে সোর্স ডাউনলোড না দিয়ে। নিজের হিসাবে চালানো তখন সেটাকে ফটো কঁপিরাইট বলে। তবে অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে ফ্রি ছবি ডাউনলোড করা যায়। কিন্তু সেটাতে অবশ্যই সোর্স ব্যবহার করতে হবে।

প্রশ্ন " তিনটি ওয়েব সাইটের নাম বলুন ।যেখান থেকে ফ্রি কপিরাইট ফটো সংগ্রহ করা যায়।

১" pexels

২"pixabay

৩"Pinterest

প্রশ্ন " পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয়। এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয়।

পোস্ট করার সময় আমাদের ট্যাগ ব্যবহার করতে হয়।
আপনি যে বিষয়ের উপর লিখতেছেন সেই বিষয়ের উপর ট্যাগ দিতে হবে। পোস্ট করার সময় আমরা নিচে যে ছোট্ট ঘরটি দেখতে পারি। সেটি হচ্ছে ট্যাগ এর ঘর। ট্যাগ যেমন আপনি রেসিপি নিয়ে পোস্ট করলেন।রেসিপি সংক্রান্ত কিছু শব্দ দিলেন। ভ্রমণে গেলেন ভ্রমণ সংক্রান্ত কিছু শব্দ দিলেন। যেকোনো বিষয়ে পোস্ট করলেন। সেই বিষয়গুলোর উপর আপনাকে ট্যাগ ব্যবহার করতে হবে।
যেমন আপনি "ভ্রমণ" ট্যাগ ট্রাভেল ব্যবহার করলেন। এবং সেই শব্দটির উপর ক্লিক করলেন। এই ট্রাভেল বিষয়ে যারা যারা পোস্ট করেছেন। তাদের সবার পোস্টগুলো এক জায়গায় পেয়ে যাবেন। আর আমরা সেই কারণে ট্যাগ ব্যবহার করে থাকি। আমার বাংলা ব্লগে পোস্ট বাংলাতে লিখতে হয়। কিন্তু আমরা স্টিমিট প্লাটফর্মে লিখি ।তাই এখানে অবশ্যই ইংরেজিতে ট্যাগ দিতে হয়।

প্রশ্ন " আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ।

আমার বাংলা ব্লগে কোন কোন বিষয়ের উপর পোস্ট শেয়ার করা যাবে না । যেমন" ধর্মীয় এফিলিয়েশনের উপর কোন কিছু লেখা। চাইল্ড পর্নোগ্রাফিক যে কোনো কনটেন্ট। এবং নারী নির্যাতন এরকম যেকোনো ধরনের পোস্ট । যেকোনো রাজনৈতিক বিষয়ে অথবা যেকোনো দলের নামে প্রশংসাসূচক সমালোচনামূলক এরকম ধরনের পোস্ট। অবৈজ্ঞানিক মিথ্যা গুজব কুসংস্কার এসব ধরণের পোষ্ট কঠোরভাবে নিষিদ্ধ। পশু পাখি নির্যাতনমূলক কোন ছবি বা ভিডিও শেয়ার করা যাবে না। যেকোনো ধরনের অপরাধকে সমর্থন করে এমন কোন পোস্ট করা যাবে না।

প্রশ্ন " প্লাগিয়ারিজম সম্পর্কে আপনি কি জানেন।

অন্যের কোন লেখাকে আপনি নিজের বলে চালিয়ে দিলেন। কিছুটা পরিবর্তন করে আপনি ঘুরিয়ে পেঁচিয়ে নিজের বলে চালিয়ে দিলেন। আপনার লেখালেখির পূর্বে অতীতে কেউ এটি লিখেছেন বা পাবলিশ করেছেন । আর আপনি সেখান থেকে হুবুহু কিছুটা পরিবর্তন করে নিজের লেখা বলে চালিয়ে দিলেন। আর সেটা কে প্লাগিয়ারিজম বলে। আর এটা মারাত্মক অপরাধ।

প্রশ্ন " re-write আর্টিকেল কাকে বলে।

অন্য কারো পোস্ট পড়ে সে বিষয়ের উপর ধারণা নিয়ে। নিজের মতো করে লিখলেন। অথবা আপনি এমন একটি বিষয় নিয়ে লেখালেখি করছেন। যেটার জন্য আপনাকে অবশ্যই গুরুত্বপূর্ণ ওয়েবসাইট অথবা ভালো ভালো কোন সোর্স থেকে নিতে হবে। যেমন এখানে আপনি মহাকাশ নিয়ে লিখলেন অথবা আকাশের চাঁদ সূর্য নিয়ে লিখলেন। এগুলো বিষয়ে লিখতে গেলে অবশ্যই তথ্যগুলি। আপনাকে কোন অথেন্টিক সোর্স থেকে নিতে হবে। আর সেই লেখাগুলি যদি আপনি নিজের মত করে ।সাজিয়ে গুছিয়ে লিখলেন।আর সেটাকে বলা হয়" রিরাইট re-write

প্রশ্ন " ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে।

ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে যে বিষয়গুলো উল্লেখ করা হয় তা হলো" ৭৫ থেকে ৮০% লেখা সম্পূর্ণ মৌলিক হতে হবে। এবং রেফারেন্স সোর্স গুলো অবশ্যই উল্লেখ করতে হবে। যেসব তথ্য কালেক্ট করা হয়েছে। তা ইনভার্টেড কমার মধ্যে উল্লেখ করতে হবে। আর্টিকেল সম্বন্ধীয় কোন ইমেজ যদি কোন ওয়েব সোর্স থেকে কালেক্ট করা হয়। তাহলে অবশ্যই তা কঁপিরাইট ফ্রী ইমেজ হতে হবে এবং সোর্স
অবশ্যই উল্লেখ করতে হবে।

