বন্ধুদের নিয়ে ঘুরতে যাওয়া।। রসপুর ব্রিজে।।


আসসালামু আলাইকুম।


"সবাইকে শুভেচ্ছা"সকলে কেমন আছেন। আশা করি সবাই সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে সকলেই ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি।

IMG_20220529_183314.jpg

Device: oppo A15

https://w3w.co/motorbikes.trimmings.entrepreneur

প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের জন্য।একটি পোস্ট নিয়ে এসেছি। বন্ধুদের নিয়ে ঘুরতে যাওয়া।

আমার যেখানে সেখানে ঘুরতে খুবই ভালো লাগে। অবসর টাইম পেলেই আমি ঘুরতে যাই। কিছুক্ষণ বসে বসে ভাবতে ছিলাম কোথায় যাওয়া যায়। হঠাৎ মনে পড়ে গেল। রসপুর ব্রিজের কথা যেখানে গেলে খুবই ভালো লাগে। নামটা শুনে অনেকেই অবাক হতে পারেন। "রসপুরের ব্রীজ" আর এই নামে কারণে আবার অনেকেই দেখতে আসেন। নামটা যেহেতু এত সুন্দর দেখতে না হয় কতটা সুন্দর।

IMG_20220529_184635.jpg

Device: oppo A15

https://w3w.co/motorbikes.trimmings.entrepreneur
এই ব্রিজে প্রতিদিন শত শত মানুষ আসেন ঘুরতে। রসপুর ব্রিজ এ গিয়ে আমার খুবই ভালো লেগেছে। খুব সুন্দর একটি পরিবেশ । চারিদিকটা সবুজে ঘেরা। এখানে আমি আরো কয়েকবার এসেছিলাম। এই জায়গাটি আমার কাছে বেশ ভালই লাগে। যেকোনো উৎসব হলে এখানে অনেক মানুষ ছুটে আসে।

নওগাঁ জেলায় ধামুরহাট থানায়।

আত্রাই নদী তে এই রসপুর ব্রিজ।

IMG_20220529_185019.jpg

Device: oppo A15

https://w3w.co/motorbikes.trimmings.entrepreneur
অনেক বড় একটি নদী আর এই নদীকে আত্রাই নদী বলে। এই নদী নওগাঁ জেলায় সবচেয়ে বড় নদী। নদীটি গিয়ে যমুনা নদীর সাথে মিলিত হয়েছে।
ব্রিজটি অনেকটাই লম্বা। ব্রিজের উপরে উঠলে দেখা যায়। চারিদিক সবুজে ঘেরা।আর ব্রিজের উত্তর পাশে তাকালে দেখা যায়। ইন্ডিয়ার বর্ডার।

IMG_20220529_185219.jpg

Device: oppo A15

https://w3w.co/motorbikes.trimmings.entrepreneur
ব্রিজের উপরে এত বেশি মানুষ যা দেখে আমি অবাক হয়ে গেছিলাম। ব্রিজের উপরে তাকালে দেখি শুধু মানুষ আর মানুষ। এত মানুষের ভিড়ে আমি আর ব্রীজের উপরে উঠি নাই। এত বেশি মানুষ দেখে নিজের কাছে অনেক ভালো লেগেছিল। আমি মানুষ দেখে মনে মনে ভাবতেছি কোথায় যেন আসলাম। আমার সাথে আমার বন্ধুরা অবাক এত মানুষ দেখে।
আবার অনেকেই নদীতে নৌকা ভ্রমণ করতেছে।

IMG_20220529_184231.jpg

Device: oppo A15

https://w3w.co/motorbikes.trimmings.entrepreneur

"নদীর পূর্ব পাশে"

এখন নদীতে পানি কম। নদীর পূর্ব পাশে পানি নেই শুকিয়ে বালি বেরিয়ে আসছে। অনেকেই সেখানে নেমে হাটাহাটি করতেছেন। আবার অনেকেই বসে বসে বসে নদীর দিকে তাকিয়ে আছে। দেখে বেশ ভালই লাগলো।
বর্ষাকালে নদীটি পানিতে ভরে যায়। আর তখন দেখতে খুব সুন্দর লাগে। ভরা নদী তাকালেই যেন চোখ জুড়িয়ে যায়।

IMG_20220529_184420.jpg

Device: oppo A15

https://w3w.co/motorbikes.trimmings.entrepreneur

"নদীর পশ্চিম পাশে"