প্রশ্ন " একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসাবে গণ্য করা হয়।

একটি মাত্র ছবি বা ১০০ ওয়ার্ডের কম লেখা থাকলে।
পোস্টটি ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়।

প্রশ্ন "প্রতি ২৪ ঘণ্টায় একজন ব্লগার সর্বোচ্চ কয়টি পোস্ট করতে পারবে "আমার বাংলা ব্লগ কমিউনিটিতে।

প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ ৩ টি পোস্ট করতে পারবে।

ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
Sort:  
 2 years ago 

লেভেল ওয়ানের' পরীক্ষা বেশ মোটামুটি ভালই দিয়েছেন আপনি। এত সুন্দর পরীক্ষা দেওয়া দেখে আমি খুব খুশি হয়েছি। আশা করি এভাবেই আপনি সামনের দিকে এগিয়ে যাবেন তবে নিয়মিত প্রতিটা লেভেলের পড়া পড়তে হবে সঠিক ভাবে।

অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

প্রথমে আপনাকে লেভেল ওয়ান পরীক্ষা দেওয়ার জন্য স্বাগতম ।লেভেল ওয়ান থেকে আপনি খুব ভালো শিখেছেন এবং তার খুঁটিনাটি সবকিছু আমাদের মাঝে শেয়ার করেছেন। আশাকরছি লেভেল ওয়ান থেকে শিক্ষা নিয়ে আপনি পরবর্তী লেবেলগুলো সফলতার সাথে পার করবেন এবং আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার হয়ে আমাদের সাথে চলবেন এই প্রত্যাশা করছি। শুভকামনা রইল আপনার জন্য।

এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

ভাই লেভেল ওয়ান হতে আপনার অর্জন টুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি লেভেল ওয়ান এ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এ জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আপনি যেহেতু লেভেল ওয়ান সেহেতু এখনো অনেকদূর রাস্তা আপনাকে পাড়ি দিতে হবে। এবং পরবর্তী সময়ে ভেরিফাইড মেম্বার হতে হবে। আপনি যেন আপনার রাস্তাটুকু পাড়ি দিয়ে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারেন এ জন্য আপনার প্রতি অনেক অনেক শুভকামনা রইল।

দোয়া করবেন সামনে যেন আরো ভাল কিছু করতে পারি। সুন্দর একটি মন্তব্য করেছেন ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

প্রথমে আপনাকে অভিনন্দন জানাচ্ছি ভাইয়া। আপনি লেভেল ওয়ান হতে অনেক কিছু শিখেছেন তা আপনার পোস্ট দেখে বুঝতে পারলাম। এবিবি স্কুলে ক্লাস গুলো আপনি ভালভাবে বুঝেছেন। লেভেল ওয়ান হতে আপনার লিখিত পরীক্ষার পোস্ট দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল আপনার জন্য প্রিয় আপু।

 2 years ago 

ভালোই লিখেছেন। আজ রাতে ক্লাসে উপস্থিত থেকে মৌখিক পরীক্ষা দেবেন। আপনার পোস্ট পড়ে মনে হচ্ছে আপনি বিষয়গুলো ভালভাবে বুঝতে পেরেছেন। আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

আমার বাংলা ব্লগের level-1 পরীক্ষায় স্টিমিট এর বেসিক বিষয়গুলো অনেক সুন্দর ভাবে শেখানো হয়। আপনি পরীক্ষার প্রত্যেকটি টপিক আমাদের মাঝে অনেক গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছেন দেখে খুবই ভালো লাগছে । এভাবেই লেগে থাকুন ভাইয়া আশাকরি আপনি ভবিষ্যতে অনেক ভালো কিছু করবেন। আপনার জন্য দোয়া রইল আপনি যেন দ্রুত ভেরিফাইড মেম্বার হয়ে যান।

বাহ্ খুব সুন্দর করে একটি মন্তব্য করেছেন। আপনার মন্তব্যটি পড়ে অন্যরকম অনুভূতি লাগতেছে নিজের কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

দেখে বোঝা যাচ্ছে লেভেল ওয়ান ক্লাস থেকে খুব ভালো কিছু শিখাতে পারি। খুব সুন্দর করে আমাদের মাঝে লেভেল অনেক পরীক্ষা দিয়েছেন আপনি। যা দেখে অনেক ভালো লাগলো। শুভকামনা রইলো আপনার পরবর্তী তার জন্য।

ধন্যবাদ ভাই আপনাকে শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

সব সময় একটা কথা বলে থাকি, অর্জিত কোন কিছু হয়না বর্জিত। আপনার অর্জন আপনারই থেকে যাবে। তাই নির্দ্বিধায় অর্জন করতে থাকুন এবং এবিবি স্কুলের ক্লাস গুলো মনোযোগ দিয়ে করুন ধন্যবাদ।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি কথা বলেছেন।

 2 years ago 

আপনার পোস্ট পড়ে বোঝা যাচ্ছে বিষয়গুলো বেশ সুন্দর করে বুঝতে পেরেছেন। আশাকরি এখন এই বিষয়গুলো মেনে চলবেন। ধন্যবাদ আপনাকে।

হ্যাঁ ভাই অবশ্যই সব বিষয় মেনে চলবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.034
BTC 62877.62
ETH 3140.75
USDT 1.00
SBD 3.89