নদীর পশ্চিম পাশে দেখতে অনেকটা সুন্দর। চারিদিকটা যেন সবুজে ঘেরা। আগের পুরনো অনেক লম্বা বড় বড় গাছ ও আছে। তার পাশে কলারবাগান আছে অনেক বড়। সব মিলিয়ে দেখতে খুবই চমৎকার। আর সবচেয়ে মজার বিষয়। নদীর পশ্চিম পাশে ব্রিজের নিচে দেখি। অনেক রকমের দোকানপাট বসে আছে।
এখানেও দেখি একই অবস্থা অনেক মানুষের ভিড়।
মানুষের ভিড়ে মনে হয় কোথায় যেন হারিয়ে গেলাম।
আমরা বন্ধুরা মিলে একটা ফুচকার দোকানে গেলাম ফুচকা খেতে।সেখানে ফুচকার অর্ডার দিতে গিয়ে দেখি ফুচকা শেষ।

IMG_20220529_185447.jpg

Device: oppo A15

https://w3w.co/motorbikes.trimmings.entrepreneur
সেখান থেকে ফিরে আরেক দোকানে গেলাম। ওইখানে গিয়ে দেখি দোকানে অনেক ভিড়। দোকানদার আমাদেরকে বলে ভাই বিশ মিনিট সময় লাগবে সিরিয়াল নিতে গেলে। তখন আমরা চিন্তা করলাম আর কিছু খাবো না। যে দোকানে যাই সেই একই অবস্থা। কমবেশি সব ধরনের দোকান আছে। যেমন ফুচকার দোকান ঝালমুড়ি দোকান কসমেটিকসের দোকান ।ও আরো যাবতীয় অনেক দোকান।
সেজন্য কেউ যদি কিনাকাটা অথবা খাওয়া-দাওয়া করতে চাই। তাহলে নদীর পশ্চিম পাশে ব্রিজের নিচে চলে আসে।
সবকিছু মিলিয়ে বেশ ভালই লেগেছিল। সৌন্দর্যের আরেক নাম। রসপুরের ব্রিজ"

🌼সবাইকে অনেক অনেক ধন্যবাদ🌼

Sort:  
 2 years ago 

বন্ধুদের নিয়ে খুব অসাধারণ মুহূর্ত কাটিয়েছেন। আসলে বন্ধুদের নিয়ে ঘুরতে যাওয়ার অনুভূতি গুলো খুবই অন্যরকম হয়ে থাকে । খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন । এত সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

বন্ধুদের সাথে ঘুরতে খুব ভালোই লাগে। সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনি আপনার বন্ধুদের সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছেন ভাইয়া। রসপুর ব্রিজ ‌ এই প্রথম নাম শুনলাম। আপনি অনেক সুন্দর ভাবে রসপুর ব্রিজের ফটোগ্রাফি করেছেন ভাইয়া। প্রতিটি ফটোগ্রাফি দেখতে অনেক সুন্দর লাগছে।‌‌ আপনার বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া এত সুন্দর মুহুর্ত শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এত সুন্দর করে একটি মন্তব্য করার জন্য।আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ভাই আপনি অসাধারণ একটি আনন্দঘন মুহূর্ত কাটিয়েছেন এবং খুব সুন্দর করে রসপুর ব্রিজ এর বিস্তারিত আলোচনা করেছেন জেনে খুবই ভালো লাগলো। আর আপনি ঠিকই বলেছেন নামটা যেমন সুন্দর জায়গাটা এর চাইতে বেশী সুন্দর। এবং সেইসাথে আমাদেরকে উপহার দিয়েছেন খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।

প্রতিদিন এখানে অনেক মানুষ যায় শুধু দেখার জন্য। খুব সুন্দর একটি মুহূর্ত পার করা যায় সেখানেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ‌ ভাই।

 2 years ago 

আসলে উন্মুক্ত পরিবেশ তো,আর সুন্দর সময় পার করা জন্য বেশ পার্ফেক্ট একটি জায়গা।এই জন্যে মানুষের সমাগম এত বেশি।আর আপনাকে তো একদম হিরোর মত লাগছে।😎

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।শুভকামনা রইল আপনার জন্য।❤️❤️❤️

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 60115.56
ETH 3203.28
USDT 1.00
SBD 2.46